বাংলাদেশ ইউনিভার্সিটিতে “ক্যারিয়ার টক” অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ ইউনিভার্সিটি’তে (বিইউ) “ক্যারিয়ার টক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটির আয়োজনে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ২০২৪) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন বিইউ’র রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ইঞ্জিঃ এম এ গোলাম দস্তগীর।

সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইষ্টার্ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র ম্যানেজার (নিউ বিজনেস অ্যাকুইসিশান রিটেল এবং এসএমই ব্যাংকিং ডিভিশন) মোঃ মাহমুদুল হাসান।

শিক্ষার্থীদের ব্যাংকিং সেক্টরসহ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকুরীর ক্ষেত্রে কী ধরনের দক্ষতার প্রয়োজন, কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং কিভাবে তা মোকাবেলা করতে পারে, পাশাপাশি ইন্টারভিউতে কিভাবে উত্তীর্ণ হতে পারে এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি কিভাবে ভালো সিভি লেখা যায় সে সম্পর্কে ধারণা দেয়া হয় এই সেমিনারে।

সেমিনারের মূল আলোচক মোঃ মামমুদুল হাসান বলেন, নিজের পছন্দমতো বহুজাতিক কোম্পানীতে চাকুরীর নিশ্চিত করতে হলে একজন শিক্ষার্থীকে অবশ্যই একটি মাইন্ডম্যাপ সেট করতে হবে। শিক্ষার্থীদের নেটওয়ার্কিং, ইংরেজীকে ভালোভাবে আয়ত্বে আনা ও পাবলিক স্পিকিং দক্ষতা বাড়াতে হবে এবং বেশি বেশি ইন্টারভিউ দিয়ে গণযোগাযোগ দক্ষতা উন্নত করার চেষ্টা করতে হবে। প্রধান অথিতির বক্তব্যে বিইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার সাথে ভবিষ্যত কর্মজীবনের রূপরেখা নির্ধারনে এমন অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি সময়োপযোগী একটি উদ্যোগ। শিক্ষার্থীরা এখন থেকে ব্যাংকিং সেক্টর সম্পর্কে সঠিক দিক নির্দেশনা নিয়ে যেতে পারেন। আমরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে জোর দিচ্ছি। যাতে গ্র্যাজুয়েটরা ভবিষ্যতে কর্মজীবনের জন্য প্রস্তুত হতে পারে।

সেমিনারে ইষ্টার্ণ ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সিভি সংগ্রহ করেন। ভবিষ্যতে বিইউ’র ছাত্র-ছাত্রীদেরকে ইষ্টার্ণ ব্যাংক তাদের আসন্ন স্টুডেন্ট ইন্টার্নশীপ প্রোগ্রাম এবং তরুণ ও মেধাবীদের ব্যাংকে চাকুরীর ক্ষেত্রে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সেমিনারে একটি প্রানবন্ত প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।




বাংলাদেশ ইউনিভার্সিটিতে “ক্যারিয়ার টক” অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি’তে (বিইউ) “ক্যারিয়ার টক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটির আয়োজনে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ২০২৪) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন বিইউ’র রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ইঞ্জিঃ এম এ গোলাম দস্তগীর।

সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইষ্টার্ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র ম্যানেজার (নিউ বিজনেস অ্যাকুইসিশান রিটেল এবং এসএমই ব্যাংকিং ডিভিশন) মোঃ মাহমুদুল হাসান।

শিক্ষার্থীদের ব্যাংকিং সেক্টরসহ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকুরীর ক্ষেত্রে কী ধরনের দক্ষতার প্রয়োজন, কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং কিভাবে তা মোকাবেলা করতে পারে, পাশাপাশি ইন্টারভিউতে কিভাবে উত্তীর্ণ হতে পারে এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি কিভাবে ভালো সিভি লেখা যায় সে সম্পর্কে ধারণা দেয়া হয় এই সেমিনারে।

সেমিনারের মূল আলোচক মোঃ মামমুদুল হাসান বলেন, নিজের পছন্দমতো বহুজাতিক কোম্পানীতে চাকুরীর নিশ্চিত করতে হলে একজন শিক্ষার্থীকে অবশ্যই একটি মাইন্ডম্যাপ সেট করতে হবে। শিক্ষার্থীদের নেটওয়ার্কিং, ইংরেজীকে ভালোভাবে আয়ত্বে আনা ও পাবলিক স্পিকিং দক্ষতা বাড়াতে হবে এবং বেশি বেশি ইন্টারভিউ দিয়ে গণযোগাযোগ দক্ষতা উন্নত করার চেষ্টা করতে হবে।

