ফরাসি ভাষায় দক্ষতা থাকলে নানা জায়গায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ফরাসি ভাষায় কোন শিক্ষার্থী দক্ষ হলে বিশ্বের নানা জায়গায় তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, আফ্রিকান আরব দেশগুলোতে ফরাসি ভাষা প্রচলিত রয়েছে, বিশ্বের দক্ষিণ দেশগুলোতেও পর্যটন শিল্পের জন্য ফরাসি ভাষা জানা জনবলের চাহিদা রয়েছে ।
তিনি আরো বলেন, যেসব শিক্ষার্থী দেশের বাইরে কর্মসংস্থানের জন্য যেতে আগ্রহী  তাদের ফরাসি ভাষায় দক্ষ করা যেতে পারে।
আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই শিক্ষামন্ত্রীর সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে এলে আলোচনাকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, উচ্চশিক্ষায় ফ্রান্সের বৃত্তি বৃদ্ধি করার বিষয়সহ শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত মাধ্যমিক পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষা চালু করতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রস্তাব দেন। তাছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফরাসি ভাষা শিক্ষা কোর্স চালু করার বিষয়ে আগ্রহের কথা জানান।




আবারও শীর্ষ করদাতার সম্মাননা পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বীমা খাতে আবারও শীর্ষ করদাতার সম্মাননা লাভ করেছে। ২৪ জানুয়ারী ২০২৪ আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার কর কমিশনার মোঃ ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএস এর নিকট ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন। অনুষ্ঠানে ব্যাংক, বীমা ও নন—ব্যাংকিং আর্থিক খাতসহ অন্যান্য শীর্ষ করদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। ২০২২—২০২৩ অর্থ বছরে বীমা শিল্পে লাইফ ইনস্যুরেন্স কোম্পানীগুলোর মধ্যে একমাত্র ন্যাশনাল লাইফ সরকারকে বিপুল রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড থেকে শীর্ষ করদাতা হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ লাভ করে।




ঢাবি সূর্য সেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন তরিকুল ও ফারুক

ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা’ সূর্য সেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: তরিকুল ইসলাম ও ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: ওমর ফারুক এবং রানার্স—আপ হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো: রিয়াজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে ঢাবি এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী, প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং সূর্য সেন হলের আবাসিক শিক্ষক—শিক্ষার্থী ও কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আগামী দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ পরিচালনায় যে নেতৃত্ব দিবে তার প্রতিফলন আমরা প্রত্যক্ষ করেছি খেলার মাঠে শিক্ষার্থীদের শৃঙ্খলায়। শিক্ষার্থীদের মধ্যে খেলোয়ারসুলভ মনোভাব ও নেতৃত্ব গড়ে তোলার জন্যই প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সহ—শিক্ষা কার্যক্রমে আরও বেশী যুক্ত হতে পারে তার জন্য সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে বল

উপাচার্য উল্লেখ করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, মাস্টারদা’ সূর্য সেন ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বিরোধী একজন মহান বিপ্লবী। তার নামের সাথে জড়িত হলটির শিক্ষার্থীরা আগামীতে ক্রিয়াঙ্গনসহ দেশের সকল ক্ষেত্রে নেতৃত্বে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে যথাযথ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২০টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।




ঢাকা স্টক এক্সচেঞ্জ লি: আজকের শেয়ারবাজার

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কো¤পানির ৩৯ কোটি ২৬ লক্ষ ৭৪হাজার ৯০৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৭৬ কোটি ৯৪ লক্ষ ৯৩ হাজার ২১৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক পয়েন্ট ২১.৯৫ বেড়ে ৬২৭৬.২৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৫৫ পয়েন্ট বেড়ে ২১৫৮.২০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৪১ পয়েন্ট বেড়ে ১৩৮৪.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ফরচুন সুজ, বিএসসি, অরিয়ন ইনফিউশন, দেশবন্ধু পলিমার, ব্র্যাক ব্যাংক, বিডি থাই, রূপালি ব্যাংক, স্কয়ার ফার্মা, কর্ণফুলি ইন্সুঃ ও ফু-ওয়াং ফুড।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ফু-ওয়াং ফুড, ইনটেক লিঃ, খান ব্রাদার্স পিপি, মিরাকেল ইন্ডাঃ, ইউনিয়ন ব্যাংক, আলহাজ¦ টেক্স, আইএফআইসি, আমান ফীড, আইসিবি সোনালী ব্যাংক ফাস্টর্ মি. ফা. ও জিআইবি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ডরিন পাওয়ার, ইস্কয়ার নিট কম্পোজিট, কেডিএস এক্সেসরিজ, মতিন স্পিনিং, শা শা ডেনিমস, শাইনপুকুর সিরামিকস, সামিট পাওয়ার, প্রাইম ইন্সুঃ, মালেক স্পিনিং ও ম্যাকসন স্পিনিং।




বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালো বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর প্রতিনিধি দল

২৩ জানুয়ারী ২০২৪ মঙ্গলবার বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) কে ফুলেল শুভেচ্ছা জানান

 এসময় পাশে উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা

 




রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিষিদ্ধ জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০২ লক্ষ টাকা জরিমানা।

বিশ্ববিদ্যালয় পরিক্রমা : প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৩/০১/২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক মাঝ রাত ০৩:০০ ঘটিকাহতে অদ্য ২৩/০১/২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব—১০ এর সমন্বয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সিটি কর্পোরেশন মার্কেটের শাক—বাজার মাছের আড়তে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় জেলা মৎস্য অধিদপ্তর এর সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ০৪ জন মাছ ব্যবসায়ীকে সর্বমোট ২,০০,০০০/— (দুই লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ১। মোঃ শামীম হোসেন (৩৭) ’কে নগদ— ৫০,০০০/— (পঞ্চাশ হাজার) টাকা, ২। মোঃ সবুর গাজী (৩০)’কে নগদ— ৫০,০০০/— (পঞ্চাশ হাজার) ৩। ওতুল কৃষ্ণ দাস (২৪) ’কে নগদ— ৫০,০০০/— (পঞ্চাশ হাজার) ৪। মোঃ আবু বক্কর (৪০) ’কে নগদ— ৫০,০০০/— (পঞ্চাশ হাজার) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৬,৩০,৫০০/— (ছয় লক্ষ ত্রিশ হাজার পাচঁশত) টাকা মূল্যের ১১৭০ কেজি জাটকা ইলিশ ও ৬৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে এবং জব্দকৃত জাটকা ইলিশ বিনামূল্যে এতিম খানায় দান করেন এবং জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষন এবং বিক্রয় করে আসছিল।




জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

২২ জানুয়ারী ২০২৪ সোমবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে সংগঠন প্রধানদের সমন্বয়ে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্লাহ। সভার সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। সভায় প্রধান অতিথি লক্ষ্যমাত্রা অর্জনকারী সফল সংগঠন প্রধানদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ২০২৪ সালে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।




শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআইয়ের

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য শ্রীলঙ্কান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। 

‌রোববার (২১ জানুয়ারি) এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল ওয়েরাক্কোডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এফবিসিসিআই সভাপতি এই আহ্বান জানান।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। এসব অর্থনৈতিক অঞ্চলে তেল, গ্যাস, বিদ্যুৎ-সহ সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস, ই-প্ল্যাটফর্মসহ আকর্ষণীয় প্রণোদনা চলমান রয়েছে। শ্রীলঙ্কার ব্যবসায়ীরা তাদের নিজস্ব বা যৌথ উদ্যোগে এখানে শিল্পকারখানা প্রতিষ্ঠা করে লাভবান হতে পারে।

মাহবুবুল আলম আরও বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, ইকো ট্যুরিজম, আতিথেয়তা ইত্যাদি বাংলাদেশে ব্যাপক সম্ভাবনাময় খাত। শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে এফবিসিসিআইর পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

বৈঠকে শ্রীলঙ্কার হাইকমিশনার মান্যবর ধর্মপাল ওয়েরাক্কোডি জানান, শ্রীলংকার অনেক ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছে যারা বাংলাদেশে ব্যবসা করার জন্য আগ্রহী। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর সংখ্যক পর্যটক পায় শ্রীলঙ্কা। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর সময় এসেছে।

এসময় শ্রীলঙ্কার অর্থনীতি ঘুরে দাঁড়াতে সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এফবিসিসিআইর নেতারা।

বৈঠকে শ্রীলঙ্কান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর শ্রীমলী জয়রথনা, এফবিসিসিআই সহ-সভাপতি শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মহাসচিব মো. আলমগীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




বসুন্ধরা পেপারের বোর্ড সভা ৩০ জানুয়ারি

জিবাজারের তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।




সংসদের হুইপ হচ্ছেন মাশরাফীসহ ৫ জন

দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পাচ্ছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজাসহ ৫ জন

সোমবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র।

১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

নতুন মুখ হিসেবে মাশরাফী ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে।