Home জাতীয় ১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবসের আলোচনা সভা  

১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবসের আলোচনা সভা  

110
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জাতীয় পার্টির গুলশান কার্যালয়ে মহান বিজয় দিবসের আলেচনা সভায় সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক- এস এম আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, লাখো শহীদের রক্ত মা-বোনদের ইজ্জতের বিনিময়ে বিজয় দিবসে আমাদের আত্মজিজ্ঞাসা- আজ আমাদের দেশের অবস্থা কেমন? গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানুষের জীবনমান কেমন?

সমাপনী বক্তব্যে সভাপতি গোলাম মসীহ্ বলেন, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত নেতা পল্লীবন্ধু আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকান্ড সামনে রেখে দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে সকলকে সমন্বয় করে আগামি দিনের জাতীয় পার্টি ভবিষ্যতে এগিয়ে যাবে।

অনুষ্ঠান পরিচালনা করেন- যুগ্মআহবায়ক অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু।

সভায় আরো বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক এমপি-নুরুল ইসলাম মিলন, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, মজিবুর রহমান মুজিব, মজিবুর রহমান ডালিম, সাক্ষাওয়াত হোসেন, মনোয়ারা তাহের মানু, শারমিন পারভিন লিজা, আজমল হোসেন জিতু, তাহেরা মোশাররফ শোভা, জিয়াউল হক জুয়েল, ডাঃ নাসির উদ্দিন মোল্যা, কেয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, তৌহিদুর রহমান, মাহবুবুর রহমান তাঁরা, নার্গিস আক্তার, মরিয়ম আমিনা, বাবু বিশ্বাস, নাসির উদ্দীন মুন্সী ও পারভেজ।

image_pdfimage_print