রায়পুরায় গণকবরের সামনে ফেলা হচ্ছে আর্বজনা

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের গণকবরের সামনে অবাধে ফেলে রাখা হচ্ছে বাসা-বাড়ির ময়লা-আর্বজনা। অথচ উপজেলার প্রাণকেন্দ্র মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পাশেই গণ কবরটির অবস্থান।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গণকবরের পূর্বদিকে গড়ে ওঠেছে অনেকগুলো বহুতল ভবন। আর এসব ভবনের ভাড়াটিয়ারা তাদের উচ্ছিষ্ট খাবার, অপচনশীল পলিথিন, প্লাষ্টিকের বোতল ও আর্বজনা ফেলে রাখছেন গণকবরের সামনে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ ও নষ্ট হচ্ছে স্থানটির সৌন্দর্য্য। বর্তমানে গণকবরের সামনের অংশ ভাগাড়ে পরিনত হয়েছে। যাদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছে স্বাধীনতা ও লাল সবুজের পতাকা তাঁদের স্মৃতি বিজড়িত গণকববটি অযন্তে অবহেলায়। এর সঠিক রক্ষণাবেক্ষণ ও স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পবিরারের সদস্যরা।

রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মোঃ নজরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের সামনে অবস্থিত গণকবরের এ পরিস্থিতি আমাদের জন্য লজ্জাজনক। বিশেষ দিবস এলে আমরা শহীদদের স্মরণকরি,তারপর ভুলেই যাই তাদের অবদান। তিনি বলেন, উপজেলা প্রশাসনের দায়িত্ব শুধু বিশেষ দিন নয় সারাবছরই যেন স্থানটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ শফিকুল ইসলাম বলেন, গণকবরের পাশে আর্বজনা ফেলে রাখা দেশ ও জাতির জন্য অপমানজনক। আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।




মতলব উত্তরে নাউরী আদর্শ ডিগ্রি কলেজের একাডেমিক ভবন ভিত্তিপ্রস্তর উন্মোচন

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্র্রি কলেজের ৪তলা বিশিষ্ট ১তলা নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি।
বক্তব্যে নাউরী আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আমিন রুহুল এমপি বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ আজ অনেক এগিয়ে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে। আমরা কখনো চিন্তাই করিনি মোবাইলে চেহারা দেখে কথা বলতে পারবো। বিজ্ঞান আজ এ সুফল দিয়েছে আমাদের।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার, আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ আছে বলেই আজ সমৃদ্ধশালী বাংলাদেশ হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই, উপবৃত্তি দিয়েছেন। শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কলেজ একটা না দুইটা না পাঁচটা ভবন হবে। ছাত্র ছাত্রদের আলাদা আলাদা ছাত্রাবাস হবে। তোমরা শুধু মন দিয়ে লেখাপড়া করে ভালো ফলাফল উপহার দিবা। আমি চাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পিতা মাতা, দেশ, জাতি ও সমাজের জন্য কাজ কর।
আলোচনা সভায় নাউরী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরেকৃষ্ণ তরফদারের সভাপতিত্বে ও প্রভাষক মেহেদী মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য এসএম বিল্লাল হোসেন, জনতা ব্যাংকের জিএম মনিরুজ্জামান ঢালী, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. মোরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নাউরী আহম্মাদীয়া উবির সাবেক সভাপতি মো. আক্তার হোসেন।
আরো বক্তব্য রাখেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন শামীম, নাওভাঙ্গা জয়পুর উবির প্রধান শিক্ষক খান মো. শাহজাহান, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর জাহান বেগম, আওয়ামী লীগ নেতা মহসিন মিয়া প্রমুখ।
এ সময় নাউরী আদর্শ কলেজের সকল শিক্ষকবৃন্দ, দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




ঋণ খেলাপি চি‌হ্নিতে সব ব্যাংকে স্পেশাল অডিট: অর্থমন্ত্রী

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ঋণ খেলাপিদের চি‌হ্নিত করতে সব ব্যাংকে স্পেশাল অডিট করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর কষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রুপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময়, যারা ফেরত না দেওয়ার জন্য ঋণ নেন, তাদের প্রতি তিনবার ‘সাবধান’ বাণী উচ্চারণ মন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, গেলো তিন বছরে যেসব গ্রাহক টাকা নিয়ে ফেরত দেয়নি, তারা কারা, তা চিহ্নিত করতে তিন অডিট ফার্মকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে।

