Home অন্যান্য “নিম্নমানের কাগজে বিনামূল্যের বই, স্থায়ীত্ব নিয়ে শঙ্কা”

“নিম্নমানের কাগজে বিনামূল্যের বই, স্থায়ীত্ব নিয়ে শঙ্কা”

-প্রতিকী ছবি

বি.পরিক্রমা রিপোর্ট : শিক্ষার্থীদের হাতে এ বছর যে বই তুলে দেওয়া হয়েছে সেগুলোর কাগজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী এক বছর এই বই শিক্ষার্থীদের হাতে টিকবে কি না তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ আসছে শিক্ষার্থীদের নতুন বইয়ের সেলাই খুলে যাচ্ছে। আবার বইয়ের ছবির মান ও রঙ এতোটাই অস্পষ্ট যে এগুলো ঠিকমতো বুঝতেও কষ্ট হয়। নিউজ প্রিন্টে বই ছাপানো হয়েছে বলে অভিযোগ করছেন সবাই। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি দাবি করছেন, ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়। রঙ কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয়। তিনি বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য ক্ষতিকর। আমরা কাগজের মান উন্নত করেছিলাম, কিন্তু এবার সেকেন্ডারি পাল্প ছাড়া দেশে কোনো পাল্প ছিল না। তাই সেকেন্ডারি পাল্পে বই ছাপাতে হয়েছে। তবে সেটিতে মান খারাপ হওয়ার সুযোগ নেই।

একজন অভিভাবক জানান, তিনি মেয়েকে নিয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংক হাইস্কুলে গিয়েছিলেন। তার মেয়ে ঐ স্কুলে ৭ম শ্রেণিতে পড়ে, কিন্তু বই বিতরণ উৎসবে সে কোন বই পায় নাই। তবে কোনো কোনো ক্লাসের শিক্ষার্থীদের হাতে ২-৩টি করে বই তুলে দেওয়া হয়েছে। অনেকে পুরনো বই পাচ্ছে। তবে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, বইয়ের কোনো সঙ্কট নেই। কোথাও নিম্নমানের বই পাওয়া গেলে মন্ত্রণালয়ের পরিদর্শন টিম যথাযথভাবে দায়িত্ব পালন করবে।