গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানালো বাংলাদেশ

গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানালো বাংলাদেশ

পরিক্রমা ডেস্ক

১৫ মে ২০২৪

ফিলিস্তিনের গাজায় বেসামরিক সহায়তার জন্য পাঠানো জর্দানের মানবিক ত্রাণবাহী একটি কনভয়ে ইসরায়েরের চরমপন্থী বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক ত্রাণবাহী কনভয়টি বেত হানুন ক্রসিং হয়ে গাজায় যাচ্ছিল।

মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করা এবং মানবিক কনভয়কে রক্ষা করা ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের দায়িত্ব।’

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) সমুন্নত রাখার জন্য স্বাক্ষরকারী পক্ষগুলির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে-যাতে মানবিক সহায়তাগুলোর দ্রুত ও নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলির দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা জর্ডান সরকারের মানবিক সহায়তার মাধ্যমে মানবতার সেবা করার এ প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন ও সংহতি প্রকাশ করার পাশাপাশি ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে গাজায় মানবিক সহায়তার নির্বিঘ্ন প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।



দ্বিতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ

দ্বিতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ

ফাইল ছবি

পরিক্রমা ডেস্ক

১৫ মে ২০২৪ 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। এখন চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য যাচাই-বাছাই চলছে। সবকিছু ঠিক থাকলে আজ বুধবার (১৫ মে) ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৪ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত লিখিত পরীক্ষার ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন।

প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।




পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

 

মোনাকো থেকে রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে। টানা পঞ্চমবারের মতো লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। ফরাসি ক্লাবটিতে সাত বছর কাটিয়ে চলতি মৌসুম শেষে অন্যত্র পাড়ি জমাতে যাচ্ছেন ফরাসি তারকা।

বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার কোন ক্লাবে যোগ দিতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস নিশ্চিত করেছেন, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে।

আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্বসের প্রতিবেদনে অনুযায়ী, লা লিগা সভাপতি জানিয়েছে আগামী মৌসুমে এমবাপ্পেকে মাদ্রিদের জার্সিতে দেখা যাবে। তিনি বলেন, ‘আগামী মৌসুমে এমবাপ্পে মাদ্রিদের খেলোয়াড়। তারা যদি এমবাপ্পের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করে তাহলে সে পাঁচটা মৌসুম সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগ জয়ের।’

ইতোমধ্যেই রিয়ালের আক্রমণভাগে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র এবং ইংলিশ ফরোয়ার্ড জুড বেলিংহাম। এমবাপ্পে যোগ দিলে ক্লাবটির আক্রমণভাগ যে বিশ্বের অন্যতম সেরা হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে লা লিগা সভাপতি মনে করিয়ে দিয়েছেন, তারকা খেলোয়াড় নেয়া মানেই যে শিরোপা জয় তা নয়।

তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এমবাপ্পে। তবে ভিনিসিয়ুস ও বেলিংহামও আছে ওখানে। দুর্দান্ত দল হবে রিয়াল। তবে তাতেই যে লিগ জেতা যাবে, তার নিশ্চয়তা নেই।’




গহীন পাহাড় থেকে বিপুল অস্ত্র, গ্রেনেডসহ আরসার দুই কমান্ডার আটক

গহীন পাহাড় থেকে বিপুল অস্ত্র, গ্রেনেডসহ আরসার দুই কমান্ডার আটক

গহীন পাহাড়ে র‌্যাবের অভিযান

১৫ মে ২০২৪

কক্সবাজারের উখিয়ায় গহীন পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে। এ সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (১৫ মে) ভোররাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের পাশের পাহাড়ে এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগীকে আটক করা হয়।

আরও পড়ুন: মেয়ের আনা লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে বাবার মৃত্যু

তিনি আরও বলেন, গহীন পাহাড়ে আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে।




মেয়ের আনা লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে বাবার মৃত্যু  

মেয়ের আনা লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে বাবার মৃত্যু  

শিবালয় উপজেলার উথুলী স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

পরিক্রমা ডেস্ক :
15ইং 2024

নিহত ব্যক্তির নাম আব্দুল মজিদ মিয়া (৬৫)। ওই গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে আব্দুল মজিদ মিয়া । তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।

বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম রওশন জানান, মঙ্গলবার আব্দুল মজিদ মিয়ার মেয়েরা গ্রীষ্মকালীন ফল লিচু নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় হঠাৎ একটি লিচুর বিচি মজিদ মিয়ার গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




মার্তিনেসের আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো সেভ মনে করিয়ে দিয়ে শিরোপার কাছে সিটি 

