একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব

 

প্রেস বিজ্ঞপ্তি ২৫ মার্চ ২০২৪
১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার (২৫ মার্চ) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে সংগঠন দুটি এ দাবি জানায়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সদস্য সচিবুল হক বিন্দু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ জাতীয় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রয়োজনে লবিং জোরদার করতে হবে। আর্মেনিয়া তাদের দাবি আদায় করে নিয়েছে। আমরাও স্বীকৃতি চাই। প্রয়োজনে তৎপরতা বাড়াতে হবে। ভাষার স্বীকৃতি আমাদের রয়েছে, গণহত্যার স্বীকৃতিও চাই।

তারা বলেন, শহীদের রক্তের মর্যাদা রক্ষা করতে জনগণকে নিজ নিজ জায়গা থেকে লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। লুটেরাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। এসময় তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবানও জানান। এর আগে অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।




২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব হাবিবুর রহমান হাফিজ তপদার

রিপোর্টার সানি তপদার:

২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে প্রতিটি বাঙালির মনে নতুন রাষ্ট্র বাংলাদেশের বীজ রোপিত হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। স্বাধীন বাংলার অবরুদ্ধ রাজধানী ঢাকা ছাড়া সমগ্র বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীনতা যুদ্ধের সূচনা দিনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়।

মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের মানুষের কাছে মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হবার দিন। আজ একইসঙ্গে বেদনা ও আনন্দের দিন। বেদনাকে প্রতিজ্ঞায় পরিণত করে যুদ্ধের শপথ নেওয়ার দিন আজ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে

বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী মতলব উত্তর থানা আওয়ামী লীগ নেতা মোহনপুর ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব হাবিবুর রহমান হাফিজ তপদার বার্তা পাঠিয়েছেন।

আলহাজ্ব হাবিবুর রহমান হাফিজ তপদার বলেন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ বছর আমরা উদযাপন করছি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষ্যে আমি দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঐতিহাসিক এই দিনে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালালে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থক, বিদেশি বন্ধু এবং সকল স্তরের জনগণকে, যাঁরা আমাদের অধিকার আদায় ও মুক্তিসংগ্রামে বিভিন্নভাবে অবদান রেখেছেন। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, গড় আয়ু বৃদ্ধিসহ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দারিদ্র্যের হার কমছে। এক দশকে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে তিনগুণ। নিজস্ব অর্থায়নে নিমার্ণাধীন পদ্মাসেতু এখন পুরোপুরি দৃশ্যমান। মেট্রোরেল, পায়রা গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী ট্যানেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দেশগুলোই নয়, অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে।




বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে সপ্তাহব্যাপী আয়োজনের মধ্য দিয়ে গেøাবাল মানি উইক ২০২৪ পালিত

