রংপুর বিভাগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’

-অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ

পরিক্রমা ডেস্ক : ১৫ মে বুধবার জেলা শিল্পকলা একাডেমি, রংপুরে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজন করে রংপুর বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের। রংপুর বিভাগের ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৭০০ জন কৃতী ছাত্র-ছাত্রীদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মো: আবু জাফর। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে ছাত্র-ছাত্রীকে সেভাবে গড়ে তুলতে হবে।

-দিনাজপুর বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা গ্রহণ করছেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর-এর অধ্যক্ষ প্রফেসর ড. কে, এম, জালাল উদ্দিন আকবর

প্রধান অতিথি বলেন- লেখাপড়া শুধু সার্টিফিকেট এর মধ্যে সীমাবদ্ধ নয়; পাশাপাশি শিক্ষার্থীদেরকে দক্ষতা বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- তিস্তা ইউনিভার্সিটি, রংপুর এর সম্মানিত বোর্ড অব ট্রাস্টি জনাব মো: আশরাফুল আলম আল-আমিন।

-অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা; পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর অধ্যক্ষ প্রফেসর ড. কে, এম, জালাল উদ্দিন আকবর; দুর্নীতি দমন কমিশন, রংপুর বিভাগীয় কার্যালয় এর পরিচালক জনাব মো: তালেবুর রহমান; প্রাইমএশিয়া ইউনিভার্সিটির চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুস সালাম মণ্ডল; ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সহযোগী অধ্যাপক ড: মো: রিয়াদ তানসেন; রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক জনাব হাসান মাহবুব আখতার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়-এর অতিরিক্ত পরিচালক জনাব মো. আলী আসলাম হোসেন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর বিভাগীয় কার্যালয়-এর সহকারী পরিচালক জনাব কাজী নজমুজ্জামান।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয় পরিক্রমা কর্তৃক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় । এসময় দিনাজপুর শিক্ষাবোর্ড এর শ্রেষ্ঠ তিন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।




বগুড়ায় আলুর হিমাগারে পাওয়া গেল পৌনে ৫ লাখ ডিম

ডিম
ডিমপ্রতীকী ছবি

বগুড়া থেকে ছায়েম তৌহিদ

 

বগুড়ার কাহালুতে আলু সংরক্ষণের একটি হিমাগারে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি ডিম মজুত করায় এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত ডিম সাত দিনের মধ্যে হিমাগার থেকে বাজারে বিক্রি করা না হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মুরইল আফরিন কোল্ডস্টোরেজে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা আফরোজ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাহালু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।




পাঁচ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা

রোদ থেকে বাঁচতে অভিভাবকের ওড়না মাথায় দিয়ে হাঁটছে শিশুটি। নন্দনকানন এলাকা, চট্টগ্রাম, ১৫ মে
পরিক্র্মা ডেস্ক :
প্রকাশ: ১6 মে ২০২৪
রোদ থেকে বাঁচতে অভিভাবকের ওড়না মাথায় দিয়ে হাঁটছে শিশুটি। নন্দনকানন এলাকা, চট্টগ্রাম, ১৫ মেছবি: সৌরভ দাশ

দেশের ৫ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

যে পাঁচ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলো হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে।

এপ্রিল মাসজুড়ে চলা টানা তাপপ্রবাহের পর চলতি মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হয়, কমতে থাকে তাপপ্রবাহ। এরপর আবার প্রায় তিন দিন ধরে তাপপ্রবাহ শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

আগামী সোমবারের দিকে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবায়ুর আবর্তন তৈরি হতে পারে বলে জানান মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, পরে তা শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।




দেশের ৪২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, গরম বাড়ার শঙ্কা

দেশের ৪২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, গরম বাড়ার শঙ্কাপরিক্রমা ডেস্ক

মে ১৫, ২০২৪

দেশের ৪২ জেলায় ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ও গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, ভোলা এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে এই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বুধবার (১৫ মে) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিনপটিক অবস্থা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।




বগুড়া শহর-গ্রামের সড়কগুলোর বেহাল অবস্থা

বগুড়া শহর-গ্রামের সড়কগুলোর বেহাল অবস্থা

ছবি: সংগৃহিত

বগুড়া থেকে ছায়েম তৌহিদ

উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ বগুড়ার মহাসড়কগুলো জোড়াতালি দিয়ে চললেও আঞ্চলিক অধিকাংশ সড়কগুলোর বেহাল অবস্থা বিরাজ করছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে যানজট, দুর্ঘটনা আর জনদুর্ভোগ।

