Home আন্তর্জাতিক ২৮ মে’র নির্বাচনে ‘কিংমেকার’ সিনান ওগানও এরদোয়ানকে সমর্থন দিলেন

২৮ মে’র নির্বাচনে ‘কিংমেকার’ সিনান ওগানও এরদোয়ানকে সমর্থন দিলেন


পরিক্রমা ডেস্ক : আগামী ২৮ মে তুরস্কের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে এটিএ জোটের প্রার্থী সিনান ওগান বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন দিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে ৫০ শতাংশের বেশি ভোটের প্রয়োজন হয়। গত ১৪ মে প্রেসিডেন্ট নির্বাচনে পড়া ৯৯.৯৬ শতাংশ ভোটের মধ্যে এরদোয়ান পান ৪৯.৫২ শতাংশ অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৪.৮৮ শতাংশ ভোট।

প্রেসিডেন্ট নির্বাচনে সিনান ওগানের নেতৃত্বাধীন এটিএ জোট পায় ৫.১৭ শতাংশ ভোট।

কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচন হবে প্রধান দুই প্রার্থীর মধ্যে। এই নির্বাচনে উভয় প্রার্থী (এরদোয়ান, কিলিচদারোগলু) তৃতীয় সংখ্যাগরিষ্ঠতা লাভকারী সিনান ওগানের সমর্থন কামনা করছিলেন। সিনান ওগান সোমবার এরদোয়ানকে সমর্থন দিলেন।

আগামী ২৮ মে তুরস্কে কার ভাগ্য খুলছে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাবক ধরা হচ্ছিল সিনানকে। এর কারণ,  নির্বাচনে এরদোয়ান ৪৯ শতাংশের বেশি ভোট পেয়েছেন। কেমাল পেয়েছেন ৪৫ শতাংশ। আর সিনানের ঝুঁলিতে ৫ শতাংশ বেশি ভোট। ৫ শতাংশের বেশি ভোট ঝুঁলিতে নিয়ে সিনান ‘কিংমেকার’ হয়ে উঠেছেন।

বলা হচ্ছে , দ্বিতীয় দফার নির্বাচনের আগে সিনান যাকে সমর্থন দেবেন, তার জন্য ভোটের বৈতরণী পার হওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। সূত্র: আল জাজিরা