যে ভুলে ভেঙে যেতে পারে সম্পর্ক

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই চেষ্টা থাকা জরুরি। কোনো একজনের একার পক্ষে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। প্রতিদিনের জীবনযাপনে কিছু ভুল আমরা প্রায়ই করি যেগুলোর জন্য ভেঙে যেতে পারে সম্পর্ক। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সঙ্গীর ওপর বিশ্বাস রাখুন, এড়িয়ে চলুন এই ভুলগুলো।

সঙ্গীর সম্মতি জরুরি

হতেই পারে আপনার সঙ্গী অনেক অমায়িক, অনেক ভালো। তিনি হয়তো আপনার সিদ্ধান্তে কিছুই বলেন না, হাসিমুখে মেনে নেন সবকিছু। কিন্তু তার মানে এই না যে, সব সিদ্ধান্ত আপনি একাই নেবেন। কোনো কিছু করার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে আলাপ করুন, পরামর্শ নিন। সঙ্গীর সম্মতি সম্পর্ক টিকিয়ে রাখতে জোরালো ভূমিকা পালন করে।

মোবাইল ঘাঁটাঘাঁটি নয়

মোবাইল মানুষের খুব ব্যক্তিগত জিনিস। এমন অনেকেই রয়েছেন সন্দেহের বসে সঙ্গীর কললিস্ট কিংবা এসএমএস চেক করেন। এতে করে না চাইলেও আপনার গভীর প্রেমের সম্পর্কটি হঠাৎই ভেঙে যেতে পারে। কারণ এতে বিশ্বাস ভেঙে যায়, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, বিশ্বাস ভেঙে যায়।

তুলনা করবেন না

প্রতিটা মানুষ আলাদা। একজনের সঙ্গে অন্যের তুলনা করা একদমই উচিত নয়। না বুঝেই হয়তো অন্যের সঙ্গে তুলনা করছেন, বলছেন তোমার থেকে তার রুচি ভালো, তোমার থেকে সে সুন্দর। এতে করে সঙ্গী মনে কষ্ট পেতে পারে, তৈরি হতে পারে দূরত্ব।

মিথ্যা নয়

দোষ-গুণ মিলিয়েই মানুষ। ভুল হতেই পারে। সেই ভুলকে ঢাকার জন্য কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। কারণ একটি মিথ্যা আরেকটি মিথ্যার জন্ম দেয়। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মিথ্যা না বলে সত্যিটা বলুন।

দোষারোপ করা

কোনো ভুল হলে সবসময় আমরা অন্যকে দোষ দিতে অভ্যস্ত। নিজের দোষ যেন খুঁজেই পাই না। দোষারোপ করা কোনো সমস্যার সমাধান হতে পারে না। এতে শুধু তিক্ততাই বাড়ে।

অতীত ঘাঁটবেন না

অতীতের ভুল নিয়ে বারবার কথা বলা উচিত নয়। এতে করে অন্য মানুষটি ছোট হয়ে যায়। অবান্তর ও অপ্রাসঙ্গিক কথা সম্পর্ক শুধু ফাটলই ধরাতে পারে।




এটা পাবলিক ট্রায়াল না, ক্যামেরা ট্রায়াল : খালেদা জিয়া

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতের পরিবেশ নিয়ে নিয়ে উষ্মা প্রকাশ করে বলেছেন, এটা কোনো পাবলিক ট্রায়াল না এটা ক্যামেরা ট্রায়াল।

বৃহস্পতিবার দুপুরে নাইকো দুর্নীতি মামলায় ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ জজ-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এখানে আমি বসতে পারি না। আমার আইনজীবীরা বসতে পারেন না। সাধারণ মানুষ আসতে পারে না।

বিচারকের উদ্দেশে খালেদা জিয়া বলেন, আপনাকে তো এখানে এনেছে আমাকে সাজা দেওয়ার জন্য। যা খুশি সাজা দিয়ে দেন। এমন পরিবেশ থাকলে এ আদালতে আমি আর আসব না।

