আফগান শিবিরে নাসুমের ৪ উইকেট

বাংলাদেশের বিপক্ষে ১৫৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে আফগানিস্তান। তবে শুরুটা ভাল হয়নি তাদের। নাসুমের আঘাতে বিধ্বস্ত আফগান শিবির। একাই নিয়েছেন ৪ উইকেট। তিন ওভারে দিয়েছেন মাত্র ৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৪ ওভার তিন বলে ৪ উইকেট হারিয়ে ২০ রান।

এর আগে, বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফজলহক ফারুকির শিকার হয়ে ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন নাঈম শেখ। আরেক ওপেনার মুনিম শাহরিয়ার রাশিদ খানের শিকার হয়েছেন। ১৮ বলে ১৭ রান করে ফিরেছেন সাজঘরে। অলরাউন্ডার সাকিব আল হাসান ৬ বলে করেছেন পাঁচ রান।

তবে অন্যপ্রান্তে সেট হয়ে দারুণ খেলছিলেন লিটন। মাহমুদউল্লাহকে নিয়ে ভালো খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। তবে টাইগার অধিনায়ক ৭ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তবে একমাত্র লিটন দাসই বলার মতো রান তুলতে পেরেছেন। ৪৪ বলে ৬০ রান করেন তিনি। আর আফিফ হোসাইন করেছেন ২৪ বলে ২৫ রান। তবে সব ওভার খেলে টাইগাররা তুলতে পেরেছেন ১৫৫ রান।

বল হাতে আফগানিস্তানের ফারুকি ও ওমরাজাই ২টি করে উইকেট পেয়েছেন। আর রশিদ ও কায়েস ১টি করে উইকেট নেন।




দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সহযোগিতায় আগ্রহী বিশ্ব ব্যাংক

বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অব্যাহত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদল এ আগ্রহ প্রকাশ করেন ।

এসময় মার্সি মিয়াং টেম্বন এসময় বলেন, ‘বাংলাদেশ দ্রুতগতিতে সামনে এগিয়ে যাচ্ছে। বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে দেখে শিখছে। বিশেষ করে এ দেশের কৃষি খাত অনেক এগিয়ে গেছে। তবুও এ খাতে বিশেষ করে প্রাণিসম্পদ খাতে আরও অগ্রগতির সুযোগ রয়েছে। এ খাতকে এগিয়ে নেওয়ার জন্য আরো অনেক কিছু করার সুযোগ রয়েছে। এ জন্য প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজ গতিশীল করা প্রয়োজন।’

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কাজ অতীতের চেয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন। করোনাসহ কিছু প্রাথমিক জটিলতায় এ প্রকল্পের কাজ সাময়িকভাবে ধীরগতিতে হলেও এখন আর তা নেই। প্রকল্পের আওতায় করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের প্রায় ৭০০ কোটি টাকা নগদ প্রণোদনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রকল্প এলাকায় ৪ হাজার ২০০ প্রাণিসম্পদ সেবা প্রদানকারী নির্বাচন করা হয়েছে, ১ হাজার ৫০০ খামারির মধ্যে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে, ৯০ হাজারের অধিক খামারিকে সম্পৃক্ত করে ৩ হাজার প্রডিউসার গ্রুপ তৈরি করা হয়েছে। এর আওতায় প্রাণী চিকিৎসা সেবা খামারির দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ৩৬০টি মোবাইল ফ্যাক্টরি ক্লিনিক ক্রয় করা হয়েছে যার মধ্যে সম্প্রতি ৬১টি বিতরণ করা হয়েছে।

প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন জেলা-উপজেলায় স্লটার হাউস তৈরির মাঠ পর্যায়ের অনেক কার্যক্রম সমাপ্ত হয়েছে। তাছাড়াও এ প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ সম্প্রসারণ নীতিমালা, প্রাণিসম্পদ বীমা নীতি প্রণয়ন, প্রাণীদের নিবন্ধন ও পরিচিতি প্রদান করার সিস্টেম ও ডাটাবেজ উন্নয়নের কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, সম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রাণিসম্পদ খাত তথা পোল্ট্রি ও ডেইরিসহ নানা খাতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে পরিচালিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প অন্যান্য দেশের জন্য উদাহরণ হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ ও সুবোল বোস মনি, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, বিশ্ব ব্যাংকের এগ্রিকালচার অ্যান্ড ফুড গ্লোবাল প্রাকটিসের গ্লোবাল ডিরেক্টর মার্টিন ভ্যান নিউকপ, বিশ্ব ব্যাংকের সিনিয়র এগ্রিকালচার ইকোনমিস্ট ক্রিশ্চিয়ান বার্গার, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম ও প্রকল্পের প্রধান কারিগরি সমন্বয়ক ড. মো. গোলাম রব্বানী প্রমুখ।




দনিয়া বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ দনিয়া বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম মোজাম্মেল হক, সভাপতি, দনিয়া কলেজে গভর্নিং বডি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, ভবিষ্যত স্বপ্ন সারথি, ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের নেতা, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে এর বিদ্যোৎসাহী সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।

উক্ত অনুষ্ঠানটি আজ ২/৩/২২ ইং তারিখ বুধবার অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর মিয়া, অধ্যক্ষ, দনিয়া কলেজ। সালমা জাহান, সদস্য দনিয়া কলেজ গভর্নিং বডি এবং আবুল কাশেম পাটোয়ারী হিতৈষী, সদস্য দনিয়া কলেজ গভর্নিং বডি এবং আরো উপস্থিত আছেন, অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং অবিভাবকগন।




৬২ নং ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  আশিক সরকার: ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ৬২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৩/২/২২ ইং তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়

অনুষ্ঠানটি উদ্বোধন করেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মান্নাফি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি মির্জা আজম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৫ আসন সংসদ সদস্য, যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। মিজবাহুর রহমান ভুঁইয়া রতন সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ,
শরফুদ্দিন আহমেদ সেন্টু সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ,গোলাম সারোয়ার কবির সাংগঠনি সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ ।ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন। সালাউদ্দিন বাদল কার্যকরী সদস্যঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ। এফ. এম. শরিফুল ইসলাম শরিফ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ। এস. কে. বাদল শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ। হাজী ইলিয়াছুর রহমান বাবুল সদস্য,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ সৈয়দা রোকসানা ইসলাম চামেলী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ ,ড. খন্দকার তানজির মান্নান সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা হারুনর রশীদ মুন্না,৬২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোস্তাক আহমেদ।
সঞ্চালনায় ছিলেন, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহমেদুল করিম জয়, সভাপতিত্ব করেন দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিবীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক বাকের।

উঠতে সময় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ৬২ নং ওয়ার্ডের প্রতিটি ইউনিটে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।




বিএনপি-জামায়াতের কাজই সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের কাজই সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা। তারা চায় না উন্নয়নের ধারাবাহিকতা থাকুক। তাই সব কাজের বিরোধিতা করে। মহামান্য রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি থেকে নাম নিয়ে যে নির্বাচন কমিশন গঠন হবে সেটাকে স্বাগত জানাবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ মনে করে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এটার প্রতি আস্থা রাখতে হবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বরিশাল বিভাগের সাংগঠনিক প্রধান আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সদস্য গোলাপ রব্বানী চিনু, আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
সার্চ কমিটির ১০ জনের সবাই আওয়ামী লীগের লোক বিএনপির এমন অভিযোগকে আওয়ামী লীগ ফোবিয়া বলে মন্তব্য করেছেন আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এসময় তিনি বিএনপি নেতাদের দেশেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

নাছিম বলেন, বিএনপি-জামায়াত ঘরোনার রাজনীতি ও তাদের নেতা মির্জা ফখরুল সব সময় নেতিবাচক কথা বলেন এবং এটা উনার বরাবরের অভ্যাস। তিনি মিথ্যাচার করেন, অপপ্রচার করেন এবং হতাশা ছড়িয়ে বেড়ান।

নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনদের যেভাবে ঠিক করে দিবে বাংলাদেশের মানুষ সেভাবেই মেনে নিবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেটাই হোক না কেন, তা মেনে নেবে। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যেটি প্রয়োজন যেটি হচ্ছে নির্বাচন। আর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচন কমিশন। সুতরাং সে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে।

‘গণতন্ত্র বিপন্ন হোক এটা মির্জা ফখরুলরা সব সময় চায়। তারা গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক তারা চায় না। এটা ধারাবাহিকভাবে তাদের অভ্যাসে পরিণত হয়েছে।’

ইসিতে ১০জনই আওয়ামী লীগের বিএনপির এমন এক অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, কে আওয়ামী লীগের লোক, কে আওয়ামী লীগের না সেটার রায় দেবে জনগণ। যারা বিএনপি ঘরোনার করে না, জামায়াত ঘরোনার রাজনীতি করে তারা বিএনপি ও জামায়াতের বাইরের সবাইকে আওয়ামী লীগ মনে করে। সবাইকে এদেশের মানুষকে আওয়ামী লীগ মনে করে। এতে তো আমাদের খুশি হওয়ার কথা। এদেশের মানুষ আওয়ামী লীগ করে। যে কোনো মানুষকে দেখলে তারা আওয়ামী লীগ ফোবিয়ায় ভোগে। আমাদের মনে হয়, তাদের ক্লিনিকে যেতে হবে। বিদেশে নেওয়ার দরকার নেই, দেশেই চিকিৎসকের পরামর্শ নিলে দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে।

বরিশাল বিভাগের সভার বিষয়ে নাছিম বলেন, আজকে সভার মধ্য দিয়ে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সভাপতি প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, জেলা, উপজেলা, ইউনিয়নকে ঢেলে সাজানো। তিন মাসের মধ্যে সম্মেলন করার যে নির্দেশনা তিনি দিয়েছেন, জেলা আওয়ামী লীগের সঙ্গে আমরা যোগাযোগ করবো। যেখানে সম্মেলন বাকি আছে সেগুলো সম্পন্ন করবো। ১২ মার্চ সকাল ১০টায় আমরা একটি ভার্চুয়াল সভা হবে। আমরা বরিশাল বিভাগ দিয়ে শুরু করবো। জেলা উপজেলা ও ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়।

নাছিম জানান, বরিশালের মোট ৪টি জেলার সম্মেলন বাকি আছে। পিরোজপুর ও বরগুনায় ৭ মার্চের আগে জেলায় গিয়ে বর্ধিত সভা করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূলকে শক্তিশালীকে করে বিএনপি-জামায়াত যে অপরাজনীতি সৃষ্টি করেছে, দেশবাসীকে একত্রিত করে এর জবাব দেবে আওয়ামী লীগ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। আমাদের নেতা কর্মীদের কোনো অভাব নাই। দেশের যতগুলো বিভাগে নির্বাচন হয়েছে, তার মধ্যে বরিশালে ফলাফল ভালো। বরিশাল বিভাগে বিদ্রোহীর সংখ্যা কম। আমরা আশা করি, আমাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছে, ১২ মার্চের সভার মধ্যে দিয়ে তা আমরা কমিয়ে আনবো। এসময় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঐক্যবদ্ধ নির্বাচন আখ্যা দেন তিনি।




সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের হ্যাটট্রিক জয়

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জায়েদের কাছে ১১ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ।

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবার ভোট দিয়েছেন ৩৬৫ জন শিল্পী।

২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২০২২ :

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)

সহ সভাপতি- মাসুম পারভেজ রুবেল (১১৯)

সহ-সভাপতি- মনোয়ার হোসেন ডিপজল (২১৯)

সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৭৬)

সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)

সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)

দপ্তর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- মামনুন ইমন (২০৩)

কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

কার্যনির্বাহী সদস্য:
অঞ্জনা সুলতানা (২২৫)

