যেন দখল না হয় সেভাবেই উড়ালসেতুর নিচে সৌন্দর্যবর্ধন করা হবেঃ  শেখ তাপস

ভবিষ্যতে যেন আর কেউ দখল করতে না পারে সেভাবেই পর্যায়ক্রমে মেয়র হানিফ উড়ালসেতুর নিচের অংশে সৌন্দর্যবর্ধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

আজ বুধবার (৮ নভেম্বর) সকালে সায়েদাবাদ হতে যাত্রাবাড়ী পর্যন্ত মেয়র হানিফ উড়ালসেতু সেতুর নিচের অংশে গৃহিত কর্মপরিকল্পনা অনুযায়ী সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শনে গিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “মেয়র হানিফ উড়ালসেতুর নিচের জায়গাগুলো বিভিন্নভাবে দখল অবস্থায় পড়ে আছে। ১১ কি.মি. দৈর্ঘ্যের এই উড়ালসেতুর নিচের পুরো অংশকে আমরা ৮ ভাগে ভাগ করেছি। এই অংশগুলোর সৌন্দর্যবর্ধনে আমরা পরামর্শক নিয়োগ করেছি। কোন অংশে কি চাহিদা, ট্রাফিক ম্যানেজমেন্ট কি হতে পারে, কোথায় পথচারী পারাপার দরকার, কিভাবে ল্যান্ডস্কেপিং করা হলে সৌন্দর্যবর্ধন হবে, সবকিছু বিচার-বিশ্লেষণ করে এবং ভবিষ্যতে যাতে আবার এখানে কেউ দখল করতে না পারে, সেভাবেই আমরা মেয়র হানিফ উড়ালসেতুর সেতুর নিচের অংশে পর্যায়ক্রমে সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন করব।”May be an image of 7 people and text that says 'বাংলা জয় বঙ্গবনধু আল্লাহ সর্বশক্তিমান সেবা শান্তি প্রগতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর সংগ্রামী সভাপতি আলহাজ্ মোঃ কামরুল হাসান রিপন ভাইকে এম.পিহিসেবে দেখতেচা মোঃ আমিনুল ইসলাম (আমিন) সহ-সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ। প্রচারে း ঢাকা-৫ আসনের জনগণ'

ইতোমধ্যে ৪ ভাগের পরিকল্পনা শেষ হয়েছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “আটটি ভাগে ভাগ করে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটির আলাদাভাবে নকশা করছি। ইতোমধ্যে চানখারপুল হতে চারটি অংশের নকশা প্রায় সম্পন্ন। আমরা দরপত্রে যাবো। আজকে আমরা বাকী ৪টি অংশ পরিদর্শনে এসেছি। এটা শেষ করে আমরা এই অংশগুলোরও নকশা প্রণয়নের কাজ শেষ করব। এভাবে আমরা পর্যায়ক্রমে একেকটি অংশের সৌন্দর্যবর্ধন সম্পন্ন ও কার্যকর করব।”

জনগণের চাহিদা ও পারিপার্শ্বিকতা বিবেচনা করেই সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনই তা রক্ষণাবেক্ষণ করবে বলে এ সময় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস জানান। এছাড়াও ল্যান্ডস্কেপিং এ মৌসুমী ফুল গাছের প্রাধান্য থাকবে বলেও ঢাদসিক মেয়র এ সময় সাংবাদিকদের অবগত করেন।

পরে ঢাদসিক মেয়র পুরানা মোগলটুলি উচ্চ বিদ্যালয়ের চলমান ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন।

আজকের পরিদর্শন কার্যক্রমে অন্যান্যের মধ্যে করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন কাউন্সিলরদের মধ্যে ৪৮ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালাম, ৫০ নম্বর ওয়ার্ডের মাসুদ মোল্লা, ৩৫ নম্বর ওয়ার্ডের মো. আবু সাঈদ এবং সংরক্ষিত আসনের নাজমা বেগম ও ফারহানা ইয়াছমিন কুয়াশা প্রমুখ উপস্থিত ছিলেন।




দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরীর ইন্তকাল

পরিক্রমা ডেস্ক : দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী গতকাল সন্ধ্যায় (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যসহ নাতী-নাতনী ও অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রখে গেছেন। আজ ০৮ নভেম্বর বাদ জোহর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সরখাল গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক ড. গোলাম মওলা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যামনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার এবং শোক সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অধ্যাপক গোলাম মাওলা চৌধুরী ১৯৪৪ মালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সরখাল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্টিক, ১৯৬২ সালে ভিক্টোরিয়া কলেজ থেকে আইএসসি এবং ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে সম্মান এবং ১৯৬৬ সালে একই ভিভাগ থেকে এম এসসি ডিগ্রী লাভ করেন। সরকারি বৃত্তি নিয়ে ১৯৭৪ সালে ইংল্যন্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পিএউচডি ডিগ্রী লাভ করেন। পেশাগত জীবনে তিনি চ্টটগ্রাম বিশ^বিদ্যালয় ও রাজশাহী বিশ^বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ২০০৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে অবসরগ্রহণের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেক্ট্রনিক ও টেলিকমিউনিকেশন বিভাগে (বর্তমান ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) অধ্যাপক হিসেবে যোগদান করেন। অধ্যাপনা ছাড়াও ২০১২ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২১ ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ দায়িত্বে থাকেন। বিভিন্ন দেশী বিদেশী জানার্লে এবং সম্মেলনে তার ৫০ টির উপর গবেষণাপত্র প্রকাশ হয়েছে। এছাড়াও অনার্স ও মাস্টার্স শ্যেণীর জন্য দুটি টেক্সট বই প্রকাশ করেন।




রাজধানীতে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আশিক সরকার : বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।

এসময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিফাত সাদেকীন চপল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সভাপতি ভাস্কর দে, পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানবির,একে স্কুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মল্লিক, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাধীন, ৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঞ্জু মোরশেদ, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাছির হোসেন, ৫০নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলো, সাধারণ সম্পাদক ইমন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলেপ হোসেন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, ৬২নং ওয়ার্ড গোবিন্দপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাহবুব হাসান শ্যামল, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য মোঃ বাদল, উপদেষ্টা মোঃ জাফর, প্রচার সম্পাদক রবি, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন খান টিপু, কন্টাক্ট ইউনিট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রশিদ হাজী মুহাম্মদ রশিদ, ৬২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার ও নেতা-কর্মী।




গাজীপুরে বাসে পেট্রোল ঢেলে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে যাত্রীবাহী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

বাসচালক হাবিবুর রহমান জানান, কেপি পরিবহনের একটি বাস দিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যান। প্রতিদিনের মতো আজও ভোরে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর বাজারে পূর্ব পাশে আরেকটি বাসের কারণে তার বাসের গতি কমাতে হয়। এসময় চার থেকে পাঁচজন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

তিনি বলেন, ‘৪-৫ জন যুবক যখন বাসে উঠে তখন তাদের বলেছি, ভাই আমি তো কোন যাত্রী নিব না, আপনারা কেনো উঠেছেন? তখন তারা আমাকে বলে, তোর কোথাও যাওয়া লাগবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের হাতে থাকা বোতল থেকে তেল ছিটিয়ে দেয়। পরে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি অল্পের জন্য দৌড়ে নেমে গিয়ে বেঁচে গেছি।’

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই গাড়ির ভেতরের এবং সামনের অধিকাংশ পুড়ে যায়।’

কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘ভোররাতে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




মাহী চৌধুরীর জন্মদিন সাড়ম্বরে উদযাপিত

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টারবক্সের ম্যানেজিং ডিরেক্টর এবং স্টার সংবাদ ও চাঁদপুর টিভির সিইও ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহীর জন্মদিন সাড়ম্বরে উদযাপিত হয়েছে।

