Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার


পরিক্রমা ডেস্ক : আজ ( ০৭/১২/২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১২টি কোম্পানির ৪ কোটি ৪৬ লক্ষ ৮৭ হাজার ৪১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১১ কোটি ৩২ লক্ষ ৬৯ হাজার ৫৭৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে ৬২৩৩.৬৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে ২২০৭.২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৫০ পয়েন্ট কমে ১৩৬৩.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, অরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্ক, বসুন্ধরা পেপার, বিএসসি, কেডিএস এক্সেসরিজ, ইস্টার্ন হাউজিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, আমরা টেকনোলজি ও নাভানা ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- কেডিএস এক্সেসরিজ, অরিয়ন ইনফিউশন, আমরা টেকনোলজি, সোনালি লাইফ ইন্সুঃ, সামিট অ্যালায়েন্স পোর্ট, অরিয়ন ফার্মা, বিএসসি, চাটার্ড লাইফ ইন্সুঃ, আইটিসি ও বেঙ্গল উইন্ডসোর।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এডিএন টেলিকম, এডভেন্ট ফার্মা, বিডি থাই ফুড, ফাইন ফুডস, সী পার্ল, এপেক্স ফুডস, লাফার্জ হোলসিম, ই-জেনারেশন, কে অ্যান্ড কিউ ও মুন্নু সিরামিকস।
আজ ডিএসই’র বাজার মূলধন:-৭৬৩১৪৫৩২২৪৮৬১.০০