ফ্রি ল্যাপটপসহ ভর্তি ফিতে বিশেষ ছাড়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ১০ দিন ব্যাপী ভর্তি মেলা

পরিক্রমা ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে শুরু হওয়া ১০ দিনব্যাপী এ মেলা চলবে ১৮ মে, ২০২৪ পর্যন্ত। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভর্তি মেলা এবং ভর্তি শাখা খোলা থাকবে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য। মেলা উপলক্ষ্যে টিউশন ফিতে সর্বোচ্চ ১০০% ছাড়, ভর্তি ফিতে ৫ থেকে ১০ হাজার টাকা ছাড়ের পাশাপাশি স্পট অ্যাডমিশনে আকর্ষণীয় উপহার এবং নিয়মিত ১৫ ক্যাটাগরিতে টিউশন ফিতে রয়েছে আকর্ষণীয় ছাড় । তাছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজে ফ্রি ল্যাপটপ এর ব্যবস্থা।

বুধবার (০৮ মে) দুপুরে বনানীর এইচ বি আর টাওয়ারে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান জনাব রায়হান আজাদ টিটু, এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শুভময় দত্ত, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফ্ফাত জাহান, ফাইন্যান্স এন্ড একাউন্টস বিভাগের ডিরেক্টর জনাব শিপার আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

মেলা চলাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফি’র ওপর ১৫ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তি পাবেন শিক্ষার্থীরা। এছাড়াও বীর মুক্তিযোদ্ধার সন্তান, গরিব ও মেধাবীদের জন্যও থাকছে শতভাগ ছাড়ের সুযোগ।

গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়টির প্রতিটি বিভাগে রয়েছে একাধিক পিএইচডিধারী অধ্যাপকসহ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। ইতোমধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুণগত মান অর্জন, ওবিই কারিকুলামভিত্তিক সিলেবাস, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ প্রাইমএশিয়া অর্জন করেছে আইইবি, ফার্মেসি কাউন্সিল ও বার কাউন্সিল অ্যাক্রেডিটেশন।

বর্তমানে প্রাইমএশিয়া ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা-বিবিএ, এমবিএ, ইএমবিএ, ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংরেজি, মাইক্রোবায়োলজি (স্নাতক ও স্নাতকোত্তর), বায়োকেমিস্ট্রি, ফার্মেসি (স্নাতক ও স্নাতকোত্তর), পাবলিক হেল্থ এন্ড নিউট্রিশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও এলএলবি-তে ভর্তি হতে পারবেন।

বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির বনানী স্টার টাওয়ারের ক্যাম্পাসের এডমিশন অফিস অথবা সরাসরি ০১৯৫৮৬৬৫৫০০-০২ নাম্বারে কল করুন। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েবসাইট www.primeasia.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে, অনলাইনে ভর্তি হতে এ ঠিকানায় www.admission.primeasia.edu.bd ভিজিট করুন।অনলাইনে ভর্তি হতে এ ঠিকানায় www.admission.primeasia.edu.bd ভিজিট করুন।




পপুলার লাইফ এবং এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি সম্পাদিত

পরিক্রমা ডেস্ক : ব্যাংকের মাধ্যমে বীমা গ্রাহকদের ইনস্যুরেন্স সেবা দিতে সম্প্রতি পপুলার লাইফ ইনস্যুন্সে কোম্পানী লিমিটেড এবং এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এবং এক্সিম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সাবেক সচিব ও কোম্পানীর চীফ কনসালট্যান্ট আবদুল্যাহ হারুন পাশা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, সিএফও শেখ মোহাম্মদ আরাফিন কাদের, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবির ও শাহ মোঃ আবদুল বারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন ভূইয়া, মাকছুদা খানম ও মোঃ মইবুল ইসলাম এবং পপুলার লাইফের সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা প্রমূখ।




নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নদী বিষয়ক সম্মেলন শুরু

পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘ট্রান্স-বাউন্ডারী রিভারস অফ সাউথ এশিয়া: ফস্টারিং রিজিওনাল কোলাবোরেসন ফর এনভায়রনমেন্টাল সাস্টেয়েনবলিটি’ শীর্ষক দুদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি এন্ড গভর্নমেন্ট (এসআইপিজি) এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ এবং বাংলাদেশের জাতীয় নদী রক্ষা কমিশন (এনআরসিসি) উদ্যোগে আয়োজিত এই সম্মেলন দক্ষিণ এশিয়ার নদী ব্যবস্থাপনা এবং টেকসই পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধানের লক্ষ্যে কাজ করছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (স্যানপা) এই সম্মেলনের সহযোগী অংশীদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর আখলাক হক, প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (স্যানপা), ড. মেহেবুব সাহানা, লেভারহুলম ইসিআর ফেলো এবং প্রভাষক, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য, রাষ্ট্রদূত মাশফী বিন্তে শামস, রেক্টর, ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন (এনআরসিসি), বাংলাদেশ এবং অধ্যাপক আতিকুল ইসলাম, উপাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