খালেদা জিয়া আরো বলেন, এখানে এত লোক কেন, পুলিশ কমাতে বলেন। এত পুলিশ থাকলে আমার আইনজীবীরা কীভাবে আসবে। জজ সাহেবের সামনে এত পুলিশ কেমনে থাকে।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, এখন নির্বাচন নিয়ে আমি কিছু বলব না।

এর আগে খালেদা জিয়াকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয় দুপুর ১২টা ১২ মিনিটে। বিচারক এজলাসে আসেন ১২টা ১৫ মিনিটে। এরপরই দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মোশারফ হোসেন কাজল শুনানি শুরু করেন।

বিচারক ১৩ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৫ মে, খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

মামলায় অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।




সূর্বণচরে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : স্বামী সন্তানদের বেঁধে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে এক গৃহবধূকে (৩২) ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষনের ঘটনায় এ পর্যন্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জানুয়ারি) দবিাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর অভিযান চালিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরে থেকে গৃহবধূ গণধর্ষণ মামলার ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের সার্থে তাদের নাম গোপন রাখা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও লাকসামে পুলিশের ৪টি টিম কাজ করছে।




বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সেবা নিচ্ছে সাত চ্যানেল

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : রাষ্ট্রীয় তিনটি টেলিভিশন চ্যানেলসহ আরও বেসরকারি সাতটি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সেবা নিচ্ছে। রাষ্ট্রীয় তিন চ্যানেল হলো- বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ টেলিভিশিন এবং বিটিভি চট্টগ্রাম।

অন্যদিকে সেবা নেয়া সাত বেসরকারি চ্যানেল হচ্ছে- সময় টিভি, ডিবিসি নিউজ, ইন্ডিপেনডেন্ট টিভি, এনটিভি, একাত্তর টিভি, বিজয় বাংলা এবং বৈশাখী টিভি গত কিছুদিন থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ট্রান্সমিশন ব্যবহার করছে।

তবে একই সঙ্গে চ্যানেলগুলোতে বিদেশি স্যাটেলাইট অ্যাপস্টারের সংযোগও রয়ে গেছে। কারণ সেবা নেয়ার চুক্তি বাতিল করতে হলে তিন মাস আগে নোটিশ দিতে হয়। জানুয়ারিতেই সেই নোটিশ দিয়ে দেবে এসব বেসরকারি টিভি চ্যানেল। ফলে মার্চ থেকে পুরোদমে শুধু বঙ্গবন্ধু-১ দিয়ে ট্রান্সমিশন করবে এই সাত চ্যানেল-এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।

টেলিভিশনের ট্রান্সমিশন বিষয়ে ডিটিএইচ কোম্পানি রিয়ালভিউ’ও সম্প্রতি বিসিএসসিএল-এর সঙ্গে চুক্তি করেছে। ফলে অল্প সময়ের মধ্যেই তারা দেশি-বিদেশি মিলিয়ে ৪৮টি টেলিভিশনের সম্প্রচার শুরু করবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে।

জানা গেছে, এর বাইরে দুটি স্থানীয় ভিস্যাট কোম্পানির সঙ্গেও দ্রুত যুক্তিতে যাবে বিসিএসসিএল। সেটি হলে দ্রুততার সঙ্গে আয় করতে শুরু করবে সরকারি দেশের প্রথম এই স্যাটেলাইট।

গত ১১ মে নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করার পর নভেম্বরে তা বিসিএসসিএলকে বুঝিয়ে দেয় স্যাটেলাইটটির নির্মাতা কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া স্পেস। আর সে কারণে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতেই অনেক বিলম্ব হয়ে গেল বলে বলছেন বিসিএসসিএল সংশ্লিষ্টরা।