প্রধান অথিতির বক্তব্যে বিইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার সাথে ভবিষ্যত কর্মজীবনের রূপরেখা নির্ধারনে এমন অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি সময়োপযোগী একটি উদ্যোগ। শিক্ষার্থীরা এখন থেকে ব্যাংকিং সেক্টর সম্পর্কে সঠিক দিক নির্দেশনা নিয়ে যেতে পারেন। আমরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে জোর দিচ্ছি। যাতে গ্র্যাজুয়েটরা ভবিষ্যতে কর্মজীবনের জন্য প্রস্তুত হতে পারে।

সেমিনারে ইষ্টার্ণ ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্র-  ছাত্রীদের কাছ থেকে সিভি সংগ্রহ করেন। ভবিষ্যতে বিইউ’র ছাত্র—ছাত্রীদেরকে ইষ্টার্ণ ব্যাংক তাদের আসন্ন স্টুডেন্ট ইন্টার্নশীপ প্রোগ্রাম এবং তরুণ ও মেধাবীদের ব্যাংকে চাকুরীর ক্ষেত্রে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সেমিনারে একটি প্রানবন্ত প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক ছাত্র—ছাত্রী উপস্থিত ছিলেন।




কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’

গত (৯জানুয়ারি ) রবিবার জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজন করে ‘মাদক নিমূর্লে করণীয়‘ শীর্ষক আলোচনা সভা ও কুমিল্লা জেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের। কুমিল্লা জেলার ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১ হাজার কৃতী ছাত্র-ছাত্রীদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড এম জামাল উদ্দিন আহমেদ একমারএসসি এফ আর এস উপাচার্য ফেনী ইউনিভার্সিটি ফেনী।তিনি বলেন,স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে ছাত্রছাত্রীকে সেভাবে গড়ে তুলতে হবে।লেখাপড়া করে শুধু সার্টিফিকেট নিলে হবে না ছাত্র-ছাত্রীকেনিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে সব ক্ষেত্রে। পরিশেষে বিশ্ববিদ্যালয় পরিক্রমাকে এমন সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান তিনি।পরিশেষে, তিনি মাদক ও দুনীর্তি থেকে দূরে থাকতে কৃতী শিক্ষার্থীদেরকে উপদেশ দেন।প্রধান বক্তা: প্রফেসর ড. আবু জাফর খান অধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির প্রো-ভাইস চ্যান্সেলর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,ড: মো: রিয়াদ তানসেন পিএইচডি (দক্ষিণ কোরিয়া), এম এস (দক্ষিণ কোরিয়া)সহযোগী অধ্যাপক, ওয়ার্ল্ড ইউনির্ভার্সিটি অব বাংলাদেশ ,মাহমুদা আক্তার জ্যোতি সহকারী কমিশনার ও এক্সিকিউটিও মাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা ,মো: শরিফুল ইসলাম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লাও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন, এডভোকেট দাউদ আহমেদ প্যানেল আইনজীবী, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড, কুমিল্লা প্রমুখ।




মাই ই-কিডস এবং ড্যাফোডল ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্যোগে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : তরুণদের আধুনিক প্রযুক্তিজ্ঞান উন্নত করা, তাদের মাঝে উদ্যোক্তাবৃত্তির প্রতি উৎসাহ ও উদ্দীপনা তৈরি করা এবং ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা তৈরির লক্ষ্যে আজ ১০ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কনকোর্স হলে মাই ই-কিডস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্যোগে রাজধানীতে ‘কৌতুহলী উদ্ভাবনী জাগরণ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪’। এই সহযোগিতামূলক প্রয়াসের লক্ষ্য কিডস পাজল, স্টিম প্রজেক্ট, কোডিং চ্যালেঞ্জ এবং জুনিপ্রেনিউরদের ব্যবসায়িক প্রতিযোগিতা সহ আকর্ষণীয় প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের উদ্ভাবনীশক্তিকে উৎসাহিত ও অনুপ্রাণিত করা। এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত ছিল।

