আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না: অর্থমন্ত্রী মুস্তফা কামাল

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :  প্রধানমন্ত্রী ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। ঘুষ দিলেই জাহান্নামে যেতে হবে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কোনো কাজ দু’দিন দেরি হলেও আমরা ঘুষ দেবো না।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, দেশকে এ দু’টি অপরাধ থেকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করছি।

যাকাত দেওয়ার বিষয়ে তিনি বলেন, উপযুক্তদের সবাইকে যাকাত দিতে হবে। এটা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে। যাকাত গরিবের হক।

বাবা-মার প্রতি হক আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা করলে সারা পৃথিবী বেহেশতে পরিণত হবে। মারামারি করা যাবে না। মানুষকে নামাজে অকৃষ্ট করতে হবে। নিজে নামাজ পড়তে হবে এবং অন্যদের আহ্বান জানাতে হবে। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, হজ অব্যবস্থাপনা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ নিয়ে কেউ দুর্নীতি করলে তাকেও ছাড় নয়। হজে যাওয়ার আগে অনেকের চোখে পানি ঝরে নানা কারণে। হজে দুর্নীতির কারণে আর কারোর চোখে পানি ঝরতে দেবো না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সংসদ সদস্য বজলুল হারুন ও দেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারী-পেশাজীবীরা।




স্কলারশিপ নিয়ে ভারত যাচ্ছেন নর্দান ইউনিভার্সিটির ৩ শিক্ষার্থী

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভারত সরকারের ১০০% স্কলারশীপ নিয়ে ভারতেরDKTE Society’s Textile and Engineering Institute, Ichalkaranji-তে যাচ্ছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৩ শিক্ষার্থী।

এ উপলক্ষে শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও বিদায় জানাতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ -এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ূন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দীকী সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।




কুলখানি অনুষ্ঠানে যাওয়া হলো না লিলি’র মতলব উত্তরে ইজি বাইকের সাথে উড়না পেছিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃত্যু

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর (চাঁদপুর)সংবাদদাতাঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইজি বাইকের চাকার সাথে উড়না পেছিয়ে লিলি আক্তার (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার ঠাকুরচর খানবাড়ি মসজিদের সামনে সড়কে এই দূর্ঘটনা ঘটে।
শিশু লিলি আক্তার উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আক্তার প্রধান। লিলি আক্তার সাদুল্লাপুর মঈনীয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, সকালে ওই শিশু বাড়ী থেকে আত্মীয় বাড়ীতে কুলখানি অনুষ্ঠানে যাওয়ার পথে ইজিবাইকের সাথে উড়না পেছিয়ে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।




অপরাজেয় ঢাকাকে বশে আনল রাজশাহী

অপরাজেয় ঢাকাকে বশে আনল রাজশাহী কিংস। বিপিএল পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা রাজশাহী কিংস শীর্ষে থাকা ঢাকাকে ২০ রানে পরাজিত করে আজ।

সিলেট স্টেডিয়ামে ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৩ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরত যায়। দুই ওপেনার সুনিল নারিনকে (১) দলীয় ১১ রানের মাথায় অধিনায়ক মিরাজ সাজঘরে পাঠান। একমাত্র রিভিউ খুইয়েও শেষ রক্ষা পাননি ক্যারিবীয় অলরাউন্ডার। ইনিংসের তৃতীয় ওভারে হজরতউল্লাহ জাজাইকে (৬) ক্লিন বোল্ড করেন পেসার উদানা। পরের ওভারেই আরেক মারমুখী ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকেও (১১) ফিরতি পথ পাঠিয়ে দেন আরাফাত সানি।

তারপর আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেন নি, গড়তে পারেননি কোন বড় জুটি। ব্যাক্তিগত ১৩ রান করে আরাফাত সানির দ্বিতীয় শিকার হন অধিনায়ক সাকিব আল হাসান। ১৪ রান করা রনি তালুকদারকেও তুলে নেন সানি। ৫৩ রানে ৫ উইকেট হারানো দিশেহারা ঢাকাকে কিছুটা আশা আলো দেখাতে শুরু করে পোলার্ড-নাঈম জুটি। কিন্তু অধিনায়ক মিরাজের বলে ভুল শট খেলে ফিরে যান নাঈম। পরের ওভারে রাব্বি পোলার্ডকে ফেরত পাঠালে রাজশাহীর বিজয় সুনিশ্চিত হয়ে যায়। নুরুল হাসান ১৪ বলে ২১ রান করে শেষ চেষ্টা করেন। কিন্তু দলীয় ১১২ রানের মাথায় নুরুল হাসানকে থামিয়ে দেন মুস্তাফিজুর রহমান। শূন্য রান আউট হন রুবেল হাসান। আফিফ হাসান ৬ ও আলিস ইসলাম ০ রানে অপরাজিত থাকেন। ঢাকার সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ১১৬/৯ উইকেট।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নামে রাজশাহী। ২য় উইকেটে নাফিস-আইয়ুবের ৭৫ রানের জুটি রাজশাহীকে ১৩৬ রানের লড়াকু স্কোর এনে দেয়। দলীয় ২ রানের মাথায় রাজশাহীর প্রথম উইকেটের পতন হলে দলের হাল ধরেন শাহরিয়ার নাফিস ও মার্শাল আইয়ুব। সুনিল নারিনের ওভারে শাহারিয়ার নাফিস (২৫) ও মার্শাল আইয়ুব (৪৫) সাজ ঘরে ফিরে আগে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৭৭ রান।