অথচ এ সড়কগুলো দিয়ে প্রতিদিন প্রশাসনের অনেক কর্তাব্যক্তি যাতায়াত করলেও তাদের কোনো উদ্যোগ নেই। জেলার ৩০-৪০ ভাগ রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দকে ভরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারপরও এসব সড়কগুলো দিয়ে জীবিকার তাগিদে ঝুঁকি ও নানা সমস্যা নিয়ে যান চলাচল করছে। এসব খানা-খন্দে বর্ষার পানি জমে কাদা হয়ে গেছে। 

এসব মহাসড়ক ও আঞ্চলিক সড়কের দেখভাল করা অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্তারা বলছেন, বরাদ্দ না পাওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না।

দেশে জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন। সেই সঙ্গে বগুড়া উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার হওয়ায় বিভিন্ন জেলার মানুষ এখানে এসে বসতি গড়ছেন। সেজন্য বগুড়ায় পাল্লা দিয়ে বাড়ছে মানুষ। এসব মানুষের জীবন যাত্রা স্বাভাবিক করতে প্রয়োজনীয় অনুসঙ্গের ব্যাপক অভাব হয়েছে। তারমধ্যে সবচেয়ে বড় হলো চলাচলের জন্য রাস্তা ঘাট। 

মানুষের মহামূল্যবান জীবনকে গুরুত্ব দিয়ে সেভাবে গড়ে ওঠেনি বগুড়ায় নিরাপদ সড়ক ব্যবস্থা। প্রয়োজনের তাগিদে জীবনহানির শঙ্কা নিয়ে চলাফেরা করছে মানুষ। জেলায় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ক ৫৫০ কিলোমিটার রাস্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ১ হাজার ২ শ কিলোমিটার, গণপূর্ত অধিদফতর এবং পৌরসভার সড়ক রয়েছে। এর মধ্যে বগুড়া-নামুজা মহাসড়ক, শিবগঞ্জ থেকে আমতলী আঞ্চলিক মহাসড়ক এ রাস্তাটিতে গত ৩ বছর আগে কাপেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।

বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের ওমরপুর সবুজ চাল মিলের সামনে থেকে ডেরাহার তিনমাথা পর্যন্ত, নন্দীগ্রাম-শেরপুর সড়কের উপজেলার কৈগাড়ী থেকে দোহার পর্যন্ত, রানিরহাট থেকে টেংড়া মাগুড়,গোহাইল, বনানী গন্ডগ্রাম হয়ে রানীর হাট সড়কে ব্যাপকহারে খানা-খন্দ সৃষ্টি হয়েছে।

গাবতলী উপজেলার গাবতলি-পীরগাছা,পীরগাছা-কাগইল, উজগ্রাম-কাগইল, সৈয়দ আহমেদ-গাবতলী, কলেজ-আটাপাড়া, জামির বাড়িয়া-উজগ্রাম, উজগ্রাম-ডাকুমারা সড়ক। জেলার দুপচাঁচিয়া- আক্কেলপুর, চাদনী-তালুছা সড়কের পিচ ও খোয়া উঠে দিয়ে ব্যাপক গর্তের সৃষ্টি হয়েছে।

বগুড়া পৌর এলাকার, সাতমাথা-ফুলতলা (৫ কিলোমিটার), হাড্ডিডট্টি-নুরানী মোড, কৈপাড়া, নাটাইপাড়া, উত্তর চেলোপাড়া, নামাজগড়, উপশহর, সেউজগাড়ি, দক্ষিন ফুলবাড়ি, সরকারি আজিজুল হক কলেজ সড়ক (নতুন ভবন), ফুলতলা বাজার সড়ক প্রভৃতি সড়কের গর্ত হয়ে বেহাল দশা।

বগুড়া শহরের রিকশাচালক গিয়াস উদ্দীন জানান, ‘শহরের অনেক এলাকায় পাকা রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে এমন গর্তের সৃষ্টি হয়ে তাতে বোঝা যায় না, যে এ রাস্তাটি আগে পাকা ছিল। ফলে এসব রাস্তা দিয়ে প্রতিনিয়ত রিকশা চালাতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

