নবাবগঞ্জ শীতার্তদের পাশে দাড়ালেন খন্দকার রুহুল আমিন

পরিক্রমা ডেস্ক : ঢাকা নবাবগঞ্জ শীতার্তদের পাশে দাড়ালেন শীতবস্ত্র নিয়ে খন্দকার রুহুল আমিন সিআইপি। সারাদেশে যখন শীতার্ত মানুষ গুলো শীতে কাঁপছিল ঠিক সেই মুহূর্তে নিজ উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে ঢাকা নবাবগঞ্জের প্রত্যঞ্চলের অসহায় ও শীতার্তদের মাঝে শীত নিবারণের জন্য শীতবস্ত্র (কম্বল) নিয়ে পাশে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সমাজ সেবক খন্দকার রুহুল আমিন সিআইপি। গতকাল নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন থেকে তিনি শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন। নিজ হাতে শীতার্তদের মাঝে তার কম্বল তুলে দেন।

কম্বল বিতরনের সময় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কথা তুলে ধরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যেয় দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সুফল ভোগ করছি। আমরা এখন সমৃদ্ধির পথে। এছাড়া আপনাদের মাননীয় সাংসদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ঢাকা-১ এর এমপি সালমান এফ রহমান তিনি এই অঞ্চল তথা দোহার-নবাবগঞ্জ কে একটি মডেল উপজেলা গড়তে যে দৃঢ় অবস্থান নিয়ে কাজ শুরু করেছেন আমরা তার জন্য দোয়া করবো তিনি যেনো আমাদের এই এলাকাকে সমৃদ্ধশালী করতে পারেন। আপনারা গেল ৭ জানুয়ারি ২০২৪ সালে বিপুল ভোট ব্যবধানে তাকে আবারো নির্বাচিত করেছেন। তাই আমি সালমান ভায়ের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সালমান ভায়ের সাথে আমার ১৯৯৫ সাল থেকেই সম্পর্ক। তিনি এফবিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন। তখন আমি সেই কমিটির সদস্য ছিলাম। তিনি অনেক ভালো মানুষ,তিনি প্রতিনিয়ত নামাজ পড়েন,তার ওযু করা থাকে। তিনি ধর্মপ্রাণ মানুষ।

আমি সালমান ভায়ের পক্ষ থেকে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আজ সামান্য কিছু আপনাদের জন্য শীতবস্ত্র বিতরণ করছি। এই শীতবস্ত্র অনুদান নয় এটা আপনাদের অধিকার আপনাদের ছেলে হিসেবে। আমি এই মাটির সন্তান (সান অফ সয়েল)। আমি আপনাদের টানে চলে আসি কিছু করতে। আপনারা আমার অফিসে আসবেন। আমি আপনাদের জন্য আছি ইনশাআল্লাহ।

শীতের কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.ইসহাক আলী, বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার রকিবুর রহমান রাকিব, সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রিমা আক্তার,সংরক্ষিত মহিলা মেম্বার শিল্পী বেগম সহ বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।




ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখে ঢাকায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৪ সালের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়। সম্মেলনে ব্যাংকের ২৪১ টি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

ডাচ্-বাংলা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস্ এর মাননীয় চেয়ারপার্সন সাদিয়া রাইয়ান আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন। জনাব সায়েম আহমেদ, সম্মানিত পরিচালক, জনাব আবেদুর রশিদ খান, সম্মানিত নমিনী পরিচালক এবং জনাব একরামুল হক, এফসিএ, সম্মানিত স্বতন্ত্র পরিচালক সম্মেলনে উপস্থিত ছিলেন।

মাননীয় চেয়ারপার্সন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে বৈশ্বিক অর্থনীতি একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের ব্যাংকগুলোকে আরও সচেতন হতে হবে। ব্যাংকের ডিপোজিট ও বৈদেশিক রেমিট্যান্স আরও বৃদ্ধির জন্য নিরন্তরভাবে কাজ করার জন্য তিনি শাখা ব্যবস্থাপকদের পরামর্শ দেন। ডাচ্-বাংলা ব্যাংক একটি প্রযুক্তিবান্ধব ব্যাংক এবং শাখা ব্যবস্থাপকদের এই প্রযুক্তির সুবিধা ব্যবহার করে নিজ নিজ শাখার মুনাফা বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন।

তিনি ব্যাংকিং খাতে গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে গ্রাহকদের দ্রুততম সময়ের মধ্যে তাদের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি ব্যাংকের সব ক্ষেত্রে গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার উপর গুরুত্বারোপ করেন।

ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব সায়েম আহমেদ, ব্যাংকিং ব্যবস্থার ডিজিটাইজেশনে ডাচ্-বাংলা ব্যাংকের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তা সমুন্নত রাখার জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।

ব্যাংকের সম্মানিত স্বতন্ত্র পরিচালক একরামুল হক, ২০২৪ সালের বাজেটের লক্ষ্য অর্জনে শাখা ব্যবস্থাপকদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা।




ময়মনসিংহ শিক্ষা বোর্ড : নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের

পরিক্রমা ডেস্ক : মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তাহেরকে পদায়ন করে‌ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে।

অধ্যাপক মো. আবু তাহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি একই কলেজে দীর্ঘদিন উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

জানা গেছে, অধ্যাপক মো. আবু তাহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইতিহাস বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ১৯৯৩ সালে ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ।




ডিপিডিসির এমডি হলেন প্রকৌশলী আবদুল্লাহ নোমান

পরিক্রমা ডেস্ক : রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী আবদুল্লাহ নোমান। তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকৌশলী নোমান ডিপিডিসি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপিডিসি’র পরিচালনা পর্ষদ কর্তৃক গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত ৩৫১তম সভা ও নিয়োগ কমিটির (পরিচালনা পর্ষদের সব পরিচালকগণ এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত) সুপারিশের আলোকে ব্যবস্থাপনা পরিচালক পদে আবদুল্লাহ নোমানকে ডিপিডিসির চাকরি বিধি মোতাবেক প্রাথমিকভাবে যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের পরামর্শ প্রদান করা হলো।

উল্লেখ্য আগে গত ১০ জানুয়ারি ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান অবসরে যান।




চুয়েট শিক্ষক সমিতির ১ম সাধারণ সভা অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির ২০২৪-২৫ কার্যকরী পরিষদের ১ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০শে জানুয়ারি (মঙ্গলবার) ২০২৪ খ্রি. বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমান।

সাধারণ সভায় শিক্ষক সমিতির সদস্যগণ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। তৎপ্রেক্ষিতে, সমিতির পক্ষ থেকে সেসব বিষয়ে প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।




ঢাবি-এ রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার ‘রোকেয়া দিবস-২০২৩’ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ৭মার্চ ভবন মিলনায়তনে ‘রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করেন।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ফাউন্ডেশন বক্তৃতা প্রদান করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর উপাচার্য ও সাবেক বিজিএমইএ-এর সভাপতি ড. রুবানা হক। স্বাগত বক্তব্য রাখেন হলের আবাসিক শিক্ষক সামশাদ নওরীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারহানা তাসনিম চৌধুরী।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বেগম রোকেয়া শুধুমাত্র নারী জাগরণ নয়, পুরুষ জাগরণেরও পথিকৃৎ। নারীর অংশগ্রহণ ছাড়া সমাজ ও দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। অর্থনীতি ও মুক্তি দুটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত। কেননা অর্থনৈতিক মুক্তি ছাড়া নারী মুক্তি সম্ভব নয়। তিনি আরও বলেন, বেগম রোকেয়া যুগোত্তীর্ণ একজন নারী। তিনি নারী-পুরুষ সবাইকে স্বপ্ন দেখিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে রোল মডেল হিসেবে কাজ করে যাচ্ছেন।

উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের জায়গা। শিক্ষাক্ষেত্রে মেয়েরা মেধার স্বাক্ষর রেখে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫২ শতাংশ ছাত্রী ও ৪৮ শতাংশ ছাত্র রয়েছে। উপাচার্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ধন্যবাদ জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে সমাজ, সভ্যতা ও সংস্কৃতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

ফাউন্ডেশন বক্তা ড. রুবানা হক গত দুই দশকে নারীর অবস্থান নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তিনি বলেন, সামাজিক জীবনে নারী এখন আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। শহরে তো বটেই, গ্রামেও নারী এখন শিক্ষা ও কাজে বেশি অংশগ্রহণ করছে। বর্তমান সময়ে নারীর পিছিয়ে আসার কোনো উপায় নেই।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী হলেন- উন্নয়ন অধ্যয়ন বিভাগের আরজু আফরিন ক্যাথি। মেধাবৃত্তিপ্রাপ্তরা হলেন- পরিসংখ্যান বিভাগের আশরাফুন জান্নাত সুপ্তি, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শাহাজাদী সুলতানা, নৃত্যকলা বিভাগের সাদিয়া জিসান ঋতু এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমাইয়া জান্নাত সুপ্তি।

সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলেন- শিল্পকলার ইতিহাস বিভাগের পূজা বসাক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের এ আর তাহসিন জাহান, অণুজীব বিজ্ঞান বিভাগের রুকাইয়া পারভীন লাবনী এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নমল উমামা চৌধুরী। এছাড়া, কল্যাণ বৃত্তি পেয়েছেন- উর্দু বিভাগের সাজেদা আক্তার।




মোটরসাইকেলে করে অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে ফরিদপুর জেলার মধুখালী এলাকা হতে ১৫২ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

পরিক্রমা ডেস্ক :

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” গানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

২। এরই ধারাবাহিকতায় গতকাল ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সেনখালী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪,৫৬,০০০/- (চার লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা মূল্যমানের ১৫২ (একশত বায়ান্ন) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জাবেদ আলী (৩৮), পিতা-মোঃ আবেদ আলী, সাং-দর্শনা কলেজ পাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা ও ২। বাক প্রতিবন্ধি মোঃ ইকবাল হোসেন (২৫), পিতা-মোঃ নবী মিয়া, সাং-পুরাতন বাজার, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০১টি ব্যাগ ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

৪। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া গণহারে ডান্ডাবেড়ি না পরানোর নির্দেশ হাইকোর্টের

পরিক্রমা ডেস্ক : শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া গণহারে আসামিদের ডান্ডাবেড়ি না পরানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র মেনে চলতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাজমুল মৃধাকে ডান্ডাবেড়ি পরিয়ে বাবার জানাজায় অংশ নেয়ার ঘটনাটি হাইকোর্টের নজরে আনেন ব্যারিস্টার কায়সার কামাল। সেদিন আদালত এ বিষয়ে রিট করার পরামর্শ দেন। পরে গত ১৬ জানুয়ারি বাবার জানাজায় ছাত্রদলের এক নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে আনার ঘটনা চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটে দেশের সব কারাগারে গণহারে ডান্ডাবেড়ি পরানো বন্ধ চাওয়া হয়।




স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন আজ

পরিক্রমা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের প্রথম সংসদ অধিবেশন বসতে যাচ্ছে আজ মঙ্গলবার বিকেল ৩টায়। এদিন রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। এর ফলে অধিবেশনের প্রথমদিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ভোটের পর তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয় জানায়, মঙ্গলবার বেলা ৩টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন বসবে। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তারা শপথ গ্রহণ করবেন। শপথ নেয়ার পর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে সংসদের অধিবেশন বৈঠক। বৈঠক শুরুর পর নতুন স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করার পর মোনাজাত শেষে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি রাখা হবে। আবার সংসদের বৈঠক শুরু হলে স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেয়ার জন্য আহ্বান জানাবেন।

পরে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সরকারের সফলতা ও আগামীতে করণীয় বিষয়ে অধিবেশনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পরে ওই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে পুরো অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন। এর পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে। প্রথম অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠন করা হবে।

এর আগে, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালে ৩০ জানুয়ারি। সেই হিসেবে আগামী ২৯ জানুয়ারি শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে তারা পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। আর স্বতন্ত্ররা ৬২টি আসনে জয়ী হয়েছেন।




মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পরিক্রমা ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি ২০২৪) সকালে ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান শীতার্তদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও এমআইইউ সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের মডারেটর (আশুলিয়া ক্যাম্পাস, ছাত্র) মুহাম্মদ রফিকুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও এমআইইউ সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের মডারেটর (আশুলিয়া ক্যাম্পাস, ছাত্রী) হোসনে আরা বেগম, ফার্মেসি বিভাগের শিক্ষক ও সহকারী মডারেটর নিলুফার সুলতানা, ছাত্র বিষয়ক বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুল মতিন প্রমুখ। এছাড়া বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি অলাভজনক বিশ্ববিদ্যালয় উল্লেখ করে বলেন, এখানে গুণগত শিক্ষা দেয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টি সব সময়ই গরীব-অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। এরই অংশ হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করা হলো।

এর আগে রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, কন্টে্রালার অব এক্সামিনিশন্স এ.এইচ.এম. আবু সায়ীদ, ইংরেজি বিভাগরে সহকারী অধ্যাপক জাহেন মাহবুব, সোস্যাল ওয়েলফেয়ার ক্লাবের প্রেসিডেন্ট মনির সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।