ঢাবি-এ বাংলা নববর্ষ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪ এপ্রিল ২০২৪ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকাল ৯.১৫টায় চারুকলা অনুষদথেকে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রা শাহবাগ মোড় ও শিশুপার্ক সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাহবাগ মোড় হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হয়। ইউনেস্কো কর্তৃক ‘মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষিত মঙ্গল শোভাযাত্রার এবারের  শ্লোগান হচ্ছে ‘আমরা তো তিমিরবিনাশী’ ।বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ এই মঙ্গল শোভাযাত্রায় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় এবার স্থান পেয়েছে ৫টি মোটিফ। মোটিফ ৫টি হলো- পাখি, হাতি, ভোঁদর, ফুল হাতে শিশু পুতুল এবং চাকার মধ্যে চোখ নিয়ে ভিন্ন রকম একটি শিল্পকর্ম। একইসঙ্গে শোভাযাত্রায় বিভিন্ন মুখোশ, পেঁচা, ঘোড়া, পুতুল, নকশি পাখি ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি প্রদর্শন করা হয়। পহেলা বৈশাখ উদযাপনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগতরা কোন ধরনের মুখোশ পরেনি এবং ব্যাগ বহন করেনি। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ ভুভুজিলা বাঁশি বাজায়নি। এছাড়া, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য যানবাহন ও মোটরসাইকেল চলাচল বন্ধ ছিল। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল মঙ্গল কামনা করেছেন। তিনি বলেন, আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই মঙ্গল শোভাযাত্রা শুধু বাঙালির সম্পদ নয়, এটি বিশ্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
উপাচার্য বলেন, অন্ধকারের বিরুদ্ধে আমরা আলোর দিশারী। অন্ধকার ভেদ করে সমাজে আলো ছড়াতে এবং সমাজের সকল কুপমন্ডুকতা দূর করতে এবার আমরা প্রতিপাদ্য নির্ধারণ করেছি ‘আমরা তো তিমিরবিনাশী’। অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ-১৪৩১ সকলের জীবনে আরও সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য আরও বলেন, এই উৎসবকে বন্ধ করার জন্য বিভিন্ন ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী এবং মৌলবাদি অপশক্তি অনেক চেষ্টা করেছে, কিন্তু মঙ্গল শোভাযাত্রা প্রতিবছরই আমাদের সামনে অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বাণী নিয়ে উপস্থিত হয় এবং সকল জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে অনুপ্রাণিত করে। মঙ্গল শোভাযাত্রার অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখার জন্য উপাচার্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

এর আগে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঐতিহাসিক বটতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 




কুয়েটে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩১ বরণ

নিজস্ব সংবাদদাতা:১৪ এপ্রিল, ২০২৪ঃখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পহেলা বৈশাখ ১৪৩১ “শুভ বাংলা নববর্ষ” উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে উদ্যাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ‘গানে গানে বর্ষবরণ’ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার ও রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সুহেলী শায়লা আহমেদ।
সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। বিশ্ববিদ্যালযের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সম্মুখ থেকে শোভাযাত্রা শুরু হয়ে ফুলবাড়ীগেট, খুলনা-যশোর মহাসড়কসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে অডিটরিয়ামের সামনে এসে সমাপ্ত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্যরা মঙ্গল শোভাযাত্রায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।




বাংলা নবর্ষের (১৪৩১) শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্কার্স পার্টি

নিজস্ব সংবাদদাতা: বাংলা নবর্ষের (১৪৩১) শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। আজ এক শুভেচ্ছা বিবৃতিতে তাঁরা বলেন, বাংলা নববর্ষ হোক বাঙালীর অসাম্প্রদায়িক দিশার নতুন সম্ভাবনার পথ। পুরোনো বছরের সকল গ্লানী, ব্যর্থতা কাটিয়ে বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠা হোক বাংলায়। সাম্য প্রতিষ্ঠায় নতুন বছর প্রেরণার উৎস হোক। তাঁরা আশা প্রকাশ করেন নতুন বছরে দেশবাসী আরও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন।




ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৭ কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৭০৬ টাকা।

