সহশিক্ষা বন্ধ করে নতুন নিয়ম ঘোষণা তালেবানের

আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর নারীশিক্ষা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তালেবানরা। কেউ কেউ ভাবতে শুরু করেছিলেন হয়তো চিরতরে শিক্ষার অধিকার হারাবে নারী। কিন্তু না, তালেবান সরকার তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করেনি বরং সহশিক্ষা বন্ধ করে কিভাবে তা এগিয়ে নেয়া যায় তার পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবরে দেখা যায়, তালেবান কাবুল দখলের তিন সপ্তাহ পরই বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ক্ষেত্রে শ্রেণিকক্ষের মাঝে পর্দা তুলে কিংবা বোর্ড বসিয়ে ছাত্র আর ছাত্রীদের আলাদা করে ক্লাস করানো হয়েছে। এখন থেকে সেই নিয়মের সঙ্গে আরও কিছু নতুন নিয়ম রোববার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি ।

তিনি গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ে নারীরা পড়তে পারবেন তবে পুরুষদের থেকে আলাদা হয়ে তাদের ক্লাস করতে হবে। নারীদের জন্য একটি নতুন ইসলামিক পোশাকও চালু করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয় পড়ানো হচ্ছে সেগুলোও পর্যালোচনা করা হবে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সালের তালেবান শাসনামলে স্কুল ও বিশ্ববিদ্যালয়সমূহে নারীদের শিক্ষা নিষিদ্ধ ছিল।

গত শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে পতাকা উড়িয়ে তালেবান তাদের প্রশাসনের যাত্রা শুরুর ইঙ্গিত দেওয়ার পর শিক্ষা নিয়ে নতুন এই নীতিমালা প্রকাশ করল।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, তালেবানের এই নীতিমালা তাদের আফগানিস্তানের ক্ষমতা দখলের আগের পরিস্থিতি থেকে অনেকটাই ভিন্ন। তালেবান গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের আগে আফগানিস্তানের বিশ্ববিদ্যায়লগুলোতে ছেলে-মেয়ে একসঙ্গেই পড়াশোনা চলত। নারীদের আলাদা কোনো পোশাকও পরার নিয়ম ছিল না।

তবে সেই শিক্ষাব্যবস্থা তুলে দিয়ে মোটেও দুঃখিত নন তালেবান শিক্ষামন্ত্রী বাকি হাক্কানি। তিনি বলেন, সহশিক্ষার অবসানে আমাদের কোনো সমস্যা নেই। মানুষজন সব মুসলমান। তারা এটা মেনে নেবে।

মন্ত্রী আরও জানান, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতেও ছেলে-মেয়ে আলাদা ক্লাস করতে হবে। আফগানিস্তানে অবশ্য স্কুলগুলোতে এই নিয়মই চলে আসছে। এর সঙ্গে কেবল যুক্ত হচ্ছে মেয়েদের হিজাব পরার নিয়ম। তবে মুখ ঢাকা বাধ্যতামূলক কি না, তা সুনির্দিষ্ট করে বলেননি মন্ত্রী।

বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদানের বিষয়গুলো পর্যালোচনার নতুন আরেক নিয়মের বিষয়ে মন্ত্রী হাক্কানি সাংবাদিকদের জানান, তালেবান দেশের ইসলামিক, জাতীয় এবং ঐতিহাসিক মূল্যবোধ অনুযায়ী একটি যুক্তিসঙ্গত ইসলামিক পাঠ্যক্রম তৈরি করতে চায় এবং বিশ্ববিদ্যালয়গুলোর পঠন-পাঠন বিশ্বের অন্যান্য দেশের কাতারে নিয়ে যেতে চায়।

তিনি বলেন, সদ্য ঘোষিত নতুন তালেবান সরকার দেশে আজ যাকিছু বিদ্যমান আছে, তা দিয়েই দেশ গঠনের কাজ শুরু করবে। তারা ২০ বছর আগের সেই সময়ে ফিরে যেতে চায় না বলে জানান হাক্কানি।

