ময়মনসিংহে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিশ্ববিদ্যালয় পরিক্রমা

 
আশিক সরকার :
ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৯ নভেম্বর ২০২৪ খ্রি. শনিবার সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা ম্যাগাজিনের আয়োজনে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সচেতনতা বিষয়ক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। তিনি তার বক্তব্যে তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং তাদেরকে দেশ গঠনে অবদান রাখার অনুপ্রেরণা দেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবু তাহের, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ; ড. মোঃ রিয়াদ তানসেন, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ; মোসাঃ তাসলিমা বেগম, সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন, ফার্মেসি বিভাগ, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি এবং মোঃ জাফরুল্লাহ কাজল
সভাপতিওতত্ত্বাবধান:বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক জনাব হারুন অর রশিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার সহকারী ব্যবস্থাপনা সম্পাদক জনাব মোঃ সিদ্দিকুল ইসলাম।
অনুষ্ঠানের বিশেষ আয়োজন হিসেবে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং একটি সুষ্ঠু সমাজ গঠনে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।সহযোগিতায়:
এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।




বরিশালের হিজলায় মেঘনা নদীতে ‘‘মা ইলিশ সংরক্ষণ”অভিযানে ৩০ লক্ষ মিটার নিষিদ্ধ জাল, ০৭ টি কাঠের বোট ও ৫০ কেজি ইলিশ মাছসহ ৭৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

রবিবার ০৩ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” উপলক্ষে গত ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত সর্বমোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ০৩ নভেম্বর ২০২৪ তারিখ ভোর ০৫০০ ঘটিকা হতে দুপুর ১৬০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হিজলা কর্তৃক বরিশাল জেলার হিজলা উপজেলাধীন মেঘনা নদী ও তৎসংলগ্ন এলাকায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ৩০,০০,০০০ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল, ০৭ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫০ কেজি মা ইলিশসহ ৭৮ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল উপ-প্রকল্প পরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, ঢাকা, জনাব মুহাম্মাদ নাসির উদ্দীন এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, এছাড়াও আটককৃত ৭৮ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে হিজলা থানায় হস্তান্তর করা হয়।




শূন্য পদে বদলির প্রজ্ঞাপন নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘ইনডেক্সধারী শিক্ষকদের জ্যেষ্ঠতা, নিজ জেলার দূরত্ব, লিঙ্গ ইত্যাদি বিবেচনায় বদলি করা হবে। বদলির প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতে হবে।’
গতকাল রবিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার বদলির বিষয়টি আমার অগ্রাধিকার তালিকায় রয়েছে। স্বল্প বেতনের শিক্ষকদের জন্য গুরুতর দুর্দশা সৃষ্টি করে, এমন একটি সমস্যা সমাধানের জন্য এটি একটি ব্যয়হীন উদ্যোগ। অথচ ২০১৫ সালে কেন্দ্রীভূত ব্যবস্থা চালু হওয়ার পর কেন এটি নিয়ে আর চিন্তা করা হয়নি?’
জানা গেছে, একজন শিক্ষক একবারই বদলির সুযোগ পাবেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই পদে একাধিক ব্যক্তি বদলির আবেদন করলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক প্রদত্ত মেধাতালিকা বিবেচনায় নেওয়া হবে। মেধাতালিকায় যে এগিয়ে থাকবে তাকেই বদলির সুযোগ দেওয়া হবে।
স্কুল-কলেজের শিক্ষকরা বদলি হবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলির বিষয়টি দেখবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বদলির কারণে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকশূন্যতা সৃষ্টি করা যাবে না। কোনো প্রতিষ্ঠানের শিক্ষক পদের ৫০ শতাংশ শূন্য থাকলে ওই প্রতিষ্ঠান থেকে কাউকে বদলির আবেদন বিবেচনা করা হবে না। বদলির আবেদন গ্রহণ শুরু হবে ১ জানুয়ারি থেকে। যা চলবে ৩১ মার্চ পর্যন্ত।
এমপিওভুক্ত নারী শিক্ষকদের বদলির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বদলির ক্ষেত্রে কর্মরত শিক্ষকের নিজ জেলার ঠিকানা, নারী শিক্ষকদের স্বামীর কর্মস্থল, স্বামীর স্থায়ী ঠিকানার বিষয়টি বিবেচনা করা হবে।
বর্তমানে কর্মরত শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষকদের নিজ জেলার দূরত্বও বদলির ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। এছাড়া বদলির ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের ব্যাচ বিবেচনায় নেওয়া হবে। একজন শিক্ষককে বদলির আবেদন করার ক্ষেত্রে বর্তমান কর্মস্থলে অন্তত দুইবছর ইনডেক্সধারী হিসেবে চাকরি করতে হবে। এরপর তিনি বদলির সুযোগ পাবেন।

/*! elementor - v3.22.0 - 24-06-2024 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