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৪:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কো¤পানির ১২ কোটি
৬৭ লক্ষ ৫ হাজার ৬৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৭
কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৭০৬ টাকা।ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসেরচেয়ে সূচক ৮৫.৩২ কমে ৫৭৭৮.৭৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৪৮ পয়েন্ট কমে ২০১৪.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৬.২৮ পয়েন্ট কমে ১২৬৬.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৩৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং ফুড, মালেক স্পিনিং, কর্ণফুলি ইন্সুঃ, তৌফিকা
ফুড অ্যান্ড লাভেলো, শাইনপুকুর সিরামিকস, কোহিনুর কেমিক্যাল, আলিফ ইন্ডা:, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ফু-ওয়াং ফুড,
কর্ণফুলি ইন্সুঃ, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্সুঃ, আলিফ ইন্ডা:, কোহিনুর কেমিক্যাল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও
গ্লোবাল হেভী কেমিক্যাল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আনলিমা ইয়ার্ণ, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, শ্যামপুর সুগার,
ডিবিএইচ, জাহিন টেক্স, অ্যাক্টিভ ফাইন, এনবিএল, শাইনপুকুর সিরামিকস ও নাভানা সিএনজি।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৯৫৫১৬০৮৪৫৮২.০০




ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৭ কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৭০৬ টাকা।

নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১২ কোটি ৬৭ লক্ষ ৫ হাজার ৬৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৬৭ কোটি ৫৩ লক্ষ ২৬ হাজার ৭০৬ টাকা

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮৫.৩২ কমে ৫৭৭৮.৭৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৪৮ পয়েন্ট কমে ২০১৪.৮৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৬.২৮ পয়েন্ট কমে ১২৬৬.০২
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ৩৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে
২৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ফু-ওয়াং ফুড, মালেক স্পিনিং, কর্ণফুলি ইন্সুঃ, তৌফিকা
ফুড অ্যান্ড লাভেলো, শাইনপুকুর সিরামিকস, কোহিনুর কেমিক্যাল, আলিফ ইন্ডা:, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- দেশবন্ধু পলিমার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ফু-ওয়াং ফুড,
কর্ণফুলি ইন্সুঃ, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্সুঃ, আলিফ ইন্ডা:, কোহিনুর কেমিক্যাল, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও
গেøাবাল হেভী কেমিক্যাল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- আনলিমা ইয়ার্ণ, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, শ্যামপুর সুগার,
ডিবিএইচ, জাহিন টেক্স, অ্যাক্টিভ ফাইন, এনবিএল,শাইনপুকুর সিরামিকস ও নাভানা সিএনজি।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৯৫৫১৬০৮৪৫৮২.০০ টাকা




এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ন্যায় এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে। সড়কে গাড়ি চাপ আছে। তবে যানজট নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক)’-এর আওতায় নির্মিত একটি রেলওভারপাস, সাতটি ওভারপাস ও ২টি সেতু যান চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হওয়ার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের জানান, আজ থেকে বগুড়ার তিনমাথা রেলগেইট-এ ৫৫০ মিটার দৈঘ্যের ১টি রেলওভারপাস, ২টি সেতু-সিরাজগঞ্জে ৫৬ মিটার দৈর্ঘ্যের দাতিয়া সেতু ও ৩২ মিটার দৈর্ঘ্যের ফটকি সেতু ছাড়াও সিরাজগঞ্জে ৩৯ মিটার দৈর্ঘ্যের মুলিবাড়ি ওভারপাস, ৩৯ মিটার দৈর্ঘ্যের পাঁচিলা ওভারপাস ও ৩৫ মিটার দৈর্ঘ্যের দাতপুর ওভারপাস, বগুড়ায় ১৫৮ মিটার দৈর্ঘ্যের বি-ব্লক ক্যান্টনমেন্ট ওভারপাস ও ১৭৮ মিটার দৈর্ঘ্যের ফুলতলা ওভারপাস, রংপুরে ৩০ মিটার দৈর্ঘ্যের ধাপেরহাট ওভারপাস এবং ৮ মিটার দৈর্ঘ্যেও মির্জাপুর ওভারপাস যান চলাচলের জন্য খুলে দেয়া  হলো।
এদিন একই সাথে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের টোল প্লাজার সকল লেনে ইলেকট্রনিক টোল কালেকশন-ইটিসি কার্যক্রম চালুসহ মেঘনা সেতু টোল প্লাজা -দুই এর উদ্বোধন করেন সেতু মন্ত্রী।
ঈদকে সামনে রেখে ১টি রেলওভারপাস,৭টি ওভারপাস ও ২টি সেতু যান চলাচলের জন্য শুভ উন্মুক্ত করণ দেশবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলেও জানান ওবায়দুল কাদের।
এ সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাহাড়ে হামলার ঘটনায় তদন্ত চলছে,সব বেরিয়ে আসবে। পাহাড়ে যৌথ অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। বিক্ষিপ্ত কিছু ঘটনা। এখানে গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, চীন ও ভারত সীমান্তের কাছে চীন স্টেট নামে একটা স্টেট আছে। ওখানে কেএনএফ এর একটি ঘাঁটি আছে বলে মনে করা হয়। তাদের সাথে আগে আলোচনা হলেও কেন তারা বিদ্রোহ করল তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে যৌথ অভিযান চলছে। যদি বাইরের কারো থাকে সাপোর্ট থাকে ইউপিডিএফ,সন্তু লারমার জনসংহতি সমিতি বললে আলাদা কথা। এই ক্ষুদ্র বিচ্ছিন্ন গোষ্ঠীকে কে সমর্থন দেবে? সংক্ষুব্ধ হয়ে তারা এটি করতে পারে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাঙ্গামাটি, খাগড়াছড়িত নেই, শুধু আছে বান্দরবানে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে।’
ঢাকায় অস্বাভাবিক যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, রাজধানীতে এখন কোনো যানজট নেই, থাকবে না। রাজধানী খালি হয়ে গেছে। কোথায় যে দিনের আলোতে রাতের অন্ধকার!
উল্লেখ্য, ১৯ হাজার ১৬ কোটি টাকা ব্যয়ে ১৯০.৪০ কিলোমিটার দীর্ঘ এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়কটি সাঊথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) করিডোর, এশিয়ান হাইওয়ে-২, বিমসটেক-২ এবং সার্ক হাইওয়ে করিডোর-৪ এর উল্লেখযোগ্য অংশ। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে সাসেক-২ প্রকল্পের মাধ্যমে ধীরগতি সম্পন্ন যানবাহনের জন্য পৃথক লেনের সংস্থানসহ মহাসড়কটিকে ৬-লেনে উন্নীত করা হচ্ছে। প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের হাটিকামরুলে পৃথক গ্রেডবিশিষ্ট একটি ইন্টারচেঞ্জ, ৫টি ফ্লাইওভার, ৩২টি সেতু ও ৩৯টি ওভারপাস নির্মাণের সংস্থান রয়েছে। যার মধ্যে ১৪টি সেতু, ১টি ফ্লাইওভার ও ১৫টি ওভারপাস ইতোমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। প্রকল্পের আওতায় আরও ১টি রেলওভারপাস, ৭টি ওভারপাস ও ২টি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, যা আজ উন্মুক্ত করে দেয়া হলো।
এসময় ঢাকা প্রান্তে মন্ত্রাণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন




সাত দিনের মধ্যে ৪৪ ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নির্দেশ মাউশি’র

