মানারাত ইউনিভার্সিটিতে সাবেক ভিসি অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস-চ্যান্সেলর বরেণ্য শিক্ষাবিদ মরহুম অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর ২০২৩ (শনিবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সেমিনার হলে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. সাদেকা হালিম। ভারপ্রাাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেনের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মরহুম অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. সাদেকা হালিম মরহুম অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করে বলেন, তিনি একজন অসাম্প্রদায়িক ও সত্যিকার জনপ্রিয় শিক্ষক ছিলেন। এই জনপ্রিয়তার কারণেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতা হতে পেরেছিলেন। তিনি যা করতেন মেধা ও মননশীলতা দিয়ে করতেন। অসুস্থ অবস্থায়ও মানারাত ইউনিভার্সিটির উন্নয়নে সচেষ্ট ছিলেন। তার সদিচ্ছার কারণেই দীর্ঘ ১৫ বছর পর অত্যন্ত সফলভাবে দ্বিতীয় সমাবর্তন পালন করা সম্ভব হয়েছে।

বিশেষ অতিথির বক্তৃতায় ইসরাত জাহান নাসরিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের প্রতি অসীম শ্রদ্ধা ও তার রুহের মাগফিরাত কামনা করে বলেন, তিনি মানুষকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতেন। সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। তার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যলয়টিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। তার সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সচেতনার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনায় অন্যদের মাঝে অংশ নেন স্কুল অব ইঞ্জিনিয়ািরিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, ইংরেজি বিভাগের প্রধান আহমেদ মাহবুব-উল-আলম, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, মরহুম প্রফেসর ড. মো. নজরুল ইসলামের ছেলে জিয়াউল জাফর পিয়াস ও মেয়ে ড. নাহিদ আখতার জাহান- সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত , গত ২৪ অক্টোবর (মঙ্গলবার) মানারাত ইন্টারন্যাশনাল ইউনভিার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।




কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : ১৮ নভেম্বর ২০২৩ শনিবার দিনব্যাপী জেনিথ মেট্রো প্রজেক্টের উদ্যেগে কক্সবাজার সেলস অফিসে উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ মেট্রো প্রজেক্টের ইনচার্জ ও হেড অব মেট্রো মোহাম্মদ ইমরান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মোঃ তোফাজ্জেল হোসাইন মানিক।

সভার সভাপতিত্ব করেন এ্যাসিসটেন্ট সেলস ম্যানেজার ও কক্সবাজার সেলস্ অফিসের ইনচার্জ মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) রবিউল ইসলাম রুবেল ও জনাব জান্নাতুল বকেয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সেলস অফিসের বাছাইকৃত বিএম.ইউএম.এফ

এ সহ অন্যান্য উন্নয়ন কর্মকর্তাগণ। সভা শেষে মুখ্য নির্বাহী কর্মকর্তা হেড অব মেট্রো জনাব মোহাম্মদ ইমরান এর নিকট গাড়ীর চাবি হস্তান্তর করেন।




তিন আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন সাকিব

পরিক্রমা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

শনিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা ফরমগুলো সংগ্রহ করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

অন্যদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১০৬৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১০৫০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।




আমরা ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে দিতে চাই : অজি অধিনায়ক

পরিক্রমা ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রবিবার ভারতের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠের সুবিধার পাশাপাশি দর্শকদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থনও পাবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

বিপরীতে অস্ট্রেলিয়াকে মাঠের সাথে সাথে গ্যালারিতে ঢেউ তোলা নীল সমুদ্রের বিরুদ্ধে লড়তে হবে। আহমেদবাদের গ্যালারিতে থাকবে প্রায় ১ লাখ ৩০ হাজার সমর্থক। যার অধিকাংশই হবে ভারতীয়।

এই প্রতিকূল পরিবেশ সামলে নেওয়ার প্রসঙ্গে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স যা বলেছেন, তারা ভারতের এই বিপুলসংখ্যক সমর্থকদের স্তব্ধ করে দিতে চান।