ম্যাচের ৮৬ মিনিটের খেলা চলছে। ম্যানচেস্টার সিটি তখন ১-০ গোলে এগিয়ে। এমন সময় সিটির বদলি গোলকিপার স্তেফান ওরতেগাকে একা পেয়ে যান টটেনহাম ফরোয়ার্ড হিউন-মিন-সন। কিন্তু তাড়াহুড়ো করে শট নিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন কোরিয়ান তারকা। সনের শট অনেকটা এগিয়ে আসা ওরতেগা ডান পা ছড়িয়ে দিয়ে সেভ করেন। গোল বঞ্চিত হয় টটেনহাম। হাফ ছেড়ে বাঁচে সিটি।

ওরতেগার এ সেভ দেখে অনেকের ২০২২ বিশ্বকাপের ফাইনালে এমিলিয়ানো মার্তিনেসের সেভের কথা মনে পরেছে। ৩-৩ সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে ফ্রান্সের কোলো মুয়ানির শট পা দিয়ে ঠেকিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান আর্জেন্টাইন গোলকিপার।

গতকাল ওরতেগার সেভটাও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ ছিল না। সনের শটটি গোল হলে ম্যাচে সমতায় ফিরত টটেনহাম। আর ম্যাচ সমতায় শেষ হলে শীর্ষে ওঠা হতো না সিটির। সে কারণেই ওরতেগার সেভের পর ডাগআউটে থাকা পেপ গার্দিওলা মাথায় হাত দিয়ে বসে যান।

বলতে গেলে যে সেভ সিটির প্রিমিয়ার লিগের শিরোপা রক্ষা করছে, সেটার উত্তেজনার পারদ যে একটু বেশিই হবে, এটা গার্দিওলাকে দেখেই বোঝা যায়। সিটি অবশ্য শেষ মুহূর্তে আরেকটা গোল পেয়েছে। ২-০ গোলের জয়ে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠল গার্দিওলার দল।

লিগের শেষ ম্যাচে আগামী রোববার ওয়েস্টহামের মুখোমুখি হবে সিটি। সে ম্যাচে জিতলেই টানা চতুর্থ লিগ শিরোপা জিতবে গার্দিওলার শিষ্যরা।

গতকাল টটেনহাম-সিটির ম্যাচে সবচেয়ে বেশি নজর ছিল বোধহয় আর্সেনাল সমর্থকদের। কোনো কারণে সিটি পয়েন্ট হারালেই শিরোপার পথ খুলে যেত মিকেল আরতেতার দলের। সিটি হারলে তো কথাই নেই, ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে যেত আর্সেনাল। কিন্তু সিটি পা হড়কায়নি। মৌসুমের টানা অষ্টম জয় তুলে শীর্ষে ফিরেছে। শেষ ম্যাচে সিটি পয়েন্ট হারালেই কেবল শিরোপা জয়ের সুযোগ থাকবে আর্সেনালের।

৩৭ ম্যাচ শেষে সিটির ৮৮ পয়েন্টের বিপরীতে আর্সেনালের পয়েন্ট ৮৬। গার্দিওলার দল কাল পূর্ণাঙ্গ তিন পয়েন্ট পাওয়ায় শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করা নিশ্চিত হয়েছে অ্যাস্টন ভিলার। অর্থাৎ পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলবেন মার্তিনেসরা।




সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫: শিক্ষার্থী ও কর্মকর্তারা যা বলছেন

পরিক্রমা ডেস্ক

১৫ মে ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়ানোর পক্ষে অধিকাংশ শিক্ষার্থী ও সাবেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মতে, বয়সসীমা ৩৫ করলে তরুণরা সরকারি চাকরি পেতে আরও অতিরিক্ত সময় ব্যয় করবে। এ ছাড়া চাকরিদাতারাও অতিরিক্ত প্রার্থীর চাপে পড়বে। যদিও প্রতিবেশী দেশের উদাহরণ, গড় আয়ু বেড়ে যাওয়াসহ নানা কারণ দেখিয়ে ৩৫ বছর করার পক্ষে আন্দোলনে চাকরি প্রার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে গিয়ে দেখা যায়, স্নাতক শেষ হওয়ার আগেই বিসিএসের প্রস্তুতির জন্য পড়াশোনায় ব্যস্ত শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা প্রশ্নে ৩০ জনের সঙ্গে কথা বললে, ২৮ জনই না বাড়ানোর পক্ষে মত দেন।

আবার অনেকেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার পক্ষে তুলে ধরেন তাদের যুক্তি। তারা বলছেন, সরকারি চাকরির বয়সসীমা অবশ্যই বাড়ানো উচিত। ২৮ বছর বয়সে নিয়মিত পড়ালেখার ধাপগুলো শেষ করে মাত্র দুই বছরে কীভাবে ভালো চাকরি পাওয়া যায়। এ ছাড়া আওয়ামী লীগের সবশেষ নির্বাচন ইশতেহারেও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার কথা উল্লেখ ছিল।

এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুবিধার চেয়ে অসুবিধাই বেশি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম। তিনি বলছেন, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ভোর ৬টা বা তার অনেক আগে থেকেই ব্যাগ বাইরে রেখে বিসিএস পরীক্ষার জন্য লেখাপড়া করছে। এখন যদি সময় বাড়ানো হয় চাকরিতে প্রবেশের ক্ষেত্রে, তাহলে পাঁচ থেকে সাতটা ব্যাচ এভাবে প্রতিদিন গ্রন্থাগারে ভিড় করে বিসিএসের জন্য পড়াশুনা করবে। এতে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত অন্য শিক্ষার্থীদেরও গ্রন্থাগারে পড়াশুনায় সমস্যা হতে পারে।

সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার মনে করেন, এ মুহূর্তে বয়সসীমা না বাড়ানোই ভালো। সরকারি চাকরির পেছনে বেশি সময় না দিয়ে অন্য কিছুর জন্য মনোযোগী হওয়া জরুরি।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ালে আরও পাঁচ বছর সরকারি চাকরির পেছনে পড়ে থাকবে বৃহৎ তরুণ সমাজ।

আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিরোধিতা করে আলী ইমাম মজুমদার বলেন, রাষ্ট্রকে আরও সহনশীল আচরণ করতে হবে।

এর আগে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করতে অনুরোধ জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী মো. ফরহাদ হোসেনকে চিঠি দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গত ১৭ এপ্রিল চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম ৩৫ বছর করার দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে। সরকার বিষয়টি উপলব্ধি করে ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পাতা নং ৩৩ এর শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরীখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছিল।’

মহিবুল হাসান চৌধুরী চিঠিতে আরও বলেন, ‘বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছর বিধায় চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। বাংলাদেশ বর্তমানে তার অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় বিশেষ ধাপ অতিক্রম করেছে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যথাযথ সুফল পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করা। ভারত ও চীনসহ উন্নত বিশ্ব এই স্ট্রাটেজিই অনুসরণ করে সফল হয়েছে।’

বিভিন্ন দেশের উদাহরণ টেনে চিঠিতে বলা হয়, ‘বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৪৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে। বিপুল শিক্ষিত যুবসমাজকে মানবসম্পদ হিসেবে কাজে লাগাতে পারলে সেটি হবে যুগোপযোগী ও যুগান্তকারী একটি সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কয়েক ধাপ অগ্রসর হওয়া যাবে।’

এর পর গেল ৩ মে সব ধরনের চাক‌রির ক্ষে‌ত্রে বয়সসীমা ৩৫ ও মু‌ক্তি‌যোদ্ধা কোটায় ৩৭ বছর করার আহ্বান জানায় চাক‌রিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত‌্যাশী শিক্ষার্থী সম্বনয় প‌রিষদ নামে একটি সংগঠন। আর এর জন্য সরকারকে ১১ মে পর্যন্ত আল্টিমেটাম দেয় তারা।

সংগঠ‌নটির মুখপাত্র শ‌রিফুল ইসলাম শুভ জানান, ১১ মে ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর প্রত‌্যাশী‌ শিক্ষার্থীদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হচ্ছে। এই সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো প্রজ্ঞাপন জা‌রি না ক‌রলে সেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

এই আল্টিমেটামের পর গেল ৬ মে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন। এদিন সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও আলাপ-আলোচনা করা হবে। তবে আপাতত বয়সসীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই। আগামীতে বাড়াব কী-বাড়াবো না, বাড়ালে ভালো হবে কিনা? এটা আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয়। বিষয়টি আরও আলোচনা-পর্যালোচনা করে ভবিষ্যতে দেখব, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’

এদিকে ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী, চাকরির বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ ১১ মে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এতে করে কিছু সময়ের জন্য এ এলাকায় যান চলাচল বন্ধ থাকে। তবে পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে বিচ্ছিন্নভাবে যান চলাচল শুরু হয়। এ সময় পুলিশ ১০ জনকে আটক করে।

এ সময় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বাড়ার সঙ্গে চাকরির বয়সসীমাও বাড়ানো দরকার। বাংলাদেশে তা হয়নি। বিশ্বের ১৬২টি দেশে বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। অনেক দেশে তা উন্মুক্ত।

তারা আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা অনুযায়ী একজন শিক্ষার্থীর পড়াশোনা শেষ করতে অনেক বয়স হয়ে যায়। এরপর চাকরির প্রস্তুতি নিতে নিতেই বয়সসীমা শেষ হয়ে যায়। তাই আন্তর্জাতিক মানদণ্ড মেনে বয়সসীমা বাড়ানো উচিত বলে দাবি করেন বক্তারা।




আত্মীয়ের মধ্যে বিয়ে হলে সন্তানের হতে পারে এই রোগ 

পরিক্রমা ডেস্ক
১5 মে ২০২৪

দেশের প্রায় ছয় হাজার মানুষ উইলসন নামক স্নায়ুর অসুখে আক্রান্ত। কিশোর বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার হার বেশি। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সংবাদ সম্মেলন জানানো হয়, আত্মীয়ের মধ্যে বিয়ে হলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

