Home জাতীয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২২ ইং শ্যামলী মাহবুব দেবিদ্বার উপজেলার শ্রেষ্ঠ...

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২২ ইং শ্যামলী মাহবুব দেবিদ্বার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত

শ্যামলী মাহবুব

পরিক্রমা ডেস্ক : কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সীমারকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা শ্যামলী মাহবুব উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হওয়ার গৌরব অর্জন করেছেন। জনাবা শ্যামলী মাহবুব ১৯৯৮ ইং সালে সরাসরি প্রধান শিক্ষিকা পদে সরকারী চাকুরীতে যোগদান করেন। ২০০৩ সালের পহেলা জুন সীমারকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে আসার পর তিনি বিদ্যালয়টিকে ‘সি’ ক্যাটাগরী থেকে ‘এ’ ক্যাটাগরীতে উত্তীর্ণ করেন। শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি খেলা-ধুলা ও সাংস্কৃতিক চর্চ্চায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।প্রগতিশীল চিন্তা-ভাবনার অধিকারী শ্যামলী মাহবুব এর স্বামী জনাব মোঃ নোমানুল হক বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আইনজীবী। তাদের দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র সন্তান মোঃ ইরফানুল হক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং কনিষ্ঠা কন্যা সন্তান সামান্তা হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।