Home অন্যান্য চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে “কম্পিউটেশনাল উপাদান অধ্যয়ন ও জাপানে উচ্চশিক্ষার প্রক্রিয়া” বিষয়ক...

চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে “কম্পিউটেশনাল উপাদান অধ্যয়ন ও জাপানে উচ্চশিক্ষার প্রক্রিয়া” বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

-চুয়েটে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।

পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্খবিজ্ঞান বিভাগের আয়োজনে “কম্পিউটেশনাল উপাদান অধ্যয়ন এবং জাপানে উচ্চতর অধ্যয়নের প্রক্রিয়া” (Seminar on Computational Materials Study and Process of Higher Study in Japan) বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১লা জুন (বৃহস্পতিবার) ২০২৩ খ্রি. বেলা ০২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর। সেমিনারে সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বপন কুমার রায়।চুয়েটের ACMRL ল্যাবের গবেষণাকর্মের উপর স্বাগত প্রবন্ধ উপস্থাপন করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মহি উদ্দিন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের অ্যাডভান্স ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড.রিয়ো মায়েজেনো (Dr. Ryo Maezono), সহযোগী অধ্যাপক ড. ক্যানটা হোনগো (Dr. Kenta Hongo) এবং সহকারী অধ্যাপক ড. তমোহিরো ইচিভা (Dr. Tomohiro Ichibha)।