Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার


পরিক্রমা ডেস্ক : আজ (২৩.১১.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৩টি কোম্পানির ৭ কোটি ৬৪ লক্ষ ৪৬ হাজার ৪৫৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৪০ কোটি ৬৮ লক্ষ ১৮ হাজার ৫২০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২২.৭৮ পয়েন্ট কমে ৬২০৭.৭৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.০২ পয়েন্ট কমে ২১৮৩.১৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৯৫ পয়েন্ট কমে ১৩৪৯.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, অরিয়ন ফার্মা, নাভানা ফার্মা, পদ্মা ইসলামি লাইফ ইন্সুঃ, ইস্টার্ন হাউজিং, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, এডভেন্ট ফার্মা, সী পার্ল ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- চার্টার্ড লাইফ ইন্সু্রেন্স, এডভেন্ট ফার্মা, সোনালি আঁশ, বিজিআইসি, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল, প্রগতি লাইফ, সোনালি পেপার, কে অ্যান্ড কিউ, পপুলার লাইফ ইন্সুঃ ও আইএসএন লিঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এইচআর টেক্স, এডিএন টেলিকম, মনোস্পুল পেপার, জেমীনি সী ফুড, সিনোবাংলা, নাভানা ফার্মা, ই জেনারেশন লিঃ, ইস্টার্ন হাউজিং, অরিয়ন ইনফিউশন ও জেএমআই হাসপাতাল।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৩৮০৪৮৭৮৪৩৪৫.০০