Home ক্যাম্পাস খবর নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত


পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা ও একাডেমিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গত ১৩ জানুয়ারী ২০২৩ এনএসইউ-এর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশিস কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে, বিশ্ববিদ্যালয় দুটি যৌথভাবে গবেষণা, একাডেমিক কোর্সের পাঠদান এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবে।

এই দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী ও বন্ধুত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে অভিমত ব্যক্ত করেন অধ্যাপক আতিকুল ইসলাম।

এরপর, অধ্যাপক আতিকুল ইসলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে “দক্ষিণ এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি” শীর্ষক এক সেমিনারে বক্তব্য প্রদান করেন।