গত চার বছরে বিএসএমএমইউ–তে উইলসন রোগের চিকিৎসা নিয়েছেন ২০০ জনের বেশি। আক্রান্তদের বেশিরভাগ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না।

এদেরই একজন কায়সার মিয়া। চার বছর ধরে হবিগঞ্জ থেকে দুই মাস পর পর ঢাকায় এসে চিকিৎসা নিতে হয় তাকে।

কায়সার মিয়ার এক আত্মীয় বলেন, ‘ওষুধ খেলে ভালো থাকে আর না খেলে চলতেই পারে না। লেখাপড়ায় আগে ভালোই ছিল, এসএসসি পরীক্ষার আগে আগে অসুস্থ্য হয়। ফরম ফিলাপ করার পরেও পরীক্ষা দিতে পারেনি।’

মঙ্গলবার সংবাদ সম্মেলন জানানো হয়, বিএসএমএমইউ–তে ৫০ জন রোগীর জিন বিশ্লেষণে ৬ জনের দেহে বিরল ধরনের মিউটেশন পাওয়া গেছে। তবে এর প্রভাব এখনো জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আহসান হাবিব হেলাল বলেন, ‘এই নতুন ধরনের যে মিউটেশন বাঙালি এথনিসিটির মধ্যে হলো, তাহলে কি এদের নতুন কোনো উপসর্গ হবে কিনা। কারণ এই জিনই তো সব উপসর্গ তৈরি করে। আমাদের বৈশিষ্ট তৈরি করে জিন। এ ধরনের রোগের উপসর্গও প্রকাশ করে জিন।’

চিকিৎসকরা জানান, উইলসন একটি বংশগত রোগ। আক্রান্তদের বেশিরভাগের বয়স ত্রিশ বছরের মধ্যে। এর লক্ষণ হচ্ছে– ঢোক গিলতে সমস্যা, হাত-পা কাঁপা ও শক্ত হয়ে যাওয়া, ঘাড় মোচড়ানোসহ নানা শাররীক সমস্যা।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক বলেন, ‘খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এ ধরনের বিয়েশাদি বন্ধ করে দিতে হবে। তাহলে এই রোগটা হবে না। এমন যদি একটি ফ্যামিলিকে কনফার্ম ডায়াগনোসিস করা যায়, তাহলে তার সিবলিংদের (ভাই–বোন) পরীক্ষা করে আর্লি ডিটেকশন করা যাবে।’

উইলসন রোগের চিকিৎসায় ওষুধ খেতে হয় সারা জীবন। একজন রোগীর মাসে দুই হাজার টাকার ওষুধ প্রয়োজন হয় বলেও জানান চিকিৎসকরা।




‌বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী যুক্তরাষ্ট্র: সালমান এফ রহমান

১৫ মে ২০২৪
Image not found

কথা বলছেন সালমান এফ রহমান  

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার বাংলাদেশে সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালমান এফ রহমান।

তিনি বলেন, র‍্যাবের স্যাংশন নিয়ে আমরা কথা বলেছি। লু জানিয়েছেন এটা আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের ব্যাপার।

ঢাকা সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে গুলশানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন ডোনাল্ড লু।

এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর চিফ অফ স্টাফ ন্যাথানিয়াল হাফটসহ আরও তিন কর্মকর্তা।

সালমান এফ রহমান ছাড়াও নৈশভোজে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী আলী আরাফাত, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবাহান, ঢাকা স্কুল অব বিজনেসের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।

বিএনপি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী আলী আরাফাত বলেন, রাজনীতি, হিউমান রাইটস নিয়ে কোনো আলোচনা হয়নি। মূলত বাংলাদেশের সঙ্গে তারা কাজ করতে চায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

রাত ১০টা ৪৫ মিনিটে নৈশভোজ শেষে সালমান এফ রহমানের বাসা ত্যাগ করেন মার্কিন প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের মাসুদ বিন মোমেন বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতায় দুই দেশ সম্মত হয়েছে।




বুধবার বন্ধ ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট

পরিক্রমা ডেস্ক
১৫ মে ২০২৪
Image not found

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন মার্কেটে যাবেন আজ। কিন্তু সেই মার্কেট খোলা আছে কিনা তা হয়তো জানেন না। তাই আগে জেনে নিন ঢাকার কোন মার্কেট আজ বন্ধ এবং খোলা রয়েছে। না হলে কষ্ট করে গিয়ে ফিরে আসতে হতে পারে।

মনে রাখতে হবে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে। আসুন জেনে নেওয়া যাক বুধবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট সাধারণত বন্ধ থাকে।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট:

যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট:

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।