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (বিএসডিআই) প্রাণবন্তসমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আজ ২৫ মার্চ ২০২৪ গেøাবাল মানি উইক ২০২৪ সফলভাবে শেষ হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় আর্থিক প্রচার করা, সাক্ষরতা, অর্থ ব্যবস্থাপনা, এবং বিভিন্ন আকর্ষক কার্যক্রমের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি ১৮ মার্চ থেকে ২৪ শে মার্চ পর্যন্ত চলেছিল।
বিএসডিআই শিক্ষার্থীদের মাঝে সঞ্চয় মানসিকতা তৈরীতে সপ্তাহ জুড়ে অর্থ উপার্জন এবং সঞ্চয়কে কেন্দ্র করে ভিডিও তৈরি এবং পোস্টার ডিজাইনিং প্রতিযোগিতা সহ বেশ কিছু কার্যক্রম আয়োজন করেছে। এই উদ্যোগগুলি তরুণদের মধ্যে গুরুত্বপূর্ণ আর্থিক দক্ষতা গড়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছিল যাতে তাদের আত্মবিশ্বাসের সাথে তাদের আর্থিক ভবিষ্যত নেভিগেট করার ক্ষমতা তৈরী করে। সমাপনী অনুষ্ঠানে দুটি অন্তর্দৃষ্টিপূর্ণ প্যানেল আলোচনা এবং বিভিন্ন সেক্টরের বক্তারা আর্থিক অন্তর্ভুক্তি, অর্থ ব্যবস্থাপনা, এবং বিশেষ করে ছাত্রজীবনে সঞ্চয়ের তাৎপর্য্যের বিষয়ে তাদের দক্ষতা শেয়ার করেন।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক ইকবাল মহসিন একটি সমৃদ্ধ ভবিষ্যত গঠনে আর্থিক সাক্ষরতার গুরুত্বের ওপর জোর দিয়ে মূল বক্তব্য প্রদান করেন। অন্যান্য উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন আইসিটি ডিভিশনের প্রধান সিনিয়র কনসালটেন্ট সিদ্ধার্থ গোস্বামী, এবং, ইউএনডিপি বাংলাদেশের প্রাইভেট সেক্টর পার্টনারশিপ স্পেশালিস্ট দেবাশীষ রায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান এবং গেøাবাল মানি উইক ২০২৪ এর কান্ট্রি ডিরেক্টর ও ফোকাল পয়েন্ট কে এম হাসান রিপন।
প্রথম প্যানেল আলোচনায় অতিথিরা বিচক্ষণ অর্থ ব্যবস্থাপনা এবং সঞ্চয় অভ্যাসের তাৎপর্য, বিশেষ করে ছাত্রজীবনের গঠনমূলক বছরগুলিতে, এবং দ্বিতীয় প্যানেল আলোচনায় শিক্ষার্থীরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-পরিচালক মিসেস আমেনা হাসান, এবং সাংবাদিকতা ও মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক কাবিল খান এর সাথে আলাপচারিতা করার, প্রশ্ন জিজ্ঞাসা করার এবং আর্থিক বিষয়ে আরও অন্তর্দৃষ্টি অর্জনের সুযোগ পায়।
শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টাকে তুলে ধরে, ভিডিও প্রতিযোগিতা এবং পোস্টার উপস্থাপনার বিজয়ীদের তাদের প্রতিভা এবং আর্থিক সাক্ষরতা প্রচারে অঙ্গীকারের স্বীকৃতি স্বরুপ বিশিষ্ট অতিথিদের দ্বারা পুরস্কৃত করা হয়। অতিথিদের অবদানের স্বীকৃতিস্বরূপ, গেøাবাল মানি উইক ২০২৪-এর কান্ট্রি ডিরেক্টর ও ফোকাল পয়েন্ট কে এম হাসান রিপন সকল অতিথির হাতে স্যুভেনির তুলে দেন।
বিএসডিআই-তে গেøাবাল মানি উইক ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানটি বাংলাদেশের তরুণদের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং ক্ষমতায়নের জন্য প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রমাণ হিসেবে কাজ করেছে।

ক্যপশনঃ বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (বিএসডিআই) প্রাণবন্তসমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সাথে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের পরিচালক ইকবাল মহসিন, আইসিটি ডিভিশনের প্রধান সিনিয়র কনসালটেন্ট সিদ্ধার্থ গোস্বামী, ইউএনডিপি বাংলাদেশের প্রাইভেট সেক্টর পার্টনারশিপ স্পেশালিস্ট দেবাশীষ রায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান এবং গেøাবাল মানি উইক ২০২৪ এর কান্ট্রি ডিরেক্টর ও ফোকাল পয়েন্ট কে এম হাসান রিপনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 




ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আযোজনে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পরিক্রমা ডেস্ক : ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ ২৫ মার্চ বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম সেমিনার হলে “বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু ” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. লিজা শারমিন, এলাইড ঞেলথ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদুল হক খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের সাথে কোন প্রকার আপোষ করা যাবে না এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মিুজবুর রহমানের বিচক্ষণ নেতৃত্বে ও মুক্তিকামী মানুষের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে কেউ যেন ছিনিমনি খেলতে না পারে সে ব্যাপারে তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 




এনএসইউ’তে ২৫শে মার্চের গণহত্যায় নিহত শহীদদের সম্মানার্থে স্মরণসভা

পরিক্রমা ডেস্ক : ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানী হানাদারবাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহত শহীদদের সম্মানার্থে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আজ এক স্মরণসভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য আরমা দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন কোষধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান।

অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজনের মধ্য দিয়ে।

স্বাগত বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, “জাতিসংঘের ঘোষণায় জেনোসাইডের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন হয়েছে নিরস্ত্র বাঙালির উপর। একদিনে এত মানুষ একসঙ্গে হত্যা বিশ্বে নজিরবিহীন। এই গণহত্যার ইতিহাস বর্তমান প্রজন্মসহ ভবিষ্যত প্রজন্মের সবাইকে মনে রাখতে হবে।”

প্রধান অতিথি আরমা দত্ত বলেন, “একাত্তরের সেই ভয়াল রাতের কথা আমরা কখনো ভুলতে পারবো না, আমরা এই রাতের কথা ভুলতে চাইও না। কারণ এর বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের দেশ। এই রক্তের ঋণ আমাদের শোধ করতেই হবে।”

অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, “২৫শে মার্চের অভিজ্ঞতা ছিলো ভয়াবহ। প্রত্যক্ষ না করলে সেই ভয়াবহতার কথা অনুধাবন করা সম্ভব নয়। কতোটা ত্যাগের বিনিময়ে আমাদের দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তা তরুণ প্রজন্মকে বুঝতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, পরিচালকগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।




“বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামের প্রকৃত ইতিহাস জানাতে হবে”- চুয়েট ভিসি

পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, “১৯৭৫ সালের পরে স্বাধীনতার নামে-বেনামে বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস চেপে রেখেছিল। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস পুনরুদ্ধারে কাজ শুরু করেন। ২০০৯ সাল থেকে প্রকৃত ইতিহাস তুলে ধরে সেটাকে তিনি একটা মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে আসেন। ১৯৭১ সালের সেই ভয়াল দিনগুলোতে চুয়েট ক্যাম্পাসও মুক্তিযোদ্ধাদের রক্তে রক্তস্নাত হয়েছিল। চুয়েটের দুই শিক্ষার্থী শহীদ মোহাম্মদ শাহ এবং শহীদ তারেক হুদা-সহ এই অঞ্চলের সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমাদের শিক্ষার্থী ও বর্তমান প্রজন্মকে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস জানাতে হবে। মুক্তিযোদ্ধাদের সেই ত্যাগ থেকে শিক্ষা নিয়ে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার মিশনে সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি আজ ২৫শে মার্চ (সোমবার) ২০২৪ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত “গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভা”-এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

-চুয়েটে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা জনাব এস.এম. হারুন-উর-রশিদ। এতে স্বাগত বক্তব্য রাখেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ হুমায়ুন করিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানগণের পক্ষে পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, শিক্ষক সমিতির পক্ষে সাবেক সভাপতি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, কর্মকর্তা সমিতির পক্ষে দপ্তর সম্পাদক জনাব মো. রুবেল মাহমুদ ও কর্মচারীদের পক্ষে জনাব মো. আব্দুর আল হান্নান। অনুষ্ঠানমালা সঞ্চালনা উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান ও উপাচার্য কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) জনাব মুহাম্মদ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ২৫শে মার্চের গণহত্যা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে গণহত্যা দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ।

গণহত্যা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল- বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, মোনাজাত ও তবারুক বিতরণ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১০:৩০ ঘটিকা থেকে ১০:৩১ ঘটিকা পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাকআউট ও পরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। উক্ত ব্ল্যাকআউটে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।




ময়মনসিংহ বিভাগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’

নিজস্ব প্রতিবেদক : ২৩ মার্চ শনিবার সকাল ১০.০০টায় জেলা শিল্পকলা একাডেমি, ময়মনসিংহ মিলনায়তনে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজন করে ‘মাদক নিমূর্লে করণীয়’, অগ্নিনিবার্পণ, সাধারণ ও কারিগরি শিক্ষা বিষয়ক এবং ময়মনসিংহ বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ জন কৃতী ছাত্র-ছাত্রীদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক ও বি.পরিক্রমানিউজবিডি.কম এর প্রকাশক ও সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুল হক শামীম উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন ও আমেরিকান স্কুল এন্ড কলেজ, উত্তরার চেয়ারম্যান প্রফেসর ড. মাহমুদুল হাছান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক কাজী হাসান রবিন, বেসরকারি শিক্ষক, কর্মচারী অবসর কল্যাণ বোর্ড শিক্ষা মন্ত্রণালয় এর সদস্য অধ্যক্ষ এ.কে.এম. মোকছেদুর রহমান, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি এর সভাপতি অধ্যক্ষ মো: নাসির উদ্দিন বাবুল, গাজীপুর ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি এর বোর্ড অব ট্রাস্টি, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো: সোহেল আল বেরুনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ময়মনসিংহ এর উপপরিচালক মো: মতিয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম ও বিসিক শিল্প মালিক সমিতি নেত্রকোণা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ জন কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যানকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা

পরিক্রমা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ এর কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ২৩ মার্চ ২০২৪ কোম্পানির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ সহ অন্যান্য পরিচালকগণ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান, কোম্পানি সেক্রেটারি জনাব আবদুর রহমান, সিএফও জনাব ফারুক আহমেদ।




সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে স্বামী হত্যায় অভিযোক্ত স্ত্রী পলাতক

পরিক্রমা ডেস্ক : অর্থ ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে পপুলার লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ কে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস এর বিরুদ্ধে।