অরুণা বিশ্বাস (১৯২)

অমিত হাসান (২২৭)

আলীরাজ (২০৩)

কেয়া (২১২)

চুন্নু (২২০)

জেসমিন (২০৮)

ফেরদৌস (২৪০)

মৌসুমী (২২৫)

রোজিনা (১৮৫)

সুচরিতা (২০১)







রাজধানীর বংশাল এলাকা হতে র‌্যাবের অভিযানে ৬,৪৬৪ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ ০১ জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল থানাধীন মিটফোর্ড রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যের ৬,৪৬৪ (ছয় হাজার চারশত চৌষট্টি) পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাপ্পী চন্দ্র (৩৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। তসে বেশ কিছুদিন যাবত অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মিটফোর্ড এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে




ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে ০১ জন ইজিবাইক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

গত ১৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন ইজিবাইক ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সিরাজ মিয়া (৫২) বলে জানা যায়। এ সময় তার নিকট থেতে ০১টি ছিনতাইকৃত ইজিবাইক ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।https://mail.google.com/mail/u/0?ui=2&ik=7d36e57a31&attid=0.1&permmsgid=msg-f:1710882515858545014&th=17be4695622cd976&view=att&disp=safe&realattid=f_ktk36f700

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা হতে ইজিবাইক ছিনতাই করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




এইচএসসির নাম ও গ্রেডিং পদ্ধতি পরিবর্তন হচ্ছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২৩ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আসছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরিমার্জিত কারিকুলামের বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন করেন।

শিক্ষামন্ত্রী জানান, পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষা থাকবে না। সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হবে। এতদিন নবম ও দশম শ্রেণির কারিকুলামে এসএসসি পরীক্ষা হলেও ২০২৩ সাল থেকে পরিমার্জিত কারিকুলামে শুধু দশম শ্রেণির সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি ফল হবে একাদশ ও দ্বাদশের ফল মিলিয়ে। এইচএসসির নাম ও গ্রেডিং পদ্ধতিতেও আনা হচ্ছে পরিবর্তন।

ডা. দীপু মনি জানান, পরিমার্জিত শিক্ষাক্রমের খসড়া অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে পরিমার্জিত কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। আগামী বছর পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে। ২০২৩ সাল থেকে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তা বাস্তবায়ন করা হবে এবং ২০২৫ সালের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন করা হবে। এক্ষেত্রে প্রাথমিকে প্রথম শ্রেণি আর মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হবে।

তিনি বলেন, এতদিন নবম ও দশম শ্রেণির কারিকুলাম অনুযায়ী এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতো। পরিমার্জিত কারিকুলামে শুধু দশম শ্রেণিতে যা পড়ানো হবে, তার ওপরে ভিত্তি করে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, নবম ও দশম শ্রেণিতে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা নামে বিভাগ তুলে দেয়া হচ্ছে। একটি সমন্বিত পাঠ্যক্রম থাকবে এই পর্যায়ে। দশম শ্রেণি পর্যন্ত ১০টি বিষয় ঠিক করা হয়েছে। সেগুলোই সবাই পড়বে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো শিক্ষার্থীরা পড়বে। অর্থাৎ উচ্চমাধ্যমিক থেকে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যে বিভাজন হবে।

ডা. দীপুমনি বলেন, পরিমার্জিত কারিকুলামে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি শেষে শিক্ষার্থীরা পরীক্ষায় বসবে। দশম শ্রেণি সমাপনী পরীক্ষা এসএসসি ফল হিসেবে বিবেচ্য হবে। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির ফল মিলিয়ে প্রকাশ করা হবে এইচএসসির ফল।

শিক্ষামন্ত্রী বলেন, দক্ষতা অর্জনের বিভিন্ন কৌশল এই পরিমার্জিত কারিকুলামে বলা আছে। শিখন সময় প্রাথমিকে কতটা, মাধ্যমিকে কতটা হবে তা বলা আছে। আমরা সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়েছি।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।