‘তথ্য-প্রযুক্তির এ যুগে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির কোন বিকল্প নেই’- সিভাসু’তে অনুষ্ঠিত কর্মশালায় ইউজিসি’র চেয়ারম্যান

পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ শনিবার ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এই কর্মশালার আয়োজন করে।

সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ইউজিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য দেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।

উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্যে ইউজিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, তথ্য-প্রযুক্তির এ যুগে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির কোন বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন করা জরুরি। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের পরিকল্পনা ও সক্ষমতা দিয়ে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন করতে পারে।তিনি আরও বলেন, আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করতে পারে। মানুষের বিকল্প হয়ে দাঁড়াতে পারে। এজন্য আমাদের গ্র্যাজুয়েটদের আধুনিক তথ্য-প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ব্লেন্ডেড শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার দ্বিতীয় পর্ব টেকনিক্যাল সেশনে ‘উচ্চশিক্ষা ক্ষেত্রে ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা’ বিষয়ে প্রেজেন্টেশন দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুি্ক্ত ইনস্টিটিউটের প্রফেসর ড. মুহাইমিন আস সাকিব এবং ‘ব্লেন্ডেড লার্নিং রোডম্যাপ: কস্ট মডেলিং অ্যান্ড অ্যাস্টিমেশন’ বিষয়ে প্রেজেন্টেশন দেন বাংলাদেশ রিসার্চ নেটওয়ার্কের (বিডিরেন) সিইও মোহাম্মদ তৌরিত।

এরপর অনুষ্ঠিত হয় ‘ব্লেন্ডেড শিক্ষা’ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়সমূহের প্রস্তুতি ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক গ্রুপ ওয়ার্ক। এই পর্বে রিসোর্স পার্সন ছিলেন ইউজিসি’র পরিচালক ড. দূর্গা রানী সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাইমিন আস সাকিব, বিডিরেন এর সিইও মোহাম্মদ তৌরিত এবং ইউজিসি’র অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিক।

কর্মশালার তৃতীয় পর্বে গ্রুপ ওয়ার্কে প্রাপ্ত তথ্য/ফলাফল উপস্থাপন ও তার ভিত্তিতে আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের ৭টি সরকারি ও ১৬টি বেরসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ অন্যান্য প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালা সঞ্চালনা করেন ইউজিসি’র অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিক।




উত্তরা ফ্রেন্ডস ৯৭/৯৯ কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পরিক্রমা ডেস্ক : ২৪ শে মে শুক্রবার, উত্তরার স্বনামধন্য সামাজিক সংগঠন উত্তরা ফ্রেন্ডস ৯৭/৯৯ এর উদ্যোগে উত্তরা ইউনাইটেড কলেজ অডিটরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৯৭/৯৯ ব্যাচের বন্ধুদের সন্তানদের মধ্য থেকে যারা এসএসসি ২০২৪ এ কৃতকার্য হয়েছে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী আনিসুজ্জামান, ডক্টর রিয়াদ তানসেন অ্যাসোসিয়েট প্রফেসর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বিসিআই কলেজ এর সাবেক প্রিন্সিপাল আসাদুজ্জামান আসাদ, উত্তরা ফ্রেন্ডস ৯৭/৯৯ এর ক্রিয়েটের এডমিন লায়ন সাইফুর রহমান ফরহাদ, মো: সেলিম, মুহাম্মদ আতিকুর রহমান, জনাব নুরুজ্জামান চৌধুরী সুমন, সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।




ঢাবি শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

-ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ২৪ মে ২০২৪ শুক্রবার কুমিল্লায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর উদ্যোগে আয়োজিত তরুণ শিক্ষকদের জন্য ১৪-দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)

পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে কুমিল্লায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের জন্য Foundation Certificate in University Teaching and Learning শীর্ষক ১৪-দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ২৪ মে ২০২৪ শুক্রবার বার্ড-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপাচার্যের উদ্যোগ ও দিকনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১ম বারের মতো এই জাতীয় প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. গুলশান আরা লতিফা এবং বার্ড-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. হাসিনা খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী তরুণ শিক্ষকদের উৎসাহ প্রদানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের ক্ষেত্রে আইকিউএসি প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে। শিক্ষকতাকে একটি শিল্প হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও জ্ঞান অর্জনে শিক্ষকরা কার্যকর ভূমিকা রাখে। শিক্ষা ও গবেষণার আধুনিক জ্ঞান এবং পাঠদান কৌশল অর্জনের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য উপাচার্য তরুণ শিক্ষকদের প্রতি আহ্বান জানান। বিশেষজ্ঞ শিক্ষক ও প্রশিক্ষকদের সাথে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুন শিক্ষকবৃন্দ জ্ঞানে ও পাঠদান কৌশলের ক্ষেত্রে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১৪-দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষকদের পেশাদারীত্ব বৃদ্ধি, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ, একাডেমিক প্রোগ্রাম এবং পাঠ্যক্রম, উচ্চ শিক্ষায় শিক্ষাদান ও মূল্যায়ন, আইসিটিই এবং আইসিটি-ভিত্তিক নির্দেশনা, উচ্চ শিক্ষায় গুণমান নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের পাঠদানের উদীয়মান সমস্যা, ইউজিসির নিয়ম ও নীতি, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল প্রোগ্রামের জন্য স্কলারশিপ ও ফেলোশিপের সুযোগ, গবেষণা প্রকল্প ও একাডেমিক কার্যক্রমের জন্য বিভিন্ন অনুদানসহ ১৪টি মডিউলের উপর আলোচনা করা হবে। প্রশিক্ষণটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে ৫৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।




Successful Research Workshop on SSCI Journal Publications Held at North South University

Porikroma Desk : On Tuesday, May 21, 2024, the Department of Economics at North South University (NSU) with the help of NSU Young Economists’ Forum (YEF) hosted a research workshop titled “Conversation with an Editor of SSCI Journals”. The event, which is part of the SBE (School of Business and Economics) Research Workshop Series, was held at the Syndicate Hall of North South University. The speaker was Professor Niaz Asadullah, a Visiting Professor of Economics at the University of Reading, UK, and a Professorial Fellow in the Department of Economics at North South University. He is recognized as one of the top 3% of economists in Asia according to the IDEAS RePEc authors ranking and the recipient of the top 1% global peer reviewer award from Elsevier.

During the workshop, he shared his extensive expertise in the areas of economics of education, gender, and labor as well as development studies. An Oxford-trained economist, Professor Asadullah provided invaluable insights into the intricacies of publishing in Social Science Citation Index (SSCI) journals, based on his own experience of serving as editor and advisor to a dozen SSCI journals.

The workshop was designed to raise awareness on the importance and challenges of publishing in SSCI-accredited journals as well as the perils of publishing in non-indexed predatory outlets.

Professor Asadullah opened the lecture with evidence and case studies detailing how South Asian-based academics face lower acceptance rates compared to their Southeast Asian and Western counterparts. He additionally presented a heat map to illustrate sub-regions where research and publications receive the highest appreciation and have become widely recognized.

The speaker shared tips on what to write, what to expect in the publication process and some practical strategies to see through the peer review process. One of his advice: “Please do not cut corners. Provide a point-by-point response explaining how the manuscript has been revised in response to reviewer comments. If you disagree, provide justification and summarize all changes made in a cover letter addressed to the editor.”

Additionally, he discussed unconventional topics that are gaining recognition and shared tips on good practices to boost academic citation, proper credit attribution, and improving H-indexes.

Speaking about the role that universities can play, he emphasized, “Universities need to take the lead and encourage academic staffs to undertake studies on pressing social issues and in areas where government needs fresh evidence.”

Emphasizing the importance of academic community culture in fostering quality research, Professor Asadullah stated, “Without an active scholarly community on and off campus, it is very difficult to attract and retain young researchers into academic research.” So he praised the Department of Economics and the Department Chair Dr. Asad Karim Khan Priyo for his efforts in creating such an environment at North South University.