কেউ কেউ বলছেন, তালেবানের এই নতুন নিয়মে মেয়েদের অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত হবে। কারণ, বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা ক্লাস নেয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা নেই। তবে শিক্ষামন্ত্রী বলেছেন, মেয়েশিক্ষক যথেষ্টই আছে। তাছাড়া, মেয়ে শিক্ষকের ঘাটতি থাকলে বিকল্প হিসাবে পর্দার আড়াল থেকে পুরুষ শিক্ষক দিয়েও পড়া চালানো যেতে পারে কিংবা প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।




নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ২৩তম সমাবর্তন ভার্চুয়ালি অনুষ্ঠিত

বেসরকারী পর্যায়ে উচ্চ শিক্ষার পথপ্রদর্শক এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহের মাঝে র‌্যাংকিং এ প্রথম
স্থান অর্জনকারী নর্থ সাউথ ইউনিভার্সিটি আজ ০৮ এপ্রিল, ভার্চুয়ালি ২৩তম সমাবর্তন অনুষ্ঠানের
আয়োজন করে। ভার্চুয়াল সমাবর্তন নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ‘ডিবিসি নিউজ’
টিভি চ্যানেল এ সরাসরি সম্প্রচার করা হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এর প্রতিনিধি হিসেবে
সমাবর্তনের সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি.
এবং সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা
জনাব সালমান এফ রহমান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী
কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের
চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জনাব এম. এ. কাশেম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব আজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা
লায়ন বেনজীর আহমেদ, জনাব আজিজ আল কায়সার, মিজ ইয়াসমীন কামাল, মিজ রেহানা রহমান, জনাব তানভীর
হারুন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিভি
উপস্থাপক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ অফিস এর পরিচালক জনাব জামিল আহমেদ এবং ২৩ তম
সমাবর্তনের মার্শাল হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্যের নির্বাহী উপদেষ্টা
অধ্যাপক ড. তানভীর আহমেদ খান।

মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদেরকে শিখাতে হবে কিভাবে জীবনব্যাপী শিক্ষা অর্জন করা
যায়। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত জ্ঞানের বিষয়গুলি পরিবর্তিত হচ্ছে। আজকে যে জ্ঞান খুবই
প্রয়োজনীয় সময়ের পরিবর্তনে হয়তো সে জ্ঞান তার প্রয়োজনীয়তা হারাতে পারে। বেঁচে থাকার জন্য, জীবন
জীবিকার জন্য হয়তো নতুন কোন জ্ঞান অর্জন করা জরুরী হয়ে যাবে। তাই আমাদের শিক্ষার্থীদের শিখাতে হবে
কিভাবে জীবনব্যাপী শিখতে হয়। মন্ত্রী আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩ তম সমাবর্তন অনুষ্ঠানে
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন একজন শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা সমাপ্ত করে কর্মক্ষেত্রে যোগদান করার পরও নতুন কোন ক্ষেত্রে জ্ঞান
অর্জন করা তার জন্য জরুরী হয়ে যেতে পারে। তখন ঐ কর্মজীবীর পক্ষে আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি
শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম
চালু করার কথা ভাবছে। শিক্ষাকে আরো সহজ ও আধুনিকীকরণ করার কথা ভাবছে। বয়স যেন জ্ঞান অর্জন
করার জন্য কোন প্রতিবন্ধক না হয় সে বিষয়েও কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। ব্লেন্ডেড এডুকেশন ও
মডিউলার এডুকেশন এর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা
পুনর্ব্যক্ত করেন।

সমাবর্তন বক্তা জনাব সালমান এফ রহমান, এম.পি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা যখন গ্র্যাজুয়েশন
উদযাপন করি, অনুগ্রহ করে ভুলে যাবে না যে এতগুলি লোক প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তোমাদের জীবনে অবদান

