Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার


পরিক্রমা ডেস্ক : আজ ( ২৫.০১.২০২৩) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৬টি কোম্পানির ১১ কোটি ৮৮ লক্ষ ৮৫ হাজার ৬২৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৩৪ কোটি ৬০ লক্ষ ৮ হাজার ৭১৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২.০৯ পয়েন্ট বেড়ে ৬২৯৩.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৭২ পয়েন্ট বেড়ে ২২২৮.৭০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.০৫ পয়েন্ট বেড়ে ১৩৭২.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, ইউনিক হোটেল, বসুন্ধরা পেপার, ইস্টার্ন হাউজিং, বিএসসি, মেঘনা লাইফ ইন্সু্রেন্স, জেমিনী সী ফুড, বিডিকম অনলাইন ও ইন্ট্রাকো রিফুয়েলিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- পপুলার লাইফ ইন্সু্রেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্সু্যরেন্স, আমরা নেটওয়ার্ক, রূপালী লাইফ ইন্সু্যরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সু্যরেন্স, প্রাইম ইসলামি লাইফ ইন্সু্যরেন্স, সী পার্ল বীচ, মাইডাস ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্সু্রেন্স ও ন্যাশনাল হাউজিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জেমিনী সী ফুড, নাভানা ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, কোহিনূও কেমিক্যাল, মুন্নু সিরামিক ও জেএমআই হসপিটাল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৬৮৪২১৪০৭৭৯৬.০০