Home জাতীয় বাংলাদেশ রেলওয়ের নিম্নমানের সেবার একটি নমুনা

বাংলাদেশ রেলওয়ের নিম্নমানের সেবার একটি নমুনা


পরিক্রমা ডেস্ক : আজ ২৭/৫ ২০২৩ ইং বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন পঞ্চগড় থেকে সকাল ৮ টা ১০ মিঃ দ্রুতযান রেলে যাত্রা। বগি ঞ। মোবাইল চর্জারের সকেট বা যেখানে চার্জার লাগালে মোবাইলে চার্জ হয় সেই সুইচে বিদ্যুৎ সরবরাহ নাই। আমি প্রথমে দায়ীত্বপ্রাপ্ত একজন পুলিশের নিকট যানতে চাইলাম কোথায় এবং কাহার নিকট বলা হলে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে?  তিনি জানালেন তিনি বলে-ব্যবস্থা করবেন। পরবর্তী স্টেশন পর্যন্ত হলো না। তারপর টিকিট চেক করতে আসা টিটিই’র দৃষ্টি আকর্ষণ করা হলে টিটিই এর সাথে থাকা ব্যক্তি বল্লেন তিনি বলে ঠিক করে দিবেন। পরর্বতী স্টেশনেও হলোনা। মেশিন রুমে গেলাম তিনি বল্লেন এটেনডোন্স ছাড়া হবেনা। তাকে খুজে বাহির করেন। পরবর্তীপুর এসে গ বগির একজন টিটিইকে বলায় মেহেদি নামে এক ভদ্রলোকের সাথে কথা বলে বিদ্যুৎ সরবরাহ করতে বল্লেন। তাহাকে আমার সাথে আসতে বলায় ধমকের সুরে বল্লেন আপনি জান আমি আসছি। কমলাপুর স্টেশন পর্যন্ত কেহ আসেননি বিদ্যুৎ সরবরাহ করেননি। এই যদি হয় রেল সেবা! তাহলে আমরা যাবে কোথায়? দায়ী দের শাস্তির আওতায় আনা হইক এবং রেল সেবার মান উন্নত করা হউক।