নদী ভাঙ্গন রক্ষায় সরকার বদ্ধ পরিকর …পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম
শামসুজ্জামান ডলার,মতলব উত্তর(চাঁদপুর)ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে নদীর নব্যতা ও বেরীবাধ রক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। সেই পদক্ষেপ বাস্তবায়নের লক্ষে মতলব উত্তরের মেঘনা-ধনাগোধা নদী ও বেরীবাঁধ রক্ষায় পানি সম্পদ উপমন্ত্রীর মতলব সফর।
শনিবার ১৫ জুন সকালে থেকে বিকাল পর্যন্ত উপজেলার গালিমখা, বাংলা বাজার, নন্দলালপুর, এনায়েতনগর, গাজীপুর নদী ও পাম্প হাউস, চরমাছুয়া, আমিরাবাদ, জহিরাবাদ, এখলাছপুর, মোহনপুর, কালীপুর ও বেলতলি বেরীবাধ ও মেঘনা ধনাগোদা নদী পরিদর্শন করেন এবং কয়েকটি স্থানে পথসভা করেন।
বিকালে উপজোলার কালিপুরে জনসভায় যোগদান করেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, বর্তমান সরকার নদী রক্ষায় বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী তিনি জানেন দেশের সার্বিক উন্নয়ন করতে হলে বাংলাদেশের নদ-নদী ও এর তীরবর্তী মানুষকে রক্ষা করতে হবে। তাইতো সরকার একদিকে যেমন নদীর ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছে অন্যদিকে যে সকল নদী তার নাব্যতা হারিয়ে ফেলেছে সেকল নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমার বাড়িও মেঘনা এলাকায়। আমি জানি নদী তীরবর্তী মানুষ কিভাবে জীবন যাপন করে। তাদের কথা বিবেচনা করে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্বেই কিভাবে নদী ভাঙ্গন রোধ করা যায় সে লক্ষ্যে কাজ করছে। নদী ভাঙ্গন রোধে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়ার জন্য আমি বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করছি”।
মতলবটা আমার নিজের এলাকা মনে করে নদী ও বেরীবাধের সকল সমস্যা সমাধান করবো। আপনারা জেনে খুশি হবেন যে, ইতি মধ্যেই মেঘনা ধনাগোদা নদী ভাঙ্গন ও বেরীবাধ রক্ষায় ৫শ” কোটি টাকা বরাদ্দ হয়েছে। পথসভায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখন, চাদঁপুর-২ আসনের সাংসদ এ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রকল্প পরিচালক এস এম শফিকুল হকসহ অন্যান্য কর্মকর্তা, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন সুফল, নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার , সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আ.লীগ নেতা আলহাজ্ব নাছির উদ্দীন সরকার, গাজী মুক্তার, আক্তার হোসনে, মিজানুর রহমান, হারিছ মাহমুদ রিপন,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জানাল হোসেব নাহি,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ঈদের আগেই বেতন বোনাস পাচ্ছেন পাটকল শ্রমিকরা
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ঈদের আগেই বেতন বোনাস পাচ্ছেন পাটকল শ্রমিকরা । আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের জন্য দেশের ২৬টি পাটকলে প্রায় ১৬৯ কোটি টাকা প্রদান করেছে সরকার। এর মধ্যে ৪৪ কোটি ১০ লাখ ৭৫ হাজার টাকা খুলনা যশোর অঞ্চলের ৯টি পাটকলের জন্য দেয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে খুলনা ও যশোর অঞ্চলে ৯ পাটকলের স্ব-স্ব একাউন্টে পে-অর্ডার করেছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন। আজ বৃহস্পতিবার মিল কর্তৃপক্ষ শ্রমিকদের অ্যাকাউন্টে এ অর্থ জমা দেবে।
অন্যদিকে শ্রমিকদের বকেয়া মজুরি, উৎসব বোনাস প্রদান করা হলেও মিলের কর্মকর্তাদের ৫ মাসের বেতন ও উৎসব বোনাসের বিষয়ে বিজেএমসি কোনো আদেশ জারি করেনি। এতে কর্মকর্তা ও কর্মচারীরা হতাশ হয়ে বুধবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করেছেন। এ সময় ৯ মিলের কর্মকর্তরা খুলনা আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেনকে এক প্রকার অবরুদ্ধ করে রাখেন। বেতন ও বোনাস হাতে না পাওয়া পর্যন্ত তারা কলম বিরতি ও কর্ম বিরতির হুঁশিয়ারি প্রদান করেছেন।