এই সম্মেলনে বাংলাদেশ, নেপাল, যুক্তরাজ্য, তুরস্ক এবং কেনিয়ার গবেষকদের মোট ৪০টি প্রবন্ধ উপস্থাপন। প্রায় ৬০ জন অংশগ্রহণকারী রয়েছেন, যাদের মধ্যে ৩০ জনই আন্তর্জাতিক অংশগ্রহণকারী। এদের বেশিরভাগই ভারত থেকে অংশ নিচ্ছেন। সম্মেলনের নির্বাচিত লেখা হতে সিআরসি প্রেস, রাউটলেজ-টেইলর এবং ফ্রান্সিস গ্রুপের কাছ থেকে একটি সম্পাদিত খন্ড
প্রকাশিত হবে।

প্রফেসর আখলাক হক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই ভাগ করে নেওয়া জলসম্পদের টেকসই ব্যবস্থাপনার গুরুত্বআরোপ করেছেন। তিনি আরও বলেন যে এই সম্মেলন শুধু আলোচনার স্থান নয়, ভবিষ্যতের জন্য একটি আশার আলো হিসেবে কাজ করবে।

ড. মেহেবুব সাহানা সম্মেলনের থিম ও উদ্দেশ্য সম্পর্কে একটি জ্ঞানগর্ভ ভূমিকা দেন। তিনি বলেন, গ্লোবাল সাউথ এবং দক্ষিণ এশিয়ার অঞ্চলের নদী এবং নদী শাসন সংক্রান্ত গবেষণার গুরুত্ব অপরিসীম, কারণ এই অঞ্চলে আন্তর্জাতিক নদীর সংখ্যা বেশি। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর তুলে ধরতে এবং আন্তর্জাতিক নদী সম্পর্কে আমাদের নিজস্ব মনোভাব
তৈরি করতে সহায়তা করবে।

ড. মোহাম্মদ আবুল হোসেন যৌথ প্রচেষ্টার গুরুত্ব দিয়ে বলেন যে স্টেকহোল্ডাররা জলভিত্তিক সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অনুষ্ঠানে উপস্থিত গবেষক এবং সাংবাদিকদের আন্তর্জাতিক সংবাদপত্রে লেখার জন্য উৎসাহিত করেন যাতে আন্তর্জাতিক জলসীমা বিষয়ক ইস্যুগুলি বিশ্বের দর্শকের কাছে তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলির একটি যৌথ ইতিহাস রয়েছে এবং তাদের ভাষাগত এবং সাংস্কৃতিক মূল অনুরূপ। আন্তর্জাতিক নদী বিষয়ক ইস্যুগুলি জাতীয় সমস্যা সমাধানে এবং যৌথ সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। তিনি পানির ইস্যু নিয়ে পার্শ্ববর্তী দেশগুলির সাথে বাংলাদেশ সরকারের কূটনৈতিক দক্ষতা প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিদ্যমান সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেন।

জনাব সারওয়ার মাহমুদ অনুরূপ মতামত প্রকাশ করে অত্যাবশ্যকীয় জল সম্পদ রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পক্ষে সমর্থন করেন। এনআরসিসি এই লক্ষে কৌশলগত উপদেশ, গবেষণা এবং সম্প্রদায়ের সাথে কাজ অব্যাহত রাখছে এবং তিনি ভবিষ্যতে এসআইপিজির সাথে আরও সহযোগিতার আশ্বাশ দেন। তিনি আরও বলেন, নদীগুলি কেবল ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নয়, বরং আমাদের অস্তিত্বের অংশ।

অধ্যাপক আতিকুল ইসলাম উজানের নদীর দেশগুলোকে ভাটির দেশগুলির প্রতি বিবেচনাশীল হওয়ার গুরুত্ব উল্লেখ করেন, কারণ তাদেরও জল সম্পদের অধিকার রয়েছে। তার মতে, প্রকৃতির ন্যায়বিচার ব্যবস্থায় প্রত্যেকেই সমান। তিনি আরও বলেন, এনএসইউ সর্বদা বাংলাদেশ এবং বিশ্বের মুখ্য সমস্যাগুলির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

সম্মেলনটি দক্ষিণ এশিয়া এবং তার বাইরের বিশ্লেষক, নীতি নির্ধারক, গবেষক এবং অনুশীলনকারীদের একত্রিত করেছে, যা পরিবেশগত টেকসই এর লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে অর্থপূর্ণ সংলাপ এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে।




অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় কোম্পানীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুনরায় নিয়োগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা, পিএলআই এ্যাসেট ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন প্রমূখ।




অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় কোম্পানীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুনরায় নিয়োগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা, পিএলআই এ্যাসেট ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন প্রমূখ।




অশোক রায় নন্দীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই, নবযুগ প্রকাশনী এবং রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার, থিয়েটারের সাধারণ সম্পাদক, ছায়ানটের অন্যতম সদস্য শ্রী অশোক রায় নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা।

তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার(৪ মে) বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক বার্তা জানানো হয়।

এদিকে এক শোক বার্তায় অশোক রায় নন্দীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

অশোক রায় নন্দীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, অশোক রায় নন্দী আজ ভোর ৪.৩০ টায় রাজধানীর গুলশান ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।




বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা

পরিক্রমা ডেস্ক : ০৫ মে ২০২৪ রবিবার আাগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম পুনঃ নিয়োগ পাওয়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মাননীয় পরিচালক মোঃ ছায়েদুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান ও সিএফও ফারুক আহমেদ।



প্যালেস্টাইনের ৫০ মহিলা শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি প্রদান করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমাদান আজ ০৫ মে, ২০২৪ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যবস্থাপনা পর্ষদের সাথে এক সভায় মিলিত হন। তার এ পরিদর্শনকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ফিলিস্থিনের গাজা এলাকার ৫০ জন ছাত্রীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি প্রদানের কথা ঘোষণা করেন। এ বৃত্তির অধীনে ৫০ জন মহিলা শিক্ষার্থী ২০২৪ সালের ফল সেমিস্টারে একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ সাপেক্ষ সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি সহ ০১ জুলাই ২০২৪ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে। এটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশ এবং ফিলিস্তিনের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বৃত্তিপ্রাপ্তদের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহিলা আবাসিক হলগুলিতে আবাসনের সুবিধা প্রদান করবে।

শিক্ষার্থীদেও গুনগত শিক্ষার পাশাপাশি তাদের সাইকো সেশ্যাল সাপোর্টও নিশ্চিত করা হবে। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের জীবিকা নির্বাহের বিষয়ে, ডিআইইউ ক্যাম্পাসে তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাপন এবং অধ্যয়নের পরিবেশ নিশ্চিত করার জন্য উপযুক্ত স্পনসর খুঁজতে একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড.এম লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, ট্রাষ্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আক্তার হোসেন, বাণিজ্য ও উদ্যোক্তবৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাসুম ইকবাল, হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে যে এই বৃত্তি প্রদানের মাধ্যমে, ডিআইইউ উচ্চাকাক্সক্ষী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য একটি ঘরোয়া এবং অনুকূল পরিবেশ প্রদান করতে সক্ষম হবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সমর্থনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 




প্যালেস্টাইনের ৫০ মহিলা শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি প্রদান করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমাদান আজ ০৫ মে, ২০২৪ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যবস্থাপনা পর্ষদের সাথে এক সভায় মিলিত হন। তার এ পরিদর্শনকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কতৃর্পক্ষ ফিলিস্থিনের গাজা এলাকার ৫০ জন ছাত্রীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি প্রদানের কথা ঘোষণা করেন। এ বৃত্তির অধীনে ৫০ জন মহিলা শিক্ষার্থী ২০২৪ সালের ফল সেমিস্টারে একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ সাপেক্ষ সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি সহ ০১ জুলাই ২০২৪ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে। এটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশ এবং ফিলিস্তিনের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বৃত্তিপ্রাপ্তদের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহিলা আবাসিক হলগুলিতে আবাসনের সুবিধা প্রদান করবে।

শিক্ষার্থীদেও গুনগত শিক্ষার পাশাপাশি তাদের সাইকো সেশ্যাল সাপোর্টও নিশ্চিত করা হবে। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের জীবিকা নির্বাহের বিষয়ে, ডিআইইউ ক্যাম্পাসে তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাপন এবং অধ্যয়নের পরিবেশ নিশ্চিত করার জন্য উপযুক্ত স্পনসর খুঁজতে একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড.এম লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, ট্রাষ্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আক্তার হোসেন, বাণিজ্য ও উদ্যোক্তবৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাসুম ইকবাল, হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ আশা করে যে এই বৃত্তি প্রদানের মাধ্যমে, ডিআইইউ উচ্চাকাক্সক্ষী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য একটি ঘরোয়া এবং অনুকূল পরিবেশ প্রদান করতে সক্ষম হবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সমর্থনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 




টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে এনএসইউ

পরিক্রমা ডেস্ক : সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এ নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। তালিকার ৩৫১-৪০০ ব্যান্ডে অবস্থানে আছে বিশ্ববিদ্যালয়টি।

২০২৪ সালের র‍্যাঙ্কিংয়ে ৩১টি অঞ্চলের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ বছর এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের ১২তম সংস্করণ প্রকাশ করা হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো এই তালিকায় স্থান পেয়েছে এনএসইউ।

ফলাফলে সন্তোষ প্রকাশ করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। তিনি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান। অধ্যাপক ইসলাম জানান, “যে কোন প্রতিষ্ঠানের উন্নতি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখতে এনএসইউ সর্বদা চেষ্টা করে চলছে। এই অর্জন ধরে রাখতে আমরা গবেষণায় আরো কাজ করার উদ্যোগ নেব। আমি বিশ্বাস করি এনএসইউ উচ্চশিক্ষায় শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে।”

ধারাবাহিকভাবে বিভিন্ন মর্যাদাপূর্ণ র‍্যাঙ্কিং প্ল্যাটফর্মে স্থান ধরে রাখছে এনএসইউ।