Home ক্যাম্পাস খবর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের উদ্যোগে ওয়ার্কশপ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের উদ্যোগে ওয়ার্কশপ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত


পরিক্রমা ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের উদ্যোগে “স্পিকিং ইন ইংলিশ ‍ঃ হোয়াট উই নিড” শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এতে ভারপ্রাপ্ত ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. এম. মনিরুজ্জামান এতে প্রধান আলোচক ছিলেন। সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আহমেদ মাহবুব-উল-আলম।

অন্যান্য বক্তারা উচ্চ শিক্ষায় ইংরেজি ভাষায় কথা বলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, মো. এহসানুল ইসলাম খান, লেকচারার সায়ীদা তারতিলা সানজিদা প্রমুখ।

ওয়ার্কশপ শেষে এতে অংশ নেয়া ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ বিতরণ করা হয়।