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, এমপি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর পরিচালক (বিজনেস ডেভেলাপমেন্ট) মিস সারওয়াত রেজা ও ড্যাফোডিল পরিবারের প্রধান নিবার্হী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান মাহামুদ এর সভাপতিত্বে অনুুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহসীনা শারমিন নিশাত (বাংলা ভার্সন) ও ওয়াহিদা ইসলাম ঝুমুর (ইংলিশ ভার্সন)।

সকালে ‘টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড প্যাসিফিকের (এইউএপি) সভাপতি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। ইংলিশ মিডিয়াম এবং ইংরেজী সংস্করণ উভয় প্রকারের প্রতিষ্ঠান সহ ৫০ টি স্কুলের ১০০০ এরও বেশি অংশগ্রহণকারী সারা দিন তাদের দক্ষতা এবং উদ্ভাবন সাগ্রহে প্রদর্শন করেছে। প্রোগ্রামটিতে ধাঁধা-সমাধান, STEM প্রকল্প, কোডিং প্রতিযোগিতা এবং জুনিপ্রেনিউরদের প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অলিম্পিয়াডে মর্যাদাপূর্ণ ‘সুপার টেকনো কিডস’ টাইটেল অতিরিক্ত মাত্রা যোগ করেছে। ‘সুপার টেকনো কিডস’ বিজয়ী হয়ে ল্যাপটপ জিতে নেয় গ্রুপ এ তে ড্যাফোডিল ইন্টারনাশনাল স্কুলের (গ্রেড-কেজি) শিক্ষার্থী রুফাইদা খান আজরা, গ্রুপ বি তে নাইস স্কুল এন্ড কলেজের (গ্রেড- ২) শিক্ষার্থী জাহিয়ান রাইফ ইসলাম এবং গ্রুপ সি তে ড্যাফোডিল ইন্টারনাশনাল স্কুলের (গ্রেড-৯) শিক্ষার্থী মারিয়া রহমান মাইসা।প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস আহমেদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির যে রূপকল্প করেছেন সে রূপকল্পকে বাস্তবে রূপদানের জন্য মাই ই কিডস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত এই টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূলত, ‘টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪’ বাংলাদেশ সরকারের ‘ভিশন ২০৪১’-এর সাথে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রচারের মাধ্যমে একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করা। আমাদের দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে নেয়ার ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এধরনের কাজে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

প্রতিযোগিতার পাশাপাশি, ডিআইএস অনেক বিনোদনমূলক কার্যক্রমেরও আয়োজন করে, যেমনঃ একটি ট্রামপোলিন, পাপেট শো, প্যালিওন্টোলজি প্রদর্শনী, লেগো রোবোটিক্স ডেমো, হিউম্যানয়েড রোবোটিক্স ডেমো, এবং লাইভ বিজ্ঞান পরীক্ষা, যা ছাত্র এবং অভিভাবক উভয়ের জন্য আকর্ষক ডাইভারশান প্রদান করে। পুরষ্কার প্রদান অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পরিবেশ-সচেতন ফ্যাশন শো যাকে বলা হয় ‘ট্র্যাশন শো’, যা সম্পূর্ণভাবে ডিআইএস কমিউনিটি সার্ভিস ক্লাবের ছাত্রদের দ্বারা আয়োজন করা হয়েছিল। তারা পুনর্ব্যবহারযোগ্য আইটেমগুলি থেকে পোশাক তৈরি করে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করে তাদের সৃজনশীলতা প্রদর্শন করে।




আর্জেন্টিনার ম্যাচ বাতিল, মেসির ওপর কেনো ক্ষেপল চীন?

হংকংয়ে ইন্টার মায়ামির একটি প্রদর্শনী ম্যাচে খেলেননি লিওনেল মেসি। সেই সূত্র ধরে আর্জেন্টাইন সুপারস্টারের ওপর ক্ষেপেছেন চীনা ভক্তরা। এবার মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হাংঝু স্পোর্ট ব্যুরো জানিয়েছে, তারা আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচটি আয়োজন করবে না। ম্যাচটি হাংঝুর অলিম্পিক স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সরাসরি ম্যাচটি প্রত্যাখান করার কোনো কারণ জানানো হয়। তবে হাংঝু স্পোর্টস ব্যুরো জানিয়েছে, ম্যাচটি কেনো বাতিল করা হয়েছে সে কথা সবাই জানে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ম্যাচ আয়োজনের পরিস্থিতি পরিপক্ক নয়। এই ম্যাচ অবশ্যই বাতিল করা উচিত।