রোববার (৫ নভেম্বর) বিকেলে স্টার বক্স কার্যালয়ে এই উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের স্টারবক্সের হেড অফ অপারেশন এনামুল হক বনি। পরে কেক কেটে আশফাক চৌধুরী মাহীর জন্মদিন পালন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন আহম্মেদ মুন্না, আমির ফয়সাল রিয়ান, মো. তামিম বেপারি, জাবেরুল ইসলাম, আব্দুল্লাহ, ফাইয়াজ সামিরসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা

উল্লেখ্য, ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দুই বারের সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের দৌহিত্র। মাহী চৌধুরী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু এবং চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুবর্ণা চৌধুরী বীণার জ্যেষ্ঠ পুত্র।




রাজধানীতে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।

রোববার (৫ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।

এসময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিফাত সাদেকীন চপল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, ৫০নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলো, সাধারণ সম্পাদক ইমন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলেপ হোসেন, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সভাপতি ভাস্কর দে, পদপ্রার্থী বদরউদ্দীন ছানা, দনিয়া কলেজ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানবির, একে স্কুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মল্লিক, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাধীন, ৬২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মঞ্জু মোরশেদ, ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাছির হোসেন, ৬২নং ওয়ার্ড গোবিন্দপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাহবুব হাসান শ্যামল, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সদস্য মো. বাদল, উপদেষ্টা মো. জাফর, প্রচার সম্পাদক রবি, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন খান টিপু, কন্টাক্ট ইউনিট আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রশিদ হাজী মুহাম্মদ রশিদ, ৬২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারও নেতা-কর্মী।




চুয়েটে “অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও নলেজ শেয়ারিং সেশন” সম্পন্ন

পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে অস্ট্রেলিয়ার অ্যালামনাই অ্যাসোসি- য়েশনের উদ্যোগে “অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও নলেজ শেয়ারিং সেশন” (Higher Studies & Knowledge Session with CUET) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ ৫ই নভেম্বর (রবিবার) ২০২৩ খ্রি. বেলা ২:৩০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েটিয়ান ইন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ড. আবদুল্লাহ আল মামুন। সেমিনারে পৃথক সেশনে “হায়ার স্টাডি স্কলারশিপ ইন অস্ট্রেলিয়া” শিরোনামে প্রফেসর ড. আজহারুল করিম, “এডমিশন টু হায়ার ডিগ্রি রিসার্চ স্টাডিজ ইন অস্ট্রেলিয়া” শিরোনামে ড. নিয়াজ শেখ, “এডমিশন টু কোর্স মাস্টার্স ডিগ্রি স্টাডিজ ইন অস্ট্রেলিয়া” শিরোনামে ড. নরোত্তম দাশ এবং “স্কিলসেট রিক্যুয়ারড ফর হায়ার স্টাডিজ ইন অস্টেলিয়া” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে চুয়েটের উচ্চশিক্ষায় আগ্রহী বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।




ঢাবি’র নবনিযুক্ত উপাচার্যকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির শুভেচ্ছা

পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ৪ নভেম্বর ২০২৩ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। এ সময় উপস্থিত ছিলেন এমআইইউ’র রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ঢাবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে অভিনন্দন জানান এবং তার সফলতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও এমআইইউ’র সাবেক সিন্ডিকেট সদস্য হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে ধন্যবাদ জানিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খোঁজ-খবর নেন। একই সঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং যে কোন প্রয়োজনে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।




নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হিউম্যানিটেরিয়ানিজম ইন চেঞ্জিং ক্লাইমেটস’ শীর্ষক সপ্তম আইএইচএসএ আন্তর্জাতিক সম্মেলন শুরু

পরিক্রমা ডেস্ক : আজ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সপ্তম আইএইচএসএ আন্তর্জাতিক সম্মেলনের ‘হিউম্যানিটেরিয়ানিজম ইন চেঞ্জিং ক্লাইমেটস’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এবং ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান স্টাডিজ অ্যাসোসিয়েশন (আইএইচএসএ) যৌথভাবে আয়োজনে তিন দিনব্যাপী সম্মেলনে মানবতাবাদ, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে জটিল পারস্পরিক সম্পর্ক অন্বেষণ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন।