রেখেছিল যা তোমাদের আজকের সাফল্য এনে দিয়েছে। তোমরা মনে রাখবে যে, তোমরা এবং আমি আজ আমাদের
নিজ নিজ জায়গায় থাকতাম না, যদি এই দেশটি কঠোর বৈষম্য থেকে ১৯৭১ সালে মুক্ত না হত। আমরা জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কারণে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি । বঙ্গবন্ধু সোনার
বাংলার স্বপ্ন দেখেছিলেন – বৈষম্য, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক সমৃদ্ধ জাতি। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে
পরিণত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে ঘুরছে এবং শীঘ্রই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের
পরিকল্পনা চলছে। দারিদ্র্যের হার কমেছে ২২% এবং চরম দারিদ্র্য হ্রাস পেয়েছে ১১%। মাথাপিছু আয় বাড়ার
সাথে সাথে আশা করা হচ্ছে দারিদ্র্যের হার আরও হ্রাস পাবে। তিনি জীবন মুখী শিক্ষা প্রদানের জন্য এনএসইউ
কর্তৃপক্ষের পরামর্শ দেন। দেশকে উন্নয়নে আরও বেশি সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি
স্নাতকদের আহবান জানান।

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত
করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এমনকি এই জটিল মহামারী চলাকালীন সময়েও দেশের লক্ষ লক্ষ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লেখাপড়ায় কোনও বাধা হতে পারেনি। এই জটিল সময়েও, কমিশন
বিশ্ববিদ্যালয়গুলিকে অনলাইনে সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পূর্ণ সহযোগিতা করেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে
নর্থ সাউথ ইউনিভার্সিটি সকল ক্লাস, শিক্ষা কার্যক্রম এবং গবেষণা প্রক্রিয়া যাতে বাধা প্রাপ্ত না হয় এবং
শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এর যাতে তাদের মূল্যবান সময় নষ্ট না হয় তা নিশ্চিত করতে অনলাইনে সমস্ত ক্লাস
এবং কার্যক্রম চালিয়ে গিয়েছে। গত এক বছরে, আমরা আর্থিক সহায়তার আকারে, কোভিড -১৯ এর সময়
শিক্ষার্থীদের বিশেষ ছাড় এবং কোভিড -১৯ চলাকালে দরিদ্র মানুষদের সহায়তা হিসাবে প্রায় ১০০ কোটি টাকা
ব্যয় করেছি। আমাদের মতো আমদের স্নাতকরাও এই বিশ্বকে আরও উন্নত স্থান হিসাবে গড়ে তুলতে আমাদের
সাথে যোগ দেবে বলে আমি মনে করি। আজ, এনএসইউ কিউএস বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ের এশিয়ার সমস্ত
বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ২২৮ তম এবং ব্যবসায়িক ও পরিচালন বিভাগে ৩৫১-৪০০ এ বিশ্বব্যাপী স্থান
পেয়েছে। ইউজিসির প্রতিবেদন অনুসারে, এনএসইউ ২০১৯ সালে ১,১৩৫ টি প্রকাশনা প্রকাশ করেছে করেছে
বাংলাদেশের সকল সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সর্বাধিক। আমরা বিশ্বের সবচেয়ে উন্নত
শিক্ষাব্যবস্থা ব্যবস্থা, ক্যানভাস চালু করতে চলছি যা বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। আরও মানসম্পন্ন গবেষণাকে
উত্সাহিত করার জন্য, আমরা সম্প্রতি প্রতিটি স্কুল থেকে আমাদের অসামান্য গবেষকদের স্বীকৃতি দিতে
তাদের পুরস্কৃত করতে “রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ডস” চালু করেছি।

উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি সহ দক্ষ
এবং নৈতিক স্নাতক তৈরিতে নিযুক্ত। আমরা শিক্ষার্থীদের বিশ্বব্যাপী চিন্তাভাবনা এবং স্থানীয়ভাবে নেতৃত্ব
দিতে সক্ষম করে গড়ে তুলি। এনএসইউর গ্রাজুয়েটরা আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে। তারা ব্যবসায়ের
অগ্রণী হবে এবং আমাদের অর্থনৈতিক অগ্রগতি পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে।