তবে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ম্যাচ বাতিল হওয়ার বিষয়টি জানেন না। যে কারণে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি অন্যত্র আয়োজনের চেষ্টা করছে। নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা বলেছেন, ‘বিষয়টি স্পর্শকাতর।’

ইএসপিএনসহ একাধিক সংবাদমাধ্যমের খবর, হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে প্রীতি ম্যাচে লিওনেল মেসির না খেলাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ আয়োজন থেকে পিছিয়ে গেছে হাংজু স্পোর্টস ব্যুরো। হংকংয়ে না খেললেও জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ৩০ মিনিট খেলেছেন মেসি। যা হংকং ফুটবলপ্রেমীদের আরও খেপিয়ে দিয়েছে।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি যদি বাতিলও হয়, বেইজিংয়ে আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী মাঠে গড়াবে বলে এপিকে জানিয়েছেন আইভরিকোসের মুখপাত্র আনে-মারিয়ে এন’গুয়েসান।




সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ক্লাব ফেস্টিভ্যাল ও শিক্ষা সপ্তাহ ২০২৪ এর বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি : আজ ৯ ফেব্রুয়ারি সকাল ৯ টায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক শিক্ষা সপ্তাহ ও ক্লাব ফেস্টিভ্যাল ২০২৪ এর বর্ণনা শোভাযাত্রা ফেস্টিভ্যালের কনভেনার প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে। শোভাযাত্রার অগ্রভাগে প্রিন্সিপালের সাথে অংশগ্রহণ করেন গভর্নিংবডির চেয়ারম্যান আলহাজ্ব মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, ডেমরা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাতি ও দিবা শাখার সহকারী প্রধান শিক্ষকদ্বয়, মো. আব্দুল মতিন ও মো. সোহরাব হোসেন, এবং কলেজ ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন।শোভাযাত্রায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১৫টি ক্লাবের শিক্ষার্থী সদস্যসহ পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে। শোভাযাত্রা ড. মাহবুবুর রহমান কলেজ পয়েন্ট হতে কোনাপাড়া স্টেশন হয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

প্রতিষ্ঠান প্রাঙ্গণে সমবেত ক্লাব সদস্য, শিক্ষার্থী ও অতিথিদের সমাবেশে ক্লাব ফেস্টিভ্যালের কনভেনর মো. মাহবুবুর রহমান মোল্লা তাৎক্ষণিকভাবে এশিয়া ও বাংলা টিভিকে বলেন, আমরা উচ্ছ্বসিত শিক্ষার্থী-শিক্ষকদের নিয়ে অসাধারণ এক ঐতিহাসিক র‌্যালি সম্পন্ন করলাম। এই র‌্যালী সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আমাদের সহযোগিতা করেছেন ডেমরা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ও ডেমরা থানা ও কোনাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যবৃন্দ । তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ । প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান বলেন, আজকের এই উৎসবের সূচনা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতি প্রেম ও প্রগতি ভাবনাকে তুলে ধরেছে। আমি সমবেত শিক্ষার্থীদের মধ্যে প্রাণের উল্লাস লক্ষ করছি ।

এশিয়া টিভিকে ভাষ্য প্রদান শেষে সমবেতদের নিয়ে ফটোসেশন করা হয় । আজ সারাদিন শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য ফেস্টিভ্যাল প্রাঙ্গণে ক্লাব স্টলগুলো উন্মুক্ত থাকবে ।




জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আবদুল মমিন চৌধুরী আর নেই

পরিক্রমা ডেস্ক : ইতিহাসবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সম্মানিত ফেলো অধ্যাপক আবদুল মমিন চৌধুরী মারা গেছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

আবদুল মমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। লালমাটিয়া সি ব্লক মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা তার জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি অধ্যাপনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক, কলা অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্য-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি স্বনামধন্য বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।




প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ছাত্র-ছাত্রীদের আত্মনিবেদন করতে হবে- খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

পরিক্রমা ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ছাত্রছাত্রীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সাথে সাথে সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে। লেখাপড়া করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ছাত্রছাত্রীদের আত্মনিবেদন করার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তরুণ প্রজন্ম ও শিশুদের তাদের দিকে তাকিয়ে আছে আগামীর স্মার্ট বাংলাদেশ। আগামীতে তারাই স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে কাজ করবে। একদিন তারাই দেশের উন্নয়নে প্রতিনিধিত্ব করবে। দেশের উন্নয়নে কাজ করার জন্য যোগ্য নাগরিক হিসেবে যোগ্যতা অর্জন করবে। একদিন তারাই বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করবে বলে মন্তব্য করেন পার্বত্য প্রতিমন্ত্রী।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আহবায়ক কল্যাণ মিত্র বড়ুয়া, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত চাকমাসহ খাগড়াছড়ি জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোসলেম উদ্দিন।

সভাশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন পার্বত্য প্রতিমন্ত্রী। এরপর স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।




চুয়েটে জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ সম্পন্ন; দ্রততম মানব ওয়ালিউল্লাহ রাকিব ও দ্রততম মানবী জারীন তাসনিম সাবা

পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪’ জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। আজ ৮ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২০২৪ খ্রি. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ১১.১০ ঘটিকায় উক্ত প্রতিযোগিতার সমাপনী দিবসের ক্রীড়া অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী, এমআইই বিভাগের প্রভাষক জনাব তাসমিয়া বিনতে হাই এবং উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।

এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। এছাড়া মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন গতবারের চ্যাম্পিয়ন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আবিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ছেলেদের ৫টি ও মেয়েদের ৩টি মোট ৮টি আবাসিক হলের ছাত্র-ছাত্রীরা আনন্দ র‌্যালির মাধ্যমে মাঠে প্রবেশ করে। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পরে প্রতিটি হলের সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর মহোদয়কে সালাম জানিয়ে মাঠ প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। এতে সেরা র‌্যালি নির্বাচিত হয়েছে যথাক্রমে শহীদ তারেক হুদা হল, শামসেন নাহার খান হল ও শহীদ মোহাম্মদ শাহ হল।

এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪২টি ইভেন্টে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় ১,২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এতে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টে দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন ওয়ালিউল্লাহ রাকিব ও দ্রুততম মানবী নির্বাচিত হয়েছেন জারীন তাসনিম সাবা। এছাড়া ছাত্রদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন শেখ ওয়ালি উল্লাহ রাকীব ও রানার-আপ হয়েছেন ইসমাইল কবির হিমু এবং হল চ্যাম্পিয়ন হয়েছে শহীদ তারেক হুদা হল ও রানার-আপ হয়েছে বঙ্গবন্ধু হল। আর ছাত্রীদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন তাহাসিন আফিয়া মারওয়া ও রানার-আপ হয়েছেন তাহরিমা আকতার এবং হল চ্যাম্পিয়ন হয়েছে শামসেন নাহার খান হল ও হল রানার-আপ হয়েছে সুফিয়া কামাল হল। অন্যদিকে শিক্ষকদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, কর্মকর্তাদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন কম্পট্রোলার অফিসের সহকারী কম্পট্রোলার জনাব এ.কে.এম. কামরুল হাসান, ৩য় শ্রেণির কর্মচারীদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন ভিসি অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন ভিসি অফিসের অফিস সহায়ক মো. শামীম উদ্দিন রাজু। দিনব্যাপী প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে বিকাল ৪:৩০ ঘটিকায় সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।




মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেছেন, মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

পালিয়ে আসা মিয়ানমারের সেনাদের ফিরিয়ে নিতে নাইপিদোর সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, মিয়ানমার সরকার তাদের সেনা ও বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে এরইমধ্যে আগ্রহ ব্যক্ত করেছে। এ বিষয়ে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত গতকাল বুধবার বিকালে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আশা করা যাচ্ছে, যত দ্রুত সম্ভব—তাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাবে।

মিয়ানমারের চলমান যুদ্ধে বাংলাদেশ যে কঠিন ভূরাজনৈতিক সমীকরণে পড়েছে, তা থেকে উত্তরণে কী ধরনের কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। তবে এতে বাংলাদেশের জনগণ, সম্পদ কিংবা সার্বভৌমত্ব যাতে কোনোভাবে হুমকিতে না পড়ে, সেদিকে সজাগ দৃষ্টি রেখে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পাশাপাশি সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার জন্য দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সতর্ক। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে নিউইয়র্কের স্থায়ী মিশন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাঁচতে দেশটির সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশসহ (বিজিপি) বিভিন্ন সংস্থার ৩২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

 তিনি আরও বলেন, নিরাপত্তার কথা চিন্তা করে মিয়ানমারের সেনাদের গভীর সমুদ্র দিয়ে ফেরত পাঠানো হবে।