বাংলাদেশ পাট শিল্প কর্মকর্তা সমিতির উদ্যোগে ৯ মিলের কর্মকর্তারা সকাল ৯টা থেকে কলম বিরতি শুরু করেন। পরে সমিতির সভাপতি নন্দন দাসের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সমিতির সাধারণ সম্পাদক কালাম মল্লিক, নাজমুল কবির, মো. কামাল হোসেন, দিপংকর কুন্ডু, মনজুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মানাজির রহমান, সঞ্জয় কুমার বিশ্বাস ও নাইমুর রহমান আশা। এ সময় তারা কর্মকর্তাদের বেতন বোনাসের দাবিতে আঞ্চলিক কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
বিজেএমসি সূত্র মোতাবেক, বাংলাদেশের ২৬ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের বকেয়া মজুরি ও ঈদ বোনাস প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ১৬৯ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে গত সোমবার দুপুরে এ বরাদ্দ ছাড় দেয়া হয়। এর মধ্যে খুলনা যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকলের জন্য ৪৪ কোটি ১০ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
বিজেএমসি কর্তৃপক্ষ গতকাল বুধবার বিকেলে খুলনা যশোর অঞ্চলের পাটকলের ব্যাংক অ্যাকাউন্টে পৃথক পৃথকভাবে পে-অর্ডার পাঠিয়েছে। এই অর্থের মধ্যে খালিশপুরের প্লাটিনামের ৯ কোটি ৮১ লাখ ৭৩ হাজার, ক্রিসেন্টের ১১ কোটি ৯১ হাজার, (আজ আরো তিন সপ্তাহের মজুরি আসার কথা রয়েছে), খালিশপুরের ১ কোটি ২৬ লাখ ৩৩ হাজার, দৌলতপুরের ৫৫ লাখ ৩০ হাজার, দিঘলিয়ার স্টার ৭ কোটি ৬১ লাখ ৭৭ হাজার, আটরা এলাকার আলীম ২ কোটি ৬৪ লাথ ৬০ হাজার, ইস্টার্ন ১ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ১ কোটি ৫৭ হাজার ও জেজেআই পাবে ৪ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকা। এই অর্থ শ্রমিকদের অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দিতে হবে বলেও শর্ত আরোপ করেছে অর্থ মন্ত্রণালয়।
নকল কসমেটিকসে সয়লাব চকবাজার, ৮৫ লাখ টাকা জরিমানা আদায়
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে ওঠেছে কসমেটিকসের সবচেয়ে বড় বাজারে। এখানকার প্রতিটি দোকানেই নামিদামি ব্রান্ডের মোড়কে বিক্রি হচ্ছে নকল ও নিম্নমানের ক্ষতিকর কসমেটিকস। র্যাবের ভ্রাম্যমাণ আদালত চকবাজারের কসমেটিকসের পাইকারি বাজারে হানা দিয়ে নকল ও মানহীন পণ্য তৈরি, সংরক্ষণ এবং বিক্রির দায়ে বিভিন্ন দোকান থেকে ৮৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
শনিবার (২৫ মে) দুপুর থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর চকবাজার এলাকায় এ ভেজালবিরোধী অভিযান শুরু করে র্যাব-১০।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক বাংলানিউজকে জানান, চকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল কসমেটিকস পণ্য পাওয়া গেছে। চকবাজারেই সেসব পণ্য তৈরি করে আসল পণ্যের মোড়ক বা লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিলো।
তিনি বলেন, নকল কসমেটিকস পণ্য তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে এখন পর্যন্ত মোট ৮৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫টি কসমেটিকসের দোকান ও ২টি গোডাউন সিলগালা করা হয়েছে। প্রায় ১০ কোটি টাকা বাজারমূল্যের নকল কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে।
প্রস্তুতি ম্যাচ হেরে যা বললেন কোহলি
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বকাপের ফেবারিট দল ভারত হেরে গেছে প্রথম প্রস্তুতি ম্যাচে। শুধু হার নয়, নিউজিল্যান্ডের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। শনিবার আগে ব্যাট করে ১৭৯ রানে অলআউট হয় ভারত। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ৫৪ রানের ইনিংসে একশ পার হয়েছে দলটির স্কোর। নিউজিল্যান্ড ম্যাচ জিতেছে ৬ উইকেটে।
তবে এভাবে ম্যাচ হারের মধ্যে ক্ষতির কিছু দেখছে না ভারত। প্রস্তুতি ম্যাচের হার নিয়ে তাই খুব বেশি মাথা ঘামাতে চায় না কোহলির দল। তারা বলছে, মূল আসরে আসল কাজটি ঠিক ঠিক করতে চায়। পাশাপাশি ৩৯ রানে ৪ উইকেট পরার পরও এই ম্যাচে লোয়ার অর্ডার যেভাবে ঘুরে দাড়িয়েছে সেটিকেই ইতিবাচক দিক হিসেবে টানছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচ শেষে কোহলি বলেন, আমাদের লোয়ার অর্ডারে যেভাবে দলকে এগিয়ে নিয়েছে সেটি সত্যিই দারুণ। হার্দিক পান্ডিয়া সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে(৩০)। এমএস ধোনী (১৭) চাপ কমানোর মতো ব্যাটিং করেছেন আবার রবীন্দ্র জাদেজা বেশ কিছু রান পেয়েছে। কাজেই এই দৃষ্টিকোন থেকে বললে, আমরা এই ম্যাচে অনেক কিছু পেয়েছি, যেমনটা চেয়েছিলাম। শেষের দিকের ব্যাটসম্যানরা রান পেয়েছে এটি সবচেয়ে ইতিবাচক দিক।
কোহলি বলেন, দ্বিতীয় ইনিংসে পিচ বোলাদের কোন সহায়তা করেনি।
ভাতের সর্বোচ্চ স্কোরার রবীন্দ্র জাদেজাও বলছেন, এই হার নিয়ে ভারত চিন্তা করছেন না। হারের কারণ হিসেবে তিনি বলেন, ‘ইংল্যান্ডের মাটিতে খেলা সব সময়ই কঠিন। ভারতে আমরা ফ্ল্যাট উইকেটে খেলি, যেখানে খুব বেশি বাউন্সারও হয় না। তেমন কন্ডিশন থেকে এসে ইংল্যান্ডে আগে ব্যাটিং করা কঠিন। তবে বিষয়টি নিয়ে কাজ করার অনেক সময় আছে আমাদের সামনে। এখানে চিন্তার কিছু দেখছি না।
পাকিস্তানের পরাজয়ে বাংলাদেশের উন্নতি
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আর মাত্র ৯ দিন। তারপরই শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে নিজেদের ভালো ভাবে প্রস্তুত করছে অংশগ্রহণকারী দল গুলো। প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। সফলতার সাথেই শেষে হয়েছে টাইগারদের প্রস্তুতির সিরিজ।
বাংলাদেশের মত পাকিস্তানও বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি সিরিজ খেলে। বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডের মাটিতেই তারা পাঁচ ম্যাচের সিরিজ খেলে। আর সিরিজে ৪-০তে লজ্জার হারা হারে পাকিস্তান। শুধু তাই নয় সবশেষ ১০ ম্যাচের ১০টিতেই পরাজিত হয় পাক ক্রিকেটাররা।
দলটি সব শেষ জয়ের দেখা পায় বছরের শুরু দিকে। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। যদিও প্রোটিয়াদের বিপক্ষে ওই সিরিজটি হেরেছিল তারা। এরপর অস্ট্রেলিয়া বিপক্ষেও সিরিজ হেরেছে। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে সরফরাজ আহমেদ নেতৃত্বাধীন দল। এই হারের ফলে বাংলাদেশের লাভই হলো; আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে পাকদের সঙ্গে রেটিং পয়েন্ট কমলো টাইগারদের!
রবিবার (১৯ মে) পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বোলারদের বিচক্ষণতার অভাবে আরও একটি পরাজয় দেখল পাকিস্তান। সরফরাজের দল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০তে হেরেছে। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ইংল্যান্ড সফরে দুর্দান্ত ব্যাটিং করে রানের পাহাড় গড়েও তিন ম্যাচে জয়ের দেখা পায়নি পাকিস্তান। শেষ ম্যাচ পাক বোলারদের তুলোধুনে করে ৯ উইকেটে ৩৫১ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। জবাবে ২৯৭ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
এই হারের ফলে আইসিসির রেটিং পয়েন্টে পাকিস্তান হারিয়েছে ১ পয়েন্ট। গতকাল পর্যন্ত তাদের পয়েন্ট ছিল ৯৫ কিন্তু সিরিজ হারায় নেমে এসেছে ৯৪তে! তবে উন্নতি ঘটেছে বাংলাদেশের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো শিরোপা জিতে বাংলাদেশ। যার ফলে ৩ পয়েন্ট পেয়ে ৮৬ পয়েন্ট থেকে এগিয়ে যায় ৮৯ পয়েন্টে (গতকালের রেটিং পয়েন্টের হিসাব)।
ইংলিশদের বিপক্ষে পাকরা হারায় তাদের অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে পয়েন্ট তালিকার সাতে থাকা টাইগাররা পেয়েছে পয়েন্ট। ৮৯ পয়েন্ট থেকে ৯০ পয়েন্টে পৌঁছেছে সাকিব-তামিমরা। অন্যদিকে, বাংলাদেশের পরেই থাকা উইন্ডিজরাও হারিয়েছে পয়েন্ট। ৭৯ পয়েন্ট থেকে ৭৭ এ নেমে গেল তারা!
আর সবার ওপরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১২৫! দ্বিতীয় স্থানে থাকা ভারতের (১২১) থেকে ৬ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা (১১৫)।
রাজধানীতে দুই প্রাইভেটকারের সংঘর্ষে একজন নিহত
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ফুলবিবি (৫৫) নামে এক নারী নিহত ও একই পরিবারের ছয়জন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাকিব শাকিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ফুলবিবিকে সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, তাঁদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। নিহত ফুলবিবির স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য তারা সপরিবারে সাতজন ঢাকায় আসেন। এরপর উবার প্রাইভেটকারে করে ধানমন্ডি একটি হাসপাতালে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন তারা।
এলিফ্যান্ট রোড বাটার সিগন্যাল মোড়ে ভাড়ায় চালিত যাত্রীবাহী উবার প্রাইভেটকারে অন্য একটি প্রাইভেটকার মাঝামাঝি বরাবর ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী প্রাইভেটকারটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
যে প্রাইভেটকারটি ধাক্কা দিয়েছিল তার চালককে আটক করেছে পুলিশ। এছাড়া দু’টি প্রাইভেটকারই জব্দ করে থানায় রাখা হয়েছে।
মমতার মাথাব্যাথা কমাবে ‘মোদি ট্যাবলেট’, কটাক্ষ বিপ্লব দেবের
বিশ্ববিদ্যালয় পরিক্রমা : ভারতের লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। রাজনৈতিক নেতারা নির্বাচনী প্রচারণার পাশাপাশি একে অপরে কর্মকাণ্ড নিয়ে আক্রমণ করে যাচ্ছেন। আর উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে নির্বাচনী প্রচারের হাত ধরে।
শুক্রবার তমলুক থেকে তমলুকের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে ময়নার দেউলিমাঠে জনসভা করলেনন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবং এই জনসভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা মুখার্জীকে হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘দিদি আপনার ছোট্ট ভাই আছি। ত্রিপুরা থেকে বাংলাতে সভা করার জন্য আমি এসেছিলাম। তখন বর্ধমানে আমার দুটি সভা বন্ধ করে দিয়েছেন। অনুমতি দেননি। একটা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আর একটি রাজ্যে আসছে, কেন তাঁকে অনুমতি দিচ্ছেন না। আমার জনসভা বাতিল করে, এই বাংলার মানুষকে আটকাতে পারবেন না। আমার জনসভা যত বন্ধ করবেন, এই বাংলার বাঁধ তত ভাঙবে। আর আপনাকে চিরতরে বিদায় করবে। তার জন্য বাংলার মানুষ তৈরি হয়ে বসে রয়েছে। আগামী ২৩ মে যখন ফলাফল আসবে, তখন দিদির জন্য আমাকে ট্যাবলেট কিনে আনতে হবে। দিদির মাথা ব্যাথা হবে আমি জানি। মাথা ব্যাথা দূর করতে আমি মোদি ট্যাবলেট নিয়ে আসব।’
উল্লেখ্য, ষষ্ঠদফায় রাজ্যের যে ১২ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে, তমলুক তার মধ্যে অন্যতম। এই তমলুক থেকেই তৃণমূলের দিব্যেন্দু অধিকারীর বিপরীতে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সিদ্ধার্থ নস্কর।
রোববার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে সম্প্রচার শুরু
বিশ্ববিদ্যালয় পরিক্রমা : টেলিযোগাযোগ ও আইসিটিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সেবা নেবে।
রোববার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে টিভি চ্যানেলগুলো সম্প্রচার শুরু করবে। এ ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
এদিকে, আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর উপক্ষেপণের এক বছর পূর্ণ হচ্ছে। ২০১৮ সালের ১১ মে রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে মহাকাশ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান স্পেস এক্স। খবর ডয়চে ভেলের।
আইসিটিমন্ত্রী মোস্তাফা জব্বার আরও জানান, ১৯ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে স্যাটেলাইটটির বহুমুখী ব্যবহারের ওপর কয়েকটি প্রদর্শনী হবে। এছাড়া অনলাইন ব্যাংকিং লেনদেনে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সব টিভি চ্যানেলকে স্যাটেলাইটের আওতায় আনা এবং এ স্যাটেলাইটের মাধ্যমে ভাসানচরে (যেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের কথা রয়েছে) ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে।
স্যাটেলাইট থেকে ক্যাবল টিভি দেখার সেবা ‘ডাইরেক্ট টু হোম’ বা ডিটিএইচ সেবাও নিশ্চিত করা হবে। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, আসলে স্যাটেলাইট এক বছর হলেও আমরা বুঝে পেয়েছি নভেম্বরে। এর আগে এটি ফ্রান্সের থ্যালাস এলিনিয়া স্পেসের নিয়ন্ত্রণে ছিল। তারা গাজীপুরে গ্রাউন্ড স্টেশনে আমাদের ঢুকতেই দেয়নি।
আমরা পুরো নিয়ন্ত্রণ হাতে পাওয়ার পর বেশ কিছু চুক্তি ইতিমধ্যে করা হয়েছে। সময় টেলিভিশনের সম্পাদক আহমেদ জুবায়ের বলেন, আগে যেমন আমরা অফিসের ওপরে যে ডিশ আছে সেটা দিয়েই স্যাটেলাইটে আমাদের ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতাম, এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ডের না হওয়ার কারণে বেশ কিছু সমস্যা পোহাতে হবে। প্রথমত, আমাদের অফিসের উপরে যে আর্থ স্টেশন আছে সেটা দিয়ে আমরা চালাতে পারব না।
এর জন্য প্রতিটি স্টেশনকে এক কোটি টাকা করে খরচ করতে হবে। যদিও স্যাটেলাইট কর্তৃপক্ষ আমাদের আর্থ স্টেশন থেকে ক্যাবল দিয়ে সংযোগ নিয়েছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনে। সেখান থেকে তারা স্যাটেলাইটে পাঠাচ্ছে।
এভাবেই সব টিভি চ্যানেল থেকে ডকুমেন্ট যাচ্ছে। এতে ক্যাবল কাটা যাওয়ার ঝুঁকি থাকে। অবশ্য বিকল্প তিনটি লাইন করা হয়েছে, একটা কাটা গেলে যাতে অন্যটা দিয়ে কাজ চালানো যায়। জুবায়ের বলেন, টাকা-পয়সার বিষয় নিয়ে আলোচনা হয়নি। তারা বলেছে, প্রথম ৩ মাস ফ্রি।
এরপর ঠিকমতো হলে আমাদের সঙ্গে চুক্তি হবে। আমরা প্রতিটি টিভি চ্যানেল প্রতি মাসে ২২ থেকে ২৪ হাজার ডলার দেই। এখন সেই টাকা আর বিদেশে পাঠাতে হবে না। এটা কিন্তু ভালো দিক। তবে অবশ্যই ঠিকভাবে কাজটা হওয়া দরকার। এখন দেখা যাক কী হয়।
বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ব্যাংকের এটিএম বুথ আর অনলাইনে অর্থ লেনদেন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আওতায় আনতে উদ্যোগ নেয়া হয়েছে।
১৯ মে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের একটি বুথ এ স্যাটেলাইটের ব্যান্ডউইডথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে চালানোর উদ্যোগ নেয়া হয়েছে।
ইতিমধ্যে এর পরীক্ষামূলক কাজও শেষ হয়েছে। এরপর পর্যায়ক্রমে সব এটিএম বুথ কোনো ধরনের ব্রডব্যান্ড সংযোগ ছাড়াই এ স্যাটেলাইটের আওতায় আনা হবে। তিনি বলেন, এতে সাইবার অপরাধ কমে যাবে।
পাকিস্তানি বিমানকে জোরপূর্বক ভারতে অবতরণ!
বিশ্ববিদ্যালয় পরিক্রমা : আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে জর্জিয়া থেকে পাকিস্তানের করাচিগামী একটি এএন-১২ বিমানকে ‘জোরপূর্বক অবতরণ’ করানোর কথা জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।
শুক্রবার (১০ মে) বিমানটিকে জয়পুর বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়।
এনডিটিভি জানিয়েছে, নির্ধারিত পথ ছেড়ে বিমানটি গুজরাটের একটি পয়েন্ট দিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি আরও জানায়, অতি তৎপর ভারতীয় বিমান বাহিনীর সামরিক বিমানের সহায়তায় জয়পুরে বিমানটিকে অবতরণ করানো হয়েছে।
পাইলট এবং ক্রুদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়ছে সূত্র।
আপাতদৃষ্টিতে এ ঘটনাকে ততটা ঝুঁকিপূর্ণ নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এবং পাল্টাপাল্টি বিমান হামলার পর অনির্ধারিত পয়েন্টে বিমানটিকে দেখে সন্দেহ দেখা দেয় ভারতীয় বাহিনীর।