এবারে সমাবর্তনে ৪ হাজার ১৪ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এ বছর ২ জন কৃতী
শিক্ষার্থীকে চ্যান্সেলর এবং ৮ কৃতী শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। গ্র্যাজুয়েটদের
পক্ষ থেকে বক্তব্য রাখেন চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্ত আবু মোহাম্মদ সাব্বির খান।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন, স্কুল অব বিজনেস
এন্ড ইকোনোমিক্স এর ডিন অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, স্কুল অব হিউম্যানিটিস এন্ড সোস্যাল

সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন
অধ্যাপক ড. জাবেদ বারী, স্কুল অব হেলথ এন্ড লাইফ সায়েন্সেস এর ভারপ্রাপ্ত ডিন, অধ্যাপক ড. হাসান
মাহমুদ রেজা, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ। এছাড়াও ভার্চুয়াল সমাবর্তনে নর্থ
সাউথ ইউনিভার্সিটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ‘ডিবিসি নিউজ’ টিভি চ্যানেল এ সরাসরি সম্প্রচার এর
মাধ্যমে সংযুক্ত ছিলেন বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সমাবর্তনের দ্বিতীয় অধিবেশনে ভার্চুয়াল
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




যুক্তরাষ্ট্রে তালেবান স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাম এক কোটি ডলার!

আফগানিস্তানে নতুন সরকার গঠন করেছে তালেবান। শুধু এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় যিনি শীর্ষে, যার মাথার মূল্য হাঁকা হয়েছে এক কোটি ডলার (৮৫ কোটি টাকা প্রায়), সেই সিরাজুদ্দিন হাক্কানিকেই দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী করেছে তালেবান।

এফবিআইয়ের ওয়েবসাইটের তথ্যমতে, সিরাজউদ্দিন হাক্কানিকে গ্রেফতার করা সম্ভব এমন তথ্য দিতে পারলে এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এফবিআইয়ের বিশ্বাস, সিরাজ হাক্কানি পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে রয়েছেন। তার সঙ্গে তালেবান ও আল-কায়েদার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

২০০৮ সালে কাবুলের একটি হোটেলে হামলায় জড়িত অভিযোগে সিরাজ হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এফবিআই। ওই হামলায় এক মার্কিনিসহ ছয়জন প্রাণ হারিয়েছিলেন। এছাড়া, তিনি আফগানিস্তানে মার্কিন ও আফগান বাহিনীর ওপর বিভিন্ন হামলায় অংশগ্রহণ ও সমন্বয় করতেন বলে ধারণা করা হয়।

২০০৮ সালে তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার একটি পরিকল্পনায়ও সিরাজ হাক্কানির যোগাসাজশ ছিল বলে অভিযোগ রয়েছে।




আলী আশরাফের আসনে উপনির্বাচন অক্টোবরে

আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যাপক আলী আশরাফের আসনে (কুমিল্লা-৭) আগামী ৭ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর।

সচিব বলেন, কুমিল্লা-৭ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার ১৯ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর।

এই সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর, যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান, যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মারা গেলে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়।

২০০০ সালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন আলী আশরাফ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখেন অধ্যাপক আলী আশরাফ।




রাজধানীর কাজলার পাড়ে ২০০০ লোকের খাবার দিলেন কামরুল হাসান রিপন

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ২০০০ মানুষকে খাবার দিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন।

আজ বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ী থানা ৬৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রাজধানীর কাজলার পাড়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা, দোয়া-মিলাদ ও গণভোজ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ঢাকা-৫ আসনের সাংসদ পদপ্রার্থী কামরুল হাসান রিপন বলেন “বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীন বাংলাদেশের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতেই খুনি জিয়ার নেতৃত্বে ১৫ আগস্টের কালরাত্রির ঘটনা। কিন্তু ইতিহাস থেকে কখনো মহানায়কদের মুছে ফেলা যায়না।”
এসময় তিনি ১৫ আগস্ট এবং ২১ আগস্টের কলঙ্কিত ঘটনার জন্য সরাসরি জিয়া পরিবারকে দায়ী করে সামাজিক ভাবে তাদের বয়কটের আহ্বান জানান এবং উক্ত ঘটনা গুলোর জন্য তাদের বিচার দাবি করেন।
৬৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এ আর নুর মোহাম্মদ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম আবদুল করিম রাহিমাহুল্লা একাডেমি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম খান দিলু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা।


