শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৭৬তম সভা অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৭৬তম সভা ০৩ এপ্রিল ২০২৪ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ, এমপি সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও জনাব মহিউদ্দিন আহমেদ (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, এমপি; জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, জনাব আব্দুল করিম (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), জনাব মোঃ আব্দুল বারেক, জনাব আব্দুল হালিম, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মোঃ তৌহীদুর রহমান, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব মোঃ মশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক ও মিসেস জেবুন নাহার (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), স্বতন্ত্র পরিচালক জনাব একরামুল হক, জনাব কে. এ. এম. মাজেদুর রহমান ও জনাব নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) জনাব এ. এইচ. এম. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।




শপথ নিলেন ময়মনসিংহ-কুমিল্লা সিটি মেয়র

পরিক্রমা ডেস্ক : ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক (টিটু) এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা শপথ নিয়েছেন। এ দুই নবনির্বাচিত মেয়রের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করেন তারা।

একই সময়ে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান।

অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর।




অগ্নি নিরাপত্তা নিয়ে রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সাথে ফায়ার সার্ভিসের মতবিনিময়

পরিক্রমা ডেস্ক : অগ্নিঝুঁকি হ্রাস ও অগ্নি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণে রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; পরিচালকবৃন্দসহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এবং দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন, মহাসচিব জনাব মোঃ জহিরুল হক ভূঁইয়া; রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি জনাব মোঃ ওসমান গণি, মহাসচিব জনাব ইমরান হাসানসহ সমিতির অন্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সূচনা বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন। এরপর উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) জনাব মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া দোকান ও রেস্টুরেন্টের অগ্নিঝুঁকি এবং তা নিরসনে করণীয় বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে সকলের কাছে উন্মুক্ত মতামত ও বক্তব্য আহ্বান করা হয়। এ সময় বক্তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন। দোকান ও রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে সকল স্টেকহোল্ডারের সমন্বয়ে রেস্টুরেন্ট, মার্কেট ও দোকানসমূহে অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে আন্তরিকতার সাথে কাজ করার বিষয়ে সদিচ্ছা পোষণ করা হয়। রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন বিষয়ে সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার এবং সেফটি ইকুইপমেন্টের ট্যাক্স কমানোর বিষয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা পাওয়া যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন অগ্নিঝুঁকি নিরসণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। তিনি বলেন, “আমরা নিরাপদ দেশের পক্ষে। কেউ আমাদের প্রতিপক্ষ নয়। আমরা সকলকে সাথে নিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করতে চাই।”




রাজধানীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মাসিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : ০৩ এপ্রিল ২০২৪ বুধবার দিনব্যাপী রাজধানীর পল্টন টাওয়ারের ই.আর.এফ মিলনায়তনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মাসিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির  মাননীয় চেয়ারম্যান মানসুদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ কমিটির মাননীয় চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান। সভার সভাপতিত্ব করেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন। সভায় সংগঠন প্রধান সহ সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।




বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির অগ্রদূতঃ সুজিত রায় নন্দী

 

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির অগ্রদূত। বঙ্গবন্ধু আজীবন শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে গেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত সাম্য ও বৈষম্যমুক্ত সোনার বাংলা’র আধুনিক রুপ সুখী সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে। এ লক্ষ্য পূরণে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী সক্রিয়ভাবে কাজ করছে।

বুধবার (৩রা এপ্রিল) চাঁদপুর ফরাক্কবাদ ডিগ্রী কলেজের গান্ধী ভবনে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন বাসীর আয়োজনে এতিমখানা, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শ্রীলংকা এবং পাকিস্তান খাদ্য ও জ্বালানী ঘাটতি নিয়ে দেউলিয়া হয়ে গেছে। অনেক উন্নত দেশ তাদের আর্থিক অবস্থা নিয়ে হিমশিম খাচ্ছে। আর সকল প্রতিবন্ধকতা পিছে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। সমৃদ্ধ দেশ গঠন ছাড়াও আমরা সব সময় যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকি-যা অতীতের কোন সরকারের নেতা-কর্মীরা কখনোই থাকেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এসময় ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক মজুমদারের সভাপতিত্বে এবং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান মিজির সঞ্চালনায় চাঁদপুর জেলা-উপজেলা এবং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ইথিকস নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ে “ইথিক্যাল ভ্যালুস: ডাইভারসিটি, রেসপেক্ট অ্যান্ড ফেয়ারনেস” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার, ০৩ এপ্রিল ২০২৪।  এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