এই আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএইচএসএ’র প্রেসিডেন্ট ও ইরাসমাস ইউনিভার্সিটির
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল স্টাডিজের অধ্যাপক ডরোথিয়া হিলহর্স্ট এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) উপ-পরিচালক অধ্যাপক মিজান আর খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএসএস বিভাগের সহযোগী অধ্যাপক, সিপিএসের সদস্য ও কনফুসিয়াস ইনস্টিটিউটের
পরিচালক ড. বুলবুল সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং উদ্বোধনী বক্তব্য দেন সিপিএস ও এসআইপিজি’র পরিচালক এবং রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. তৌফিক এম হক।

অধ্যাপক ডরোথিয়া হিলহর্স্ট বলেন, “আজকের জটিলতাপূর্ণ বিশ্বে মানবতাবাদ নিয়ে গবেষণা আগের চেয়ে অনেক বেশি
জরুরি। আমাদের অবশ্যই মানবতাবাদের কার্যক্রম, নীতি এবং বিস্তৃত প্রেক্ষাপটের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝতে হবে।”

অধ্যাপক মিজান আর খান বলেন, “পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়া জলবায়ু পরিবর্তনের যুগে অতীব গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক ক্ষয়ক্ষতি মোকাবিলায় সম্ভাব্য ক্ষতিগ্রস্থ সম্প্রদায়কে চিহ্নিত করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

আইএইচএসএ সম্মেলনে ছয়টি বিষয়ের উপর লক্ষ্য রেখে জলবায়ু পরিবর্তনের মানবিক সংকট এবং এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে বৈশ্বিক এবং স্থানীয় পর্যায়ে নীতি, শিক্ষা ও অর্থনীতির সঙ্গে মানবিক প্রয়াস কীভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত তা নিয়ে আলোচনা করা হয়।

৯০ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারীসহ প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী নিয়ে এই সম্মেলনটি শেষ হবে ৭ নভেম্বর। হাইব্রিড ফরম্যাটে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষজ্ঞরা সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করছেন।




এনএসইউতে স্প্রিং ২০২৪ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৩: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য প্রায় ৬ হাজার পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছে। এছাড়া নির্বিঘ্ন ভর্তি পরীক্ষা নিশ্চিত করতে প্রায় ৮০০ ফ্যাকাল্টি এবং প্রশাসনিক কর্মী নিয়োজিত ছিলো। পরীক্ষাটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে পরিবেশ ছিল উৎসবমুখর।
পরীক্ষার্থীদের উৎসাহ ও সমর্থন জানাতে অনেক অভিভাবকও এনএসইউ ক্যাম্পাসে অবস্থান করেন।বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন, রেজিস্ট্রার আহমেদ তাজমীন, স্কুল অব হেলথ এন্ড লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক হাসান মাহমুদ রেজা, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক হেলাল আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক জাবেদ বারী, ডিন, স্কুল অব হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সাইন্সের ডিন অধ্যাপক আবদুর রব খান, অফিস অব অ্যাডমিশনের (আন্ডারগ্রাড) পরিচালক অধ্যাপক কে এম এ সালাম, অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী ও বিভিন্ন ডিপার্টমেন্টের
পরিচালকেরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের খোঁজ খবর নেন তারা।
সমবেত অভিভাবকদের উদ্দেশ্যে অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য এনএসইউকে বেছে নেয়ায় ধন্যবাদ জানান। তিনি বলেন,“এটি এনএসইউতে উন্নত শিক্ষা, পরিবেশ ও সুযোগসুবিধার বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি নতুন ব্যাচের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে নতুন মাত্রা যোগ করবে।পরীক্ষার সময় সকল পরীক্ষার্থীকে এনএসইউ’র পক্ষ থেকে খাবার, পানি এবং জুসসহ প্রয়োজনীয় সুযোগ—সুবিধা সরবরাহ
করা হয়। এছাড়া এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার প্রতিশ্রুতি দিয়ে ফলাফলের জন্য এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার আহ্বান জানানো হয়।