ঢাবি আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় অমর একুশে হল ও শামসুন নাহার হল চ্যাম্পিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৬তম আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা আজ ২৬
সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র বিভাগে অমর একুশে হল এবং ছাত্রী বিভাগে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন
হয়েছে। ছাত্র বিভাগে বিজয় একাত্তর হল রানার-আপ হয়েছে। ছাত্রী বিভাগে
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও রোকেয়া হল যুগ্মভাবে রানার-আপ
হয়েছে। এছাড়া অমর একুশে হলের মো. সাইফুল ইসলাম রাসেল এবং শামসুন
নাহার হলের সাদিয়া ইসলাম মোনা সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে এই প্রতিযোগিতার
আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে প্রো-ভাইস চ্যান্সেলর
(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের
উপদেষ্টা অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুন, অধ্যাপক ড. জেড এম পারভেজ
সাজ্জাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি ড.
মোহাম্মাদ হুমায়ুন কবির এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত)
মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাবি আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় ৯টি হলের ছাত্র ও
ছাত্রীদের অংশগ্রহনে মোট ১৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে
প্রথম. দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে মেডেল প্রদান করা হয়েছে।




ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন চেয়ারপারসন তামারা আবেদ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নতুন
চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বোর্ডের সদস্য ও
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা
হাসান আবেদ।
২২-০৯-১৯ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৫ জুলাই
থেকে তার এই নিয়োগ কার্যকরের কথা জানানো হয়।
২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টির
চেয়ারপারসন পদে ছিলেন তার বাবা স্যার ফজলে হাসান
আবেদ।
তামারা আবেদ ২০১১ সালের জানুয়ারিতে বোর্ডের সদস্য
এবং মার্চ মাসে সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন।
২০১৬ সালের ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বোর্ডের
আর্থিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন পদেও আছেন
তিনি।
নতুন পদে আসার প্রতিক্রিয়ায় তামারা আবেদ বলেন,
“ট্রাস্টিবৃন্দ, উপাচার্য, প্রশাসন এবং বর্তমান ও
প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সমর্থন
যোগানো এবং অসাধারণ এই বিশ্ববিদ্যালয়টির

উন্নয়নে কাজ করা- এটি আমার জন্য একটি বিশেষ
সুযোগ।”

তিনি বলেন, “ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মৌলিক উদ্দেশ্য হলো
একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্ঞান ও শিক্ষার উন্নয়ন
এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা। সেই উদ্দেশ্য অর্জনে
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড অঙ্গীকারাবদ্ধ।”
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিদায়ী চেয়ারপারসন ফজলে হাসান
আবেদকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ”ব্র্যাক
বিশ্ববিদ্যালয় আমার একটি গর্বের জায়গা। এর কৃতিত্ব
শিক্ষার্থী এবং শিক্ষকদের। আজ এই ৮৩ বছর বয়সে আমি
মনে করি নতুন নেতৃত্বের হাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের
দায়িত্ব তুলে দিয়ে আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে।”
ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দশকের
কর্মজীবনে তামারা আবেদের বিনিয়োগ ব্যাংকিং,
বাণিজ্য এবং সামাজিক ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে
অভিজ্ঞতা রয়েছে।

ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে
আড়ং, ব্র্যাক ডেইরি এবং ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো
এন্টারপ্রাইজসহ ১৩টি উদ্যোগের প্রধান তিনি। ২০০৮

থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্র্যাক ব্যাংকের পরিচালনা
পর্ষদের সদস্য ছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফাইনান্স
বিষয়ে এমবিএ করা তামারা আবেদ শিক্ষাক্ষেত্রে সাফল্যের
জন্য বেটা গামা সিগমা সোসাইটি কর্তৃক
সম্মানিত হয়েছেন। এর আগে তিনি অর্থনীতিতে
স্নাতক পাস করেন লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে।
২০১০ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ‘ইয়াং
গ্লোবাল লিডার’ হিসেবে স্বীকৃতি পাওয়া তামারা
আবেদ এশিয়া সোসাইটি থেকে পেয়েছেন ‘এশিয়া
২১ ইয়াং লিডার’-এর সম্মাননা।
২০১৪ সালে ওয়ার্ল্ড উইমেন লিডারশিপ কংগ্রেসের
‘আউটস্ট্যান্ডিং উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পান
তিনি।




নবীন কর্মকর্তাদের মাঠ পরিদর্শনের তাগিদ মাসিক এডিপি সভায় কৃষি মন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন; যার যে দায়িত্ব তা সঠিক ভাবে
পালন করতে হবে। প্রকল্পের অগ্রগতি,মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পর্কে
তদারকি ও জানার জন্য মন্ত্রণালয়সহ সকল সংস্থা থেকে নবীন কর্মকর্তাদের
বেশী বেশী মাঠ পরিদর্শনে পাঠাতে হবে। কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো
আধুনিকায়ন উদ্যোগ গ্রহণ ও প্রশিক্ষণের মান বৃদ্ধির নির্দেশ দেন।
প্রকল্পের বাস্তব অবস্থা এবং এর প্রকৃত ফলাফল প্রতি মাসের সভায় উপস্থাপন
করতে হবে।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষি সচিব মো: নাসিরুজ্জামানের সঞ্চালনায় মাসিক
(সেপ্টেম্বর) এডিপি সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, তৈল বীজ আবাদ বৃদ্ধির জন্য চরাঞ্চলে বাদাম ও সয়াবিনের
আবাদ বৃদ্ধি করতে হবে। বাদাম থেকে ৪০ থেকে ৪৫ শতাংশ তেল পাওয়া যায়।
সয়াবিন আমাদের দেশে প্লোট্রি শিল্পে ব্যাপক চাহিদা রয়েছে এর উৎপাদন
বৃদ্ধি করলে আমদানি হ্রাস পাবে। গবেষণা প্রতিষ্ঠানের ল্যাবগুলো
অ্যাক্রিডিটেড করার উদ্যোগ গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
কার্যক্রম গতিশীল করতে মন্ত্রণালয়ের সহযোগিতা সবসময় থাকবে বলে জানান
তিনি।

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরে ৬৫ টি প্রকল্পের অনকুলে ১
হাজার ৭ শত ৩৯ দশমিক ২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সকল সংস্থার বৃহৎ
বরাদ্দ প্রাপ্ত ২৬ টি প্রকল্পের অনুকুলে ১হাজার ৪শ ৫১দশমিক ৪৯ কোটি টাকা
বরাদ্দ রাখা হয়েছে,যা মোট এডিপি রবাদ্দের ৮৩ শতাংশ।

২০১৯-২০ অর্থবছরে এডিপিভুক্ত প্রকল্পসমুহের অনুকুলে মোট ৭শ ০৭ টি দরপত্র
আহবানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বর /২০১৯ পর্যন্ত ২শ
২৮ টি দরপত্র আহবান করা হয়েছে, এবং ৪৫ টি দরপত্রের কার্যাদেশ প্রদান করা
হয়েছে। ধানের আদ্রতা পরিমাপের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ২হাজার
৭শ ১৫টি ময়েশ্চার মিটার সরবরাহের পদক্ষেপের মধ্যে ৯শ টি ময়েশ্চার মিটার
বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর অপপৎবফরঃবফ খধন স্থাপনের কাজ চলমান
রয়েছে। ডিসেম্বরের মধ্যে এই ল্যাব থেকে সেবা প্রদান সম্ভব হবে বলে জানান
প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এছাড়া গোপালগঞ্জ জেলায় কৃষি
গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহনের জন্য ভুমি মন্ত্রণালয়ের
সহায়তার প্রয়োজনের কথা উল্লেখ করা হয়।
কৃষি সচিব বলেন; কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান,
এগুলোর জন্য অনেক কাজ করতে হবে। প্রকল্প পরিচালককে প্রকল্পটি সংশোধন করে
পেশ করার নির্দেশ দেন তিনি। সকল প্রতিষ্ঠানকে আধুনিকায়নেরও তাগিদ দেন।
বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কাজু
বাদামের আবাদ দ্রুত সম্প্রসারণের জন্য নির্দেশ দেন। প্রকল্প পরিচালক
জানায় আগামী এক সপ্তাহের মধ্যে কার্যক্রম সম্পন্ন করা হবে জানান।
সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ এবং মন্ত্রণালয়ের
ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সভাপতি মাননীয় কৃষিমন্ত্রী
সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।




চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমি মনে করি এটা অত্যান্ত পজিটিভ (ইতিবাচক)। এই অভিযানের মাধ্যমে উনার (প্রধানমন্ত্রী) দুর্নীতির বিরুদ্ধে যে শক্তিশালী অবস্থান, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার সকালে সাভারের মিলিটারি ফার্মে অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুর্নীতিসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দেশে অপরাধের সংখ্যা কমে আসবে বলেও মন্তব্য করেন সেনা প্রধান।




এবার শিক্ষার্থীদের বাবা-মা তুলে গালাগাল দিলেন বশেমুরবিপ্রবি ভিসি!

বাবা-মা তুলে শিক্ষার্থীদের ‘জানোয়ার’ বলে গালাগাল করে নতুন করে আলোচনায় এসেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন।

সম্প্রতি শিক্ষার্থীদের গালাগাল ও তাদের বাবা-মা নিয়ে অরুচিপূর্ণ মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত ৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে স্ট্যাটাস ও কমেন্ট করায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃতরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরে বহিষ্কৃত শিক্ষার্থীদের পক্ষে ক্ষমা চাইতে তাদের সহপাঠীরা গিয়েছিলেন উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের অফিসে। তখন ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তাদের ‘জানোয়ার’ বলে গালি দেন উপাচার্য।

অডিও ক্লিপে উপাচার্যকে বলতে শোনা যায়, ‘এই জানোয়ার তোর বাপ বিশ্ববিদ্যালয় চালায়? জানোয়ারের দল। লাথি দিয়া বের করে দিতে ইচ্ছে করে। তোর বাপেরে চালাইতে ক। দেখি কি চালায় তোর আব্বা। তোরা জানোয়ারের দল। কোনডারে ছাড়ব না। একটার চেয়ে আরেকটা বেশি। তোরা চালা তাইলে বিশ্ববিদ্যালয়।’

আরেকটি অডিওতেও ভিসিকে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের বাবা-মা উভয়কে নিয়ে নানা কথা বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ডিপার্টমেন্টের সবাই গিয়েছিলাম ছয়জনের জন্য সুপারিশ করতে। কিন্তু ভিসি শুধু ওদের ছয়জনকেই না পুরো ডিপার্টমেন্টের সবাইকেই ধুয়ে দিছেন।

এ সময় ভিসি সবাইকে ‘জানোয়ারের বাচ্চারা, ক্লাসরুম দিয়ে তোদের শ্রাদ্ধ দেব, তোদের মতো কুলাঙ্গার জন্ম দিয়ে তোদের বাপ মহা অন্যায় করছে, তোর কোন বাপরে আনবি নিয়ে আয়, তিন দিনের বাচ্চুর নেতা হইতে আইছিস’ বলে গালাগাল করেন।

শেষে তিনি (ভিসি) বলেন, ‘বের হয়ে যা আমার চোক্ষের সামনে থেকে জানোয়ারের বাচ্চারা।’

শুধু তাই নয়, সবার অভিভাবককে ডেকে এনে তাদের সামনেও ভিসি একইভাবে বকাবকি করেন বলে জানান ওই শিক্ষার্থী।

ওই শিক্ষার্থী আরও জানান, পরে তিনজনের বহিষ্কার উঠালেও বাকি তিনজনেরটা এখনও উঠানো হয়নি।

তিনি জানান, ভিসির কথাগুলো এখনও ভুলিনি। কথাগুলো শোনার পর নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাবতেই ঘৃণা হচ্ছিল তখন। এমন একজন অসামাজিক আবাল একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কীভাবে হয় তা আমার বোধগম্য হয় না।

তবে শিক্ষার্থীদের গালি দেয়ার বিষয়টি অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘এসব সরকারবিরোধীদের ষড়যন্ত্র, যা অভিযোগ উঠেছে, তার ভিত্তি নেই।’

উল্লেখ্য, বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ নিয়ন তাদের বিভাগের ১০৩নং ক্লাসরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে ফেসবুকে লেখালেখি করে। এ লেখালেখিতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে, যা শৃঙ্খলা পরিপন্থী ও গর্হিত কাজ।

অথচ বহিষ্কৃত শিক্ষার্থীরা কিছু দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি রোবটিক্স প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছিলেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয়েছে ক্যাম্পাস। হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে শিক্ষার্থীদের।

৩ অক্টোবর পর্যন্ত বন্ধের ঘোষণাটি গতকাল শনিবার সকাল ৯টায় জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ১ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিলে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। সিদ্ধান্ত না মেনে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় ২০ শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্যের পালিত বহিরাগত লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। তাদের ক্যাম্পাসের ভেতরে ঘেরাও করে রাখা হয়েছে।

গত কয়েক দিনের অচলাবস্থা কাটাতে প্রধামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ ঘটনার প্রতিবাদে পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর হুমায়ুন কবির। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা, তাদের চোখের পানি সহ্য হচ্ছে না। আমি এ ঘটনার নিন্দা জানাই। একই সঙ্গে সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করছি।




‘ড. কালাম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ নিলেন শেখ হাসিনা পারস্পরিক আস্থা, প্রত্যয় ও শুভকামনার ওপর ভিত্তি করে বাংলাদেশ-ভারত সম্পর্ক গত এক দশকে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ১৬-০৯-১৯ সোমবার বিকালে নিজের কার্যালয়ে এক
অনুষ্ঠানের ভারতের ‘ড. কালাম স্মৃতি
আন্তর্জাতিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ নেওয়ার
পর বক্তব্য দিচ্ছিলেন তিনি।
সম্মানজনক পুরস্কারটি প্রধানমন্ত্রী দেশবাসীকে
উৎসর্গ করেন।

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালামের
স্মৃতি স্মরণে ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল

নামের সংগঠন ২০১৫ সালে এই পুরস্কার প্রবর্তন
করে।
এর আগে মালদ্বীপ, ঘানা ও মরিশাসের রাষ্ট্রপতি এই
পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছেন ড. কালাম
স্মৃতি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ট্রাস্টি
সাইজু ডেভিড আলফি।
বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক সুসম্পর্ক
স্থাপন, দেশের জনকল্যাণে নিজেকে নিবেদিত করা,
বিশেষত নারী ও শিশুদের এক্ষেত্রে প্রাধান্য দেওয়া এবং
আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায় অবদানের
স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ
বছর পুরস্কার দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী কার্যালয়
জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
“পারস্পরিক আস্থা, প্রত্যয় ও শুভ কামনার ওপর ভিত্তি করে
বাংলাদেশ-ভারত সম্পর্ক গত এক দশকে এক নতুন
উচ্চতায় পৌঁছেছে। আমরা লক্ষ্য করেছি দ্বিপাক্ষিক
সহযোগিতার বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত ক্ষেত্রে
অভূতপূর্ব অগ্রগতিও সাধিত হয়েছে। আমি মনে
করি বিশ্ববাসীর কাছে এটাও একটা দৃষ্টান্ত
স্থাপন করতেও আমরা সক্ষম হয়েছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রতিবেশী দেশের
সাথে সমস্যা থাকবেই। কিন্তু প্রতিবেশী দেশের
সাথে সর্বক্ষেত্রে একটা সহযোগিতামূলক
মনোভাব থাকলে সে সমস্ত দেশে উন্নয়ন করা
অনেক সহজ হয়। সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার
মাধ্যমে সমাধান করার পাশাপাশি সেই সমস্ত
বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি, কারণ
আমাদের সব সময় চিন্তা করতে হবে জনগণের কথা।
শুধু আমাদের দেশের জনগণ না, প্রতিবেশী রাষ্ট্রের
জনগণ যাতে সুফলটা পেতে পারে, সেদিকে লক্ষ্য
রেখেই কিন্তু আমরা আমাদের পদক্ষেপ নিই।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করেন
প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে নেওয়া সরকারের
বিভিন্ন পদক্ষেপের কথা তুলে তিনি বলেন,
বাংলাদেশকে ঘিরে একটা সুদূরপ্রসারী পরিকল্পনা
আমরা হাতে নিয়েছি, যেন প্রজন্মের পর প্রজন্ম
একটা সুন্দর জীবন পেতে পারে। সেভাবে আমরা
আমাদের কাজগুলো করে যাচ্ছি। আমাদের উন্নতির
ধারাটা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেই
আমরা কাজ করে যাচ্ছি।
পুরস্কার উৎসর্গ

ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের কৃতজ্ঞতা
প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এই পুরষ্কার
আমাকে দিয়েছেন। কিন্তু আমি মনে করি,
বাংলাদেশের মানুষকে সম্মানিত করেছেন। আমি
মনে করি, জনগণই হচ্ছে মূল শক্তি। সেই জনগণের
প্রতি আমার সকল প্রাপ্ত পুরষ্কার উৎসর্গ করেই
আমি এই পুরস্কার গ্রহণ করছি।
এই পুরস্কার আমাকে এবং আমার সরকারকে আগামী
দিনগুলোতে প্রাকৃতিক বাস্তুতন্ত্র বা
ইকোসিস্টেম সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করে জনগণের
বৃহত্তর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনে উৎসাহ
জোগাবে।
তিনি বলেন, ড. এ পি জে আব্দুল কালামের আদর্শ ও
শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রবর্তিত ড. কালাম
স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স পুরস্কার গ্রহণ করতে
পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ
করছি। তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী একজন
বিজ্ঞানী এবং ভারতের স্বনামধন্য রাষ্ট্রপতি যাঁকে
আমি সব সময়ই সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখি।
আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

অনুষ্ঠানে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল
মোমেন, ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান
উপদেষ্টা টি পি শ্রীনিবাসন ও চেয়ারপারসন দীনা
দাস প্রমুখ উপথিত ছিলেন।




অবশেষে ছাত্রলীগের পদ হারালেন শোভন-রাব্বানী

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারালেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত হিসেবে সংগঠনের ১ নম্বর সহ-সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ ও ১২ মে ছাত্রলীগের সম্মেলন হয়। ৩১ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ছাত্রলীগের কমিটি করা হয়।

কেন্দ্রীয় কমিটির মেয়াদ ১ বছর না পেরোতেই তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও ছাত্রলীগের বর্তমান কমিটির বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের কথা ওঠে আসে।

এর মধ্যে স্বেচ্ছাচারিতা, অদক্ষতা ও অদূরদর্শিতা, নেতাকর্মীদের প্রত্যাশিত মূল্যায়ন না করা অন্যতম। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপেক্ষা, ফোন রিসিভ না করার অভিযোগও আছে।

এর বাইরে রাতজাগা ও দেরিতে ঘুম থেকে ওঠা, কর্মসূচিতে বিলম্বে যাওয়া, প্রধান অতিথিদের বসিয়ে রাখা, জেলা সম্মেলন করতে না পারা, বিতর্কিতদের দিয়ে কমিটি গঠনের বিষয়ও এ তালিকায় রয়েছে।

এসব দেখে এবং শুনে ক্ষুব্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ভেঙে দিতে বলেন। সেদিন দলের মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, শেখ হাসিনা ভীষণ ক্ষুব্ধ ছাত্রলীগের বর্তমান শীর্ষ নেতাদের ওপর। ‘আমি ছাত্রলীগের এমন নেতা চাই না, যাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ পর্যন্ত উঠেছে’- এমন ক্ষুব্ধ মনোভাবও সেদিন প্রকাশ করেন দলীয় সভাপতি।




এমটিসি গ্লোবাল একাডেমিক লিডারশীপ অ্যাওয়ার্ড – ২০১৯ পেলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান।

বিশ্ববিদ্যালয় পরিক্রমা: নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নর্দান
ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা -এর উপাচার্য প্রফেসর
ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বাংলাদেশের উচ্চ শিক্ষা খাতের উন্নয়নে বিশেষ
অবদান এবং আইসিটি ও শিক্ষা খাতে নেতৃত্ব ও অঙ্গীকার বাস্তবায়নের জন্য ভারতের
এমটিসি গ্লোবাল আউটস্ট্যান্ডিং একাডেমিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০১৯
পেয়েছেন। ৭ সেপ্টেম্বর এমটিসি গ্লোবাল কর্তৃপক্ষ ভারতের ব্যাঙ্গালোরে
অনুষ্ঠিত ৯ম ওয়ার্ল্ড এডু সামিট ও বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই
অ্যাওয়ার্ড প্রদান করে।
এমটিসি হলো ভারতের আন্তর্জাতিক শিক্ষা গবেষণাকারী একটি প্রতিষ্ঠান যা
বিশ্বের ৩০টি দেশে ৩১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে। ইউনাইটেড
নেশনস কর্তৃক স্বীকৃত স্বনামধন্য এই একাডেমিক প্রতিষ্ঠানটি ভারতের
ব্যাঙ্গালোরে অবস্থিত। এমটিসি গ্লোবাল ২০১০ সাল থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ
অবদানের জন্য আন্তর্জাতিক এ অ্যাওয়ার্ড প্রদান করছে। এমটিসি গ্লোবাল
অ্যাওয়ার্ড-২০১৯ পাওয়ায় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো.
আব্দুল্লাহকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ –
এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ একই সময় ভারতের ব্যাঙ্গালোর শহরে
অনুষ্ঠিত ৯ম ওয়ার্ল্ড এডু সামিটে অংশগ্রহণ করেন। ‘উচ্চ শিক্ষার
আন্তর্জাতিকিকরণঃ প্রতিবন্ধকতা ও সুযোগ’ শীর্ষক এই আন্তর্জাতিক
সামিটের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন
করেন।
সামিটে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান করেন এমটিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও
প্রেসিডেন্ট প্রফেসর ভোলানাথ দত্ত, ধ্রুব কলেজ অব ম্যানেজমেন্ট হায়দারাবাদ –
এর চেয়ারম্যান ড. এস প্রতাপ রেডি, আমিতি বিশ্ববিদ্যালয় জয়পুর -এর পরিচালক

অধ্যাপক ড. ভিনিতা আগারওয়াল ও রমা বিশ্ববিদ্যালয় কানপুর ইউপি ভারত -এর
বাণিজ্য ও ব্যবস্থাপনা অনুষদের ডীন অধ্যাপক ড. আফতাব আলম প্রমুখ।




টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চলমান আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের একাদশ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়েছে টাইগার যুবারা। তিন ম্যাচের সবটিতেই জিতে বাংলাদেশের পয়েন্ট সর্বোচ্চ ৬, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি ফাইনালে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।

শ্রীলঙ্কায় বসা এবারের আসরে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে আকবর আলির দলটি।

অন্য গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে ভারত। আফগানিস্তান তিন ম্যাচের দুটিতে জিতে সেমি ফাইনাল নিশ্চিত করেছে। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান, কুয়েত, নেপাল আর সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের বিপক্ষে হারলেও সেমিতে উঠেছে শ্রীলঙ্কা। ১২ সেপ্টেম্বর প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা আর বাংলাদেশের মুখোমুখি হতে হবে আফগানিস্তানকে। আগামী ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে তোলে ২৭৩ রান। সেঞ্চুরির দেখা পান ওপেনার মাহমুদুল হাসান জয়, ব্যাক-টু-ব্যাক ফিফটির দেখা পান সহ-অধিনায়ক তৌহিদ হৃদয়। জবাবে, ৪৭.৪ ওভারে ২৩১ রান তুলে থামে লঙ্কানদের ইনিংস।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানের মাথায় বিদায় নেন ওপেনার তানজিদ হাসান (১৭)। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেন ১২৬ রানের দারুণ এক ইনিংস। তার ১৪০ বলে সাজানো ইনিংসে ছিল ১২টি চার আর দুটি ছক্কার মার। তিন নম্বরে নামা পারভেজ হোসেন ইমন ১০ রানে বিদায় নেন। তৌহিদ হৃদয় আগের ম্যাচের মতো এই ম্যাচেও রানের দেখা পেয়েছেন। ৭৫ বলে চারটি বাউন্ডারিতে ৫০ রান করেছেন যুবাদের সহ-অধিনায়ক।

শামিম হোসেন ২২, দলপতি আকবর আলি ১৪, শাহাদাত হোসেন ১২*, মৃত্যুঞ্জয় চৌধুরি ৪ আর রাকিবুল হাসান ৪* রান করেন। লঙ্কান বোলার দিলশান মাদুশানকা ১০ ওভারে ৫৪ রান দিয়ে পান তিনটি উইকেট। ৯ ওভারে ৩৯ রান খরচায় দুটি উইকেট পান আশিয়ান দানিয়েল।

২৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার পারানাভিথানা ১৭ আর কামিল মিশারা ৩৩ রান করেন। রাশান্থা ১৭, আহান ৩৩, দলপতি নিপুন পেরেরা ৩৬, থারিন্দু ২২ রান করেন। শেষ ব্যাটসম্যান হয়ে আউটের আগে রোহান সঞ্জায়া ৩৬ বলে চারটি চার আর দুটি ছক্কায় করেন ৪২ রান।

বাংলাদেশের রাকিবুল হাসান ১০ ওভারে ৪৯ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। ১০ ওভারে ৪৭ রান খরচায় দুটি উইকেট পান আশরাফুল ইসলাম। ১০ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পান শামিম হোসেন। শরিফুল ইসলাম ৯ ওভারে ৫০ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। ৮.৪ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট পান মৃত্যুঞ্জয়।




বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা মন্ত্রী-এমপিরাও পাচ্ছে শোকজ নোটিশ : ওবায়দুল কাদের

বিশ্ববিদ্যালয় পরিক্রমা: বাংলা‌দেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পঞ্চম উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে যারা বিদ্রোহ করেছে তাদেরকে আগামীকাল রোববার থেকে শোকজ করা হবে। তা‌দের বিষ‌য়ে দলীয় সিদ্ধান্তই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, শুধু বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে নয়, বিদ্রোহীদের মদদদাতা মন্ত্রী-এমপিদের বিরুদ্ধেও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। শ‌নিবার দুপু‌রে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পঞ্চম উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতার অভিযোগে ১৫০ জনের মতো বিদ্রোহী প্রার্থীর ও তাদের মদদদাতাকে শোকজ করা হবে। তা‌দের মধ্যে কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও থাকতে পারেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের শোকজ করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। আজকে সেটা বাস্তবায়নের প্রসেস কীভাবে দ্রুত করা যায়, সেটা আলোচনা করেছি। রোববার থেকে ১৫০ এর মতো প্রার্থীর বিরুদ্ধে শোকজ নোটিশ ইস্যু হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা মন্ত্রী-এমপিরাও শোকজ নোটিশ পাবেন। তবে অভিযুক্ত এসব মন্ত্রী-এমপির নাম প্রকাশ করতে চাননি কাদের।

তিনি বলেন,‘মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারেন। যাদের বিরুদ্ধে বিদ্রোহ ও মদদ দেয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ নোটিশ পাবেন।’

জাতীয় পার্টি আওয়ামী লীগের কোনো ‘শাখা সংগঠন’ নয় উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতীয় পার্টির সমস্যাটা নিজেদের। তাদের সমস্যা তারাই সমাধান করুক। এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আর জাতীয় পার্টি আওয়ামী লীগের কোনো ‘শাখা সংগঠন’ নয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।