এই কর্মশালায় প্রফেসর মিজানুর রহমান ইথিকস এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার বিধি, আচরণ, সততা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেই সাথে তার কর্মময় জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কি রকম সম্পর্ক হওয়া উচিৎ এ সব বিষয়ে ও আলোকপাত করেন।

ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষক, কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সেই সাথে সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়া কর্তব্য। তিনি তার বিভিন্ন দেশে শিক্ষকতার অজ্ঞিতা তুলে ধরে সততার সহিত সবাইকে কাজ করার জন্য নির্দেশনা দেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের ডিরেক্টর, ডিন, বিভাগীয় ও অফিস প্রধানবৃন্দ, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।




বিডিক্লিন খিলগাঁও হাতিরঝিল টিম এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বিডিক্লিন খিলগাঁও হাতিরঝিল টিম এর ইফতার মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) খিলগাঁও হাতিরঝিল টিমের সদস্য রাইফুল ইসলামের নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিডিক্লিন খিলগাঁও হাতিরঝিল টিম এর সমন্বয়ক জুবায়ের মাহমুদ ব্যাক্তিগত কাজে ঢাকার বাহিরে থাকায় টিম সদস্য সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এতে উপস্থিত ছিলেন বাড্ডা জোনের সমন্বয়ক মো: জয়নাল আবেদিন সবুজ, কমলাপুর জোনের দায়িত্বশীল মো: সাকিল হোসেন সহ ডেমরা, মোহাম্মদপুর, ধানমন্ডি ও ঢাকার বিভিন্ন জোনের দায়িত্বশীল সহ সদস্যবৃন্দ।

এছাড়া ও ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন বিডিক্লিন খিলগাঁও হাতিরঝিল টিম এর লজিস্টিক সাআদাত আরেফিন সিকদার, আইটি এন্ড মিডিয়া আব্দুলাহ আল মুসান্না, সদস্য নুরুদ্দিন নকিব, রাইফুল ইসলাম, হামিদুল ইসলাম, রাহাত সরকার হৃদয়, মো: আবু ইউসুফ, মাহবুবর রহমান, মাকসুদুল হাসান মাহমুদ, রাকিব হাসান মামুন, মো: ইফতিফারুল ইসলাম সাবিক (ইফতি), মো: রাসেল হাওলাদার, মোশাররফ হোসেন, মেহজাবিন বৃষ্টি, ফাতেমা তুজ জোহরা, রিফাত নূর রাত্রি, শিউলি সুলতানা চৈতী, তাহনাফ শাহরিয়ার মাহিব প্রমুখ।

ইফতারপূর্ব আলোচনা সভায় সমন্বয়ক গন বলেন যে স্বপ্ন নিয়ে বিডিক্লিন এর পথচলা, আমরা যেন সবাই মিলে সে স্বপ্নের বাস্তবায়ন করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ এই পৃথিবী কে উপহার দিতে পারি তার চেষ্টা অব্যাহত রাখবো পাশাপাশি এ ধরনের প্রোগ্রাম গুলোর মাধ্যমে নিজেদের মধ্যকার সৌহার্দপূর্ণ সম্পর্ক যেন অটুট রাখতে পারি সে ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকবো।

পরিশেষে দোয়া ও ইফতারের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




পলিথিন নয় মানুষের হাতে থাকবে সোনালী ব্যাগ ….বস্ত্র ও পাট মন্ত্রী নানক

ঢাকা, ৩ এপ্রিল:

বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, এমপি বলেছেন, সোনালী ব্যাগের জন্য প্লাস্টিক ব্যবসায়ীরা বড় বাধা হলেও আমরা জয়ী হবো। পলিথিন নয় মানুষের হাতে থাকবে পাট থেকে তৈরি সোনালী ব্যাগ । এজন্য দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা হচ্ছে। জুলাইয়ে ১০০ কোটি টাকা অর্থ ছাড় হলে বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু হবে। এজন্য বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।

তিনি আজ সকালে ডেমরায়
লতিফ বাওয়ানী জুট মিলস প্রাঙ্গণে বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান উদ্ভাবিত সোনালী ব্যাগ উৎপাদন কারখানা পরিদর্শনশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এসময় বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান ছাড়াও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ, বিজেএমসি-র চেয়ারম্যান ফারুক আহম্মদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, বাংলাদেশে প্লাস্টিক বা পলিথিনের অতি ব্যবহারের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি বিপদসংকুল পরিবেশে পতিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমদ খানকে সার্বিকভাবে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। প্লাস্টিক বা পলিথিনের বিকল্প হিসেবে আমরা পাট থেকে প্রস্তুত করা এই সোনালী ব্যাগ ব্যবহার করব। ড. মোবারক আহমদ খানের এই সোনালী ব্যাগ প্রকল্প কোন পর্যায়ে আছে আমরা তা স্বচক্ষে আজকে দেখতে এসেছি। আমি মনে করি বাঙালী জাতি অনেক সৃষ্টিশীল। আমরা এই জায়গায় অনেক এগিয়ে যাব।