অনুষ্ঠানে ৬৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক লীগের মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন — প্রতিমন্ত্রী ড. শামছুল আলম

মতলব উত্তর (চাঁদপুর): পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম বলেছেন, চাঁদপুর তথা মতলবের উন্নয়ন বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই। বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের প্রতীক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশের উন্নয়ন করছেন। তারই অংশ হিসেবে মতলব তথা চাঁদপুরের উন্নয়ন হবে। সকল উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে সকলের সহযোগী চাই।

বুধবার (২৫ আগস্ট) সকালে মতলব উত্তর উপজেলার গালিমখা বেরীবাঁধের উপর এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ড. শামছুল আলম আরও বলেন, দেশের বড় বড় প্রকল্পগুলো নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব কাজ মনিটরিং করছেন। আমি নিজে দেখি প্রধানমন্ত্রী দেশের জন্য কতটা পরিশ্রম করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী। সবাই নামাজ পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বলেন ঢাকার সাথে মতলব তথা চাঁদপুরের যোগাযোগ আরো সহজ করতে কালীপুর-ভবেরচর ব্রীজ করা হচ্ছে। ব্রীজের কাজ দ্রুত এগিয়ে চলছে।

এসময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ইউএনও গাজী শরিফুল হাসান, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পথসভা শেসে পশ্চিম ইসলামাবাদ নিজ বাড়িতে অবস্থান করেন ও পিতা মাতার কবর জিয়ারত করেন। পরে মতলব উত্তর উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী ড. শামছুল আলম। এরআগে উপজেলা পরিষদ চত্ত¡রে জাতির জনব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পন করেন। পরে বুধবার বিকেলে লুধুয়া প্রতিমন্ত্রীর পুরনো বাড়ি পরিদর্শন শেষে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে।




গণটিকা নয়, নিবন্ধন করেই নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আপাতত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‌‘গণটিকা কার্যক্রম আপাতত হচ্ছে না। নিবন্ধন করেই করোনার টিকা নিতে হবে।’

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে। যখন যত টিকা আসবে তখন নিবন্ধন অনুযায়ীই টিকা দেওয়া হবে।




আগষ্টের নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি : আকাশ কুমার ভৌমিক

আশিক সরকার :

আজ ২১ আগষ্ট নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল ও ১৫ আগষ্টের পরে আরেকটি কলঙ্কের দিন । সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান কাউন্সিলর ৫৯ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সভাপতি- ধনাগোদা স্কুল এন্ড কলেজ, মতলব উত্তর, চাঁদপুর, ঢাকার জাতীয় শ্রী শ্রী শনি মন্দির কমিটি, শ্মসান কমিটি। যুগ্ম সম্পাদক কদমতলী থানা আওয়ামীলীগ নেতা , ঢাকা গরিব দুঃখী মেহনতী মানুষের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।

কোন কিছু বুজে উঠার আগেই সভায় যখন দর্শকরা মনোযোগ সহকারে জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শুনছিলেন তখন হঠাৎ করে ,

গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়।

২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে অতর্কিতে গ্রেনেড হামলা চালানো হয়। মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। সাংবাদিকেরাও আহত হন।

২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল ১৯৭৫-এর ১৫ আগস্টের কালরাতের বর্বরোচিত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই ওই ঘৃণ্য হামলা চালায় ঘাতক চক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় ছয় রাউন্ড গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তাঁর শ্রবণশক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়।

এক বার্তায় আকাশ কুমার ভৌমিক
বলেন :২১ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে বেঁচে যাওয়া নেতাকর্মীদের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে বেঁচে যাওয়া নেতাকর্মীদের।

