অগ্নি নিরাপত্তা নিয়ে রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সাথে ফায়ার সার্ভিসের মতবিনিময়

পরিক্রমা ডেস্ক : অগ্নিঝুঁকি হ্রাস ও অগ্নি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণে রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; পরিচালকবৃন্দসহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এবং দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন, মহাসচিব জনাব মোঃ জহিরুল হক ভূঁইয়া; রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি জনাব মোঃ ওসমান গণি, মহাসচিব জনাব ইমরান হাসানসহ সমিতির অন্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সূচনা বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন। এরপর উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) জনাব মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া দোকান ও রেস্টুরেন্টের অগ্নিঝুঁকি এবং তা নিরসনে করণীয় বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে সকলের কাছে উন্মুক্ত মতামত ও বক্তব্য আহ্বান করা হয়। এ সময় বক্তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন। দোকান ও রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে সকল স্টেকহোল্ডারের সমন্বয়ে রেস্টুরেন্ট, মার্কেট ও দোকানসমূহে অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে আন্তরিকতার সাথে কাজ করার বিষয়ে সদিচ্ছা পোষণ করা হয়। রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিভিন্ন বিষয়ে সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার এবং সেফটি ইকুইপমেন্টের ট্যাক্স কমানোর বিষয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা পাওয়া যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন অগ্নিঝুঁকি নিরসণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। তিনি বলেন, “আমরা নিরাপদ দেশের পক্ষে। কেউ আমাদের প্রতিপক্ষ নয়। আমরা সকলকে সাথে নিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত করতে চাই।”




আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ইথিকস নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ে “ইথিক্যাল ভ্যালুস: ডাইভারসিটি, রেসপেক্ট অ্যান্ড ফেয়ারনেস” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার, ০৩ এপ্রিল ২০২৪।  এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

এই কর্মশালায় প্রফেসর মিজানুর রহমান ইথিকস এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার বিধি, আচরণ, সততা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেই সাথে তার কর্মময় জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কি রকম সম্পর্ক হওয়া উচিৎ এ সব বিষয়ে ও আলোকপাত করেন।

ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষক, কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সেই সাথে সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়া কর্তব্য। তিনি তার বিভিন্ন দেশে শিক্ষকতার অজ্ঞিতা তুলে ধরে সততার সহিত সবাইকে কাজ করার জন্য নির্দেশনা দেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের ডিরেক্টর, ডিন, বিভাগীয় ও অফিস প্রধানবৃন্দ, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মো. সারওয়ার মোর্শেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।




দ্বিতীয় দফায় মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক নেহাল আহমেদ

পরিক্রমা ডেস্ক : দ্বিতীয় দফায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হলেন অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের চলতি দায়িত্বে থাকা মহাপরিচালক ইংরেজি বিভাগের অধ্যাপক নেহাল আহমেদকে গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৩ এপ্রিল অধ্যাপক নেহাল আহমেদের অবসর উত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। চলতি দায়িত্ব থাকাকালেই তাকে গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।




মতলব উত্তরে মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশন উদ্যোগে ৩ শতাদিক পরিবারের মাঝে ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি, থ্রি পিস) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার এম এম কান্দি গ্রামে মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও এ্যাবলুম ডিজাইন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো. মহসিন রাব্বানী, অত্র সংগঠনে পরিচালক ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি, থ্রি পিস) বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মহিবউল্লাহ খোকন, ছেংগারচর পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বোরহান উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. ফারুক হোসেন, মো. মোজাম্মেল প্রধান, সেকান্তর মাস্টার , নুর উদ্দিন মাস্টার, মো. আল আমিন, মো. কবির মিয়াজী, মো. সোহেল দেওয়ান, সুমন বেপারী, রুবেল মিয়াজী, মো. জসিম, মো. আওলাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




রাজধানীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর এক্সিকিউটিভ মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : ০২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার দিনব্যাপী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে এক্সিকিউটিভ মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসভিপি (এ্যাকচুয়ারিয়াল ডিপার্টমেন্ট) মোঃ শাহাদাত হোসেন হাজারী, উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মোঃ তোফাজ্জল হোসাইন মানিক। সভার সভাপতিত্ব করেন হেড অব মেট্রো মোহাম্মদ ইমরান। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এনসিসি ব্যাংকের মধ্যে গবেষণা সহায়তা সংক্রান্ত চুক্তি ̄সাক্ষর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণ-রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং এনসিসি ব্যাংকের মধ্যে  আজ ০১ এপ্রিল
২০২৪ সোমবার গবেষণা সহায়তা সংক্রান্ত একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. এ এস এম মাকসুদ কামাল এই চুক্তি ̄সাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণ-রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হক
এবং এনসিসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মনিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে
এই চুক্তিতে ̄সাক্ষর করেন। উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চুক্তি ̄সাক্ষর অনুষ্ঠানের মধ্যে জীববিজ্ঞান
অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ইউজিসি অধ্যাপক ড. হাসিনা খান, এনসিসি ব্যাংকের
ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন ও উপ-ব্যাবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম
উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় পাট বিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনার জন্য  এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ ঢাকা
বিশ্ববিদ্যালয় প্রাণ-রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগকে আর্থিক সহযোগিতা প্রদান করবে। এই গবেষণার মাধ্যমে
অল্প পানি ব্যাবহার করে সল্পতম সময়ের মধ্যে পাটের আঁশ ছাড়ানের একটি পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হবে বলে
গবেষকগণ আশা করছেন। প্রাণ-রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলামের
নেতৃত্বে গবেষণা প্রকল্পটি পরিচালিত হবে। পাটের  গুনগতমান বৃদ্ধি, পরিবেশ দূষণ রোধ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও এই গবেষণা অসাধারণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সিএসআর-এর আওতায়
প্রাণ-রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগকে গবেষণা সহায়তা প্রদানের জন ̈ এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ
জানান। দেশের অন্যান্য ব্যাংকও শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের সকল অস্বচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি
প্রদানের জন্য একটি ফান্ড গঠনের কার্যক্রম চলমান রয়েছে। এক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য তিনি এনসিসি
ব্যাংকসহ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।




কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’

গত (৯জানুয়ারি ) রবিবার জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজন করে ‘মাদক নিমূর্লে করণীয়‘ শীর্ষক আলোচনা সভা ও কুমিল্লা জেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের। কুমিল্লা জেলার ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১ হাজার কৃতী ছাত্র-ছাত্রীদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড এম জামাল উদ্দিন আহমেদ একমারএসসি এফ আর এস উপাচার্য ফেনী ইউনিভার্সিটি ফেনী।তিনি বলেন,স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে ছাত্রছাত্রীকে সেভাবে গড়ে তুলতে হবে।লেখাপড়া করে শুধু সার্টিফিকেট নিলে হবে না ছাত্র-ছাত্রীকেনিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে সব ক্ষেত্রে। পরিশেষে বিশ্ববিদ্যালয় পরিক্রমাকে এমন সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানান তিনি।পরিশেষে, তিনি মাদক ও দুনীর্তি থেকে দূরে থাকতে কৃতী শিক্ষার্থীদেরকে উপদেশ দেন।প্রধান বক্তা: প্রফেসর ড. আবু জাফর খান অধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির প্রো-ভাইস চ্যান্সেলর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,ড: মো: রিয়াদ তানসেন পিএইচডি (দক্ষিণ কোরিয়া), এম এস (দক্ষিণ কোরিয়া)সহযোগী অধ্যাপক, ওয়ার্ল্ড ইউনির্ভার্সিটি অব বাংলাদেশ ,মাহমুদা আক্তার জ্যোতি সহকারী কমিশনার ও এক্সিকিউটিও মাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা ,মো: শরিফুল ইসলাম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লাও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন, এডভোকেট দাউদ আহমেদ প্যানেল আইনজীবী, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড, কুমিল্লা প্রমুখ।




ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পিকেএফএসসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের (পিকেএফএসসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ ও পিকেএফএসসি অধ্যক্ষ জনাব মু. নুরুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স কোর্সে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ওয়েভার ও স্কলারশীপ সুবিধা পাবেন ।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, ডিরেক্টর এডমিশন গিয়াস উদ্দিন, পিকেএফএসসি প্রফেসর ইনচার্জ আনিসুর রহমান, স্কুল শাখার প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসইউতে জানুয়ারী-জুন এবং জুলাই-ডিসেম্বর বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে মোট ৪টি বিভাগ চালু রয়েছে। এরমধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে রয়েছে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সাইন্সেস এর অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ ও এম এ ইন ইংলিশ লিটেরেচার এন্ড কালচারাল স্টাডিজ।




সাভারে জেনিথ ইসলামী লাইফের গ্রাহক সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি: সাভারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি (উন্নয়ন) সৈয়দ মাসকুরুল হক, ডিএমডি (উন্নয়ন) মো. মনির হোসেন, ডিজিএম (উন্নয়ন) আবদুল কাদের খান।

সমাবেশের সভাপতিত্ব করেন কোম্পানির জিএম (উন্নয়ন) মো. ইবাদুল ইসলাম। গ্রাহক সমাবেশে প্রায় ২৫০ জন সম্মানিত গ্রাহক অংশগ্রহণ করেন।




জনাব সঞ্জয় কুমার ভৌমিক (গ্রেড -১) এর বিসিক চেয়ারম্যান হিসেবে যোগদান

অদ্য ২৫, জানুয়ারি, ২০২৪ খ্রি. জনাব সঞ্জয় কুমার ভৌমিক (গ্রেড-১) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে বি.এস.সি (এজি) সম্মান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হতে এগ্রোফরেস্ট্রি এন্ড এনভাইরনমেন্ট এর উপর স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

বিসিক চেয়ারম্যান মহোদয় ১৯৯৪ সালে (১৩ তম) বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভুমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে বিভিন্ন কাজে নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করেছেন।

পরবর্তীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পদায়ন হওয়ায় তিনি ০৮ নভেম্বর, ২০১৮ খ্রি. উক্ত মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব পদে যোগদান করেন। গত ০৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রি. অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনসহ বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম এর পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।