বগুড়ার অটোরিকশা চালক রেজাউল করিম জানান, বগুড়ার পৌর সভার অনেক সড়কের বেহাল অবস্থা। এসব রাস্তার অধিকাংশ রাস্তার কাপেটিং উঠে গিয়ে কিছু গর্ত হয়েছে। সেখানে কয়েকদিন আগে বৃষ্টি হয়ে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বগুড়া মহাস্থান এলাকার ট্রাক চালক মামুন জানান, আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে নুরানী মোড সড়কটি দীর্ঘদিন আগে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে ভরে গেছে। এই সড়ক দিয়ে চলাচলা করায় প্রতিদিনই ট্রাক নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় মালামাল নিয়ে যান চলাচল করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বহীনতার কারণে এক দিকে যেমন দেশের রাজস্ব খাতের ক্ষয়-ক্ষতি হচ্ছে অপর দিকে চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা।

বগুড়া থেকে আন্তঃজেলার বাসচালক আনিছুর রহমান ও মনির হোসেন জানান, রাস্তায় খানাখন্দ থাকায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মালবাহী ট্রাক রাস্তার বড় বড় গর্তে আটকে পড়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়। যাত্রীরাদেরও দুর্ভোগের শেষ নেই।

বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা জানান, বগুড়া প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেই অনুপাতে উন্নয়ন কাজের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যায় না। উপজেলা পর্যায়ে খ শ্রেণির পৌরসভার যে বরাদ্দ বগুড়া একটি প্রথম শ্রেণির পৌরসভাও একই বরাদ্দ। পৌরসভার অধীনে অনেক রাস্তার অবস্থা ভালো নেই। এরমধ্যে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা মেরামত করা বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় রাস্তাগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে, যখন যে অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছে, তা দিয়ে রাস্তা মেরামত করা হচ্ছে।

বগুড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ইউনুছ উদ্দীন বিশ্বাস জানান, জেলার অধিকাংশ সড়কগুলো মোটামুটি ভালো আছে। আমাদের চাহিদা অনেক বেশি থাকলেও অর্থ বরাদ্দের ওপর নির্ভর করে কাজ করতে হয়। খানা-খন্দের সড়কের তালিকা আছে, অর্থ বরাদ্দ এবং সড়কের অগ্রাধিকার ভিত্তিতে মেরামত কাজ করা হচ্ছে।

বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আসদুজ্জামান জানান, জেলায় ৫৫০ কিলোমিটার মহাসড়ক আছে। এরমধ্যে ৪ শ কিলোমিটার রাস্তা ভালো আছে। বাকী রাস্তাগুলো চাহিদা মাফিক মেরামত বা পুনর্নিমাণ করার চাহিদাপত্র দেওয়া আছে। বরাদ্ধ পেলেই সড়কগুলোর কাজ করা হবে।  




সৌদি পৌঁছেছেন ১৮৬৫১ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ১৮৬৫১ হজযাত্রী

ফাইল ফটো

পরিক্রমা ডেস্ক

হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৮ হাজার ৬৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৪৭টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৪ হাজার ৯০৪ জন।

হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে বুধবার এ তথ্য জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে । আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৯৭ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

গত ২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর সময় ৭ মে পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ ভিসা আবেদন করার সময় বাড়িয়ে ১১ মে করা হয়। সেই সময়ের মধ্যেও সব হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি। পরে সৌদি কর্তৃপক্ষের কাছে ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন জানানো হয়। এখনো ভিসা কার্যক্রম চলছে।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।




‘ডেডবডি’ সিনেমা প্রসঙ্গে সিনেপ্লেক্স চেয়ারম্যান সিনেপ্লেক্সে যারা ছবি দেখেন তারা এসব ছবি দেখতে চান না

 পরিক্রমা ডেস্ক

 ১৫ মে ২০২৪
সিনেপ্লেক্সে যারা ছবি দেখেন তারা এসব ছবি দেখতে চান না

সংবাদ সম্মেলনে সিনেপ্লেক্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য মাহবুব রহমান

দুই দশক ধরে স্টার সিনেপ্লেক্স দেশ-বিদেশের সিনেমা প্রদর্শন করে আসছে। নতুন করে বাড়ছে সিনেপ্লেক্সের পরিধি। ‘তৃতীয় দশকের স্বপ্ন’ এমন শিরোনামে দেশি-ভিনদেশি সিনেমা প্রসঙ্গে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে দর্শক-খরার কারণে সম্প্রতি স্টার সিনেপ্লেক্স থেকে ‘ডেডবডি’ সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়ার কারণে পরিচালকের ক্ষোভের প্রসঙ্গেও কথা বলেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সংসদ সদস্য মাহবুব রহমান।

