স্টাফ রিপোর্টার :
শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত রেখেছেন কামরুল হাসান রিপন। আজ রবিবার বিকেল চারটায় দৈনিক বাংলা মোড়ের পাশে কালভার্ট রোডে গাউছে পাক ভবনের নিচে ৫০০ অসহায়, মেহনতি, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল ও জ্যাকেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
মতিঝিল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও স্হানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে পুরো শীত মৌসুমজুড়েই আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.