ড. মোবারক একজন কেমিস্ট হয়েও নিজেই কাস্টমাইজ করে মেশিনারিজ তৈরি করায়
মন্ত্রী তার ভূয়সী প্রশংসা করেন । মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রয়োজনীয় পূজিসহ একটি প্রকল্প দিয়েছেন। প্রায় ১০০ কোটি টাকার। এ ব্যাপারে যতরকম সহযোগিতা দরকার আমরা করব। আমরা সামনে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করব তার আগে জনসাধারণের হাতে বিকল্প তুলে দিতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা চেষ্টা করে যাচ্ছি পলিথিনের বিকল্প সোনালী ব্যাগকে উৎপাদনে এনে ব্যাপকভাবে মানুষের হাতে তুলে দিতে।

ঈদের পরে কোনো পাট কল চালু হচ্ছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঠিক ঈদের পরেই চালু হবে এমনটা নয় তবে মিলগুলি তৈরি হচ্ছে। অদূর ভবিষ্যতে চালু হবে আশা করি।

এসময় বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান বলেন, সোনালী ব্যাগ এমন একটা পণ্য যাতে প্লাস্টিক নাই। আপনারা জানেন বায়োডিগ্রেডিবল যে প্লাস্টিক ব্যাগ পাওয়া যায় সেগুলো গতবছরের ২৮ মে প্রতিবেশি দেশ ভারতে নিষিদ্ধ করা হয়েছে। কানাডাতেও নিষিদ্ধ করা হয়েছে। কেননা সেগুলো শতভাগ পরিবেশবান্ধব নয়।

আমাদের এই সোনালী ব্যাগ বায়ো-ডিগ্রেডেবল এবং শতভাগ পরিবেশ বান্ধব। এটি কার্বন নেগেটিভ পণ্য।
পানিতে গলে যাবে কিনা এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভোক্তার চাহিদা অনুয়ায়ী এটা বানাতে পারি। যেমন শপিং ব্যাগ ৮ ঘন্টায় পানিতে মিশে যায়। এটাকে ৬ মাস মেয়াদী করতে পারি। ড. মোবারক জানান, এখন প্রতিদিন ২৫০ কেজি পরিমাণ উৎপাদন করছি। আমাদের যে সক্ষমতা আছে তাতে আমরা এখনি ১ টন উৎপাদন করতে পারব। ১ কেজিতে গড়ে ১০০ ব্যাগ করা যায়।

প্লাস্টিক বাধার সৃষ্টি করলেও সোনালী ব্যাগ মানুষ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। কারণ ভালো যেকোনো কিছু মানুষ গ্রহণ করে। আপনারা দেখবেন এখন একজন রিকসাওয়ালাও মোবাইল ব্যবহার করে, কিনে মিনারেল ওয়াটার খায়। মানুষের সচেতনতা যখন বাড়বে, মানুষ যখন ভালো বোধ করবে তখন প্লাস্টিকের বাধা অতিক্রম করা যাবে। তবে অন্যান্য দেশের মতো প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধ করে সরকারকে শক্ত ব্যবস্থা নিতে হবে।




দ্বিতীয় দফায় মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক নেহাল আহমেদ

পরিক্রমা ডেস্ক : দ্বিতীয় দফায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হলেন অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের চলতি দায়িত্বে থাকা মহাপরিচালক ইংরেজি বিভাগের অধ্যাপক নেহাল আহমেদকে গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৩ এপ্রিল অধ্যাপক নেহাল আহমেদের অবসর উত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। চলতি দায়িত্ব থাকাকালেই তাকে গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।




মতলব উত্তরে মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশন উদ্যোগে ৩ শতাদিক পরিবারের মাঝে ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি, থ্রি পিস) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার এম এম কান্দি গ্রামে মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও এ্যাবলুম ডিজাইন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো. মহসিন রাব্বানী, অত্র সংগঠনে পরিচালক ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি, থ্রি পিস) বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মহিবউল্লাহ খোকন, ছেংগারচর পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বোরহান উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. ফারুক হোসেন, মো. মোজাম্মেল প্রধান, সেকান্তর মাস্টার , নুর উদ্দিন মাস্টার, মো. আল আমিন, মো. কবির মিয়াজী, মো. সোহেল দেওয়ান, সুমন বেপারী, রুবেল মিয়াজী, মো. জসিম, মো. আওলাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।