এক মাছের দাম আড়াই লাখ টাকা!

বরগুনা প্রতিনিধি: দুষ্প্রাপ্য একটি ভোল মাছ বিক্রি হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৫০০ টাকায়। বরগুনার পাথরঘাটায় ২২ কেজি ওজনের ওই মাছটি বিক্রি হয়েছে। এতে কেজিপ্রতি মাছটির দাম পড়েছে ১১ হাজার ২৫০ টাকা।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সুন্দরবন এলাকার এক জেলের জালে ভোল মাছটি ধরা পড়ে। শনিবার সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাছটি আনা হয়। এরপর সগির মিয়ার আড়ত থেকে মাছটি কেনেন ইউসুফ মিয়া নামে এক পাইকারি মাছ ব্যবসায়ী।

আড়তদার সগির হোসেন জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার সুকুমার বহাদ্দার নামের এক জেলে তার আড়তে মাছটি নিয়ে আসেন। এ সময় তিনি মাছটির দাম হাঁকেন সাড়ে চার লাখ টাকা। সকাল ১০টায় প্রকাশ্য নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। নিলামে অংশগ্রহণকারী ১৩ জনের মধ্যে ইউসুফ মিয়া নামে এক পাইকার ২২ কেজির ভোল মাছটি দুই লাখ ৪৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। সে হিসাবে প্রতি কেজি মাছের দাম পড়ে ১১ হাজার ২৫০ টাকা।

ইউসুফ মিয়া বলেন, আন্তর্জাতিক বাজারে ভোল মাছের ব্যাপক চাহিদা থাকায় মাছটি কিনেছি। মাছটিতে আমার ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ হবে।




সিনেমায় অভিষেক করছেন আমিরপুত্র জুনাইদ

বলিউডে পা রাখতে চলেছেন আরও এক তারকা সন্তান, আমির খানের ছেলে জুনাইদ খান। বাবা যখন বলিউড সুপারস্টার, তখন ছেলের অভিষেকও যে বড়সড় আকারেই হবে, এমন ধারণা করছে সবাই।

যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিষেক করবেন জুনাইদ। গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি। বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন।

বড় পর্দায় আসার আগে গত তিন বছর ধরে থিয়েটার করেছেন জুনাইদ, নিজেকে তৈরি করেছেন পর্দার জন্য। মিস্টার পারফেকশনিস্টের ছেলে প্রস্তুতিতে খামতি রাখছেন না। বড় পর্দায় তিনি কতটা সফল হবেন তা সময়ই বলে দেবে।




মধ্যরাত থেকে মতলবের মেঘনায় ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

শামসুজ্জামান ডলারঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২দিন মতলব উত্তর উপজেলার মেঘনায় ইলিশসহ সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এদিকে চাঁদপুরে ৫১ হাজার ১৯০জন জেলে তারা আজ মধ্যরাত থেকে বেকার হয়ে পড়বে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ জানান, মা ইলিশ রক্ষায় নদীর তীরবর্তী এলাকায় চেয়ারম্যান মেম্বারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয়ে আন্তরিক সহযোগিতা করবেন। আর জেলেদের প্রতি আহ্বান, এই নিষেধাজ্ঞার সময় মা ইলিশ রক্ষা করলে জেলেরাই বেশি নদীতে ইলিশ মাছ ধরতে পারবে। এই মাছ জেলেদেরই সম্পদ।

চাঁদপুরের জেলার মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১শ কিলোমিটার এর মধ্যে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার নদী এলাকায় নিষেধাজ্ঞার সময়ে কোন জেলে নদীতে নামতে পারবে না। প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা প্রদান করা হবে।