Add Your Heading Text Here




স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন

মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর উদ্যোগ গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেন। মাননীয় উপদেষ্টার বক্তব্যের পর মহাপরিচালক মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর মাননীয় উপদেষ্টা কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। মাননীয় উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের সাথেও কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, তবে সীমাবদ্ধতা আছে। দেশে এখনো ৩২টি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ বাকি আছে, আমরা তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো। এছাড়া ফায়ার একাডেমির জমি অধিগ্রহণ করা হয়েছে, তা ব্যবহার উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ফায়ার সার্ভিস-এর পরিচালকগণ, উপপরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর উদ্যোগ গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেন। মাননীয় উপদেষ্টার বক্তব্যের পর মহাপরিচালক মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর মাননীয় উপদেষ্টা কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। মাননীয় উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের সাথেও কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, তবে সীমাবদ্ধতা আছে। দেশে এখনো ৩২টি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ বাকি আছে, আমরা তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো। এছাড়া ফায়ার একাডেমির জমি অধিগ্রহণ করা হয়েছে, তা ব্যবহার উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ফায়ার সার্ভিস-এর পরিচালকগণ, উপপরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন। ২৮ অক্টোবর সোমবার সকাল ৯টায় উপদেষ্টা মহোদয় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে স্বাগত জানান। এরপর মাননীয় উপদেষ্টাকে একদল চৌকস অগ্নিসেনা সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। অভিবাদন গ্রহণ শেষে মাননীয় উপদেষ্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর অগ্নিনির্বাপণ ও উদ্ধার সাজ-সরঞ্জাম ও গাড়ি-পাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি আগ্রহ সহকারে বিভিন্ন সরঞ্জামের কার্যপরিধি ও সুবিধাসমূহের বর্ণনা শোনেন।

এরপর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অবস্থানরত কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ সময় স্বাগত বক্তব্য দেন। এরপর ফায়ার সার্ভিসের কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি। এরপর মাননীয় উপদেষ্টা কর্মকর্তাদের বিভিন্ন মতামত ও বক্তব্য শুনতে চান। এ সময় উপস্থিত কর্মকর্তাগণ ফায়ার সার্ভিসের বিভিন্ন দিক মাননীয় উপদেষ্টাকে অবহিত করেন। উপদেষ্টা মহোদয়ের সদর দপ্তর পরিদর্শনে ফায়ার সার্ভিসের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অণুপ্রাণিত ও উজ্জীবিত হয়েছেন বলে তারা অভিমত প্রকাশ করেন।

মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর উদ্যোগ গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেন। মাননীয় উপদেষ্টার বক্তব্যের পর মহাপরিচালক মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর মাননীয় উপদেষ্টা কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। মাননীয় উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের সাথেও কথা বলেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ফায়ার সার্ভিসের কোনো ব্যর্থতা নেই, তবে সীমাবদ্ধতা আছে। দেশে এখনো ৩২টি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ বাকি আছে, আমরা তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো। এছাড়া ফায়ার একাডেমির জমি অধিগ্রহণ করা হয়েছে, তা ব্যবহার উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা হবে। ফায়ার সার্ভিস-এর পরিচালকগণ, উপপরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

/*! elementor - v3.22.0 - 24-06-2024 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

Add Your Heading Text Here




একদিনে ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিল সরকার

একদিনে দেশের ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দিয়েছে সরকার। খুলনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. রেজাউল করিম। তিনি বিশ্ববিদ্যালয়টির নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক। আর কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।

অন্যদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির এনাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান। তাছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আলিমুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক।

পাঁচটি শর্তে পাঁচ তাদের নিয়োগ হয়েছে। এগুলো হলো: ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; ভাইস চ্যান্সেলর পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। সর্বশেষ আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।




গ্রুপ বীমা দাবির ৮১ লাখ টাকার চেক হস্তান্তর করল প্রাইম ইসলামী লাইফ

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গ্রুপ বীমা দাবির ৮১ লাখ টাকার চেক হস্তান্তর করেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীর অভিভাবকদের বীমা দাবির চেক প্রতিনিধি জুনায়েদুর রহমান নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে চীফ কনসালটেন্ট রহিম উদ-দৌল্লা চৌধুরী ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রাহমান মিয়া ও মুহাম্মদ সলিম উল্লাহ উপস্থিত ছিলেন।

 

আরো উপস্থিত ছিলেন কোম্পানির সিএফও নাছির উদ্দিন ও গ্রুপবীমা বিভাগের মো. সাদিকুর রহমান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে জুনায়েদুর রহমান প্রমুখ।




ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগে ‘অধ্যাপক ড. নজরুল ইসলাম ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে প্রয়াত অধ্যাপক ড. নজরুল ইসলামের স্ত্রী ড. মুনমুন সালমা চৌধুরী ২৫ লাখ টাকার একটি চেক আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।
উপাচার্য লাউঞ্জে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ^বিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের ১৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এছাড়া, অধ্যাপক ড. নজরুল ইসলাম স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম ২০১৫ সালে ইন্তেকাল করেন।




