মতলব উত্তর উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন নাউরী স্কুলের আক্তার হোসেন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে মতলব উত্তর উপজেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হন ঐতিহ্যবাহী নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক আক্তার হোসেন।

তিনি ২০০০ সালে শরীরচর্চা শিক্ষক হিসেবে যোগদান করেন ঐতিহ্যবাহী নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে। সুপরিচিত ও জননন্দিত এ শিক্ষাগুরু মতলব উত্তরের স্কাউটের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বরত আছেন।

গত ১৭ অক্টোবর মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহের হোসেন খান সুফল, মতলব উত্তর উপজেলা সেচ প্রকল্পের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন সহ আরো অনেকে।
আলোচনা শেষে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন শ্রেষ্ঠত্ব অর্জনকারী স্কাউট শিক্ষক আক্তার হোসেন।