সূত্রমতে জানা যায়, পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ তার স্ত্রীর শারিরিক ও মানসিক নির্যাতনে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হলে তার স্ত্রী তাকে সুচিকিৎসা না করতে দিয়ে বাসায় নিয়ে আসেন। তাকে দেশ কিংবা দেশের বাহিরে সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে হাসান আহমের এর মা, ভাই, বোন ও পপুলার লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে বার বার চেষ্টা করে ব্যর্থ হলে হাসান আহমেদ এর মা সন্তানের সুচিকিৎসার ব্যবস্থা চেয়ে পল্টন মডেল থানায় গত ০৩.১১.২০২০ তারিখে একটি সাধারন ডায়েরী করেন (ডায়েরী নং-১৯১)।

সূত্রমতে আরো জানা যায় যে, অভিযোক্ত পলাতক আসামী জান্নাতুল ফেরদৌস হাসান আহমেদ কে সুচিকিৎসা করতে না দিয়ে ডাক্তারের অনুমতি ব্যতীত জোর পূর্বক বাসায় নিয়ে এসে সম্পত্তি ও অর্থ আত্মসাতের জন্য শারিরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে, তার মানসিক ও শারিরিক নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে গত ২৪.০১.২০২২ইং তারিখে মৃত্যু বরণ করেন। পরবতীর্তে হাসান আহমেদ এর ছোট ভাই কবির আহমেদ বিষয়টি বুঝতে পেরে তার ভাই হত্যার সুবিচার পাওয়ার আসায় পল্টন থানায় গত ২৫.০১.২০২২ইং তারিখে হত্যা মামলা দায়ের করেন যার নং ১১৪/২০২২। এর পর স্বামী হত্যায় অভিযোক্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌস নিম্ন আদালতে হাজির হওয়া শর্তে গত ০৩.০২.২০২২ইং তারিখে হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিয়ে অদ্যবদি পলাতক আছেন। ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে প্রদানকৃত চুরান্ত প্রতিবেদনে জান্নাতুল ফেরদৌস ও তার পরিবারের ভাই,বোন ও মা সহ সকলে মিলে পপুলার লাইফের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদ কে হত্যা করার অভিযোগ দাখিল করেছে। সে প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন। বর্তমানে আসামি পলাতক রয়েছেন।




২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে আরপিএসইউ সিএসই ফেস্ট-২০২৪

পরিক্রমা ডেস্ক : আরপিএসইউ সিএসই ফেস্ট ২০২৪ উদ্্যাপন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। অনুষ্ঠানটি আগামি ২০ ও ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোঃ আসাদুজ্জামানকে আহবায়ক করে ফেস্টের কমিটি গঠিত হয়েছে। তিনি জানান, ইন্টার ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া কনটেস্ট, ম্যাথ অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, গেমিং কনটেস্ট, সেমিনার, এওয়ার্ড সেশন ও কালচারাল প্রোগ্রাম এর সমন্বিত আয়োজন হল এবারের ফেস্ট। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সফট স্কিল সহ যেকোন কমুনিকেশন স্কিল এর প্রতিফলন ঘটবে এবারের আয়োজনে।

ফেস্টের উপদেষ্টা ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. কিংকর প্রসাদ ঘোষ বলেন, ‘ফেস্ট উদযাপন করতে আমাদের স্পন্সরের প্রয়োজন। তরুণদের উদ্ভাবনী আইডিয়া কাজে লাগিয়ে মেধা বিকাশ ঘটাতে টেক কোম্পানিসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।’

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফেস্ট উদযাপন নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছে ‘কাজের খবর’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।

উল্লেখ্য, দানবীর রণদা প্রসাদ সাহার নামে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে। ২০১৪ সালে যাত্রা শুরুর পর তুলনামূলক কম খরচে পাঠদানের জন্য নারায়ণগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি বেশ পরিচিতি পেয়েছে।

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে প্রায় ১২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে ইংরেজি, ব্যবসায় প্রশাসন, তড়িৎ ও প্রকৌশল (ইইই) এবং ফ্যাশন ও ডিজাইন বিভাগে পড়তে খরচ হয় চার থেকে পাঁচ লক্ষ টাকা; আইন, সিএসই এবং ফার্মাসি বিভাগে পড়তে খরচ হয় ছয় থেকে সাড়ে সাত লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অমিত রায় জানান, উচ্চ মাধ্যমিকের ফলাফলের ওপর নির্ভর করে বিভিন্ন বৃত্তি ও প্রণোদনার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে।