ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টিতে আওয়ামীপন্থী প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপিপন্থী প্যানেলের আইনজীবীরা তিনটি পদে জয়ী হয়েছেন।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। আজ সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার খোরশেদ আলম ও সহকারি প্রিজাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন আইনজীবী সমিতির সদ্যসাবেক সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের আলহাজ মো. ফজলুল হক ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থী এডভোকেট নুরুল হক পেয়েছেন ৪৪৯ ভোট। আওয়ামীপন্থী প্যানেলের এডভোকেট আবুল কালাম ৫০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী প্রার্থী অ্যাডভোকেট  মনজুরুল হাসান জুয়লে পেয়েছেন ৪১০ ভোট।

এ নির্বাচনে সহ-সভাপতি পদে প্রবীর কুমার মজুমদার, মশিউর রহমান ফারুক (আওয়ামী লীগ), সহ-সম্পাদক পদে মো. মফিজউদ্দিন মন্ডল, তাহমিনা আশরফী পুুতুল (আওয়ামী লীগ) ও রফিকুল ইসলাম খান রফিক (বিএনপি), অডিটর পদে কামরুল হাসান কিরণ (বিএনপি) নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আবু রাসেল মিয়া (আওয়ামী লীগ), আজিজুল ইসলাম (আওয়ামী লীগ), ইব্রাহিম রেজা, শাহসুলতান (আওয়ামী লীগ), এ.এইচ এম বদরুজ্জা রিয়াদ (আওয়ামী লীগ), মাহমুদা খানম শাপলা (আওয়ামী লীগ), শফিউল ইসলাম মৃধা (বিএনপি)।

এ নির্বাচনে ১ হাজার সাতজন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দু’টি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সূত্র : বাসস




ফের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

পরিক্রমা ডেস্ক : ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ দেয়া হয়েছে। জন প্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকালের জন্য উপসচিব (গ্রেড-৫ এর সর্বোচ্চ স্কেল) পদে বহাল থাকবেন বা অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনের সাথে সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে তার সন্তুষ্টি সাপেক্ষে। নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।




তেল, খেজুর, চিনি ও চালের শুল্ক কমানোর নির্দেশ

পবিত্র রমজানে দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে যাতে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের সরবরাহ কম না হয়। তাই আগামী রমজান উপলক্ষে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের শুল্কহার কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের কাছ থেকে এ বিষয়ে সবশেষ অবস্থা জেনেছেন তিনি। মন্ত্রীরা কী কাজ করেছেন, তাও তারা বলেছেন। মন্ত্রীদের কাছ থেকে তথ্য শুনে তাতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, যে যে পদক্ষেপ নেয়া হয়েছে, তা যাতে অব্যাহত থাকে।

প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, মন্ত্রীরা তা গুরুত্বের সঙ্গে নিয়েছেন জানিয়ে মাহবুব হোসেন বলেন, সে অনুসারে তারা পদক্ষেপ নিয়েছেন।

নিত্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলায় কোনো সমস্যা নেই উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছরের এই সময়ে ৩৭ হাজার ১০৭ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছিল, যেখানে এ বছর একই সময়ে ৪৪ হাজার ৭৩৪ মেট্রিক টনের ঋণপত্র খোলা হয়েছে। কাজেই নিত্যপণ্য আমদানি করতে ডলারের সংকট আছে, পরিসংখ্যান কিন্তু এমনটা বলছে না।

তবে শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।




পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে তা সংশোধন করা হবে। তিনি শিক্ষাক্রমের বিরোধিতার নামে অপরাজনীতি না করার আহ্বান জানান। আজ সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব  কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এর ফলে তারা মাদ্রাসার জন্য প্রণীত পাঠ্যবইয়ে তাদের মতামত প্রদান ও অবদান রাখতে পারবেন।

তিনি বলেন, এ উপমহাদেশে হাজার বছর ধরে বহমান ইসলামী ভাবধারা দেশের আলীয়া মাদ্রাসায় চর্চা করা হয়। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে মাদ্রাসায় নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে যা শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সাদরে গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রম দক্ষতামূলক যা মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বীনি শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। সরকার ১৮শ মাদ্রাসা ভবন নির্মাণ ছাড়াও প্রচুর সংখ্যক মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসময় মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি মনোযোগ সহকারে শোনেন এবং যৌক্তিক দাবিসমূহ বিবেচনা করা হবে বলে জানান।

এসময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় পাঠ্যক্রমের বিষয় ছাড়াও ধর্মীয় বিষয় অধ্যয়ন করে। তাই মাদ্রাসা শিক্ষার্থীরা মূলধারার সঙ্গে তাল মিলিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে বিভিন্ন ক্ষেত্রে।

মতবিনিময় সভায় শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু বলেন, অতীতে মাদ্রাসা শিক্ষকদের সংগঠনের নামে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করেছেন। তারা ইসলামের চর্চার চেয়ে স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর মতাদর্শ প্রচারে অধিক ব্যস্ত ছিলেন। তবে বর্তমান সরকার মাদ্রাসায় প্রকৃত ইসলামের চর্চার পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় সারাদেশ থেকে আগত শিক্ষকগণ জানান নতুন শিক্ষাক্রম মাদ্রাসার সাথে জড়িত সকলেই ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এর ফলে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি কমেছে যা ঝরে পড়া রোধে সহায়তা করবে। উপস্থিত সকলেই নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রশিদ। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে সভা শেষ হয়।




চুয়েটের পিএমই বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ক্যারিয়ার বিষয়ক (Unleashing the Inner Champion: Explore Exciting Career Opportunities with Modern Group’s Engaging Employer Branding) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

-চুয়েটের পিএমই বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনারে রিসোর্স পারসনের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

আজ ২৯শে জানুয়ারি (সোমবার) ২০২৪ খ্রি. দুপুর ১২:৩০ ঘটিকায় পিএমই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

-চুয়েটের পিএমই বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনারে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে ছিলেন মডার্ন গ্রুপের প্ল্যান্ট হেড জনাব কোস্তাব আচার্য্য এবং জিএম (টেকনিক্যাল) জনাব সফল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাকন সুলতানা।

 




বেনাপোলে স্বর্ণের বারসহ যুবক আটক

মোঃ ফারুক আহম্মেদ : ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ২টি স্বর্ণের বারসহ মেহেদী হাসান নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের সময় তাকে চেকপোস্টের কাস্টমস শুল্ক গোয়েন্দারা আটক করে।

বেনাপোল চেকপোস্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন জানান, গতিবিধি সন্দেহের কারণে মেহেদী হাসানকে নিয়ে তল্লাশি করলে তার পায়ু পথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার হয়। পাচারকারী মেহেদী হাসানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর ও স্বর্ণ পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধি




বরিশাল জেলার মুলাদী এলাকায় চাঞ্চল্যকর আকবর হত্যা মামলায় দীর্ঘ ০৬ বছর যাবৎ পলাতক আসামী দিদার বেপারী’কে রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

পরিক্রমা ডেস্ক : 

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গতকাল ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন মিলব্যারাক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বরিশাল জেলার মুলাদী থানার মামলা নং-০২/১৮, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৩০২/১১৪/৩৪ দণ্ড বিধি; চাঞ্চল্যকর আকবর হাওলাদার (৫২) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ০৬ বছর যাবৎ পলাতক আসামী দিদার বেপারী (৩২), পিতা-দলিল উদ্দিন বেপারী, সাং-টুমচর, থানা-মুলাদী, জেলা-বরিশাল‘কে গ্রেফতার করে।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত হত্যা মামলার পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

৪। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র একাডেমিক কাউন্সিলের ৩৪ তম সভা অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ৩৪ তম সভা শনিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। উপাচার্যের বিশেষ আমন্ত্রনে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ট্রাস্টি বোর্ডেও মনোনীত সদস্য হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, কোষাধ্যক্ষ হামিদুল হক খান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ইসমাইল জবিউল্লাহ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরেন এবং বিভিন্ন অনুষদের ডিনগণ তাদের নিজ নিজ অনুষদের পাঠ্যক্রম উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি অন্তভুর্ক্তির জন্য প্রস্তাব পেশ করেন। একাডেমিক কাউন্সিল বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সেগুলো গ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রক ২০২২ সালের বিভিন্ন প্রোগ্রামের ডিগ্রি অনুমোদনের প্রস্তাব করলে সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রেজিস্ট্রার ড. নাদিও বিন আলী সভায় আনুষঙ্গিক তথ্যসমূহ সরবরাহ করেন।

সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন, বিভাগীয় প্রধানগণ, ইন্সটিটিউট প্রধানগণ, বোর্ড অব ট্রাস্ট্রিজের প্রতিনিধি, সিন্ডিকেট মনোনীত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্য আলোচনার পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাফল্য অর্জিত হয়েছে। আজকে অন্যান্য অনেক প্রতিষ্ঠানের এই বিশ্ববিদ্যালয় এখন ঈর্ষনীয় পর্যায়ে পৌছেছে। এই ধারা অব্যহত রাখতে আমাদের আরো প্রাণান্তর প্রচেষ্টায় কাজ করতে হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রমাগত সাফল্যের ধারাবাহিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।




বিরোধী দলীয় নেতা জিএম কাদের, আনিসুল ইসলামকে উপনেতা করে প্রজ্ঞাপন জারি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমদুকে উপনেতা করা হয়েছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলনেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং “বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১” মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে মাননীয় স্পীকার স্বীকৃতি প্রদান করেছেন।

স্পিকারের আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ২২৪ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে দল হিসেবে জাতীয় পার্টি লাঙল প্রতীকে দ্বিতীয় সর্বোচ্চ ১১ আসনে জয়লাভ করেছে।




পদ্মা ব্যাংকের খেলাপি ঋণ গ্রহীতা মো: আশরাফুল আলম ওরফে সেলিম গ্রেপ্তার

পরিক্রমা ডেস্ক : খেলাপি ঋণ আদায়ে কঠিন থেকে কঠোর এখন পদ্মা ব্যাংক পিএলসি। শক্তহাতে নিচ্ছে কঠিন আইনি পদক্ষেপ। যার ফলে সম্প্রতি ব্যাংকটির শেরপুর জেলার বকশীগঞ্জ শাখার ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স তিয়াশা মিনি অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো: আশরাফুল আলম ওরফে সেলিম গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তার কাছে সুদেমূলে মোট পাওনা ২৬ কোটি ৩৭ লাখ (প্রায়) টাকা। পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মোকদ্দমা নং ২৩৬/১৭ (দায়রা ৪২৮/ ১৮) দায়ের করে পদ্মা ব্যাংক পিএলসি। ওই মামলায় গত ১২ জুন ২০২২ তারিখে বিজ্ঞ আদালত এনআই অ্যাক্টের আওতায় সাজা প্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি ২০২৪-এ পদ্মা ব্যাংক রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগীতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি থানা পুলিশ মেসার্স তিয়াশা মিনি অটো রাইস মিলের স্বাত্বাধিকারী মো: আশরাফুল আলম ওরফে সেলিম-কে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।