নিজস্ব প্রতিবেদক: আগামী সাত দিনের মধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি ‘অতি ঝুঁকিপূর্ণ’ ভবন  খালি করে  সিলগালা করা অথবা ভেঙে ফেলার  নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (৪ এপ্রিল)  মাউশির সহকারী পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ আব্দুল খালেক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
মাউশি’র নির্দেশনায বলা হয়, রাজউকের তালিকায় থাকা বিভিন্ন স্কুল-কলেজের ‘ঝুঁকিপূর্ণ’ ভবনগুলো মজবুত করতে হবে। আর ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ৪৪টি ভবন সাত দিনের মধ্যে খালি করে সিলগালা করে দিতে হবে অথবা ভেঙে ফেলতে হবে।
মাউশির অধীনে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ‘অধিক ঝুঁকিপূর্ণ’ সেগুলো হলো- বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ, সাভারের ভাকুর্তা সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জের দেলপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা কলিজিয়েট স্কুল, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, মিরপুর-১ নম্বরের সরকারি বাংলা কলেজ, নারায়ণগঞ্জের সরকারি কদম রসুল কলেজ, গাজীপুরের সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ, ডেমরার হায়দার আলি স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর-১৩ নম্বরের হাজী আলি হোসেন উচ্চ বিদ্যালয়, সূত্রাপুরের কবি নজরুল সরকারি কলেজ, গাজীপুরের কালিগঞ্জ আর আর এন পাবলিক উচ্চ বিদ্যালয়,কেরানীগঞ্জ বালিকা স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকার সায়েদাবাদের করাতিটোলা সিএমএস উচ্চ বিদ্যালয়,নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, যাত্রাবাড়ীর শহীদ জিয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজ, সাভারের ভাকুর্তার শ্যামলনগর স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, দেল পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি কালীগঞ্জ শ্রমিক স্কুল, হায়দার আলী স্কুল এন্ড কলেজ,কবি নজরুল স্কুল এন্ড কলেজ,এ কে এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ (২ টি), কে এম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় (মিঠাব), আলী আহমেদ স্কুল এন্ড কলেজ, আনন্দময়ী বালিকা বিদ্যালয়(২টি), আরামবাগ উচ্চ বিদ্যালয় , কদমতলীর একেকে উচ্চ বিদ্যালয় অ্যান্ড ব্রাইট কলেজ, কদমতলীর কে এম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয় আদর্শ উচ্চ বিদ্যালয় (মিঠাব), আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, কোতোয়ালি থানার আহমেদ বাওয়ানী একাডেমি, গোড়ানের আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ, পল্টনের আরামবাগ উচ্চ বিদ্যালয় এবং লালবাগের আনন্দময়ী বালিকা বিদ্যালয়।
মাউশি’র সূত্রে জানা যায়, যায়,’আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ’ শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ঢাকা মহানগর উন্নয়ন প্রকল্প ডিএমডিপি এলাকার সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত বিভিন্ন সংস্থার মালিকানাধীন ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ভবনগুলো ভেঙে ফেলার সুপারিশ করে।




যুবসমাজকে কারিগরি জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতায় পারদর্শী করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম, ৬ এপ্রিল, ২০২৪ (বাসস) : শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে কারিগরি এবং দক্ষতা উন্নয়ন শিক্ষা জাতীয় উন্নয়নের অপরিহার্য অঙ্গ। এই সময়ে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গেলে যুবসমাজকে কারিগরি জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতায় পারদর্শী করে তুলতে হবে।
তিনি বলেন, ‘স্কিলস ও ইনোভেশন কম্পিটিশনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা উন্নয়নের এই প্রক্রিয়াটি গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি এবং এর মাধ্যমে তারা জাতীয় উন্নয়নে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে।’
আজ শনিবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি, প্রচারণাসহ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক স্কিল ও ইনোভেশন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন অ্যাকসেলারেটিং অ্যানড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনোমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দেশের শ্রমিকরা বিদেশের বাজারে গিয়ে সঠিক বাজারমূল্য পায়না। কারণ শুধু দক্ষতা থাকলে হবেনা সনদও থাকতে হবে। তরুণ প্রজন্মকে আহ্বান জানাই আপনাদের জেনারেল স্কিলের পাশাপাশি সফট স্কিলের (কমিউনিকেশন) প্রতি বিশেষ নজর দিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আপনার দক্ষতা আছে কিন্তু সেটা বুঝিয়ে বলতে না পারলে কাজের ক্ষেত্রে আপনি পিছিয়ে পরবেন। কারিগরি বা জেনারেল বিষয়ে পড়ালেখা করার পাশাপাশি নির্দিষ্ট একটা বিষয়ের উপর দক্ষতা অজর্ন করলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে ও বেকারত্বের হাত থেকে মুক্তি মিলবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব ড. ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী,  চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বক্তৃতা করেন। এছাড়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল মালেক এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এ উদ্ভাবনী প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের ১৮টি কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্বাচিত ৫৪টি প্রকল্প প্রদর্শিত হয়। প্রতিযোগিতায় কুমিল্লা পলিটেকনিক ইনিস্টিটিউটের ‘আইওটি বেসড এ্যাপ্লায়েন্স কন্ট্রোল সিস্টেম’ প্রকল্পটি প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনিস্টিটিউটের ‘স্মার্ট ফুট ওভারব্রিজ’ প্রকল্পটি। তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনিস্টিটিউটের ‘স্মার্ট একাডেমিক অবকাঠামো’ প্রকল্পটি। এছাড়াও চতুর্থ স্থান অধিকার করে চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউটের ‘এনভায়রনমেন্টাল ডাটা এনালিস্ট প্রকল্পটি।




বুড়িচং প্রেস ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বুড়িচং প্রেস ক্লাব, গভঃ রেজিস্ট্রেশন নং ৪০৮ এর উদ্যোগে শনিবার ৬ই এপ্রিল বুড়িচং বাজারের পানসি রেস্টুরেন্ট কনফারেন্স রুমে ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও বুড়িচং সদর ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন।বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি একুশে বাংলা পত্রিকার সম্পাদক ও দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি, সাখাওয়াত হাফিজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের বুড়িচং প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় তরিকুল ইসলাম তরুন এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা, দোয়ার মাহফিল ও ইফতার অনুষ্ঠান শুরু হয়। অন্যান্য আরো অতিথি ছিলেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলার সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির রনি বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল হাসানাত, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নেওয়াজ আলী সরদার, আজকের পত্রিকার উপ সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ জিতু, এখন টিভির ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, দৈনিক কুমিল্লার কাগজের সিনিয়র বার্তা সম্পাদক জহির শান্ত সহ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলার সভাপতি তরিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, থানা ছাত্র লীগের সাবেক সভাপতি জালাল উদ্দীন প্রমুখ।




আওয়ামী লীগ সব সময় অসহায় মানুষের পাশে থাকে : মায়া চৌধুরী

দেশের যেকোনো ক্রান্তিকালে অথবা আনন্দক্ষণে আওয়ামী লীগ সবসময়ই দেশের মানুষের পাশে থাকে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসগ সদস্য এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় অসহায় মানুষের পাশে থাকেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে আমরা বদ্ধপরিকর।

শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এদিন ছেংগারচর পৌরসভার ৪ হাজার ৬২৬ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এত ব্যস্ততার মাঝেও তিনি হতদরিদ্র মানুষের কথা ভোলেন না। এজন্যই তিনি মানবতার মা।

তিনি আরো বলেন, সামনেই পবিত্র ঈদুল ফিতর। আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। সবাই মিলে সুন্দরভাবে ঈদ পালন করবেন এবং মিলেমিশে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শ্রীলংকা এবং পাকিস্তান খাদ্য ও জ্বালানি ঘাটতি নিয়ে দেউলিয়া হয়ে গেছে। অনেক উন্নত দেশ তাদের আর্থিক অবস্থা নিয়ে হিমশিম খাচ্ছে। কিন্তু সকল প্রতিবন্ধকতা পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আজন্ম লালিত সাম্য ও বৈষম্যমুক্ত ‘সোনার বাংলা’র আধুনিক রূপ সুখী-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে – এ লক্ষ্য পূরণে আওয়ামী লীগের সকল নেতাকর্মী সক্রিয় আছেন।

তিনি বলেন, সমৃদ্ধ দেশ গঠন ছাড়াও আমরা সব সময় যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকি, যা অতীতের কোনো সরকারের নেতাকর্মীরা কখনোই থাকেননি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ইফতার মাহফিল বন্ধ রেখে ওই অর্থ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আলহাজ আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও ছেংগারচর পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পারভীন চৌধুরী রিনা, রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন, ছেংগারচর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাউছার আহম্মেদ ভুইয়া, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান প্রমুখ।