তি‌নি আরও বলেন, আমাদের দেশে দুই ধরনের ব্যবসায়ী রয়েছে-প্রথম প্রকার হলো, যারা আসলেই ব্যবসা করতে চায় কিন্তু মাঝে মাঝে হোঁচট খায়, হোঁচট খেয়ে খেলাপিতে পরিণত হয়। তাদের প্রতি সহনশীল হতে হবে।

কিন্তু অন্য আরেক ব্যবসায়ী আছে, যারা ফেরত না দেওয়ার জন্য ঋণ নেন। তাদের প্রতি তিনবার সাবধান বাণী উচ্চারণ করেছেন মন্ত্রী। তিনি বলেন, প্রকৃত ব্যবসায়ী এবং অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করা হবে। ঋণ দেওয়ার জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধান, সাবধান, সাবধান। কেউ অসাধু উপায়ে ব্যবসা করার চিন্তা করবেন না।

অর্থমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় নয়। যারা এদেরকে সাহায্য করবে (ব্যাংকের) তাদেরকেও কোনো ছাড় নেই। সময় কঠিন, সিদ্ধান্তও কঠিন।

খেলাপি ঋণ আদায়ে যেসব আইনের সংস্কার করা প্রয়োজন, সেগুলোতেও সরকার হাত দেবে বলেও জানান মুস্তফা কামাল।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ফজলুল হক এবং রূপালী ব্যাং‌কের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান প্রমুখ।




 




ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি কথা স্বীকার করল জাসদ

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তিসহ  না অনিয়ম সংঘটিত হওয়ার কথা স্বীকার করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এজন্য প্রশাসনে অতি উৎসাহী একটি অংশ দায়ী বলে মনে করছে দলটি।

গত ১লা ও ২রা ফেব্রুয়ারী বাংলাদেশ জাসদ-এর জাতীয় কমিটির সাধারণ সভায় একাদশ সংসদ নির্বাচনকে এভাবে মূল্যায়ন করা হয়। পরে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাসদ তাদের সভার মূল্যায়ন তুলে বলে, দেশের সকল রাজনৈতিক দল ও জনগণ উদ্দীপনা ও আশা নিয়ে অংশগ্রহণ করলেও নির্বাচনের পরে বিষন্নতায় আক্রান্ত হয়েছে গোটা জাতি। এর মূল কারণ হচ্ছে, প্রশাসনের এক শ্রেণির অতি উৎসাহী অংশ ভোটের পূর্ব রাত্রেই ভুয়া ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে রাখাসহ নানা অনিয়ম সংঘটিত করেছে।

আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের জয় এই নির্বাচনে ‘নিশ্চিত’ ছিল উল্লেখ করে বাংলাদেশ জাসদ বলেছে, জনগণের ভোটের মাধ্যমে ১৪ দল তথা মহাজোটের নিশ্চিত বিজয় জেনেও যে মহল বিশেষ এ অপকর্ম সংঘটিত করেছে, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। কেননা এ কলঙ্কিত ঘটনার মাধ্যমে নির্বাচিত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এ কলঙ্কের দাগ মুছতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের নির্বাচনের পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে দলটি।

ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন দলের কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব, মঞ্জুরুল হক মঞ্জু, সহ-সভাপতি আবু মো. হাশেম, কলন্দর আলী, গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার, আবুল কালাম আজাদ বাদল, সাংগঠনিক সম্পাদক রফিকুল হক খোকন, বীণা শিকদার, হোসাইন আহমদ তফসির প্রমুখ।

সভায় দলীয় প্রতীকে উপজেলা পরিষদসহ সকল স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবি জানানো হয়। এ দাবিতে বাংলাদেশ জাসদ আগামী ৭ই ফেব্রুয়ারী দেশব্যাপী মানববন্ধন, সভা, শোভাযাত্রা, মত বিনিময় প্রভৃতির মাধ্যমে দলীয় মার্কামুক্ত স্থানীয় সরকার নির্বাচন দিবস পালন করবে।