৩য় উইকেটে জাকির হাসান ও রায়ান টেন ডাসকেটের ছোট জুটি দলকে এগিয়ে নেবার চেষ্টা করে। আলিস ইসলামের বলে আউট হবার আগে জাকির হাসান ২০ রান যোগ করেন। ১৬ রান যোগ করে নারিনের বলে এলবিডব্লিউ হন টেন ডেসকেট।  তারপর রাজশাহীর রানের গতি থেমে যায়। শেষ কয়েক ওভারে জঙ্কার (৯), প্রসন্ন (২) ও উদানা (৩) মিলে ১৪ রান যোগ করেন। প্রসন্নকে ফেরত পাঠান ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৩৬/৬। ঢাকার পক্ষে ৩টি উইকেট নেন নারিন




রাজশাহীর কাছে ঢাকার প্রথম হার

রাজশাহী কিংসের বিপক্ষে জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছিল ঢাকা ডায়নামাইটস। তারপর আরও তিন ম্যাচ খেলে সবগুলো জিতেছিল গতবারের রানার্সআপরা। কিন্তু রাজশাহীর বিপক্ষে দ্বিতীয়বারের দেখায় এই আসরে প্রথম হারের তেতো স্বাদ পেল সাকিব আল হাসানের দল। ২০ রানে জিতেছে রাজশাহী।

টানা পঞ্চম জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যে নেমে ৯ উইকেটে ১১৬ রান করে ঢাকা। তার আগে রাজশাহী ৬ উইকেটে করে ১৩৬ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্যে নেমে শুরুতে বড় ধাক্কা খায় ঢাকা। দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের শিকার হন সুনীল নারিন। তারপর টানা দুই ওভারে আরও দুই ব্যাটসম্যানকে হারায় তারা।

এই ক্ষত আর সেরে ওঠেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। আরাফাত সানির দুর্দান্ত বোলিংয়ে অদম্য দলকে প্রথমবার হার মানায় রাজশাহী। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

ঢাকার পক্ষে নুরুল হাসান সর্বোচ্চ ২১ রান করেন। রাজশাহীর জয়ে মিরাজ নেন দুটি উইকেট। একটি করে পান মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি ও ইসুরু উদানা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। শাহরিয়ার নাফীস ও মেহেদী হাসান মিরাজের উদ্বোধনী জুটি আন্দ্রে রাসেল ও রুবেল হোসেনের প্রথম দুই ওভারে মাত্র ২ রান তোলে।

রাসেল তার দ্বিতীয় ওভারের তৃতীয় বলে মিরাজকে ১ রানে কিয়েরন পোলার্ডের ক্যাচ বানান। ১১ বল খেলেন রাজশাহী অধিনায়ক। এরপর ক্রিজে নামেন মার্শাল আইয়ুব, ২০১৩ সালের ফেব্রুয়ারির পর এটা তার প্রথম বিপিএল ম্যাচ।

বিপিএলে ফেরার ম্যাচ অবশ্য নিজের মতো করে রাঙিয়ে নেন মার্শাল। নাফীসকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন তিনি। তবে ১২তম ওভারে নারিনের জোড়া আঘাতে দুজনই বিদায় নেন। নাফীস ২৫ রানে আউট হওয়ার পর মার্শাল টিকতে পারেননি। ৩১ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৫ রান করেন তিনি।

তারপর রায়ান টেন ডেসকাটের সঙ্গে জাকির হাসানের ৩৮ রানের জুটি ছিল সর্বোচ্চ। ডেসকাটকে ১৬ রানে নিজের তৃতীয় শিকার বানান নারিন। ২০ রানে আলিস ইসলাম ফেরান জাকিরকে। রাজশাহীর পক্ষে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

এই ম্যাচ শেষেও শীর্ষে থাকছে ঢাকা। ৫ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী আছে চার নম্বরে।




ঢাকার বংশাল থানার নয়াবাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর শীতবস্ত্র বিতরণ

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি ২০১৯ইং তারিখে পুরাতন ঢাকার বংশাল থানার নয়াবাজারে ঢাকা সমিতির কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক জনাব মহিউদ্দিন আহমেদ দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা সমিতির সভাপতি জনাব মির্জা আব্দুল খালেক, সহ-সভাপতি জনাব আবু মোতালেব এবং মহাসচিব জনাব সর্দার ফয়সাল বাশার (ফুয়াদ)-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




সিলেটে মৃদু ভূ-কম্পন

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূ-কম্পন রিখটার স্কেলে ২ দশমিক ৫ মাত্রা ছিল। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের উত্তরে ভারতের অভ্যন্তরে, যা শুধু সিলেট অঞ্চলে অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, দেশের ১০টি স্টেশনের মধ্যে শুধু সিলেটের স্টেশনেই ভূমিকম্প হওয়ার বিষয়টি দেখাচ্ছে। স্টেশন গুলোর মধ্যে শুধু সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্য কোথাও ভূমিকম্পের তথ্য পাওয়া যায়নি।




উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদের কম্বল বিতরণ

শামসুজ্জামান ডলারঃ
মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ নিজ অর্থায়নে অসহায় গরীব শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে। গতকাল সোমবার উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ফরাজী কান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন মুন্সি, ইউপি সদস্য সালাউদ্দিন, মোঃ ইউনুস রুবেল বাবু প্রমূখ।
উপজেলার পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, প্রতি বছরই আমি শীতার্থদের নিজ অর্থায়নে কম্বল বিতরণ করে থাকি। তারই অংশ হিসেবে আজকের এই বিতরণ। আমি চেস্টা করি অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়াতে। এছাড়া শিক্ষা বৃত্তি ও বির্তক বৃত্তি প্রদান করে আসছি।




ফের জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : জাতীয় নির্বাচন উপলক্ষে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম সাময়িক বন্ধ রাখার পর ফের কার্যক্রমটি শুরুর জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সব আঞ্চলিক কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় গত ১ নভেম্বর মাঠপর্যায়ে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিরতণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এ অবস্থায় অনতিবিলম্বে মাঠপর্যায়ে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম জরুরি ভিত্তিতে শুরুর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের গতি ত্বরান্বিত করতে কোনো জেলার একাধিক উপজেলায় মুদ্রিত কার্ড বিতরণের অপেক্ষায় থাকলে পার্শ্ববর্তী যে জেলায় কোনো মুদ্রিত কার্ড নেই অর্থাৎ বিতরণ কার্যক্রম চলমান নেই সে জেলা থেকে আইরিশ ও টেন ফিঙ্গার মেশিন এবং প্রয়োজনীয়সংখ্যক ল্যাপটপ সংগ্রহ করে বিতরণ কার্যক্রম চালানো যেতে পারে। এ ক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা বিষয়টি সমন্বয় করবেন।




পুলিশ সদস্যের বাড়ির সামনে অবস্থান তরুণীর

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : পেশায় পুলিশ তিনি। দীর্ঘ তিন বছর প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে বাড়ি নিয়ে এসে তাকে বিয়ে না করে বিয়ে করেছেন এক নাবালিকাকে। আর এতেই ক্ষেপেছেন প্রেমিকা। অবস্থান নিয়েছেন প্রেমিকের বাড়ির সামনে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ঘটেছে এমন ঘটনা। প্রেমিক সোলেমান মিয়া (২০) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়া গাঙেরপাড় গ্রামের আব্দুর রহমানের পুত্র। পেশায় তিনি একজন পুলিশ কনস্টেবল। তিনি হবিগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত আছেন বলে জানা গেছে। প্রেমিকার বাড়িও একই গ্রামে। তিনি জৈন্তাপুরের ইমরান আহমদ মহিলা কলেজের ছাত্রী।

ঘটনার খোঁজ নিয়ে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে সোলেমান মিয়ার দীর্ঘ তিন বছর ধরে প্রেম চলে আসছিল। গত ৯ জানুয়ারি প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন সোলেমান। কিন্তু ১০ জানুয়ারি তাকে বিয়ে না করে জাফলং ইউনিয়নের আসামপাড়া গ্রামের মখলিছুর রহমানের মেয়ে ফাতেমা (১৬) নামের এক নাবালিকাকে বিয়ে করেন পুলিশ কনস্টেবল। ফাতেমা হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।

এদিকে বিয়ের লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এসেও বিয়ে না করে প্রতারণা করায় ক্ষোভে প্রেমিকা তাকে বিয়ের দাবীতে প্রেমিক সোলেমানের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। গত তিনদিন ধরে তিনি প্রেমিকের বাড়ির সামনে অবস্থান করছেন। তিনি ও তার স্বজনেরা অভিযোগ করেছেন সোলেমান পুলিশ সদস্য হওয়ায় প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন তাদের।

তবে, বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল। তিনি বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।