এদিকে বর্তমানে চালু থাকা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনগুলোর বেলায় তেমন কিছু উল্লেখ না করলেও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সিদ্ধান্ত নিয়েছে নতুন লাইসেন্স প্রাপ্তরা সেবায় আসতে হলে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকেই সম্প্রচার করতে হবে।

এর মাধ্যমে বিসিএসসিএল-এর একটি নিশ্চিত আয় প্রাপ্তির বিষয়ও নিশ্চিত হয়ে গেল।

সম্প্রতি এক কমিশন বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়ার পর বিটিআরসি এটি এখন টেলিভিশনের স্পেকট্রাম বরাদ্দ পাওয়ার শর্ত হিসেবে যুক্ত করে নিয়েছে।

টেলিটভিশনগুলো তথ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স পেলেও স্পেকট্রামের জন্যে তাদেরকে বিটিআরসির কাছে আসতেই হয়। যদিও স্যাটেলাইট কোম্পানি হিসেবে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল) টেলিভিশনগুলোকে স্পেকট্রাম দেবে। কিন্তু তার ছাড়পত্র নিতে হবে বিটিআরসির কাছ থেকে।

বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক সাংবাদিকদের বলেন, তারা মনে করে আসছেন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটকে ব্যবসা সফল করতে এ শর্ত জুড়ে দেয়া অবশ্যক।




কোটি টাকা ছড়িয়ে ভোটে প্রভাব ফেলার অভিযোগে আটক ৩

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কোটি টাকা ছড়িয়ে একাদশ সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে এক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, আলী হায়দার নামের ওই ব্যক্তি আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।

র‌্যাব সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় ওই কোম্পানির অফিস থেকে আলী হায়দারকে আটক করে র‌্যাব। আটক করা অন্য দুজন হলেন আলমগীর হোসেন (৩৮) ও জয়নাল আবেদীন (৪৫)। আলমগীর আমেনা এন্টারপ্রাইজ ঝালকাঠির অফিস ব্যবস্থাপক। জয়নাল ওই গ্রুপের জিএম (অ্যাডমিন)। আলী হায়দারের (২৪) কাছে নগদ প্রায় আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে।

র‌্যাব জানায়, জব্দ করা টাকার সঙ্গে তারেক রহমানের ছবিসংবলিত এক বিএনপি নেতার প্রচারপত্র দেখা গেছে সেখানে। ওই নেতা হলেন শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ (অপু)। ঢাকার একটি আসনের সব ভোটারের নাম-ঠিকানা সংবলিত একটি তালিকাও আলী হায়দারের অফিসে পাওয়া গেছে বলে জানায় র‌্যাব।

এর আগে গতকাল সোমবার রাজধানী থেকে চার লাখ টাকাসহ দুজনকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, এঁরা ভোট কিনতে টাকা ছড়াচ্ছিলেন। পুলিশ বলছে, আটক করা দুজন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থক।




এন্ট্রিপ্রেনিউরিয়েল ইকোনোমিস্ট ক্লাবের সেমিনার ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :

গত ২২ ডিসেম্বর ২০১৮ তারিখ, শনিবার ঢাকা স্কুলঅবইকোনোমিকস্ধসঢ়;এর
অনুষ্ঠিতহয়একসেসটুএন্ট্রিপ্রেনিউরিয়েলফাইনেন্সফ্রম দি ব্যাংকিং
সেক্টরএবং উদ্যোক্তা অর্থায়নে ব্যাংকএবংএস.ডি.জি ও সি.এস.আর ফর
ইয়ংপ্রফেশনাল”শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারেআলোচকহিসেবেউপস্থিত
ছিলেনওয়ানফার্মারব্যবস্থাপনাপরিচালকজনাব কে.এস.এম
মোস্তাফিজুররহমানএবংসি.এস.আর সেন্টার,
বাংলাদেশেরনির্বাহিপরিচালক শাহামিন এস. জামান।
আলোচকদেরসদয়উপস্থিতি ও জ্ঞানগর্ভ আলোচনার জন্য অনুষ্ঠানের সভাপতির
দেশের প্রখ্যাত উদ্যোক্তা অর্থনীতিবিদ, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবআলী ।
ধন্যবাদ জ্ঞাপন করেন রেহানা পারভিন , সহকারিঅধ্যাপক, ঢাকা
স্কুলঅবইকোনোমিকস্ধসঢ়; ।