আকাশ কুমার ভৌমিক বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার হামলাকারীদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। গুরুত্বপূর্ণ সব আলামত ধ্বংস করে। কিন্তু সত্য কখনো চাপা থাকেনি। পরবর্তীকালে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসে বিএনপি-জামায়াত জোটের অনেক কুশীলব এ হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। ২০১৮ সালের অক্টোবরে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় হয়। এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, জাতি কলঙ্কমুক্ত হয়েছে। ‘এ হামলায় বেঁচে থাকা অনেকে আজও পঙ্গুত্ববরণ করে দুর্বিষহ জীবন যাপন করছেন। ঘাতক চক্রের লক্ষ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বহীন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুখে দেওয়া এবং দেশে স্বৈরশাসন ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। কিন্তু বাংলাদেশের জনগণ তা হতে দেয়নি।জনগনের ভালবাসা পেয়ে শেখ হাসিনা দেশের দায়িত্বভার নিয়ে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন । চলমান করোনা সেবা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেধা প্রজ্ঞাকে স্বাগত জানিয়েছেন বিশ্ববাসী ।




বিএনপি কোথাও নেই, আছে ষড়যন্ত্রে: নিখিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, করোনার দুঃসময়ে যুবলীগ যখন জীবনের ঝুঁকি নিয়ে মানুষের মানুষের পাশে দাঁড়িয়েছে, জামায়াত-বিএনপি তখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চরম সংকটে কোথাও এক মুঠো চাল বিতরণ করেনি। বরং মানুষের অসহায়ত্ব নিয়ে অপরাজনীতি করছে।

তিনি বলেন, যারা দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায় না, তাদের মুখে দেশপ্রেম মানায় না। মানুষের সংকটে বিএনপি কোথাও নেই, আছে ষড়যন্ত্রে।

বুধবার (১৮ আগস্ট) সিলেট নগরীর রেজিষ্টারী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের স্মরণে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে নগরীতে অসহায়-দুস্থ, নিম্ন মধ্যবিত্ত, ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, লবন) বিতরণ করা হয়।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার এড. মামুনুর রশিদ ও মোঃ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, ড. মো. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ (আইটি) বিষয়ক সম্পাদক মোঃ শামসুল আলম অনিক, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, সহ-সম্পাদক আব্দুর রহমান জীবন, আরিফুল ইসলাম, কাযনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, এড. গোলাম কিবরিয়া, নুর হোসেন সৈকত, মোবাশ্বের হোসেন স্বরাজ, নুরুল ইসলাম নুর মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মো. জাফর ইকবাল,সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, কেন্দ্রীয় সদস্য শাকিল আহদ তানভীর, মোজাম্মেল মিশু, জহিরুল ইসলাম শিশির, এড. চৌধুরী হাসান মো. আব্দুল্লাহ রাজন, আব্দুল হাকিম তানভীর, ওলিউল্লাহ সৌরভ, কামরুল ইসলাম সজীব প্রমুখ।




বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শিক্ষা মন্ত্রীর শোক

ঢাকা, ২৩ জুলাই ২০২১ (শুক্রবার)

বিশিষ্ট গণসংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

শিক্ষা মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আজ এক শোক বার্তায় শিক্ষা মন্ত্রী বলেন, “ফকির আলমগীর ছিলেন এদেশের কিংবদন্তীতুল্য গণসঙ্গীত শিল্পী। বাংলাদেশের সকল ঐতিহাসিক আন্দোলনে তিনি তাঁর গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে তিনি অনবদ্য ভূমিকা রেখেছিলেন।

ডা. দীপু মনি শোকবার্তায় বলেন,
ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর হয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে, মহান মুক্তিযুদ্ধে কণ্ঠযোদ্ধা হিসেবে এবং নব্বইয়ের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা রাখা ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা
ফকির আলমগীর তার গানের মধ্যে দিয়ে এদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন।