Home জাতীয় বিজ্ঞান জাদুঘরে ৩০জন প্রধান শিক্ষক: স্কুলে মোবাইল টাওয়ার না বসানোর আহ্বান

বিজ্ঞান জাদুঘরে ৩০জন প্রধান শিক্ষক: স্কুলে মোবাইল টাওয়ার না বসানোর আহ্বান


পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (২9.01.২০২3খ্রি.) “জলবায়ু রক্ষায় শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)’এ প্রশিক্ষণরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন “জলবায়ু বিপর্যয় রোধে শিক্ষার্থীদের সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন স্কুল শিক্ষকরা। শুধু ক্লাস রুমে দায়িত্ব পালন না করে পরিবেশ দূষণের বিপর্যয় সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরী করতে হবে। বিদ্যালয়ের আশে পাশে ইট ভাটা স্থাপন কোন ভাবেই স্বাস্থ্যকর নয়। বেআইনী ও অবৈজ্ঞানিকভাবে নির্মিত ইট ভাটা পরিবেশের জন্য হুমকি। ইট ভাটা থেকে চাঁদা নিয়ে স্কুলে অনুষ্ঠান করা যাবেনা। এছাড়া স্কুলের ছাদে মোবাইল টাওয়ার বসানো যাবেনা, এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। শিক্ষকদের নৈতিক মান উন্নত করতে হবে, শিক্ষকরা এখনো সমাজে শ্রদ্ধার পাত্র।” সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক এ.কে.এম লুৎফুর রহমান সিদ্দীক।

সেমিনারে বক্তব্য রাখেন রতনদিয়া আর.কে.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, খুলনা বি.কে ইউনিয়ন ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যান বাছাড়। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন নায়েম এর প্রশিক্ষক বিশেষজ্ঞ শেখ মোহাম্মদ আলী। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীরা জাদুঘরের গ্যালারিসমূহ পরিদর্শন করেন।