এছাড়া ১৬ ফেব্রুয়ারী দলের প্রয়াত নেতা কাজী আরেফ স্মরণে ‘কাজী আরেফ দিবস’ পালনের সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ জাসদ। সভা থেকে আগামী অক্টোবরের আগে জেলা সম্মেলন এবং নভেম্বররে কেন্দ্রীয় সম্মেলন করার সিদ্ধান্তও নিয়েছে দলটি




নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ: কাদের

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি দেশে-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের।

শনিবার সকালে নারায়ণগঞ্জে তিনি একথা বলেন।




নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৬০

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : নাইজেরিয়ায় হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর রাণে গত সোমবার এ হামলা চালানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া পরিচালক ওসাই ওজিঘো এক বিবৃতির মাধ্যমে জানান, ‘যেসব বেসামরিক মানুষ ঘর ছেড়ে পালিয়েছে তাদের ওপরই হামলা চালানো হয়েছে। যা দেশের জঘন্য যুদ্ধাপরাধের ফসল। আর যারা এসব অপরাধের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

দেশটিকে কয়েক দশক ধরে চলা দ্বন্দ্বে রক্তাক্ত হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। আর এ হামলা এমন সময় হলো যার দুই সপ্তাহ আগে শহরটি দখল করে নেয়। নাইজেরিয়ান সেনাবাহিনীকে শহর থেকে বিতাড়ন করে শহরটিতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তাছাড়া সেনাবাহিনীর ঘাঁটিও দখলে নিতে সক্ষম হয় তারা।

বিগত কয়েক মাসে সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা বাড়িয়ে দিয়েছে সশস্ত্র এই জঙ্গি গোষ্ঠীটি। তারা সেনা সদস্যদের হত্যা করে সামরিক ঘাঁটি দখল নিয়ে অস্ত্র চুরি করে নিয়ে যাচ্ছে। আর যথেষ্ট সেনা ও অস্ত্র না থাকায় শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে নাইজেরিয়ান সেনাবাহিনী।

গত দশ বছর ধরে দেশটিতে চলা সহিংসতার কারণে শুধু দেশটির উত্তর-পূর্বাঞ্চলেই ২৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন আর ঘরছাড়া হয়েছেন বিশ লাখ। তাছাড়া এই সহিংসতা পাশ্ববর্তী দেশ নাইজার, শাদ ও ক্যামেরুনেও ছড়িয়ে পড়ে ওই অঞ্চলটিতে অস্থিরতা তৈরি করেছে।




নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি বিএনপির

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচনের সঙ্গে ফলাফলও প্রত্যাখ্যান করেছি। তখনই আমরা বলেছিলাম, একটি নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করতে হবে। আজকে আমরা আবার তারই পুনরাবৃত্তি করছি।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম সংসদ অধিবেশন বসার প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বলতে বলতে চাই—অবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। সেখানে জনগণ যেন সুষ্ঠুভাবে তাদের রায় দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে একটা সংসদের অধিবেশন বসতে যাচ্ছে। এই সংসদ জনগণের প্রতিনিত্ব করে না। গত ৩০ ডিসেম্বর একটি ভোট ডাকাতির ভুয়া নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন, সরকার ও আইনশৃঙ্খলারক্ষা বাহিনী সম্পূর্ণ ভোট ডাকাতির মধ্যে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার হরণ করে দখলদারি সংসদ ও দখলদারি সরকার বসিয়েছে।

তিনি বলেন, এই নির্বাচনের পূর্বে থেকেই জনগণ যেন অংশগ্রহণ করতে না পারে সেজন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে। প্রায় এক বছর আগে দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একইভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে।

মির্জা ফখরুল আরো বলেন, আজকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে দেশের জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে গণতন্ত্রকে ধংস করে দিয়ে এই রাষ্ট্রকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার সকল ষড়যন্ত্র পাকাপোক্ত করেছে। ১৯৭৫ সালে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধংস করে দিয়ে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। ঠিক একই কায়দায় আজকে তারা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠান ভেঙে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় দখলদারিত্বের সংসদ গঠন করেছে।

খালেদা জিয়াসহ যাদের মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে তাদের মুক্তির দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার, ভোটের অধিকার রক্ষার জন্য, ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য—ঐক্যবদ্ধ হয়ে সংসদকে বাতিল করে একটি নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার গঠনের আহবান জানাচ্ছি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

মির্জা ফখরুলের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, এবিএম মোশারফ হোসেন, শফিউল বারী বাবু, মুতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন, আকরামুল হাসান, বিলকিস জাহান শিরিন প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

বুধবার বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়। ঠিক ১২টার সময় মির্জা ফখরুল তার বক্তৃতা শেষ করেন। বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানববন্ধন কর্মসূচির চারপাশ ঘিরে রাখেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




সুলতান-মুকাব্বিরের সঙ্গে একান্তে বসছেন ড. কামাল!

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঐক্যফ্রন্ট প্রার্থীরা শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড় থাকলেও ব্যতিক্রম সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান । তাই বুধবার (৩০ জানুয়ারি) তাদের সিদ্ধান্ত জানতে বৈঠক করবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

জানা গেছে দুই নেতার এমন সিদ্ধান্তে বিব্রত গণফোরাম। তাই দু’নেতার সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কামাল হোসেন বলেন, সুলতান ও মোকাব্বিরকে পরিস্থিতি বোঝাবো। তাদের বোঝার কথা, তাদের নিজেদের বুঝা উচিত। সিদ্ধান্ত যেটা আছে, সেটা উপেক্ষা করে তাদের কিছু করার কথা না। সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথ নেওয়ার বিষয়ে কামাল হোসেন বলেন, এটা তো কারণ ছিল না। আমাদের দলের সেক্রেটারি তো বিবৃতি দিয়েছেন। আমাদের অবস্থান পরিষ্কার। আমি দেখি, তারা হয়তো দেখা করবে। সেটা ধরে নিচ্ছি। পার্টির বৈঠক আছে। বিস্তারিত জানতে চাইবো।

গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানিয়েছেন, বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বক্তব্য রাখবেন কামাল হোসেন। সকালের দিকে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে পারেন। দেখা করার সময়েই মূলত তিনি জানতে চাইবেন কেন তারা সংসদে যেতে চাইছেন।




‘সা রে গা মা পা’র বিজয় মুকুট পরলেন ইশিতা বিশ্বকর্মা

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : অবশেষে ভারতের জি টিভির অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো সা রে গা মা পা ২০১৮ আসরের বিজয় মুকুট পরলেন শোয়ের সবচাইতে কনিষ্ঠ সদস্য ইশিতা বিশ্বকর্মা।

প্রথম রানার আপ হয়েছেন তন্ময় এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন সনু। প্রতিযোগিতায় সাহিল সোলাঙ্কি, তন্ময় চতুর্বেদী, ঐশ্বরিয়া পণ্ডিত, সনু গিল ও আসলাম আবুল মজিদকে হারিয়ে এ মুকুট জয় করেছেন ১৬ বছরের ইশিতা।

পুরস্কার হিসেবে ট্রফির সঙ্গে ভারতীয় মুদ্রায় ৫ লাখ টাকা ও একটি নতুন গাড়ি পেয়েছেন ইশিতা।

শো এর শুরু থেকেই বিচারকসহ শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন ইশিতা। ইশিতার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বলি বাদশাহ শাহরুখ খানও। ইশিতার কণ্ঠে ‘রাবনে বানা দি জোড়ি’ গানটি শুনে মুগ্ধ হয়ে ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছিলেন শাহরুখ খান। ইশিতার গানে মুগ্ধ হয়েছিলেন বলিউডে নবাগতা সারা আলি খান ও তার মা অমৃতা সিং।

সা রে গা মা পা ২০১৮ আসরে ইশিতার মাও অংশ নিয়েছিলেন । কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি তিনি। তবে মেয়ের এই সাফল্যে মায়ের সেই দুঃখ যে একেবারেই হারিয়ে গেছে তা নিশ্চিত।