কামিন্স বলেন, ‘আমি মনে করি, আপনাকে এটা সামলাতে হবে। নিশ্চিত করেই দর্শক থাকবে একপেশে। কিন্তু খেলায় তো এমন বিপুলসংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার চেয়ে সন্তুষ্টির আর কিছু হতে পারে না। আমাদের আগামীকালের লক্ষ্য এটাই।’




ঢাকা-০৫ আসনের মননেয়ন ফরম সংগ্রহ করলেন কামরুল হাসান রিপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের ঢাকা-০৫ সংসদীয় আসন (ডেমরা, যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) বাংলাদেশ আওয়ামীলীগের মননেয়নপত্র ফরম সংগ্রহ করেছেন ২০০৬ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে নির্বাচন করে ৮০০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। পরে সিনিয়র সহ-সভাপতি করা হয় (২০০৬-২০১১)। ২০০৩-২০১০ মেয়াদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। এর আগে (১৯৯৮-২০০২) জবির প্রচার সম্পাদক এবং হিসাববিজ্ঞান বিভাগ জবি ছাত্রলীগের আহবায়কের (১৯৯৫-১৯৯৮) দায়িত্ব পালন করেন। এছাড়া দনিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ( ১৯৯৪-১৯৯৫) ছিলেন। এদিকে ২০১৯ সালে জবি এলামনাইয়ের সভাপতির দায়িত্ব নেন তিনি সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্জ্ব কামরুল হাসান রিপন ।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঢাকা ডিভিশন বুথ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন আলহাজ্জ্ব কামরুল হাসান রিপন ।

এ সময়যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিফাত সাদেকীন চপল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক সম্পাদক মেহেদী হাসান স্বপন,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রাসেল  খান,মহানগর দক্ষিণ আওয়ামী সেচ্ছাসেবক লীগ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শাওকত হোসেন ফিরু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সভাপতি ভাস্কর দে, পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানবির,একে স্কুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মল্লিক,
৬৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রতিষ্ঠাতা সাবেক আহ্বায়ক যাত্রাবাড়ী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ভবিষ্যৎ কান্ডারী হাজী হাবিবুর রহমান হাবিব, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাধীন, ৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঞ্জু মোরশেদ, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাছির হোসেন, ৫০নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলো, সাধারণ সম্পাদক ইমন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলেপ হোসেন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য মোঃ বাদল, উপদেষ্টা মোঃ জাফর, প্রচার সম্পাদক রবি, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন খান টিপু, কন্টাক্ট ইউনিট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রশিদ হাজী মুহাম্মদ রশিদ, ৬২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ,ও সহযোগী সংগঠনের হাজার ও নেতা-কর্মী।

 




চাঁদপুর-৫ আসনের মননেয়ন ফরম সংগ্রহ করলেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসাইন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের চাঁদপুর -৫ সংসদীয় আসন (হাজিগঞ্জ ও শাহারাস্তী) বাংলাদেশ আওয়ামীলীগের মননেয়নপত্র ফরম সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসাইন।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চট্টগ্রাম ডিভিশন বুথ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসাইন।

এ সময় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি ও ইঞ্জি. মোহাম্মদ হোসাইনের নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুর রহমান বেলাল সহ চাঁদপুর -৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন




এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৬ নভেম্বর

আগামী ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২৬ অথবা ২৮ নভেম্বরের যেকোনো একটি দিনের সম্মতি চাওয়া হয়েছিল। তিনি আগামী ২৬ নভেম্বর ফল প্রকাশের সম্মতি দিয়েছেন।

গত ১৭ আগস্ট চলতি বছরের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। তবে সব বোর্ডই ২৬ নভেম্বর ফল প্রকাশ করবে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।




কামরুল হাসান রিপনের নেতৃত্বে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

ঢাকা-০৫ আসনে ১৬ই নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-০৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি-জামাতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন আলহাজ্ব কামরুল হাসান রিপন।

এসময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিফাত সাদেকীন চপল, কদমতলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শারমিন রহমান কাকলি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, ৫০নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলো, সাধারণ সম্পাদক ইমন, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ওয়াসি উদ্দিন নূরানী, ৬০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদ রানা, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ঝর্না হোসেন, ৬৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলেপ হোসেন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সভাপতি ভাস্কর দে, পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানবির,ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ খান, একে স্কুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মল্লিক, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাধীন, ৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঞ্জু মোরশেদ, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাছির হোসেন,৬৬ নং ওয়ার্ড ডগাইর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৬২নং ওয়ার্ড গোবিন্দপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাহবুব হাসান শ্যামল, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য মোঃ বাদল, উপদেষ্টা মোঃ জাফর, প্রচার সম্পাদক রবি, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন খান টিপু, কন্টাক্ট ইউনিট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রশিদ হাজী মুহাম্মদ রশিদ, ৬২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডেমরা থানা তাঁতী লীগের সভাপতি শরিফুল ইসলাম সজিব, ৬৬ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, ৯ নং ওয়ার্ড সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




প্রথম বাংলাদেশি হিসেবে গ্যালিলিও গ্যালিলি পদক পেলেন এনএসইউ’র ড. মাহদী রহমান চৌধুরী

পরিক্রমা ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিশন ফর অপটিক্স (আইসিও) কর্তৃক মর্যাদাপূর্ণ ২০২৩ গ্যালিলিও গ্যালিলি মেডেলে ভূষিত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহদী রহমান চৌধুরী। অপটিক্যাল ও কোয়ান্টাম ম্যানিপুলেশনের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এ পদক অর্জন করেন।

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত এই পুরষ্কার পেয়েছেন ড. চৌধুরী। তার গবেষণা এরই মধ্যে নেচার পাবলিশিং গ্রুপের লাইট: সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এসিএস ন্যানো এবং অপটিক্স এক্সপ্রেসের মতো নেতৃস্থানীয় বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি ২০১৮ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং টিডব্লিউএএস (দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স) এর আন্তর্জাতিক অনুদানের অর্থায়নে এনএসইউ অপটিক্স ল্যাব প্রতিষ্ঠা করেন। তার তত্ত্বাবধানে বেশ কয়েকজন শিক্ষার্থী কর্নেল ইউনিভার্সিটি এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে পিএইচডি প্রোগ্রামের জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ড. চৌধুরী ২০১১ সালে ইইইতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে অপটিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০১৭ সালে এনএসইউতে যোগ দেন। অসামান্য গবেষণা কৃতিত্বের জন্য তিনি দুইবার এনএসইউ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে ইউজিসি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন।

ইন্টারন্যাশনাল কমিশন ফর অপটিক্স (আইসিও) এর ওয়েবসাইটে বিজয়ীদের তালিকা:
https://www.e-ico.org/blog/awards/galileo-medal/




চাঁদপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর প্রশিক্ষণ কর্মসূচি ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

পরিক্রমা ডেস্ক : ১৫ নভেম্বর ২০২৩ বুধবার দিনব্যাপী চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রশিক্ষণ কর্মসূচি ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উঃ) সৈয়দ মাসকুরুল হক, জিএম (উঃ) জনাব মোঃ মনির হোসেন, দৈনিক প্রভাতী কাগজের প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী, এজিএম গাজী মোহাম্মদ শাহাজান, ইউনিট ম্যানেজার আজগর সরকার, আবদুল মোতালেব। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মোঃ তোফাজ্জল হোসাইন মানিক। সভার সভাপতিত্ব করেন চাঁদপুর শাখা অফিসের ইনচার্জ ও বিএম আলহাজ্ব খুরশিদ আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিট ম্যানেজার  পান্না আক্তার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সফল কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল ও ডিনারসেট বিতরণ করেন।