এন্ট্রিপ্রেনিউরিয়েলইকোনোমিস্ট
ক্লাবেরবার্ষিকসাধারণসভাঅনুষ্ঠিতহয়। সভায়উপস্থিত ছিলেন,
দেশেরপ্রখ্যাত উদ্যোক্তা অর্থনীতিবিদ, প্রফেসর ড. মুহাম্মদ
মাহবুবআলীএবংক্লাবেরউপদেষ্টা রেহানাপারভিন, সহকারিঅধ্যাপক, ঢাকা
স্কুলঅবইকোনোমিকস্ধসঢ়;। উক্ত সভায় মোহাম্মদ জামান হোসেনকে সভাপতি ও
সাদীমাহমুদ কে সধারণ সম্পাদক রেখে ২০ সদস্য বিশিষ্টনয়াকমিটি

ঘোষণা করা হয়। নতুনকমিটিরসভাপতিসকলেরসহযোগিতায়বাংলাদেশে
উদোক্তার উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




সম্ভাবনাময় কয়েকটি ব্যবসায়িক আইডিয়া!

এমন কিছু ব্যবসা আছে যা শুনলে খুব সাধারণ মনে হবে, কিন্তু এমন কাজ দিয়েই গড়ে তোলা যায় বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান। যেমন সাম্প্রতিককালে সবচেয়ে বড় উদাহরণ ‘উবার’। আমাদের দেশসহ বিশ্বব্যাপী রেন্ট-এ-কারের ব্যবসা বহুদিনের। এক্ষেত্রে উদ্যোক্তারা কিছু গাড়ি কিনে নিয়ে ড্রাইভার রেখে তা ভাড়া দিয়ে রোজগার করেন।

অথচ উবার শুধু অভিনব পরিকল্পনা দিয়ে নিজেরা কোনো গাড়ি না কিনেও আজ বিশ্বের সবচেয়ে বড় রেন্ট-এ-কার কোম্পানি। আর ভূমিকা নয়, চলুন ব্যবসা আইডিয়ায় ঢুকে পড়ি।পৃথিবী এখন সবার হাতের মুঠোয়, বলা হয় গ্লোবাল ভিলেজ। একটি অ্যানড্রয়েড ফোন হাতে থাকলে এক ক্লিকে আমেরিকা চলে যাওয়া যায়, পরবর্তী ক্লিকে আবার ফিরে আসা যায় বাংলাদেশে। প্রযুক্তি বিপ্লবের কল্যাণে পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে উঠলেও এই ভিলেজের সবাই সব ভাষা জানে না, এমনকি আন্তর্জাতিক ভাষা ইংরেজিও সবাই জানে না।

সুতরাং বিশ্বব্যাপী অসংখ্য তথ্য অনুবাদের চাহিদা বাড়ছে ক্রমশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিক্স হ্যান্ডবুকের ২০১৫ সালে দেওয়া তথ্যানুসারে, প্রতি বছর ৬৪ শতাংশ হারে অনুবাদকের চাহিদা বাড়ছে। সুতরাং অনুবাদ হয়ে উঠতে পারে নতুন সম্ভাবনাময় ব্যবসা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটেকটিক্স হ্যান্ডবুকের ২০১৫ সালে দেওয়া তথ্য অনুসারে প্রতি বছর ৬৪ শতাংশ হারে অনুবাদকের চাহিদা বাড়ছে। করতে চাইলে সে কোনো পত্রিকা, সাময়িকী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে নিজস্ব বিনিয়োগের প্রয়োজন হবে না এবং সর্বোচ্চ দুটি ভাষা ভালোভাবে জানলেই চলবে।

তবে কেউ চাইলে অনুবাদ প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন ভাষার কয়েকজন অনুবাদককে সাথে নিয়ে গড়ে তোলা যেতে পারে আন্তর্জাতিক মানের কোনো অনুবাদ প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী অসংখ্য প্রকাশনা প্রতিষ্ঠান নিয়মিত নানান বই প্রকাশ করে, এসব প্রকাশনীর সাথে চুক্তির ভিত্তিতে এক ভাষার বই অন্য ভাষায় অনুবাদ করা যেতে পারে। তাতে বইয়ের ব্যাপ্তি যেমন বাড়বে সাথে একটা অনুবাদ প্রতিষ্ঠানও দাড়িয়ে যাবে।

কর্মী সরবরাহ: ঢাকা শহরের বর্তমান জনসংখ্যা প্রায় ২ কোটি। এই ২ কোটি মানুষের পরিবারে গৃহপরিচারিকা, পরিচ্ছন্নতা কর্মীর চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। আবার বিদ্যমান বাস্তবতায় বিশ্বস্ত ও দক্ষ গৃহপরিচারিকা পাওয়া খুব কঠিন। এই চাহিদা আর সংকটের কথা মাথায় রেখে বাসা বাড়িতে গৃহ পরিচারিকা ও পরিচ্ছন্নতা কর্মী সরবরাহ করার নতুন ব্যবসা শুরু করা যেতে পারে।

শুধু গৃহ পরিচারিকা নয়, বৈদ্যুতিক যন্ত্রাংশের মেকানিক, বাসা বদল করার কর্মী ও যানবাহন সরবরাহ সেবাও সাথে যুক্ত করা যায়। বিশ্বের বিভিন্ন দেশে এমন প্রতিষ্ঠান থাকলেও আমাদের দেশে এমন ব্যবসা খুব বেশি জনপ্রিয় হয়নি এখনও। সুতরাং শুরু করা যেতে পারে।

জব মিডিয়া: প্রতিনিয়ত যেমন হাজার হাজার চাকরি প্রত্যাশীর সংখ্যা বাড়ছে তেমনি চাকরি দাতার প্রত্যাশাও বাড়ছে। সব চাকরি প্রত্যাশী চায় চাকরি পেতে, আবার প্রতিষ্ঠানগুলো চায় হাজার হাজার আবেদনের মধ্য থেকে গুণী, মেধাবী ও যোগ্য আবেদনকারীকে বেছে নিতে। তবে সমসাময়িক সময়ে চাকরি প্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে যোগ্য আবেদনকারী খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়।

অধিকাংশ চাকরিদাতা প্রতিষ্ঠান হাজার হাজার আবেদন বাছাই, সাংক্ষাতকার গ্রহণকে বাড়তি ঝামেলা বলে মনে করে। এই সুযোগটাই কাজে লাগাতে পারেন তরুণ উদ্যোক্তারা। মার্কিন বিখ্যাত গণমাধ্যম সিএনএনের এক জরিপ মতে, সাম্প্রতিক সময়ে এমন চুক্তি ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বিশ্বব্যাপীর সবচেয়ে জনপ্রিয়। বড় বড় ব্যবসায়ী গ্রুপ যোগ্য কর্মী খুঁজে পেতে এমন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়।

বিভিন্ন কোম্পানির চাহিদার ভিত্তিতে দক্ষ ও যোগ্য জনবল খুঁজে দেওয়ার মাধ্যমে গড়ে তোলা যেতে পারে ক্যারিয়ার এবং জব মিডিয়া ভিত্তিক ব্যবসা। ইতিমধ্যে বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বৈকি, তবে অভিনবত্ব আনতে পারলে এ জাতীয় নতুন স্টার্টআপের উজ্জল সম্ভাবনা রয়েছে।

স্মার্টফোন মেরামত: স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় অনুষঙ্গগুলোর একটি। শহর কেন্দ্রিক জীবনে স্মার্টফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু সবাই কি এর সঠিক ব্যবহার জানে? জানে না, জানলে হরহামেশা এত স্মার্টফোন বিকল হতো না। এই বিকল হওয়া স্মার্টফোন আবার সারিয়ে নেয়া যায়।

সারিয়ে নিলে আবার আগের মতো ব্যবহার করা যায়। প্রযুক্তি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বিকল হয় স্মার্টফোন, কাজেই এর মেকানিকের চাহিদাও প্রচুর। এই চাহিদাকে কাজে লাগিয়ে শুরু করা যায় স্মার্টফোন মেকানিকের ব্যবসা। কিছুদিন দক্ষ মেকানিকের কাছে কাজ শিখে নিয়ে কোনো স্মার্টফোন কোম্পানির সাথে অথবা ব্যক্তিগতভাবে এই কাজ শুরু করা যেতে পারে।

কিছুদিন কোনো দক্ষ মেকানিকের কাছে কাজ শিখে নিয়ে কোন স্মার্টফোন কোম্পানির সাথে অথবা ব্যক্তিগতভাবে এই কাজ শুরু করা যেতে পারে। চাইলে কয়েকজন মেকানিক সাথে নিয়ে একটি স্মার্টফোন মেরামতের কোম্পানি করা যেতে পারে। এতে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আইড্রপড’ নামের এমন একটি স্মার্টফোন মেরামত কোম্পানি প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে।

ভ্রাম্যমাণ নাপিত: চুল ছাড়া মানুষ হয় না, আর লাখে একজন সাধু সন্ন্যাসী ছাড়া চুল কাটান না এমন মানুষ পাওয়া যায় না। সুতরাং ভ্রু, নাক কুঁচকাবেন না, নাপিতের কাজটি যদি মোবাইল সার্ভিসে নিয়ে যাওয়া যায় তবে এক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে দেওয়া সম্ভব। মার্কিন মুল্লুকে ইতিমধ্যে এমন ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ভ্রাম্যমান নাপিতের ব্যবসা করতে হলে আপনাকে নাপিত হতে হবে না। প্রয়োজন হবে কয়েক জন দক্ষ নরসুন্দর বা নাপিত, যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের চুল কাটাতে রাজি থাকবে। ভ্রাম্যমান নাপিতের ব্যবসা করতে হলে আপনাকে নাপিত হতে হবে না। প্রয়োজন হবে কয়েক জন দক্ষ নরসুন্দর বা নাপিত, যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের চুল কাটবে।

এই সেবা বিশেষ ভাবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে শিশুদের জন্য। কেননা শিশুরা তাদের পরিচিত গন্ডির বাইরে খুব বেশি স্বাচ্ছন্দ বোধ করে না। তাই সেলুনে নিয়ে তাদের চুল কাটাতে অভিভাবকদের বেশ বেগ পেতে হয়। সুতরাং করতে পারেন ভ্রাম্যমান নরসুন্দরের ব্যবসা। নতুন করে স্টার্টআপ শুরু করতে চলেছেন যারা, তাদের জন্য শুভ কামনা। তথ্যসূত্র: ইয়ুথ কার্নিভাল।




স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তারা।

এর আগে রোববার সকাল পৌনে ৭টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে ইসি কমিশনাররা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংঘঠনের পক্ষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।

পরে শ্রদ্ধা জানানোর জন্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। এরপর ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দেওয়া পুষ্পাঞ্জলির ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদী।




সাগরে ঘূর্ণিঝড় ‘পেথাই’

ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘পেথাই’ (‘PHETHAI’) এ রূপ নিয়েছে। এখন এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার সকালে আবহাওয়া অধিদফতরের সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর/উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেগুলোকে গভীর সাগরে বিচরণ না করারও পরামর্শ দেয়া হয়েছে।

অপরদিকে রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।