জেলেদের বক্তব্য, নিষিদ্ধ সময়ে সরকারের পক্ষ থেকে চাল সহায়তা পায় তারা। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় জেলেদের দাবি এ সহযোগিতা যেন বাড়ানো হয়।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র, চাঁদপুরের ইলিশ গবেষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমান জানান, আমাদের দেশের জেলেদের যে ২২দিন নিষেধাজ্ঞার সময়ে ধার্য হয় এবং তারা সরকারের সেই আইন মেনে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকে কিন্তু পক্ষান্তরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে জেলেরা এসে কোনো নিয়ম-নীতি না মেনে আইন অমান্য করে এই নিষেধাজ্ঞার সময়ে আমাদের দেশের জলসীমায় এসে মাছ ধরে নিয়ে যায়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, চাঁদপুরে ৫১ হাজার ১৯০জন জেলে আছে। এসব জেলেদের জন্য সরকার ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। এ পর্যন্ত চাঁদপুরে ৫০ হাজার জেলের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ এসেছে। বাকীদের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম জানান, আমার উপজেলায় ৮ হাজার ৮৯৪ জন জেলে রয়েছে। সরকারিভাবে সকল সহযোগিতাই তাদের করা হবে কিন্তু নিষিদ্ধ সময়ে কাউকে নদীতে নামতে দেয়া হবে না। এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।




নব নির্বাচিত মেয়র জুয়েলকে আকাশ কুমার ভৌমিক শুভেচ্ছা

চাঁদপুর পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডঃ জিল্লুর রহমান জুয়েল।

নব-নির্বাচিত মেয়র অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান জুয়েলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান, কাউন্সিলর ৫৯ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সভাপতি- ধনাগোদা স্কুল এন্ড কলেজ, মতলব উত্তর, চাঁদপুর, ঢাকার জাতীয় শ্রী শ্রী শনি মন্দির কমিটি, শ্মসান কমিটি, যুগ্ম সম্পাদক কদমতলী থানা আওয়ামীলীগ নেতা ঢাকা গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।

১০ অক্টোবর অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভা নির্বাচনে নানা জল্পনা-কল্পনা আর প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে বিজয়ী হয়েছেন আধুনিক আর নান্দনিক চাঁদপুরের রুপকার এডঃ জিল্লুর রহমান জুয়েল।

কাউন্সিলর  আকাশ কুমার ভৌমিক শুভেচ্ছা বার্তায় বলেন, নৌকা উন্নয়ন আর অগ্রযাত্রার প্রতীক। তাই আগামী দিনের নান্দনিক চাঁদপুর গড়ে তুলতে এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আপনার হাত ধরেই চাঁদপুর বাসী নান্দনিক আর পর্যটন নির্ভর চাঁদপুর উপহার পাবে।

এছাড়াও পৌর নির্বাচনে কাজ করা সকল নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে নব-নির্বাচিত পৌর পিতা এডঃ জিল্লুর রহমান জুয়েলকে মতলব উত্তর বাসীর ও ঢাকা ৪ আসন সমস্ত জনগণ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।




মোহাম্মদ নাসিম ছিলেন ত্যাগী ও দেশ প্রেমিক নেতা: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মোহাম্মদ নাসিম ছিলেন একজন ত্যাগী ও দেশ প্রেমিক নেতা। তার মৃত্যুতে দেশ একজন ত্যাগী, যোগ্য ও দেশপ্রেমিক নেতাকে হারিয়েছে। জাতীয় চার নেতার অন্যতম ছিলেন তাঁর পিতা ক্যাপ্টেন মনসুর আলী।

যিনি আমৃত্যু বঙ্গবন্ধুর পাশে ছায়ার মতো ছিলেন। তেমনিভাবে মোহাম্মদ নাসিমও আওয়ামী লীগের দুঃসময়ে শেখ হাসিনার পাশে সার্বক্ষণিক ছায়ার মতো ছিলেন। আওয়ামী লীগের দুঃসময়ে, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন একজন ত্যাগী নেতা। তার কর্মকাণ্ড, তার জীবন আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী সবসময়ই স্মরণ করবে। তার কর্মকাণ্ড অনুকরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে স্বরণ সভা’য় তিনি এসব কথা বলেন।

এসময় দেশের কয়েকটি জায়গায় ঘটে যাওয়া ধর্ষণ সম্পর্কে মন্ত্রী বলেন, এমন কর্মকাণ্ড কোনভাবেই বরদাস্ত করা হবে না। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে এবং প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাবে। ইতোমধ্যেই ঘটে যাওয়া প্রতিটি জায়গায় অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং যারা ধরা পড়েনি তাদেরও অচিরেই গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, ২০০১সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে ধর্ষণ, হত্যা, লুটতরাজ একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। তখন অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে ছিল।

কারও বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। কিন্তু শেখ হাসিনা সরকার এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে কখনো প্রশ্রয় দেবে না। ইতোমধ্যেই বেশিরভাগ অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে, বিচারের কাঠগড়ায় তোলা হয়েছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের মধ্যে অনেক হাইব্রিড নেতা কর্মী অনুপ্রবেশ করেছে। যারা ষড়যন্ত্রমূলক কর্মকান্ড পরিচালনা করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এখন সময় হয়েছে এগুলো খুঁজে বের করার।

তিনি ধর্ষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। খাদ্যমন্ত্রী বলেন, নারীদের সম্মান দেওয়ার বিষয়ে আরো সতর্ক হতে হবে। তিনি এ ব্যাপারে পরামর্শ দিয়ে বলেন, প্রতিটি পিতা মাতাই যেন পরিবার থেকেই তাদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করেন এবং তার সন্তান যেন নারীদের যথাযথ মর্যাদা দেয়। সন্তান বাহিরে কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে এসব ব্যাপারেও যেন তারা খোঁজ খবর রাখেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কি পেলাম, কি পেলাম না, সেসব হিসাব না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ধর্ষণের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং তিনি মোহাম্মদ নাসিমকে একজন ত্যাগী ও দেশ প্রেমিক নেতা হিসেবে উল্লেখ করেন।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ নুরুল আমিন রুহুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এমএ করিম, শেখ ইকবাল খোকন, মিনহাজ উদ্দিন মিন্টু, ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।




অনলাইন ক্লাসের জন্য ডাটা পেলেন শাবির ২০ ভাগ শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধিঃ করোনায় চলমান অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য প্রণোদনা হিসেবে দ্বিতীয়বারের মতো একমাস মেয়াদি ১৫ জিবি করে ডাটা প্যাকেজ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই হাজার ২৪৩ জন শিক্ষার্থী। যা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ২০ ভাগ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা মহামারির প্রথমদিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু হয়েছে। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ইন্টারনেট ডাটা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে এ সেমিস্টার সম্পন্ন করতে পারব।

এর আগে গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ডাটা প্যাকেজ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে চলমান অনলাইন ক্লাসে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের ডিভাইস ক্রয়, ডাটা প্যাকেজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।

এরই প্রেক্ষিতে প্রতি ব্যাচ থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে এ সুবিধা প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শর্তসাপেক্ষে নিজ নামে রেজিস্ট্রেশনকৃত গ্রামীণফোন ব্যবহারকারী শিক্ষার্থীরা এ সুবিধার আওতাভুক্ত রয়েছেন।




যুগোপযোগী কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব ধরনের উন্নয়নে কাজ করছে।কারিগরি শিক্ষা নিশ্চিত না হলে চলমান উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে প্রতিনিধি সম্মেলন-২০২০ এর সমাপনী অধিবেশনে জুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, আমরা মুজিববর্ষ পালন করতে যাচ্ছিলাম, সীমিত আকারে করছিলাম কিন্তু করোনা ভাইরাস এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। সারাবিশ্বকে থমকে দিয়েছে। আমাদের উন্নয়নের ধারা বা একে অপরের সঙ্গে যে সহযোগিতা সব কিছু যেন পথ হারিয়ে ফেলছিল শুধুমাত্র করোনার কারণে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছিল, কিন্তু সে গতিও থমকে গেছে করোনার কারণে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি (প্রধানমন্ত্রীর) বিশ্বাস করেন কারিগরি শিক্ষার বিস্তার না ঘটলেই আমাদের উন্নয়ন মুখ থুবড়ে পড়ে যাবে। আমরা যত কিছুই করি আমাদের যদি কারিগরি শিক্ষা না থাকে, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবো না।

দেশে করোনা ভাইরাস সংক্রমণের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা বিশ্বের সঙ্গে দেশে যখন সংক্রমিত হওয়া শুরু হলো তখন আমরা অনেক কিছুই চিন্তা করেছি। তখন ভেবেছিলাম আমরা বোধহয় থেমে গেলাম। আমরা বোধ হয় পথ হারিয়ে ফেলবো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেমে নেই। বাংলাদেশ সমানতালে এগিয়ে যাচ্ছে। করোনার মধ্যে মার্চের লকডাউনের পর থেকেও আমাদের জিডিপি গ্রোথ বাড়ছে। এটাই প্রমাণ করে আমাদের কোনো কিছুতেই বাধার সৃষ্টি হয়নি। আমাদের যে লোকবল ও সম্পদ রয়েছে তা সু-ব্যবহার করে আমরা এগিয়ে যাচ্ছি।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অধিবেশনে আরও বক্তব্য রাখেন আইডিইবি নির্বাহী কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদ শামসুর রহমান প্রমুখ।




সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  গত ৬ আগস্টের পর থেকে চলতি বছরের সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন সব ছুটি বাতিল করা হলো।




বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতিতে জড়িত : এমপি মাশরাফি

 

বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। আজ রোববার বেলা ১১টায় নড়াইলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন তিনি।

‘প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান আমাদের অঙ্গীকার’ স্লোগানে ‘ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’ শিরোনামে প্রশ্নোত্তর পর্বটি আয়োজন করা হয়। এতে সমাজ উন্নয়ন, দুর্নীতিসহ একে একে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমপি মাশরাফি বিন মর্তুজা।

নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম ঘোষ, জেলা আওয়ামী লীগের বিগত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ অর্ধশতাধিক ব্যক্তি এমপি মাশরাফির কাছে বিভিন্ন প্রশ্ন করেন। তাদের প্রশ্নের উত্তর দেন মাশরাফি।

পাশাপাশি জেলার ৪০টি শ্রেণিপেশার মানুষ ছিলেন অনুষ্ঠানের প্রশ্নকর্তা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠানের কার্যক্রম। অনুষ্ঠানে সহযোগিতা করে নড়াইল জেলা ছাত্রলীগ।

জনতার বিভিন্ন প্রশ্নের জবাবে এমপি মাশরাফি বলেন, বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত। সমাজের তৃণমূল পর্যায়ে যারা নিরলসভাবে কাজ করে চলছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। আপনাদের স্যালুট জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার- সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলায় গড়ে তুলতে নিরলস কাজ করে চলছেন। আসুন আমরা দুই হাত বাড়িয়ে তার উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই।

এর আগে নড়াইল প্রেস ক্লাবে ২৭ জন গণমাধ্যমকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এমপি মাশরাফি। নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন।




করোনার প্রাণ গেল শিল্পপতি হাসান জামিলের

বিশিষ্ট শিল্পপতি ও কুমিল্লার দাউদকান্দির কৃতী সন্তান হাসান জামিল সাত্তার (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও এক ভাইসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন হাসান জামিল সাত্তারের ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ।

নাঈম ইউসুফ জানান, তার চাচা হাসান জামিল সাত্তার কিডনিসহ নানা শারীরিক সমস্যায় অসুস্থ ছিলেন। এছাড়া তিন দিন আগে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

আগামীকাল শুক্রবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ইসলামসংলগ্ন পারিবারিক কবরস্থানে হাসান জামিল সাত্তারকে সমাহিত করা হবে।