Home ব্রেকিং বিএফইউজেসহ বিভিন্ন মহলের শোক দৈনিক সংগ্রামের যশোর জেলা প্রতিনিধি মোস্তফা রুহুল...

বিএফইউজেসহ বিভিন্ন মহলের শোক দৈনিক সংগ্রামের যশোর জেলা প্রতিনিধি মোস্তফা রুহুল কুদ্দুসের ইন্তিকাল!

258
0
SHARE

দৈনিক সংগ্রামের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক লোকসমাজ এর চীফ রিপোর্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজের কাউন্সিলর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট সংগঠক, লেখক ও নাট্যকার মোস্তফা রুহুল কুদ্দুস (৬১) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর পৌরসভার ১নং ওয়ার্ডের বারান্দী মোল্লাপাড়া বাশতলাস্থ নিজ বাড়িতে হার্ট এ্যাটাক করেন। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি—নাতনি, আত্মীয়—স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার গালদা গ্রামের শামসুর রহমান বিশ^াস ও মাতা খোদেজা খাতুনের ছেলে। সাত ভাই ও এক বোনের মধ্যে তিনি সকলের বড়। তার স্ত্রী আনোয়ারা খাতুন ব্যাগারিতলা দাখিল মাদরাসার শিক্ষিকা।
সাংবাদিক, সংগঠক, লেখক ও নাট্যকার হিসেবে খ্যাতিমান ছিলেন মোস্তফা রুহুল কুদ্দুস। তিনি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন—বিএফইউজের কাউন্সিলর ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রেসক্লাব যশোরের কোষাধ্যক্ষ ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সহ—সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী সদস্য ও বিএফইউজের কাউন্সিলর ছিলেন।
মোস্তফা রুহুল কুদ্দুস ১৯৬৩ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার গালদা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে দৈনিক স্ফুলিঙ্গের ঝিকরগাছা সংবাদদাতা হিসাবে সাংবাদিকতায় হাতেখড়ি। এরপর তিনি যশোরের দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, দৈনিক রানার, খুলনার দৈনিক পুর্বাঞ্চল, সংবাদ সংস্থা ইউএনবিসহ বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। তিনি দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশনালগ্ন থেকে এর সাথে সম্পৃক্ত হন এবং মৃত্যুকালে পত্রিকাটির চীফ রিপোর্টার ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক সংগ্রাম এর যশোর জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। সাহিত্য সংস্কৃতির অঙ্গনে সরব পদচালনা ছিল মোস্তফা রুহুল কুদ্দুসের। তিনি ছিলেন একাধারে নাট্যকার ও শিশু সাহিত্যিক। শিশুদের ইসলামী মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠার লক্ষ্যে তার কলম ছিল সচল। তিনি ২০১৩ সালে ‘প্রথম আলো ট্রাস্ট’ আয়োজিত ‘মাদক বিরোধী’ সেরা প্রতিবেদন পুরুস্কার লাভ করেন। ১৯৯৬ সালে শিশু একাডেমির শিশু নাট্য প্রতিযোগীতায় ‘কাজের ছেলে’ নাটক মঞ্চায়নে পুরুস্কার লাভ করেন। ২০০৫ সালে শিশুতোষ নাটক রচনা প্রতিযোগীতায় ‘ক্যান্সার’ নাটকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। তার গল্প, নাটক, ছড়া, সাংবাদিকতা, ইসলামী ও পাঠ্যবইসহ ২৯টি বই রয়েছে। মঞ্চস্থ নাটকের সংখ্যা অর্ধশতাধিক।
তিনি যে বই লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো—‘নামাজ কবুলের পূর্বশর্ত’, ‘যে রোজা আখেরাতে উপকারে আসবে না’, ‘তাকওয়া বৃদ্ধির উপায়’, ‘জুলুম নির্যাতন মুমিনের সাথী’, ‘দুর্ভাগা মুমিন ১’, ‘দুর্ভাগা মমিন ২’, ‘দৈনন্দিন জীবনে কোরবানি’, ‘ইসলামের সামাজিক কাজে গুরুত্ব ও ফজিলত’, ‘ইসলামের দৃষ্টিতে সাংবাদিকতা’, ‘শিশুদের প্রথম পাঠ’, ‘শিশুদের আরবি ও ইসলাম শিক্ষা’। ইসলামিক নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো—‘ক্যান্সার’, ‘কাজের ছেলে’, ‘পরশ পাথর’, ‘বড় বাবুর কিচ্ছা’, ‘পলাশ পুরের সেই ছেলেটি’, ‘রাজা যখন কৃষক’, ‘গোলমাল’, ‘সামান্য ভুল’, ‘বাদল ড্রাইভার’, ‘মিসির আলীর মেস ব্যবসা’, ‘মুন্সিবাড়ির সেকাল একাল’, ‘তবু কাছে তবু দূরে’, ‘একটি ভালোবাসার অকাল মৃত্যু’। ইসলামী গল্প এর মধ্যে ‘ভূতের সাথে মিতালী’, ‘মৎস্য কন্যার সাগর অভিযান’, ‘শিয়াল পন্ডিতের জন্মদিন’ উল্লেখযোগ্য।
এদিকে সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস এর ইন্তিকালের খবর শুনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনসহ যশোরের বিভিন্ন অঞ্চলের অসংখ্য সাংবাদিক নেতৃবৃন্দ হাসপাতাল ও তার বাড়িতে ছুটে যান। এ সময় তার সহকর্মী অনেককেই কান্নায় ভেঙে পড়েন। বিকেল ৬টার দিকে তার কফিন নিজ বাড়ি থেকে সাংবাদিকদের সেকেন্ড হোম প্রেসক্লাব যশোরে নেয়া হয়। সেখানে তার কফিনকে সামনে রেখে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। এখানে তার একমাত্র ছেলে রাকিব শাহরিয়ার সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
মাগরিব বাদ যশোরের মোল্লাপাড়া ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেছেন মরহুমের মেঝ ভাই মাওলানা নূরুল ইসলাম। জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা সদস্য সচিব এডভোকেট সাবেরুল হক সাবু, জামায়াতের যশোর—কস্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর পূর্ব জেলা আমীর মাস্টার নূরুন নবী, সেক্রেটারি মাওলানা আবু জাফর, যশোর শহর আমীর অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর পশ্চিমের আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সভাপতি ফকির শওকত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের সভাপতি গোপিনাথ দাস ও সাধারণ সম্পাদক এম আর খান মিলন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক নেতা আহসান কবীর বাবু, শহীদ জয়, জাহিদ আহমেদ লিটন, রফিকুল ইসলাম, মশিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী অংশ নেন। জানাজা শেষে মোল্লাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এদিকে সাংবাদিক নেতা মোস্তফা রুহুল কুদ্দুস এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ, তার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সংগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক সাজজাদ হোসাইন খান, বার্তা সম্পাদক মোহাম্মদ সা’দাত হোসাইন, বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার রুহুল আমিন গাজী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক, বিজ্ঞাপন ম্যানেজার মো. আ

 

সহাবুর রহমান আফতাব, খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ^াস, কুস্টিয়া জেলা প্রতিনিধি খালিদ হাসান সিপাই, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ আলমগীর, ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম এ কবির, নড়াইল জেলা প্রতিনিধি এডভোকেট রিয়াজুল ইসলাম খান, মাগুরা জেলা প্রতিনিধি ওয়ালিউর রহমান, মেহেরপুর

 

জেলা প্রতিনিধি মো. আকতারুজ্জামান।
অনরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবুল হাসান হিমালয়, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
অনরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর—কুস্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, টিম সদস্য মাওলানা আজিজুর রহমান, ড. মো. আলমগীর বিশ^াস, অধ্যক্ষ আলী মোহসিন, আব্দুল মতিন ও মাওলানা আশেক এলাহী, যশোর শহর আমীর অধ্যাপক গোলাম রসুল ও সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর পশ্চিম জেলার আমীর মাস্টার নূরুন নবী ও সেক্রেটারি মাওলানা আবু জাফর, যশোর পশ্চিম জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন।

image_pdfimage_print