দুই দশকের যাত্রাপথে স্টার সিনেপ্লেক্স দেশ-বিদেশের ছবি প্রদর্শন করে আলোচনায় এসেছে। একই সময় বাইরের দেশের সিনেমার তুলনায় দেশের সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগেও অভিযুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। দেশের চলচ্চিত্রের কোনো কোনো নির্মাতা অভিযোগ করে বলেন, সিনেপ্লেক্স বাংলাদেশের সিনেমা প্রদর্শনে প্রাধান্য দেয় না। গেল সপ্তাহে মুক্তিপ্রাপ্ত এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ মুক্তির দুদিন পরই সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়। এতে পরিচালক অভিযোগ করেন, সিনেপ্লেক্স বাংলা সিনেমার ভালো চায় না বলে ‘ডেডবডি’ তাই সেখান থেকে নামিয়ে দিয়েছে।

এমনকি দুই দিন আগে এফডিসিতে সংবাদ সম্মেলন ডেকে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের তির ছোড়েন। ইকবাল বলেছেন, ‘স্টার সিনেপ্লেক্সের নভো থিয়েটার শাখায় ডেডবডি সিনেমার একটি শো দিয়েছে। যেটির কখনো নাম শুনিনি, সেখানে ‘ডেডবডি’ সিনেমার শো দিয়েছে। আর স্টার সিনেপ্লেক্সের মিরপুর শাখায় একটি শো দিয়েছে, যার টিকিট মূল্য ৫০০ টাকা। ইকবাল দাবি করেছেন, এসব কারণে তিনি নিজেই তাঁর ম্যানেজারকে সিনেপ্লেক্স থেকে ছবি নামিয়ে দিতে বলেছেন।

‘ডেডবডি’ ছবির পরিচালকের এমন অভিযোগে অসন্তোষ প্রকাশ করে সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘যে অপবাদ দেওয়া হচ্ছে এতে সিনেপ্লেক্সের সবাই কষ্ট পেয়েছে। এখানে আমার বা সিনেপ্লেক্সের কোনো হাত নেই। আমি কোনো ব্যক্তি বা ছবির বিপক্ষে নই। ব্যবসা হলে প্রফিট সিনেপ্লেক্সের হবে। কিন্তু কোনো ছবি সিনেপ্লেক্সে দর্শক না দেখে, সেটা আমাদের দোষ নয়। এটা ছবি-সংশ্লিষ্টদের ব্যর্থতা। তারা ঠিকমতো প্রমোশন করেনি, ভালোমতো ছবিটি বানাতে পারেনি। প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে ‘সিনেপ্লেক্সকে কন্ট্রোল’ করতে হবে। আপনারা কিসের কন্ট্রোল করবেন? বিনিয়োগ করে রিস্ক নিচ্ছি আমি, আপনারা কেন কন্ট্রোল করবেন? এখানে গডফাদার আনতে চাচ্ছে কি না, জানি না।

মাহবুব রহমান রুহেল বলেন, ‘কথাগুলো বাধ্য হয়ে বলছি, সিনেপ্লেক্সে যাঁরা ছবি দেখেন, তাঁরা এসব ছবি (ডেডবডি) দেখতে চান না। আমাদের সার্ভে অনুযায়ী ১৯৯৭ সালের দিকে জন্ম যাঁদের, সেই প্রজন্ম বেশি ছবি দেখতে আসে। তারা ভালো গল্পের আধুনিক ছবি চায়। কিন্তু এসব না করে যা ইচ্ছা ও মানহীন ছবি দিয়ে যদি জোর করে বলা হয়, সিনেপ্লেক্সে দেখাতে হবে-এটা তো হবে না। ‘ডেডবডি’ চালানোর জন্য উনি (ইকবাল) আমাকে বারবার বলেছেন। ভেবেছি, এতবার যেহেতু বলছে দিয়ে দেখি কী হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এ ছবি দর্শক দেখেইনি, বরং নেগেটিভ প্রতিক্রিয়া দিয়েছে। আমাদের দর্শকেরা বলেছে, সিনেপ্লেক্সে এই টাইপের ছবি দেখতে চাই না। শিক্ষিত, উচ্চবিত্ত এবং মধ্যবিত্তরা আমাদের নিয়মিত দর্শক। তারাই আমাদের কাছে রাজা। এমন কোনো ছবি আমরা দেখাব না যে আমাদের ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হবে।’

মানহীন ছবি নির্মাণের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে মাহবুব রহমান রুহেল বলেন, ‘যে যা ইচ্ছে ছবি বানাবে, তাই আমাকে দেখাতে হবে-এটা তো হতে পারে না। সিনেপ্লেক্স একটি শপ (দোকান) এবং ছবি হচ্ছে প্রোডাক্ট (পণ্য)। দোকানের মানুষের চাহিদামতো পণ্য না দিলে পারলে সেগুলো রাখব কেন? এসব নিয়ে আমাকে কেউ কখনো বাধ্য করতে পারবে না। দরকার হলে আমি এই ব্যবসাই করব না। আসলে সিনেপ্লেক্স ব্র্যান্ড হয়েছে দর্শকের আস্থার কারণে। মানুষ জানে সিনেপ্লেক্সে ছবি দেখলে বিরক্ত হবে না, বরং আনন্দময় সময় কাটাতে পারবে। এই বিশ্বাস আমাকে বজায় রাখতে হবে।’

‘ডেডবডি’ সিনেমা প্রসঙ্গে গিয়ে গিয়ে মাহবুব রহমান বলেন, ‘দর্শক বিশ্বাস করে এসে যে ছবি দেখে বিরক্ত হচ্ছে এবং ব্যবসায়িকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, স্ক্রিনিং কষ্ট উঠছে না সেই ছবি তো আমি চালাব না। কেউ যদি জোর গলায় খাওয়ানোর চেষ্টা করে, বলে যে তার ছবি বেষ্ট-সেখানে আমার কিছু বলার নেই। দর্শক যেটা বলবে আমরা সেদিকে বিশ্বাসী। এসব নিয়ে যে যতই প্রেস কনফারেন্স করুক আমার অবস্থান অনড় থাকবে। আমি সব সময় ভালো বাংলা ছবির পক্ষে। আমাদের ইয়াং মেধাবী পরিচালকেরা দর্শকদের চাহিদা বুঝে কিছু কিছু ভালো সিনেমা উপহার দিয়েছেন, যেমন হাওয়া, পরাণ, প্রিয়তমা, সুড়ঙ্গ, রাজকুমার।’

এদিকে ৩ মে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামাকাব্য’ নামে আরেকটি ছবি মুক্তি পায়। মুক্তির দিনেই নির্মাতা অভিযোগ করেন, সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ব্রাঞ্চে ৩ নম্বর হলে যে স্ক্রিনে তার ছবি দেখাচ্ছে, সেখানে ছবি দেখে দর্শক বিভ্রান্ত হচ্ছেন। স্ক্রিন ঘোলাসহ নানা ধরনের সমস্যা রয়েছে। এ কারণে তিনি সিনেপ্লেক্স থেকে ছবি নামিয়ে নেন। এই অভিযোগ প্রসঙ্গেও কথা বলেছেন মাহবুব রহমান।

তিনি বলেছেন, বসুন্ধরাতে পাঁচটি স্ক্রিন রয়েছে। রিসেন্ট ভাড়া বাড়ানো হয়েছে। এ কারণে যে স্ক্রিনে সমস্যা আছে, সেটা ঠিক করা সম্ভব হয়নি। অপেক্ষা করছি, নতুন চুক্তি হওয়ার পর স্ক্রিনসহ বাকি যা আছে সেগুলো ঠিক করব। উনি (বদরুল আনাম সৌদ) ঠিক বলেছেন। ওই হলে আমাদের প্রজেকশনে একটু সমস্যা ছিল। ওনার ছবিটি যেহেতু ডার্ক, উনি স্ক্রিন চেঞ্জ করতে আমাকে পারসোনালি বলতে পারতেন। আমি রিপ্লেস করে দিতে পারতাম। কিন্তু তারা সিনেপ্লেক্সের লবিতে দাঁড়িয়ে আমাদের অপবাদ দিয়েছে, যা কাম্য নয়। তবে আমি পরিসংখ্যান দেখলাম তার ছবি দেখতে দর্শক কম এসেছিল। ছবি ভালো-মন্দ তা বলব না, তবে দর্শক সেভাবে ছিল না। ভালো সিনেমা বলতে দর্শক ঈদের পর এখনো সিনেপ্লেক্সে ‘রাজকুমার’ চলছে এবং দর্শক পছন্দ করায় আমরা চালাচ্ছি। দর্শক কম থাকায় নামিয়ে দেওয়ার পর আবার দর্শকেরা চাচ্ছে বলে ‘কাজলরেখা’ দেখাচ্ছি। আমি সাপ্লাই ডিমান্ডে বিশ্বাস করি। দর্শক যেটা চাইবে আমি সেটা দেখাব। এতে ব্লেম করলে মানব না।’




চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বাতিল চেয়ে নিপুণের রিট

পরিক্রমা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ দ্বিবার্ষিক নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। তিনি পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। একই সঙ্গে রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আজ বুধবার  বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে।

নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এ রিট করেন। যেখানে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন। এতে মাহমুদ কলি-নিপুণ পরিষদকে হারিয়ে জয়লাভ করেন মিশা-ডিপজল। গত ২০ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।




প্রস্তুত হতে ৫ গোল রেয়াল মাদ্রিদের

পরিক্রমা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৪

লিগ দুই ম্যাচ আগেই জিতেছে রেয়াল মাদ্রিদ। গত পরশু নিজেদের প্রিয় সিবেলেস চত্বরে গিয়ে নেচে গেয়ে উদ্‌যাপন করেছেন ভিনিসিয়ুস জুনিয়র-কার্লো আনচেলত্তিরা। এমন ফুর্তিতে সময় কাটিয়েও ধার কমেনি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। গতকাল ঘরের মাঠে আলাভেসকে ৫-০ গোলে উড়িয়ে ১ জুন চ্যাম্পিয়নস ফাইনালের জন্য নিজেদের প্রস্তুতি সেরেছে মাদ্রিদ।

লা লিগায় আর মাত্র দুই ম্যাচ বাকি আছে মাদ্রিদের। সে দুই ম্যাচকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি হিসেবে নিয়েছেন আনচেলত্তি, ‘এই ম্যাচগুলো ছন্দ ঠিক রাখা, দলের ডায়নামিক ধরে রাখা, অনুপ্রেরণা ও খেলার মান ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। দুই সপ্তাহ বাকি। এখন আমরা কয়েকদিন বিশ্রাম নেব এবং আগামী সপ্তাহে ফিজিক্যাল দিকটা নিয়ে কাজ করা হবে। দ্বিতীয় সপ্তাহে ট্যাকটিকাল কাজ করব। ’

গতকাল আলাভেসের বিপক্ষে ১০ মিনিটেই এগিয়ে যায় মাদ্রিদ। টনি ক্রুসের পাস থেকে জুড বেলিংহামের শট দূরের পোস্টে লেগে চলে যায় জালে। ২৭ মিনিটে কামাভিঙ্গার পাস থেকে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময়ে বেলিংহামের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন ফেদে ভালভার্দে।

৭০ মিনিটে বেলিংহামের পাস থেকে দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস। ৮১ মিনিটে রদ্রিগোর শট ঠেকালেও বদলি নামা আরদা গুলাশের গোল ঠেকাতে পারেননি আলাভেস গোলকিপার।
গত জানুয়ারির পর থেকে সব প্রতিযোগিতায় অপরাজিত মাদ্রিদ। মৌসুমের শেষ পর্যন্ত এই ধারা টেনে নিতে চান আনচেলত্তি, ‘কোচ হিসেবে আমার জন্য এটাই সেরা মৌসুম। দল দারুণ ছিল, লা লিগা জয় আমাদের প্রাপ্য। আমরা এখন আনন্দে ভাসছি, তবে আমরা এটা চালিয়ে যেতে চাই কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এখনো খেলিনি।’




খাগড়াছড়ি–রাঙামাটিতে চলছে আধাবেলা সড়ক অবরোধ

অবরোধে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকালে খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর, দীঘিনালা, গুইমারার ব্যাইল্যাছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের কতুকছড়ি, রাঙামাটির সাজেক, ভেদভেদিসহ বিভিন্ন এলাকায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা।

ইউপিডিএফের ঘোষণার পর আজ সকাল থেকে শুরু হয় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচী।ইউপিডিএফের ঘোষণার পর আজ সকাল থেকে শুরু হয় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচী। ছবি: সংগৃহিতইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা জানান, আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তাঁরা।

এর আগে সোমবার রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।