নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এ সপ্তাহ ব্যাপী “বিজনেজ ফেস্টিভাল” এর উদ্ভোধন

পরিক্রমা ডেস্ক : ভিশন-২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে সপ্তাহ ব্যাপী “বিজনেস ফেস্টিভাল”এর আয়োজন করে। উক্ত বিজনেস ফেস্টিভাল-এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব খসরু চৌধুরী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মুহাম্মদ সামসুল আরেফিন।

প্রধান অতিথি জনাব নূরুল মজিদ মাহমুদ, এমপি ভিশন-২০৪১ এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিজনেস কেইস এবং বিজনেস আইডিয়া প্রতিযোগিতা আয়োজনের জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কতৃর্পক্ষকে ধন্যবাদ জানান এবং বলেন, জাতি এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। সকলের সম্মলিত প্রচেষ্টায় এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের তাদের অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানান।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ একটি নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যেখানে তরুণদের স্বপ্ন জাতির আকাঙ্খার সাথে মিশে আছে। গ্লোবালাইজেশনের এই সময়ে আমাদের এমন উদ্যোক্তা দরকার যারা চাকরি তৈরি করবে, সমস্যার সমাধান করবে এবং জাতিকে বিকশিত করার জন্য নিজেকে সংজ্ঞায়িত করবে। বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গসহ অগণিত উদ্যোক্তাগণ তাদের নিজস্ব প্রচেষ্টায় বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে। উন্নয়নের শিখরে পৌঁছানোর জন্য অন্যদের অনুলিপি না করে নিজস্ব পথ তৈরি করতে হবে। আর যারা স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করবে তারাই সাফল্য অর্জন করতে পারবে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, বোর্ড অব ট্রাস্টের সম্মনিত সদস্যবৃন্দ, রেজিস্ট্রার বিভিন্ অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী “বিজনেস ফেস্টিভাল” অনুষ্ঠানে সারাদেশ থেকে ২০টি বিশ্ববিদ্যালয় বিজনেস কেইস এবং ৩৫টি বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।




ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড-২০২৪’র ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) আয়োজনে এবং বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির উদ্যোগে ‘বাংলাদেশ ইনফরমেটি´ অলিম্পিয়াড-২০২৪’র ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটিতে সার্বিক সহযোগিতা করছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। উল্লেখ্য, বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন জনপ্রিয় বিজ্ঞান লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. এম কায়কোবাদ।

‘বাংলাদেশ ইনফরমেটি´ অলিম্পিয়াড’ হাই স্কুল ও প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিবিঢ় সমস্যা-সমাধান এবং অ্যালগরিদমিক চ্যালেঞ্জসমূহ সমাধোনে ইনফরমেটিক্সের প্রধান বৈশ্বিক প্রতিযোগিতার একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (IOI)-এর কাঠামোকে কঠোরভাবে অনুসরন করে থাকে। এর মাধ্যমে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (IOI)-তে অংশগ্রহণকারীদের জটিল সমস্যার উদ্ভাবনী সমাধান, অ্যালগরিদম ডিজাইন, ডেটা স্ট্রাকচার বাস্তবায়ন, এবং প্রোগ্রামিং এবং তাদের সমাধান পরীক্ষা করার সূক্ষ্ম প্রক্রিয়ায় তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেওয়া হয়।

এবারের ইভেন্টটি কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে নিবেদিতপ্রাণ বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট পদার্থবিদ, বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও ইসলামী গবেষক এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক ড. এম শমসের আলী। সেশনে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. এম কায়কোবাদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, ডাচ বাংলা ব্যাক লিমিিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম পাটোয়ারী,, এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং ‘বাংলাদেশ ইনফরমেটি´ অলিম্পিয়াড-২০২৪’র চেয়ার প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নুরী।

এবারের ইভেন্টের বিশেষত্ব ছিল সাম্প্রতিক আইসিপিসি ওয়াার্ল্ড ফাইনালে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বুয়েট পটেটোস, রুয়েট আফটারম্যাথ’, ‘ডিইউ নটসস্ট্রং’, এবং ‘ব্র্যাকইউ-ক্রোস’ সহ নামী-দামী দল গুলিরর অংশগ্রহণ, যা অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণার একটি স্তর যুক্ত করেছে। প্রথম দিনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিযোগিতাটি দুই দিনব্যাপী চলে। এই ইভেন্টটি শুধুমাত্র তরুণদের কম্পিউটেশনাল মেধা পরীক্ষা করে না বরং কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে ভবিষ্যতের উদ্ভাবনের জন্য একটি সোপান হিসেবে কাজ করে। এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধের উন্মোচন ছাত্র, শিক্ষাবিদ এবং শিল্প নেতাদের মধ্যে প্রত্যাশা এবং উত্তেজনা বাংলাদেশে পরবর্তী প্রজন্মের প্রযুক্তিবিদ এবং সমস্যা সমাধানকারীদের লালন-পালনে ‘বাংলাদেশ ইনফরমেটি´ অলিম্পিয়াড’ জাতীয় রাউন্ড ২০২৪-এর গভীর প্রভাব ও গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করে।

এবারের চূড়ান্ত পর্বেও প্রতিযোগীতায় সারা দেশ থেকে ৪৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগতিযায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পালিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী দেব জ্যাতি দাস সৌম্য স্বর্ন , স্কলারস স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী দেশ অচার্যী-রৌপ্য, শাহ মাখদুম কলেজের এইচ এসসি পরীক্ষার্থী জেরিফ রহমান-রৌপ্য, গভর্নমেন্ট ইয়াসিন করেজের এইচ এসসি পরীক্ষার্থী অঅকিব আজমাইন তূর্য- ব্রেঠঞ্জ, ঢাকা করেজের এইচ এসসি পরীক্ষার্থী এস এম এ নাহিয়ান- ব্রোঞ্জ, আর্থ হাবুজ অল্টারনেটিভ স্কুলের একাশ শ্যেনীর শিক্ষার্থী নাভিদ তৌসিফ- ব্রোঞ্জ এবং চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী আবরার আল সামিত ব্রোঞ্জ পদক লাভ করে।




বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে দিনমজুর ও রিকশাচালকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

পরিক্রমা ডেস্ক :তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকাসহ সারাদেশের জনজীবন। প্রচন্ড গরমেও জীবিকা নির্বাহে কাজ করতে হচ্ছে ঢাকার শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের। আজ রোববার (২৮ এপ্রিল ২০২৪) রাজধানীর ঢাকা উদ্যান সংলগ্ন বেড়িবাঁধ প্রধান সড়কে তীব্র তাপ প্রবাহে প্রায় এক হাজার রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো: তুহিন হোসেনের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ফারজানা সালাম, রুবাইয়াত সাইমুন চৌধুরী, সবুজ হোসেন, হাসান তালুকদার প্রমুখ।

পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন- এই প্রচন্ড গরমে আমাদের কথা চিন্তা করে বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে উপহার দিয়েছে, তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

আয়োজকদের অন্যতম মো: তুহিন হোসেন বলেন, আমাদের বিভাগ থেকে এর আগেও এ ধরনের জাতীয় দুর্যোগে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এবারের তাপ প্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ প্রয়াস। বিশেষ করে এ প্রোগ্রামের মাধ্যমে জনসাধারনের মাঝে হিট প্রতিরোধে করনীয় বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।




ড. নাহিদ হোসেন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিইওর শুভেচ্ছা জ্ঞাপন

পরিক্রমা ডেস্ক : ড. নাহিদ হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় আজ ২৮ এপ্রিল ২০২৪ রবিবার বাংলাদেশ সচিবালয়ে ফুলেল শুভেচ্ছা জানান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

এসময় পাশে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যাংকাস্যুরেন্স বিভাগের এসভিপি মোহাম্মদ শাহাদাৎ হোসেন।




আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সাথে প্যালেস্টাইন অ্যাম্বাসেডরের সাক্ষাৎ

পরিক্রমা ডেস্ক : আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সাথে বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, সৌজন্য সাক্ষাৎ করেছেন প্যালেস্টাইন অ্যাম্বসেডর জনাব ইউসুফ এস ওয়াই রমদান। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) এর অফিসে তিনি সাক্ষাৎ করেন এবং গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ঢাকা প্যালেস্টাইন অ্যাম্বেসির ডিপুটি হেড জনাব জিয়াদ এম. এইচ. হামাদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ইনচার্জ) প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. তারেক আজিজ, এমপিই বিভাগের প্রধান প্রফেসর ড. এ এন মোস্তাফিজুর রহমান, প্যালেস্টাইন অ্যাম্বেসির প্রসানিক প্রধান আফিয়া ইবনাথ এ সময় উপস্থিত ছিলেন।

প্যালেস্টাইন অ্যাম্বাসেডর তাদের দেশের নারী শিক্ষার্থীদের আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর বিষয়ে আলোচনা করেন। এর পাশাপাশি অস্ট এবং তাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, শিক্ষাক্ষেত্রে তথ্যের আদান প্রদানের বিষয়ে ও আগ্রহ প্রকাশ করেন।




কুয়েটে “মোটরযান চালক ও হেলপারদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ” অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় পরিক্রমা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী “মোটরযান চালক ও হেলপারদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ এর খুলনা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, বাগেরহাট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী লায়লাতুল মাওয়া ও খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী তানভীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান এবং শুভেচ্ছা বক্তৃতা করেন যানবাহন কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. জহির উদ্দিন আহাম্মদ। সেমিনারে বিশ^বিদ্যালয়ের যানবাহন শাখায় কর্মরত কর্মকর্তা, ড্রাইভার, হেলপার ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।




শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের শ্রদ্ধা

পরিক্রমা ডেস্ক : শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলদেশ আওয়ামী লীগ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। সেখানে তারা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ অনেকে।




এনআরবি ইসলামিক লাইফের ঈদ পুনর্মিলনী ও Star of The 1st Quarter-2024 অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে সোনারগাঁও, নারায়ণগঞ্জে ২০ এপ্রিল ঈদ পুনর্মিলনী ও Star of The 1st Quarter-2024 অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, বিশেষ অতিথি ছিলেন জনাব এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, জনাব হোসনে আরা বেগম, এজেন্সী ডিরেক্টর (ওভারসিজ) এবং জনাব মো: মিজানুর রহমান, কনসালটেন্ট।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের Star of The 1st Quarter-2024 সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও উপহার প্রদান এবং ওভারসিজ ব্যাবসায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ এজেন্সী ডিরেক্টর (ওভারসিজ) জনাব হোসনে আরা বেগমকে উপহার প্রদান করা হয়।

বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:
এসইভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন জনাব মো. জসিম উদ্দিন, প্রধান কার্যালয়, ঢাকা
২য় জনাব এইচ. এম. মিলন রহমান, প্রধান কার্যালয়, ঢাকা
৩য় জনাব শরীফ মো. শহিদুল ইসলাম, প্রধান কার্যালয়।

ইভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন জনাব মাহমুদুল হাসান (ইভিপি), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়
২য় জনাব মোহাম্মদ মোজাম্মেল হক (ইভিপি), মতিঝিল কর্পোরেট অফিস, ঢাকা
৩য় জনাব মো. কাউছার আলী (ইভিপি), সৈয়দপুর বিভাগীয় কার্যালয়

এসভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন জনাব মালিক মো. ফজলে কাফি (এসভিপি), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়
২য় জনাব মীর হোসাইন (এসভিপি), মতিঝিল কর্পোরেট অফিস, ঢাকা
৩য় জনাব মো. রেজাউল করিম (এসভিপি), শেরপুর জোনাল অফিস, বগুড়া

ডিজিএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন জনাব মো. হাদিউত জামান (ডিজিএম), জয়পুরহাট জোনাল অফিস
২য় জনাব মো. ইমরান হোসেন সোহেল (ডিজিএম), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়
৩য় জনাব মো. সোহেল রানা (ডিজিএম), মইজদী জোনাল অফিস, নোয়াখালী

বিএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন জনাব আসরাফুন নাহার লুনা (বিএম), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়
২য় জনাব অমৃত চন্দ্র সূত্রধর (বিএম), কবিরহাট ব্রাঞ্চ অফিস, নোয়াখালী
৩য় জনাব মো. আহসান হাবীব (বিএম), পাকুন্দিয়া জোনাল অফিস, কিশোরগঞ্জ

ইউএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন জনাব মোছা. রহিমা খাতুন ইপু (ইউএম), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়
২য় জনাব মোছা. তামান্না আক্তার (ইউএম), সিদ্ধিরগঞ্জ জোনাল অফিস, নারায়নগঞ্জ
৩য় জনাব মো. বাদল হাওলাদার (ইউএম), লালুপাড়া তালতলি জোনাল অফিস

এফএদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন জনাব মুন্নি আক্তার (এফএ), প্রধান কার্যালয়, ঢাকা
২য় জনাব নাসরিন আক্তার সুমি (এফএ), সিদ্ধিরগঞ্জ জোনাল অফিস, নারায়নগঞ্জ
৩য় জনাব মো. সেলিম (এফএ), চিটাগাং রোড জোনাল অফিস, নারায়নগঞ্জ




থাইল্যান্ডের এআইটি’র সাথে একাডেমিক অংশীদারিত্ব স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

পরিক্রমা ডেস্ক : এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি), ব্যাংকক, থাইল্যান্ডের সাথে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ ২৫ এপ্রিল, ২০২৪ তারিখে এআইটি ক্যাম্পাসে একটি একাডেমিক অংশীদারিত্বমূলক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এআইটি—এর প্রেসিডেন্ট অধ্যাপক কাজুও ইয়ামামোতো এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান, উভয় প্রতিষ্ঠানের অধ্যাপক ও কর্মকর্তাদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির উদ্দেশ্য হল ছাত্র বিনিময় অনুষদ পরিদর্শন, মাস্টার্স/পিএইচডি অংশীদারিত্ব প্রোগ্রাম, যৌথ গবেষণা প্রকল্প, গ্রীষ্ম/শীতকালীন প্রোগ্রাম, বৃত্তি, গবেষণা কার্যক্রম এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা প্রসারিত করা।

নিঃসন্দেহে এই সমঝোতা স্মারকটি উভয় দেশের জন্য একটি নতুন যাত্রার সূচনা করে যাতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এআইটি, থাইল্যান্ডে (১৯৫৯ সালে প্রতিষ্ঠিত) অধ্যয়নের নতুন সুযোগ তৈরি হবে এবং পাশাপাশি উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের স্বল্প ও দীর্ঘমেয়াদী সময়ের জন্য একে অপরের সাথে বিনিময় কর্মসূচির অধীনে শিক্ষাবিনিময় ও গবেষণা বিনিময়ের সুযোগ পাবে। দেখা করার জন্য। বিনিময় কর্মসূচির অধীনে শিক্ষাদান এবং গবেষণা।

 




North South University Faculties Offer Educational Development Sessions to the University of Liberal Arts Faculties

Porikroma Desk : In an educational session held on April 24, 2024, Thursday, esteemed academics from North South University (NSU) and the University of Liberal Arts Bangladesh (ULAB) united to enrich the academic community in Bangladesh. Dr. MD Nurul Kabir, Associate Professor and Chair at NSU, along with Quazi Tafsirul Islam, Senior Lecturer & Coordinator of NSU Startups Next, led the sessions. Dr. Muhammad Faisol Chowdhury, Director of the BBA Program at ULAB, and Dr. Sarwar Uddin Ahmed, Dean of the Business School at ULAB, organized the event with the aim of bolstering academic research capabilities among ULAB faculty members.

The session covered a broad spectrum of topics crucial for the advancement of higher education, including research writing, AI in research writing, inspiring young scholars, and effective case study writing. The event aimed at fostering a robust academic environment that encourages innovative teaching methodologies and research among young scholars.
Dr. Muhammad Faisol Chowdhury remarked, “It’s imperative that we bridge the gap between theoretical knowledge and practical application. This session is a step forward in preparing our academics for undertaking quality research.”

Dr. Sarwar Uddin Ahmed added, “Today’s discussion is not just about imparting knowledge, but about igniting passion and curiosity among our colleagues. By focusing on dynamic case study writing and research, we are equipping our scholars to contribute meaningfully to both academia and industry.”

This collaboration highlights both institutions’ academics’ commitment to elevate higher education standards through cooperative efforts and knowledge exchange. The session has set a precedent for future initiatives aimed at enhancing educational practices and outcomes across the country.