মহানগর মহিলা কলেজে শিক্ষক কর্তৃক ছাত্রীকে হেনস্তার অভিযোগ

নানা সমস্যায় জর্জরিত ঢাকা মহানগর মহিলা কলেজ। কলেজের নিয়োগে অনিয়ম, শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত অর্থ আদায়, জাল সনদে শিক্ষক নিয়োগ, যৌন হয়রানিসহ নানা অভিযোগ প্রায়ই শোনা যায়। সর্বশেষ গভর্নিং বডির সভাপতি নিয়োগের দাবিতে আয়োজিত কর্মসূচিতে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে।
সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডি নিয়োগের দাবিতে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী এক নারী শিক্ষার্থীর গায়ে হাত দেন কলেজের এক শিক্ষক।
জানা গেছে, ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন সাবেক মেয়র ফজলে নূর তাপস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তন হলে মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির পদটি শূন্য হয়। সেখানে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগের জন্য আবেদন করেন সাধারণ শিক্ষার্থীরা। এক মাসের মধ্যে সভাপতি নিয়োগের কথা থাকলেও তার কোনো ফলাফল না পাওয়ায় আন্দোলন শুরু করেন তারা। এতে কলেজের শিক্ষকগণ বাধা দিতে আসেন। ঘটনার একপর্যায়ে ওই ছাত্রীকে হেনস্তা করা হয়।
 
ভুক্তভোগী ফারিয়া আহমেদ ফারহা বলেন, গত এক মাস ধরে আমাদের কলেজ অভিভাবকহীন। আমরা একজন যোগ্য ব্যাক্তিকে গভর্নিং বডির সভাপতি হিসেবে চেয়ে আবেদন করি। কিন্তু সেটা কোনোভাবেই বাস্তবায়ন করতে দিচ্ছেন না কলেজের কিছু স্বার্থবাদী শিক্ষক। আমরা এ দাবি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটা আবেদন দেওয়ার জন্য কলেজের সামনে এসে জড়ো হতে থাকি। সেখানে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান সেলিম হোসেন এসে আমাদের কার্যক্রমে বাধা দেন। বাধা না মানলে আমাকে মারার জন্য তেড়ে আসেন তিনি।
তিনি বলেন, আমি যখন বলি- ‘আপনি একজন ছেলে মানুষ হয়ে মেয়ের গায়ে হাত দিতে পারেন না।’ তখন তিনি মহিলা শিক্ষক রাজিয়াকে ডেকে এনে আমার আইডি কার্ড ছিনিয়ে নেন। এমনভাবে কার্ডটি টান দেন যে, আমার হিজাব খুলে যায়। এতে আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। আমি নিজেকে অরক্ষিত মনে করে সূত্রাপুর থানায় ফোন দিলে, তারা আমাকে সাহায্যের জন্য আসেনি।
 
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আ ন ম সাইফুদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি অসুস্থ থাকায় গত দুদিন ধরে কলেজে যাই না। তাই আজকের ঘটনা সম্পর্কে অবগত নই। কিন্তু শুনেছি অনার্স পড়ুয়া কিছু শিক্ষার্থী কলেজে ঢুকেছে এবং স্যারদের সঙ্গে কথা বলেছে। কিন্তু কি বিষয়ে কথা হয়েছে, তা জানি না।
তবে অভিযুক্ত শিক্ষক সেলিম হোসেন বলেন, আমার নামে যে অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন। আমি এগুলো করিনি। অধ্যক্ষ সাইফুদ্দিন একজন আওয়ামীপন্থী শিক্ষক। তার অধ্যক্ষ পদ ধরে রাখার জন্য তিনি শিক্ষার্থীদের উস্কে দিয়েছেন।
কলেজ শিক্ষিকা রাজিয়া বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম না। যদি থেকে থাকি, তাহলে যে শাস্তি দিবেন, মেনে নিব।
এদিকে, শিক্ষিকা রাজিয়ার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, ওই শিক্ষিকা তখন উপস্থিত ছিলেন। তার উপস্থিতির ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে।




জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে এ নিয়োগ দেন। অধ্যাপক আমানুল্লাহ ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি একই বিভাগের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকারী অধ্যাপক মশিউরের স্থলাভিষিক্ত হবেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‍উপ-সচিব সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধাদি ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।




জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভা অনুষ্ঠিতঃ 

০৭ জুলাই ২০২৪ রবিবার দিনব্যাপী মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত এশিয়ার ৩য় বৃহত্তম ওয়াটার পার্ক বাংলাদেশের একটুকরো থাইল্যান্ড খ্যাত মানাবে তে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সফল উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। সভায় জুন-২০২৪ ক্লোজিংয়ে ১ম স্থান অর্জনকারী সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম, ২য় স্থান অর্জনকারী সংগঠন প্রধান মোঃ সাইফুল ইসলাম ও ৩য় স্থান অর্জনকারী সংগঠন সৈয়দ মাসকুরুল হককে প্রধান অতিথি পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠন প্রধান সৈয়দ মাসকুরুল হক। সভায় প্রায় ৩০ জন সফল সিনিয়র উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।