Home ব্রেকিং শেখ হাসিনার আমলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

শেখ হাসিনার আমলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী


পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী বলেছেন- একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।’

বুধবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বরোচর  আলি আহাম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এখলাছপুর ইউপির চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এখলাছপুর ইউনিয়নে এবং ফরাজিকান্দি  ইউনিয়নে ফরাজিকান্দি মাদ্রাসা মাঠে ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে ফরাজিকান্দি ইউনিয়নে অসহায়, দুঃস্থ, গরিব শীতার্তদের ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে তিনি এসব বলেন ৷

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে আমাদের বাংলাদেশ৷

প্রতিমন্ত্রী বলেন, ‘এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি প্রধানমন্ত্রীর বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি, আমার পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্ববোধ করছি ৷

মতলবের চরে ইকোনমিক জোন স্থাপন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, চরাঞ্চলে অনেক সুন্দর ফসল হয় এই কৃষিজমিতে কিভাবে ইকোনমিক জোন স্থাপনের পরিকল্পনা করছেন বিষযটি আমি দেখবো যাতে কৃষকদের কৃষি জমি নষ্ট ইকোনমিক জোন স্থাপন করা না হয়৷

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনাদের দাবি নিয়ে আমি বসবো এবং আপনাদের কল্যাণে যাযা করা দরকার পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ৷

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানভ

আরো বক্তব্য রাখেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কবির হোসেন মাস্টার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক,ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, সাবেক ছাত্রনেতা এড. মো. জসিম উদ্দিন, প্রবীণ আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ দেওয়ান, আলী আহাম্মদ মিয়া উচ্চ বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির  সভাপতি সিদ্দিক বকাউল এখলাছপুর ইউপির সাবেক মেম্বার মিন্নত বেপারী প্রমুখ ৷

এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয আলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আরিফ উল্লাহ সরকার, এ এসপি মতলব সার্কেল ইয়াছির আরাফাত, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তার উজ্জামান, উপজেলা যুবলীগের সদস্য ও সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোহাম্মদ হাবিবুর রহমানসহ অনেকে৷