তারেককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু’

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, শুধু তারেক রহমানই নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীদের ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান।

রোববার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ/সমমনা কর্মকর্তাদের চার মাসব্যাপী ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

জামায়াতকে ঐক্যফ্রন্টে নেওয়া ভুল ছিলো ড. কামাল হোসেনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ড. কামাল হোসেন সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। তার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।

এর আগে নবীন বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, উন্নত দেশে ৯০ ভাগ মামলাই আদালতের বাইরে নিষ্পতি হয়। মামলা জট কমাতে নতুন বিচারকরা আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করবেন। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, কোয়ালিটি জুডিশিয়ারি গড়ে তুলতে সরকার সহযোগিতা করে যাচ্ছে। কোয়ালিটি বিচার অনেক চ্যালেঞ্জের।

বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে আইন সচিব আবু সালেহ মো. শেখ জহিরুল হক বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান দেশ ও জাতির কাজে লাগাবেন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ অস্তিত্বের বিষয়।

তিনি বলেন, একটি হাত বিচারকের, আরেকটি বারের। অতএব, বারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বিচার কাজ পরিচালিত করতে হবে।




নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো বিতর্ক নেই: সেতুমন্ত্রী

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ এখন মামা বাড়ির আবদার। সরকার গঠনের আগেই শেখ হাসিনা বিশ্ব নেতাদের আন্তর্জাতিকভাবে অভিনন্দন পেয়েছেন। এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। দেশেও নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় মানিক মিয়া এভিনিউ সড়কে বিআরটিএর ভ্রাম্যমান আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আ.লীগের আগাম কাউন্সিলের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, আগামী অক্টোবরে কাউন্সিল হবে। এর আগে কোনো কাউন্সিল হবে না।

এ ছাড়া চলমান মোবাইল কোর্ট কার্যক্রম আরো জোরদার করা হবে বলেও জানিয়েছেন তি‌নি।




ঢাবি জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রিপন দাস চ্যাম্পিয়ন

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র রিপন দাস চ্যাম্পিয়ন এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ছাত্র নয়ন চন্দ্র দেব নাথ রানার্স-আপ হয়েছেন। আজ ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা ও পরিচালক অধ্যাপক ড. জিয়াউল হক মামুন, ঢাবি এ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারিতে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮’ নেওয়ার আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলায় এ নিয়োগ পরীক্ষা হবে।

এতে অংশ নিতে ১৩ হাজার পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি। এই পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশ থেকে ১৩ হাজার ১০০টি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছিল। এতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি। এত বিপুল পরিমাণ আবেদন জমা পড়ার কারণে নিয়োগ পরীক্ষা নিতে তাদের অনেক ভাবতে হচ্ছে।

সোহেল আহমেদ বলেন, পরীক্ষার আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তারা ফেব্রুয়ারিতে পরীক্ষা নিতে মন্ত্রণালয়ে আবেদন করেছেন। বিপুল সংখ্যক আবেদনকারীর পরীক্ষা এক দিনে নেওয়া সম্ভব নয়। তাই ফেব্রুয়ারি মাসের প্রতি শুক্রবার এ পরীক্ষা নিতে মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে সংকেত পেলে পরীক্ষা শুরু করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা পড়ে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।




আজও রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :

মজুরি কাঠামোর বাস্তবায়ন ও বিভিন্ন দাবি নিয়ে আজও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গার্মেন্টসের শ্রমিকরা।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী, শেওড়াপাড়া এলাকার রাস্তায় অবস্থান নেন বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এ প্রসঙ্গে পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল হাসান প্রিন্স বলেন, সকাল থেকেই রাস্তায় অবস্থান নিয়েছে শ্রমিকরা। এদিন তারা কালশী, শেওড়াপাড়ার মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর ফলে শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে শ্রমিকদের অভিযোগ, সরকার নতুন বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মালিকপক্ষ তা মানছে না। এ কারণেই তারা রাস্তায় নেমে পঞ্চম দিনের মতো বিক্ষোভ অব্যহত রেখেছেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।




আজ সৈয়দ আশরাফের কুলখানি

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : আজ মঙ্গলবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ আসর রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ জানুয়ারী) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

এরপরে শনিবার (৫ জানুয়ারি) বিকেলে তার মরদেহ দেশে আনা হয়। পরদিন রবিবার রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন সৈয়দ আশরাফ।




শপথের পর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা শেখ রেহানার

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শেখ হাসিনা স্টেজ থেকে নেমে এলে ছোট বোন শেখ রেহানা তাকে শুভেচ্ছা জানান। দুজনে আলিঙ্গন করেন। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের স্ত্রী রাশিদা খানম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়ামের প্রবীণ সদস্য সাজেদা চৌধুরী।
এর আগে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ শেখ হাসিনাকে শপথ পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি বলেন, ‘সংবিধানের ৫৬(৩) ধারা অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদের এবং গোপনীয়তার শপথ নেন।




বিতর্কিত মন্ত্রী যারা এবার বাদ পড়লেন

বিতর্কিত মন্ত্রী যারা – একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে পুরনো অনেক মন্ত্রি বাদ পড়েছেন। এর মধ্যে সবাই খুঁজছে কেন তারা বাদ পড়েছেন। আর এই বাদ পড়ার তালিকায় রয়েছেন, বিতর্কিত কিছু মন্ত্রী।

এদের মধ্যে রয়েছে:

মতিউর রহমান

ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যক্ষ মতিউর রহমান। তিনি এবার বাদ পড়েছেন। ধর্মমন্ত্রী থাকাকালে হজ্ব নিয়ে নানা সময়ে তিনি বিতর্কিত হয়েছেন। আত্মীয়-স্বজনের অপ্রিয় কর্মকাণ্ডের জন্যও তিনি সমলোচিত ছিলেন।

শাজাহান খান

নৌমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু এই শ্রমিক নেতা নানা কারণে সমলোচিত হয়েছেন বিগত সরকারের আমলে। বিতর্কিত ভূমিকার কারণে সড়ক দুর্ঘটনা এবং সড়ক খাতে কোনো কিছু হলেই আলোচনায় আসে পরিবহন খাতের নেতা ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নাম। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় হেসে কথা বললে তিনি দেশজুড়ে সমলোচনার মুখে পড়েন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

পুত্রদের ও কন্যার জামাতাকে ঘিরে বিতর্ক পিছু ছাড়নি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার। আওয়ামী লীগের শুরু হওয়া ১৯৯৬ সালে শাসনকালের মেয়াদে মায়া প্রতিমন্ত্রী থাকাকালে বড় ছেলে দীপু চৌধুরীকে ঘিরে নানা কাহিনী তাকে বিব্রত করেছিল।

মুজিবুল হক

রেলমন্ত্রী থাকা অবস্থায় তিনি রেলের দুর্ভোগ নিয়ে সমলোচিত ছিলেন। রেলওয়ে যা আয় করেছে তার চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় হয়েছে বলে অভিযোগ উঠেছিল।

শামসুর রহমান ডিলু

একদিকে বয়সের ভার অন্যদিকে পরিবারে বিরোধ ও স্বজনপ্রীতির অভিযোগের পাশাপাশি ও দলীয় কর্মীদের অবমূল্যায়নের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। একারণে এবার তিনি মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন বলে শোনা যায়। তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

বিতর্ক নেই, তবুও বাদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ৪৬ জনের নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৩ জন। এবারের মন্ত্রিসভায় পুরনো কয়েকজন মন্ত্রী যেমন দায়িত্ব পেয়েছেন তেমনি নতুন অনেক সদস্যও জায়গা করে নিয়েছেন। তবে কোনো বিতর্ক না থাকা সত্ত্বেও বাদ পড়েছেন বেশ কয়েকজন পুরনো মন্ত্রী।

বেগম মতিয়া চৌধুরী

এবারের মন্ত্রিসভায় জায়গা পাননি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। ২০০৮ এবং ২০১৪ সালে মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নিষ্ঠাবান এবং সৎ মন্ত্রী হিসেবে তার সুনাম রয়েছে। কিন্তু তবুও তার বাদ পড়াটা এবার চমক হয়েই এসেছে।

আসাদুজ্জামান নূর

আসাদুজ্জমান নূর দশম জাতীয় সংসদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশজুড়ে ব্যাপক জনপ্রিয় এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব মন্ত্রী হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন। কোনো বিতর্কে তার নাম না জড়ালেও এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন তিনি।

মির্জা আজম

মির্জা আজম সর্বশেষ মন্ত্রিসভায় পাট মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বেশ বিচক্ষণতার সঙ্গেই তিনি তার কাজ সামলেছেন বলে জানা যায়। কিন্তু এবারের মন্ত্রিসভায় জায়গা হয়নি তার।

ইসমত আরা সাদেক

দশম জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন ইসমত আরা সাদেক। তিনিও বিতর্কের ঊর্ধ্বে থেকেই তার দায়িত্ব পালন করেছেন। তবে এবারের মন্ত্রিসভায় জায়গা হারিয়েছেন তিনি।

মেহের আফরোজ চুমকি

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মেহের আফরোজ চুমকি। তিনিও বেশ দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তাকে নিয়ে কোনো বিতর্ক না থাকলেও এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন তিনি।

 




তোষকের ভেতর ঢুকে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা! (ভিডিও)

তোষকের ওপরে মানুষ শুয়ে থাকে- এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু তোষকের ভেতরে মানুষ শুয়ে থাকে এমনটা আগে কখনো শোনা যায়নি! বিস্ময়কর ঘটনা হলেও সত্য, স্পেনে প্রবেশের জন্য দুই অভিবাসীকে তোষকের ভেতরে আশ্রয় নিতে দেখা গেছে।

টুইটারে স্প্যানিশ সিনেটর জন ইনারিতুর শেয়ার করা একটি ভিডিও ফুটেজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিরর। উত্তর আফ্রিকার উপকূল এবং মরক্কোর সীমান্ত সংলগ্ন স্পেনের স্বায়ত্তশাসিত মেলিল্লা শহরের এক চেকপয়েন্টে নিরাপত্তাকর্মীদের তল্লাশির সময় ভিডিওটি ধারণ করা হয়।

এতে নিরাপত্তাকর্মীদেরকে একটি গাড়ির ওপরে থাকা প্লাস্টিক দিয়ে মোড়ানো দুটি তোষক কাটতে দেখা যায়। একটি থেকে বের হন কালো প্যান্ট ও সাদা টি-শার্ট পরা এক যুবক। অপরটি থেকে বের হন কালো প্যান্ট ও নীল টি-শার্ট পরা আরেক যুবক। এই দুই যুবক সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা।

তোষক থেকে বের হওয়ার পর তারা সুস্থ ছিলেন। তাই তাদের কোনও চিকিৎসা সহায়তার প্রয়োজন পড়েনি। প্রতিবেদনে বলা হয়, জাজিম বহনকারী গাড়িটির চালক মরক্কোতে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। দেখুন সেই ভিডিওটি-




শোলাকিয়ায় সৈয়দ আশরাফের নামাজে জানাজা আজ

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে আজ সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজা। ঢাকা থেকে হেলিকপ্টারে করে আজ বেলা ১২টায় তার মরদেহ কিশোরগঞ্জে নেয়া হবে।

দেশের সুপ্রাচীন ও বৃহত্তম শোলাকিয়া ঈদগাহ ময়দানে সৈয়দ আশরাফুল ইসলামের জানাজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজা শেষে হেলিকপ্টারযোগে তার লাশ নেওয়া হবে ময়মনসিংহে। সেখান থেকে ঢাকায় নিয়ে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রথমে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সৈয়দ আশরাফের মরদেহ নেওয়ার কথা থাকলেও বেশি লোক সমাগমের কথা চিন্তা করে শোলাকিয়া ঈদগাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, আমরা শোলাকিয়ায় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, সৈয়দ আশরাফ সাহেবের কফিন বহনকারী হেলিকপ্টারসহ মোট দুটি হেলিকপ্টার আসবে। এ বিষয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহদী হাসান জানান, শোলাকিয়া ঈদগাহে সৈয়দ আশরাফ সাহেবের মরদেহ নেওয়ার পর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে প্রথমে গার্ড অব অনার প্রদান করা হবে।

পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে এবং এ ঈদগাহেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। জানাজা শেষে হেলিকপ্টারযোগে তার লাশ নেওয়া হবে ময়মনসিংহে। সেখান থেকে ঢাকায় নিয়ে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান বলেন, সৈয়দ আশরাফ শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি রাজনীতির শিক্ষকও। তিনি যখন যে বিষয়ে বক্তব্য দিতেন, মনে হতো সে বিষয়ে তিনি পিএইচডি ডিগ্রিধারী। তার বক্তব্য আমরা অবাক হয়ে শুনতাম।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে আমরা একজন রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি। তিনি স্বল্পভাষী হলেও স্পষ্টবাদী ছিলেন। সৎ, সাহসী, নির্লোভ চরিত্রের অধিকারী এমন নেতা এখন বিরল। ওয়ান-ইলেভেনের সময় সৈয়দ আশরাফের সাহসী ভূমিকার কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার মৃত্যু শুধু কিশোরগঞ্জকেই নয়, গোটা জাতিকেই নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।