Home জাতীয় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে : জুনাইদ আহমেদ পলক

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে : জুনাইদ আহমেদ পলক

SHARE

পরিক্রমা ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে।

বুধবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে বর্তমান ও পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ধারণা প্রদানের উদ্যোগ নেয়া হবে বলে জানান মন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, শোককে শক্তিতে পরিণত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাই শোক দিবসের প্রত্যয় হোক।