In the concluding ceremony, the Dean of NSU’s School of Business and Economics (SBE) Dr. Helal Ahammed reaffirmed the university’s commitment to enhancing its research culture. He assured that North South University is in the process of transforming from a research-active to a research-intensive institution and this process will continue. This will involve organizing many more insightful follow-up workshops on academic writing. He also encouraged students to contribute to the Young Economists’ Forum’s publications, Equilibrium and Chronicle.

Though mainly for faculty members, the workshop attracted a large number of students who were keen to pursue a career in academic research. The event’s success underscores North South University’s dedication to fostering academic excellence and providing its research community with opportunities to learn from leading experts in various fields.




চুয়েটে জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

-চুয়েটে “অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

পরিক্রমা ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)- এর উদ্যোগে ”অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং GRIEVANCE REDRESS SYSTEM (GRS) সফটওয়্যার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাঅনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৩শে মে (বৃহস্পতিবার) ২০২৪ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ ও ইউজিসি এর সচিব ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনআইএস এপিএ সেল এর ডেপুটি রেজিস্ট্রার জনাব এস. এম. মোখতারুল মোস্তাফা (টিপু)। উক্ত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইউজিসি এর উপ-পরিচালক ও ফোকাল পয়েন্ট (অভিযোগ প্রতিকার ব্যবস্থা) জনাব মৌলি আজাদ এবং ইউজিসি এর সহকারী সচিব (লিগ্যাল) ও বিকল্প ফোকাল পয়েন্ট (অভিযোগ প্রতিকার ব্যবস্থা) জনাব মোহাম্মদ শোয়াইব।

-চুয়েটে “অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় চুয়েটের মাননীয় ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমসহ অন্যান্য অতিথি বৃন্দগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন,”স্বচ্ছতা ও জবাবদিহিতা যেকোন অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে যেতে হলে আমাদেরকে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর তত্ত্বাবধানে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তির নানা দিক সম্পর্কে জেনে আমাদেরকে সেভাবে করণীয় নির্ধারণ করতে হবে, বিশেষ করে অভিযোগ প্রতিকার সম্পর্কে জানতে হবে। এমন GRS সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা অত্যন্ত বেগবান হবে বলে আমরা মনে করি।”




প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলার সময় বাড়ল, ফ্রি ল্যাপটপসহ ভর্তি ফিতে বিশেষ ছাড়ের ঘোষণা

পরিক্রমা ডেস্ক : ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভর্তি মেলা এবং ভর্তি শাখা খোলা থাকবে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য, এ মেলা চলবে ৩১ মে, ২০২৪ পর্যন্ত। মেলা উপলক্ষ্যে টিউশন ফিতে সর্বোচ্চ ১০০% ছাড়, ভর্তি ফিতে ৫ থেকে ১০ হাজার টাকা ছাড়ের পাশাপাশি স্পট অ্যাডমিশনে আকর্ষণীয় উপহার এবং নিয়মিত ১৫ ক্যাটাগরিতে টিউশন ফিতে রয়েছে আকর্ষণীয় ছাড় । তাছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজে ফ্রি *ল্যাপটপ এর ব্যবস্থা।

মেলা চলাকালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফি’র ওপর ১৫ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শিক্ষাবৃত্তি পাবেন শিক্ষার্থীরা। এছাড়াও বীর মুক্তিযোদ্ধার সন্তান, গরিব ও মেধাবীদের জন্যও থাকছে শতভাগ ছাড়ের সুযোগ।

গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়টির প্রতিটি বিভাগে রয়েছে একাধিক পিএইচডিধারী অধ্যাপকসহ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। ইতোমধ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে গুণগত মান অর্জন, ওবিই কারিকুলামভিত্তিক সিলেবাস, মানসম্মত ল্যাব, লাইব্রেরি ও শ্রেণিকক্ষ পরিচালনার স্বীকৃতিস্বরূপ প্রাইমএশিয়া অর্জন করেছে আইইবি, ফার্মেসি কাউন্সিল ও বার কাউন্সিল অ্যাক্রেডিটেশন।

বর্তমানে প্রাইমএশিয়া ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা-বিবিএ, এমবিএ, ইএমবিএ, ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংরেজি, মাইক্রোবায়োলজি (স্নাতক ও স্নাতকোত্তর), বায়োকেমিস্ট্রি, ফার্মেসি (স্নাতক ও স্নাতকোত্তর), পাবলিক হেল্থ এন্ড নিউট্রিশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও এলএলবি-তে ভর্তি হতে পারবেন।

বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির বনানী স্টার টাওয়ারের ক্যাম্পাসের এডমিশন অফিস অথবা সরাসরি ০১৯৫৮৬৬৫৫০০-০২ নাম্বারে কল করুন। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েবসাইট www.primeasia.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে, অনলাইনে ভর্তি হতে এ ঠিকানায় www.admission.primeasia.edu.bd ভিজিট করুন।অনলাইনে ভর্তি হতে এ ঠিকানায় www.admission.primeasia.edu.bd ভিজিট করুন।




রাজশাইী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুতে ২ লক্ষ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো জেনিথ লাইফ

পরিক্রমা ডেস্ক :  অদ্য ২০ মে ২০২৪ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে একজন শিক্ষার্থীর মৃত্যুদাবীর চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এর নিকট চেকটি হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তারিকুল হাসান, উপ রেজিস্ট্রার জনাব আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপবীমা বিভাগের প্রধান জনাব  মো. আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এম এস দ্বিতীয় সেমিষ্টারের নিয়মিত শিক্ষার্থী মো. শাকিনুর রহমানের আকষ্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সাথে চলমান বীমা চুক্তি মোতাবেক ২ লাখ টাকার চেক প্রদান করে জেনিথ ইসলামী লাইফ। জানা যায় গত ৬ মে ২০২৪ তারিখে সাপের কামড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার আবু মোঃ তারেক জানান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ নিয়ে মোট পাঁচজন ছাত্রের মৃত্যু দাবীর চেক প্রদান করল। জেনিথ লাইফের কাছে আমাদের কোন ছাত্রের মৃত্যু দাবি পেন্ডিং নাই। এ সময় জেনিথ লাইফের সেবায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।



NSU Center for Business Research Hosts Inaugural Session of the SBE Research Seminar Series

Porikroma Desk : On Monday, May 20, 2024, The NSU Center for Business Research hosted an insightful seminar titled ‘The architecture of equity valuation: 5 models 1 value’, presented by Professor Waresul Karim, Department of Accounting and Finance, NSU.

Professor Niaz Ahmed, the Director of NSU Center for Business Research (NSU-CBR), inaugurated the seminar, emphasizing the pivotal role these current and upcoming seminars will play in elevating NSU’s research capabilities and strengthening its publication output. The strategic alignment with recent directives from the Honorable Vice Chancellor and Chair of the Board of Trustees underscored the critical impact of research and publications on NSU’s international ranking and accreditation.

The SBE Research Seminar Series is designed to serve as a cornerstone for scholarly discourse, offering a vital forum where researchers can present their completed papers and receive constructive feedback. Seasoned scholars’ presentations showcase exemplary scholarly practices, while feedback provided to early-career researchers aids in refining their work for international journals and conferences.

The chief guest of the session, Professor Helal Ahammad, the Dean of the School of Business and Economics conveyed that the initiative reflects NSU’s steadfast commitment to fostering a culture of research excellence within its academic community. Professor Ahammad concluded the workshops with a vote of thanks, expressing gratitude to the presenters, organizers, and attendees for making the event a resounding success.

The distinguished presenter Professor Waresul Karim began his academic career as a Finance lecturer at the University of Dhaka and earned his PhD in corporate financial reporting from the University of Leeds. He has taught at several reputable universities, including Victoria University of Wellington and Brunel University. Dr. Karim’s research focuses on corporate governance, accountability, and political governance, with numerous publications in prestigious journals. He is a leading researcher on Bangladeshi elections, with his acclaimed book “Elections Under a Caretaker Government.” Recently, he completed research on the 2008, 2014, and 2018 Bangladeshi elections, presenting his findings to the National Press Club and international agencies.




আবারো মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশ

পরিক্রমা ডেস্ক : ১১ বছর পর পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর আলী। রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিট) এভারেস্টের চূড়ায় উঠে সেখানে বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।

তবে বাবর আলীর অভিযানের শেষ এখানেই নয়। বাবরের লক্ষ্য- সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে। রোববার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছতে পারেন এর চূড়ায়। এ লোৎসেতে এর আগে কোনো বাংলাদেশি সামিট করেননি। কোনো বাংলাদেশি একই অভিযানে দু’টি আট হাজারি শৃঙ্গেও চড়েননি। তাই লক্ষ্য পূরণ হলে বাবার আলী নতুন রেকর্ড গড়বেন।

নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত ২৯ হাজার ২৮ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টে অভিযান নিঃসন্দেহে দুরূহ একটা কাজ। একই অভিযানে ২৭ হাজার ৯৪০ ফুট উচ্চতার মাউন্ট লোৎসে আরোহণের প্রচেষ্টাকে করেছে আরও চ্যালেঞ্জিং। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বাবর আলীর পর্বতারোহণে পথচলা শুরু। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স-এর প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এ ক্লাবের হয়েই গত দশ বছরে হিমালয়ের নানান শিখরে অভিযান করেছেন তিনি।

তিনি ২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহেরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন।




নবীন অ্যাডভোকেট হওয়া ৮৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৮৭ জন নবীন এডভোকেটের সংবর্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ফয়েজ হাসান সিদ্দিকী। পাশে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার কে এম আমিনুল ইসলাম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একােমিক এফেয়ার্সের ডীন অধ্যাপক ড. মোস্তফা কামাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শারমনি লিজা ও আইন বিভাগের প্রধান ড. কুদরাত ই খুদা বাবু।

পরিক্রমা ডেস্ক : ২০২৩ ও ২০২৪ সালের বার কাউন্সিলের পরীক্ষায় নবীন এডভোকেট হওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৮৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। আজ শনিবার (১৮ মে) বিরুলিয়ায় ড্যাফেডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ফয়েজ হাসান সিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার কে এম আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির-উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন একােমিক এফেয়ার্সের ডীন অধ্যাপক ড. মোস্তফা কামাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শারমনি লিজা ও আইন বিভাগের প্রধান ড. কুদরাত ই খুদা বাবু।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ফয়েজ হাসান সিদ্দিকী বলেন, আপনারা অ্যাকাডেমিক পড়াশোনায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এখন সময় প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার। এখানে হাতে কলমে শিখে দক্ষ হতে হয়। এজন্য প্রচুর ধৈর্য, পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন। তিনি নবীন অ্যাডভোকেট হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারাই একদিন দেশের বিচারক, প্রধান বিচারক, অ্যাটর্নি জেনারেল হবেন। দরকার শুধু লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়া।তিনি বলেন, আইনজীবীদের সারাজীবন পড়তে হয়। যত পড়বেন তত ভালো আইনজীবী হবেন।দেশে হাজার হাজার আইনজীবি আছেন কিন্তু ভাল আইনজীবির সংখ্যা খুব বেশী নয়। ভাল আইনজীবি হতে হলে যথেস্ট পড়াশুনা করতে হবে, অথিক জ্ঞান অর্জন করতে হবে, প্র্যাকটিস অব্যাগত রাখতে হবে।

তিনি নবীন অ্যাডভোকেটদের উদ্দেশ্যে আরো বলেন, বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করেছেন বলে পড়াশোনা শেষ হয়ে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। আইনজীবীদের সারাজীবন পড়তে হয়। যত পড়বেন তত ভালো আইনজীবী হবেন।দেশে হাজার হাজার আইনজীবি আছেন কিন্তু ভাল আইনজীবির সংখ্যা খুব বেশী নয়। ভাল আইনজীবি হতে হলে যথেস্ট পড়াশুনা করতে হবে অথিক জ্ঞান অর্জন করতে হবে, প্র্যাকটিস অব্যাগত রাখতে হবে। এখন সময় প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করার।

এখানে হাতে কলমে শিখে দক্ষ হতে হয়। এজন্য প্রচুর ধৈর্য, পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ফয়েজ হাসান সিদ্দিকী ।