Home খেলাধূলা ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না অধিনায়ক তামিম ইকবালের!

ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না অধিনায়ক তামিম ইকবালের!


পরিক্রমা ডেস্ক : শক্তিশালী ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে তিন ম্যাচের এই সিরিজের আগে বড় দুঃসংবাদই পেল টাইগাররা। কেননা চোটের কারণে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টেও নিশ্চিতভাবে তাকে পাওয়া যাবে না। এমনকি চোট ঠিক মতো না সারলে দ্বিতীয় টেস্টেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

বাংলাদেশ শিবিরে আরও চোটের খবর আছে। ইনজুরিতে প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না তাসকিন আহমেদে। এই ফাস্ট বোলার দ্রুত সুস্থ হয়ে না উঠলে পরের দুটি ওয়ানডেতেই মাঠের বাইরে থাকতে পারেন।

ডান কুঁচকিতে চোট পেয়েছেন ওপেনার ব্যাটার তামিম। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে এই চোট পান তিনি। যদিও বেশ কিছু দিন আগে ফিটনেস ট্রেনিংয়ের সময় কুঁচকিতে একবার টান লাগে তার। সেসময় ১০ দিনের মতো সময় বিশ্রাম নিয়ে আবার অনুশীলনে ফেরেন। এবার অনুশীলনে ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিংয়ের সময় আবার সেই কুঁচকিতেই টান লাগে।

বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বরাত দিয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তামিমকে। এরপর আরও এক সপ্তাহ চলবে পুনর্বাসন। ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ওয়ানডে সিরিজ শেষ ১০ ডিসেম্বর, প্রথম টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। এই সময়টায় তাই মাঠের বাইরেই থাকতে হবে তামিমকে।

তামিম পুরোপুরি  সুস্থ হলে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরুর দিন থেকে তাকে পাওয়া যেতে পারে। অন্যথায় পুরো সিরিজেই তাকে না পাওয়ার শঙ্কা আছে যথেষ্টই।

তামিম না থাকায় এখন শুধু বিকল্প ওপেনারই নয়, অধিনায়কও খুঁজতে হবে বিসিবিকে। ওয়ানডেতে বাংলাদেশের কোনো সহ-অধিনায়ক নেই অনেক দিন ধরেই।

এদিকে গত ২০ নভেম্বর বিসিএলে একটি ম্যাচ খেলার পর পিঠে চোটের কারণে আর কোনো ম্যাচ তাসকিন খেলেননি। বুধবার প্রস্তুতি ম্যাচেও ছিলেন না এই ফাস্ট বোলার। ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে তাকে। আপাতত শুধু প্রথম ওয়ানডেতেই তাকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। পেসার শরিফুল ইসলামকে দলে যোগ করা হয়েছে।