প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গুতেরেস সই করা এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। শান্তিরক্ষা কার্যক্রমে প্রধান অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্যায়ন করে।

চিঠিতে তিনি আরও বলেন, আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ এবং বিশ্বাস করি যে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারে প্রয়োজনীয় চাপসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচ্চাকাঙ্ক্ষায় আপনার সমর্থনের ওপর আমি নির্ভর করতে পারি।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।




গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পরিক্রমা ডেস্ক : আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপাতত গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

উপাচার্য বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা একটি সময় সাপেক্ষ বিষয়। এখান থেকে হুট করে চাইলেই কোনো বিশ্ববিদ্যালয়ের বেরিয়ে আসা সম্ভব নয়। আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সাথে সমন্বয় করতে হয়। এ জন্য আমাদের সহ সবগুলো বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের না হবার অনুরোধ করেছে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়।

উপাচার্য আরও বলেন, গত ১৪ জানুয়ারি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ইউজিসি সভা করেছে। সভায় সর্ব-সম্মতিক্রমে গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকার বিষয়ে সকল উপাচার্যরা একমত পোষণ করেছেন। ইউজিসিও এবার গুচ্ছ প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একটি কমিটি গঠন করবে বলে জানিয়েছেন আমাদের।

উল্লেখ্য, চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ২৪ বিশ্ববিদ্যালয়। নতুন দুই বিশ্ববিদ্যালয় এ বছর ভর্তি পরীক্ষায় যুক্ত হতে হতে যাচ্ছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছে অন্তর্ভুক্ত হবে।




নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, পাতানো ছিল না: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। বিরোধীরা দলের নির্বাচন বয়কট করায় নতুন রণকৌশল নিতে হয়েছে। নির্বাচন পাতানো ছিল না। জনগণের অংশগ্রহণে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার প্রারম্ভিক বক্তব্যে তিনি এসব দাবি করেন দলটির সাধারণ সম্পাদক।

নির্বাচন নিয়ে টিআইবি’র বক্তব্যের প্রতিক্রিয়ার তিনি বলেন, ‘নির্বাচন পাতানো ছিল না। নামিদামি অনেক দেশ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। এমনকি নির্বাচনের পর বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও সরকারকে অভিনন্দন জানিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে এ রণকৌশল নিতে হয়েছে, যার সোনালি ফসল আমরা ঘরে তুলেছি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন নিয়ে এখন অনেকে অনেক কথাই বলবে।’

তিনি বলেন, ‘বিএনপির আস্ফালন কোথায় গেলো? জনগণকে নিবৃত করার চেষ্টা করেছে তারা। নির্বাচন বর্জনও করেছে। ভালো নির্বাচন হয়েছে বলেই এখন বিভিন্ন দেশ থেকে প্রশংসা আসছে। বিএনপিই শুধু এই নির্বাচন গ্রহণ করতে পারছে না। তারা এখনো বলছে সংসদ অবৈধ।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জিয়াউর রহমানের মতো প্রহসনের নির্বাচন, মাগুরার মতো নির্বাচন করলেই কি নির্বাচন বৈধতা পাবে? বিএনপির অন্তত আওয়ামী লীগকে নির্বাচন শেখাতে হবে না। দেশে ভালো নির্বাচন করেছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে, সরকারি দলের প্রার্থীকেও শোকজ করেছে কমিশন। গণতন্ত্রের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা।’

তিনি বলেন, সংবিধান মোতাবেক নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকার যেদিন গঠিত হয়েছে তার পেছনের তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সাংবিধানিক এ বিধানেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।




এনএসইউতে কনফুসিয়াস ইন্সটিটিউটের আলোকচিত্র প্রদর্শন এবং চীন-সাউথ এশিয়া সেন্টার ফর সোসিওকালচারাল স্টাডিজের উদ্বোধন

পরিক্রমা ডেস্ক : আজ নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইন্সটিটিউটের উদ্যোগে ‘ইউনান: এ মেনি-স্প্লেন্ডার্ড লাইফ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বাংলাদেশে চীনা দূতাবাস, ইউনান প্রাদেশিক গণসরকারের তথ্য অফিস এবং ইউনান প্রাদেশিক পিপলস গভর্নমেন্টের পররাষ্ট্র বিষয়ক কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ (পিএসএস), সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং কনফুসিয়াস ইনস্টিটিউট অব নর্থ সাউথ ইউনিভার্সিটি (সিআইএনএসইউ) যৌথ আয়োজনে চায়না-সাউথ এশিয়া সেন্টার ফর সোসিওকালচারাল স্টাডিজ (সিএসসিএসএস) -এর উদ্বোধন করা হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কুনমিংয়ের ইউনান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক হু জিনমিং এবং সিপিসি ইউনান প্রাদেশিক পার্টি কমিটির প্রচার বিভাগের উপ-মহাপরিচালক ও ইউনান প্রাদেশিক সিভিলাইজেশন অফিসের চেয়ারম্যান পেং বিন। চীনা বিদেশী প্রতিনিধিদলে ইউনান প্রাদেশিক সরকারের চার জন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।  অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম এবং বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের সম্মানিত কালচারাল কাউন্সেলর জনাব ইউ লিওয়েন উপস্থিত ছিলেন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চীনের কুনমিংয়ের ইউনান ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক হু জিনমিং। চীনা বিদেশী প্রতিনিধিদলে ইউনান প্রাদেশিক সরকারের পাঁচ জন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম এবং বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের সম্মানিত কালচারাল কাউন্সেলর ইউ লিওয়েন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব খান, স্কুল অব
হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন (আইসি) ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের
পরিচালক অধ্যাপক ড. এস কে তৌফিক এম হক, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান
বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী, এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা জিয়াওয়ান,
চায়না-সাউথ এশিয়া সোসিওকালচারাল স্টাডিজের (সিএসসিএসএস) সমন্বয়ক এবং মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ড. হারিছুর রহমান।

অধ্যাপক আতিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, এ আয়োজনের মতো সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে এনএসইউ ও ইউনান
বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার হবে। ইউনান প্রাদেশিক পার্টি কমিটির সিপিসির প্রচার বিভাগের
ডেপুটি জেনারেল পেং বিন চীন ও বাংলাদেশের মধ্যে আন্তঃসাংস্কৃতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক হু জিনমিং এনএসইউ এবং ওয়াইএনইউয়ের মধ্যে সহযোগিতার উপর জোর দেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ‘আমার দেখা নয়াচিন’ বইটি চীনা ভাষায় অনুবাদ করার প্রস্তাব দেন। এছাড়া তিনি এনএসইউ এবং ওয়াইএনইউ
একটি যৌথ সম্মেলন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ড. হারিছুর রহমান বলেন, এনএসইউ’র চীন-দক্ষিণ এশিয়া সেন্টার ফর সোসিওকালচারাল স্টাডিজ (সিএসসিএসএস) প্রমাণ-
ভিত্তিক এবং অভিজ্ঞতামূলক গবেষণার মাধ্যমে আর্থ-সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার জন্য একটি আন্তঃবিভাগীয় উদ্যোগ। এটি আনুষ্ঠানিকভাবে স্কুল অফ এথনোলজি অ্যান্ড সোসিওলজি, ইউনান বিশ্ববিদ্যালয়, কুনমিং, চীনের সঙ্গে সম্পর্কিত।




ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থীর চীনে এক বছরের ইন্টার্নশিপ প্লেসমেন্ট অর্জন

পরিক্রমা ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২৫ জন শিক্ষার্থী ২০২৪ সালের জানুয়ারি থেকে চীনে এক বছরের ইন্টার্নশিপ প্লেসমেন্টের সুযোগ পেয়েছে যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অনন্য অর্জন। টিএইচএম-এর প্রভাষক মোঃ মিশকাতুল কবির এবং ডিআইইউ-এর সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল আলিমের নেতৃত্বে ২৫ শিক্ষার্থীর প্রতিনিধি দলটি চীনের সানিয়া, হাইনানে পেঁৗছেছে এবং সফলভাবে বছরব্যাপী ইন্টার্নশিপ কর্মস্থলে যোগদান করেছে।

এই উদ্যোগটি ২৫ জন টিএইচএম শিক্ষার্থীর জন্য চীনের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পথ প্রশস্ত করেছে। এরমধ্যে হরিজন রিসোর্ট এন্ড স্পা’তে ১৬ জন শিক্ষার্থী, সানিয়া এডিশন এ ৭ জন শিক্ষার্থী এবং হিলটন সানিয়া ইয়ালুং বে রিসোর্ট এন্ড স্পা’তে ২ জন শিক্ষার্থী চীনের এইসকল স্বনামধন্য হোটেলগুলিতে বছরব্যাপী ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। আমাদের শিক্ষার্থীদের চীনের এইসকল স্বনামধন্য হোটেলগুলিতে ইন্টার্নশিপের সুযোগ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং প্রোগ্রামের আন্তর্জাতিক আতিথেয়তা সেক্টরের আস্থার প্রমাণ।

ডিআইইউ’র গর্বকে আরও উন্নত করার জন্য এই হোটেলগুলির প্রতিশ্রম্নতি হল ইন্টার্নশিপ-পরবর্তী স্থায়ী পদের জন্য ডিআইইউ ইন্টার্নদের বিবেচনা করা। উপরন্তু, এই প্রতিষ্ঠানগুলি ভবিষ্যতে ইন্টার্নশিপের জন্য আরও ডিআইইউ ছাত্রদের স্বাগত জানাতে তাদের আগ্রহ প্রকাশ করেছে।

এই প্রোগ্রামটি ডিআইইউ’র জন্য একটি মাইলফলক, যা ডিআইইউ ছাত্রদের একটি প্রতিযোগিতামূলক শিল্পে অতুলনীয় আন্তর্জাতিক এক্সপোজার এবং হ্যান্ডস-অন অভিজ্ঞতা প্রদান করবে। এই ধরনের সুযোগগুলি তাদের দক্ষতা, জ্ঞান এবং কর্মজীবনের সম্ভাবনা বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ছবিতে চীনে এক বছরের ইন্টার্নশিপ প্লেসমেন্ট পাওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২৫ শিক্ষার্থী।




নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং পুলিশ স্টাফ কলেজ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পরিক্রমা ডেস্ক : শিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় পুলিশ স্টাফ কলেজে আজ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এনএসইউ’র প্রতিনিধিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। পুলিশ স্টাফ কলেজের পক্ষে প্রতিনিধিত্ব করেন রেক্টর ড. মল্লিক ফকরুল ইসলাম বিপিএম, পিপিএম। অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, “পুলিশ স্টাফ কলেজ এর সাথে এই চুক্তি একাডেমিক উন্নয়ন এবং সহযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রতি আমাদের প্রতিশ্রুতির এক উদাহরণ।”

ড. মল্লিক ফকরুল ইসলাম বলেন, “এই সমঝোতা স্মারকটি আমাদের প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত জোটের মাধ্যম গড়ে দিবে, যা কেবল আমাদের ছাত্র এবং শিক্ষকদেরই নয় বরং বৃহত্তর ক্ষেত্রেও অবদান রাখবে।” এই সমঝোতা স্মারকে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের সহযোগিতামূলক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার রূপরেখা তুলে ধরা হয়েছে। চুক্তিতে পারস্পরিক স্বার্থের বিষয়ে যৌথ প্রশিক্ষণ কর্মশালা এবং গবেষণা ও ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে একটি নিরাপদ ওসুরক্ষিত সমাজের প্রচারের মতো উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।




আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পরিষ্কার অভিযান অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Environmental and Social Welfare Club -এর উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪। ক্যাম্পাসে কর্মরত ক্লিনার ও আশেপাশের দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে Environmental and Social Welfare Club -এর উদ্যোগে ক্যাম্পাসের আশেপাশের রাস্তায় পরিস্কার পরিচ্ছন্ন করেন ক্লাবের সদস্যরা। এ সময় ক্লাবের সভাপতি, কোষাধ্যক্ষসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ক্লাবের উদ্যোগে টেকসই উন্নয়নের উপর দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবেবর সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

পরিক্রমা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টায় শুরু হবে। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ৩০ জানুয়ারি সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।




বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করতে চাই-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

পরিক্রমা ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ক্ষুধা, দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পার্বত্যবাসীর সুখ-স্বাচ্ছন্দের সুব্যবস্থা করার লক্ষ্য বাস্তবায়ন করার জন্যই আমরা কাজ করে যাবো।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রথম অফিস কার্যদিবসে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।মতবিনিময় সভায় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সকলের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামের ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর পর চারবারসহ মোট পাঁচ বারের প্রধানমন্ত্রী নিবাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই। পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতির সাথে সংগতি রেখে সকলের সাথে ঐক্যের বন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাবো। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান। প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন আর পিছিয়ে নেই। বাংলাদেশের উন্নয়নের মূল স্রোতধারার সাথে সংগতি রেখে পার্বত্যবাসীদের সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। একইসাথে আমি পার্বত্যবাসীর সুসম বন্টনের বিষয়ে সুদৃষ্টি রাখারও অঙ্গিকার করছি। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রামে একসময় যে সংঘাত ছিল, ভ্রাতৃঘাতী ভুল বুঝাবুঝি ছিল, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে একটা বড় ধরনের প্রাচীর তৈরি করা রাখা হয়েছিল তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালের ২ ডিসেম্বর চুক্তির মধ্য দিয়েই তার নিরসন করেছিলেন। চুক্তি অনুসারে কিছু ধারার বাস্তবায়ন এখনও সম্পন্ন করার বাকি আছে। এবারে আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় ও পরামর্শ অনুযায়ী পার্বত্যবাসীর সকলের সহযোগিতায় চুক্তির বাকি অসমাপ্ত ধারাগুলো বাস্তবায়ন করা।

পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি’র নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা নতুন প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন।

জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা বিগত ০৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি হতে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১১ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে নিয়োগ লাভ করেন।

পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব মোঃ জাহাঙ্গীর আলম এনডিসি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও তিন জেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




স্বাস্থ্য বীমা দাবীর চেক হস্তান্তর করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

পরিক্রমা ডেস্ক : ১৪ জানুয়ারী ২০২৩ রবিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে সম্মানিত বীমাগ্রাহক মোঃ আবদুর রহমান এর নিকট স্বাস্থ্য বীমা দাবীর চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপবীমা বিভাগের ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন সরকার।