Professor Abdur Rob Khan is NSU’s new Treasurer

porikroma desk : Professor Abdur Rob Khan has assumed the position of Treasurer at North South University (NSU), following his appointment by the Honorable Chancellor. The official induction ceremony took place on Sunday, December 24, 2023, attended by the esteemed Board Chair and the Vice-Chancellor of NSU.

Professor Khan, a distinguished academician, holds a Bachelor’s and Master’s degree in
Economics from the University of Dhaka. He obtained a Ph.D. in International Relations
from the University of Kent at Canterbury, UK. Before joining NSU, Professor Rob Khan
held an impressive 28-year research career at the Bangladesh Institute of International and Strategic Studies (BIISS).

Previously at NSU, Professor Rob Khan was the Chair of the Department of Political Science and Sociology (PSS). He actively participated in various committees, including the Faculty Appointment Committee, Faculty Promotion Committee, Administrative Promotion
Committee, Academic Council, and the Vice-Chancellor’s Deans’ Forum.

Professor Rob has been the Dean of the School of Humanities and Social Sciences (SHSS)
since 2016. He has also been the Supervisor for the South Asian Institute of Policy and Governance (SIPG).




বিজ্ঞান জাদুঘরে অধিবেশন : সড়ক যোগাযোগের সুফল পেতে প্রযুক্তি অপরিহার্য

পরিক্রমা ডেস্ক : “সড়ক যোগাযোগে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং যোগাযোগ ক্ষেত্রে মূলতঃ বিপ্লব ঘটে গেছে, যা’ পুরো অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়াও সড়ক দুর্ঘটনা হ্রাসে এবং যান চলাচলে শৃংখলা আনতে সরকার বহুমাত্রিক উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু নাগরিকরা এবং গাড়ি চালকরা যদি সড়কের অনুশাসন মেনে না চলে, তবে এসব অর্জনের পুরোপুরি সুফল পাওয়া যাবে না।”

আজ (২৬.১২.২০২৩ খ্রি.) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘সড়ক যোগাযোগে বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক এক অধিবেশনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মনীন্দ্র কিশোর মজুমদার এ মতামত ব্যক্ত করেন। মূল প্রবন্ধ উপস্থাপন কালে তিঁনি বিগত ২০০৯ থেকে সড়ক যোগাযোগের অর্জিত সাফল্যের চিত্র তুলে ধরে জানান, ৩৮,০০০ কি.মি. সড়ক যোগাযোগের নেটওয়ার্ক চালু হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ যোগাযোগ ক্ষেত্রে সরকারের সাফল্য প্রশংসনীয়।

কিন্তু এক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি প্রয়োগে সড়কে শৃংখলা ও অনুশাসন সৃষ্টি করতে হবে। জাতি হিসেবে আমরা নিরন্তর আইন অমান্য করে চলেছি, যে কারণে উন্নয়নের সুফল পাচ্ছি না। সুতরাং মহাসড়কে স্পীড লিমিট প্রযুক্তি প্রয়োগে স্পীড গান ব্যবহার, সেন্সর ও সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবং হাইওয়ে পুলিশকে প্রশিক্ষিত করে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে। এছাড়া সড়ক নির্মাণে পলিমার অ্যাক্রিলিক প্রযুক্তির মাধ্যমে ব্যয় সাশ্রয়ী ও টেকসই সড়ক নির্মাণ নিশ্চিত করতে হবে। ”




যশোরের মনিরামপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার যশোরের মনিরামপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান ও সিনিয়র জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মোঃ গোলাম মোস্তফা, জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মোঃ মনিরুজ্জামান। সভার সভাপতিত্ব করেন মনিরামপুর শাখা অফিসের ইনচার্জ ও এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (উন্নয়ন) আব্দুল ওয়াহেদ। সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।




স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হত্যার হুমকির অভিযোগ

পরিক্রমা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসানের সমর্থককে হত্যার হুমকি দিয়েছেন স্থানীয় কাউন্সিলর সালাউদ্দিন আহম্মেদ। এতে স্থানীয়দের মধ্যে ভীতি এবং ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে, হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সালাউদ্দিন আহম্মেদ।

ভুক্তভোগী সমর্থক এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-৫ আসনের ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন আহম্মেদ ঈগল প্রতীকের প্রার্থী মো. কামরুল হাসানের সমর্থক মো. সুজনকে নিজের গরুর খামারে ডেকে নিয়ে হত্যার হুমকি দিয়েছেন। বিষয়টির দ্রুত সুরাহা না হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর সালাউদ্দিন দিনে নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্নার সঙ্গে আছেন দেখালেও রাতে কাজ করেন স্বতন্ত্র প্রার্থী সজল মোল্লার পক্ষে। এলাকায় কেউ তার কথার বাইরে গেলেই তাকে হুমকি তিনি।

সুজন আরও বলেন, দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করায় কামরুল হাসান এবং ঈগল প্রতীককে ছাড়তে পারব না, জানালে কাউন্সিলর আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

তিনি অভিযোগ করেন, শুক্রবার থানায় এ বিষয়ে অভিযোগ দিলেও তা জিডি আকারে নেয়নি। তবে, আমাকে এবং কাউন্সিলরকে ডেকে নিয়ে কোনোমতে মীমাংসা করে দেন। কিন্তু, এর পর রাতে আমার বাড়ির সামনে কাউন্সিলরের লোকজন ঘোরাফেরা করেছে, আমাকে হুমকি দিয়েছে। আমি আমার পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে আছি।

এ প্রসঙ্গে জানতে চাইলে কাউন্সিলর সালাউদ্দিন আহম্মেদ বলেন, সুজনকে হত্যার হুমকি দেওয়া হয়নি।

থানায় মীমাংসার জন্য ডাকা হয়েছিল কি না, জানতে চাইলে তিনি এই প্রতিবেদকের সঙ্গে খারাপ আচরণ করে ফোন রেখে দেন।

জানতে চাইলে ঈগল প্রতীকের প্রার্থী মো. কামরুল হাসান রিপন বলেছেন, যেখানে জননেত্রী শেখ হাসিনা নিজে শান্তিপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, সেখানে এভাবে হত্যার হুমকি নির্বাচনে পরিবেশ নষ্ট করবে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে এবং ভোটারদের ভোট কেন্দ্রে আনা চ্যালেঞ্জ হতে পারে। আমি দলের নেতাকর্মীদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনে সহযোগিতার আহ্বান জানাই।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম বলেছেন, এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। ম্যাজিস্ট্রেট যাচ্ছেন, তারা যাচ্ছেন। এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।




জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৬৬তম সভা অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৬৬ তম সভা কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ, পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানি সচিব ও সিএফও।




নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে ইতিহাস গড়ল টাইগাররা

পরিক্রমা ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ। একদিনের ক্রিকেটে নিজেদের ইতিহাসে নিউজিল্যান্ডকে কখনোই তাদের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে সেই আক্ষেপ মোচন হয়েছে আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে টানা ১৮ ওয়ানডে হারার পর এই সংস্করণে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

এর আগে পুরো দুল মিলে স্কোরবোর্ডে একশ রানও তুলতে পারেনি-অলআউট হয়েছে মাত্র ৯৮ রানে, যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বনিম্ন সংগ্রহ, ঘরের মাঠে চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ এবং ২০০৭ সালের পর দেশের মাটিতে তাদের সর্বনিম্ন সংগ্রহ। বোলারদের এমন বীরত্বের পর বাকি কাজটা সহজেই সেরেছেন ব্যাটাররা। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ২০তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সেটাও ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে হেরে সিরিজ খুইয়ে আজ কিউইদের বিপক্ষে লাল-সবুজের দল মাঠে নামে ধবল- ধোলাই এড়ানোর লক্ষ্যে। সে লক্ষ্যে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল শান্ত। এরপর বল হাতে তোপ দাগেন শরিফুল-সাকিব-সৌম্যরা। ফলে টাইগার পেসারদের বোলিং তোপে মাত্র ৯৮ রানেই অল আউট হয় ব্ল্যাক ক্যাপসরা। এরপর ৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.১ ওভারেই ৯ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডেতে এটিই বাংলাদেশের প্রথম জয়।

কিউইদের দেয়া ৯৯ রানের লক্ষ্যে আজ টাইগারদের হয়ে ব্যাটিং ইনিংসের সূচনা করেন সৌম্য এবং এনামুল হক বিজয়। তবে বল হাতে তিন উইকেট তুলে নেয়ার পর আজ ব্যাট হাতে নিজের পারফর্ম্যান্স দেখানোর সুযোগ পাননি আগের ম্যাচে ১৬৯ রান করা সৌম্য। ১৬ বল খেলে ৪ রান করার পর রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর ক্রিজে বিজয়ের সঙ্গী হন অধিনায়ক শান্ত। আর এ দুইজনের ব্যাটেই আজ ইতিহাস গড়া এক বিজয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এই দুই টাইগার ব্যাটার মিলে পরে গড়েছেন ৬৯ রানের এক জুটি।

তবে দলীয় ৮৪ রানে উইলিয়াম ওরুর্কির শিক্র হয়ে ৩৩ বলে ৭ চারে ৩৭ রান করে সাজঘরে ফিরেন বিজয়। তবে বিজয় ফিরলেও এদিন সহজেই ঐতিহাসিক এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বিজয় সাজঘরে ফেরার পর ক্রিজে অধিনায়ক শান্তর সঙ্গী হন লিটন দাস। এ দুজন মিলেই পরে জয়ের বন্দরে ভিড়িয়েছেন বাংলাদেশকে। আর জয়ের পথে দুর্দান্ত এক শতক তুলে নিয়েছেন শান্ত, করেছেন ৪২ বলে ৮ চারে ৫১ রান।




বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’

পরিক্রমা ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বরণ করে নিল শিক্ষা ও সমাজ উন্নয়নের মুখপত্র বিশ্ববিদ্যালয় পরিক্রমা। শুক্রবার বিকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের এইচএসসি-২৩ এ জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় পরিক্রমা। পত্রিকাটির সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, খুলনা বিভাগের পরিচালক মো: তবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর ডীন প্রফেসর ড. মাহমুদুল হাছান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক ড: মো: রিয়াদ তানসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান, এক্সিম ব্যাংক লিমিটেড, খুলনার সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মীর মো: কবির উদ্দিন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড খুলনার প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল এবং বাংলাদেশ ডাক কর্মচারী এসোসিয়েশন দক্ষিণাঞ্চল খুলনার সভাপতি, সার্কেল সংস্থা মো: রওশন আলী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার সিনিয়র সহকারী সম্পাদক মিনা অছিকুর রহমান দোলন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক রেজাউল ইসলাম সেলিম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বার্তা সম্পাদক আশিক সরকার।

আলোচনা-পর্ব শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রধানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের আয়োজনে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পরিক্রমা দেশব্যাপী ১১ বছর যাবত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে।




২০২৪ সালে এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

পরিক্রমা ডেস্ক : সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ১২ মার্চ পর্যন্ত। এরপর ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত বিভিন্ন বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।পরীক্ষার সময়সূচি অনুযায়ী, তিন ঘণ্টাব্যাপী পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক পরীক্ষাগুলোর জন্য প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।




মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে প্রিমিয়াম জমার সুবিধা নিয়ে এলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড

পরিক্রমা ডেস্ক : জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমা গ্রাহকগণ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-বিকাশ/নগদের পাশাপাশি এখন থেকে রকেটের মাধ্যমেও ডেফার্ড এবং নবায়ন প্রিমিয়াম জমা করতে পারবেন। এর ফলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমা গ্রাহকগণ আরো দ্রুত ও সহজে প্রিমিয়াম জমা করতে পারবেন। মোবাইল ফিন্যানিন্সয়াল সার্ভিস ছাড়াও নিদিষ্ট ব্যাংকের শাখা বা উপ-শাখায় গিয়ে ব্যাংকের জমা স্লিপের মাধ্যমেও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রাহকগণ প্রিমিয়ামের টাকা জমা দিতে পারবেন।




এমপি জাফর আলমকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

পরিক্রমা ডেস্ক : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য (এমপি) ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে আওয়ামী লীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার রাতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অসৌজন্যতামূলক বক্তব্য রাখা ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘সংসদ সদস্য জাফর আলমপ্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে অসৌজন্যমূলক ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করে বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এজন্য তার বিরুদ্ধে সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।