বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন

পরিক্রমা ডেস্ক : ১৯৬৪ সালে দেশে প্রথমবারের মতো ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। তারই ধারাবাহিকতায় ২০২২ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এবার দেশের সেরা ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। আজ রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার দৌঁড়ে লিটন পেছনে ফেলেছেন সাফজয়ী ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তারকে। তবে দর্শকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন সাবিনা খাতুন।

এ বছরের পুরস্কারপ্রাপ্তরা
বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট)
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন
বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম
বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার
বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)
তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল
বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)




ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত




রমজান ও ঈদে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে যে সিদ্ধান্ত এলো

পরিক্রম‍া ডেস্ক : রমজান ও ঈদে ছুটির বিষয়ে সভা করেছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় কমিটি। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে না। আগের ঘোষণা অনুযায়ী ৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

বুধবার মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) এই সভা করে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় কমিটি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বঘোষণা অনুযায়ী ৭ এপ্রিল থেকে শুরু হবে ছুটি। ছুটি থাকবে ২৬ এপ্রিল পর্যন্ত। ২৭ এপ্রিল থেকে ফের ক্লাস শুরু হবে।

সভা সূত্রে জানা গেছে, করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে উঠতে ১৫ রোজা পর্যন্ত রমজান ও ঈদুল ফিতরের ছুটি আগেই নির্ধারণ করে শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্রবার শুরু হতে পারে রমজান মাস। বছরের শুরুতেই স্কুলগুলোর ছুটির তালিকা অনুমোদন করা হয়। সে অনুযায়ী পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, ইস্টার সানডে, বৈসাবি, নববর্ষ ও ঈদুল ফিতর উপলক্ষে ২৩ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া সরকারি-বেসরকারি কলেজ, আলিয়া মাদরাসা ও টিটি (টিচার্স ট্রেনিং) কলেজেও একই সময়ে ছুটির ঘোষণা রয়েছে মন্ত্রণালয়ের।

তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা ভিন্ন। তারা পবিত্র রমজান, ইস্টার সানডে, চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করবে।




অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়েছেন অটোরিক্সা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী মিজান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন মোহনপুর ইউনিয়নের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন অটোরিক্সা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় মোহনপুরে কাজী মিজানুর রহমানের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই দাবী করেন তিনি।

এসময় কাজী মিজানুর রহমান বলেন, মোহনপুর ইউনিয়নের আসন্ন উপনির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতীক অটোরিক্সা। ইতোমধ্যেই আপনারা জানেন যে, আমি বিগত দিন ধরে মোহনপুর ইউনিয়নবাসীর সেবা করে আসছি। সেই সূত্র ধরে অত্র ইউনিয়নে আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। তাই আমাকে হারাতে এবং আমার বিরুদ্ধে বিভিন্নভাবে পায়তারা করে আসছে বিভিন্ন মহল। বাহাদুরপুরে আমার লোকজনকে প্রচারণা করতে বাঁধা দিচ্ছে। এমনকি নির্বাচন যাতে ইভিএমে না হয় সেজন্যও অপচেষ্টা করছে একটি মহল। ইভিএমে ভোট হলে তারা ব্যালট ছিনতাই ও দাঙ্গা হাঙ্গামা করতে পারবে না বলেই তারা ইভিএম চায় না। তাই আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে দাবী করছি, নির্বাচন যাতে তফসিল অনুযায়ী ইভিএমে হয় এবং অবাধ ও সুষ্ঠুভাবে হয়। সেজন্য প্রতিটি কেন্দ্রে যাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। আমি ইতোমধ্যে রিটানিং কর্মকর্তা বরাবর সুষ্ঠু নির্বাচন চেয়ে আবেদন দাখিল করেছি।

কাজী মিজানুর রহমান আরো বলেন, কুচক্রি মহল জেনে গেছে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। তাই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু মোহনপুর ইউনিয়নের জনগণ তা মেনে নিবেন না। জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে একটাই অনুরোধ করবো জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ বজায় রাখতে হবে।

তিনি বলেন, গত ২০ বছরেও মোহনপুরবাসী ভোট দিতে পারেনি। এবারই প্রার্থীদের স্বতঃফুর্তভাবে অংশগ্রহনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক নির্বাচন হতে যাচ্ছে। তাই প্রতিটি কেন্দ্রে অধিক নিরাপত্তা দিতে হবে, জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। জনগণ যে রায় দিবে আমি সেই রায় মেনে নিব।




স্মার্ট বাংলাদেশে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী  মো. শাহাব উদ্দিন বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের যুগোপযোগী মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে।
শনিবার  মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন আরো বলেন, জীবনের সকল ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির সুফল পেতে বিজ্ঞান শিক্ষায় দক্ষ হতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক  কর্মকান্ডে সম্পৃক্ত থাকতে হবে।
পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে দেশে অভূতপূর্ব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন নির্মাণ, বৃত্তি, উপবৃত্তি প্রদান, আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে।  দেশের অভূতপূর্ব  উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া প্রমুখ।
এর আগে পরিবেশমন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কলাজুড়া-সমনবাগ রাস্তা ( ৭ নং খাসিয়া পুঞ্জি লিংক  রোড) এবং জুড়ী উপজেলার গোয়ালবাড়ী-এফডাব্লিউসি হতে পশ্চিম গোয়ালবাড়ী সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।




নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশে আমাদের চেতনা অনুপ্রেরণার উৎস : রাষ্ট্রপতি

পরিক্রমা ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস।

তিনি আশা প্রকাশ করেছেন, নিজ ভাষার উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি বহুভাষিক শিক্ষার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ইতিবাচক অবদান রাখবে।

২১ ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩’ উপলক্ষে আজ সোমবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আশা প্রকাশ করেন।

আবদুল হামিদ বলেন, ‘বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস। তবে বাংলা ভাষা ও সংস্কৃতির যথাযথ চর্চা ও সংরক্ষণে আমাদের আরো যত্নবান হতে হবে।’

তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির কল্যাণে আজ আমরা গ্লোবাল ভিলেজের বাসিন্দা। তাই উন্নত বিশ্বের সাথে সমানতালে এগিয়ে যেতে বর্তমান প্রজন্মকে বাংলার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে স্বীকৃত বিভিন্ন ভাষার ওপর প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ঘটনা। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর নেতৃত্ব দেন এবং কারাবরণ করেন। স্মরণ করি তৎকালীন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তসহ সকল ভাষা সংগ্রামীকে, যাদের দূরদৃষ্টি, অসীম ত্যাগ, সাহসিকতা, সাংগঠনিক দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ফলে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে। বাঙালি পায় মাতৃভাষার অধিকার।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষী জনগণ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্মৃতিবিজড়িত এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী ভাষা শহীদ রফিক, সালাম, বরকত, জববার, শফিউরসহ নাম না জানা শহীদদের।’

আবদুল হামিদ বলেন, ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ শাসিত ভারত ভেঙে ভারত-পাকিস্তান দুই দেশের জন্ম হয়। হাজার কিলোমিটার দূরত্বের ব্যবধানে অবস্থিত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভাষা ও সংস্কৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তাই উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে।

তিনি বলেন, মূলত ভাষা আন্দোলন ছিলো আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষারও আন্দোলন। আমাদের স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর একুশের অবিনাশী চেতনাই যুগিয়েছে অফুরন্ত গ্রেরণা ও অসীম সাহস। ফেব্রুয়ারির রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি এবং সে ধারাবাহিকতায় ১৯৭১ সালে আসে বাঙালির চিরকাঙ্খিত স্বাধীনতা, যার নেতৃত্ব দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

রাষ্ট্রপতি বলেন, ১৯৯৯ সালে কয়েকজন প্রবাসী বাংলাদেশীর প্রাথমিক উদ্যোগ এবং সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বতঃস্ফূর্ত আগ্রহ ও ঐকান্তিক চেষ্টায় জাতিসংঘ কর্তৃক ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি জাতি হিসেবে আমাদের একটি অন্যতম গৌরবময় অর্জন। মাতৃভাষা এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ দিবসটি উদ্যাপন একটি অনন্য উদ্যোগ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে তিনি আশা প্রকাশ করেন, মহান একুশের চেতনাকে ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মানবোধ জাগ্রত হবে, গড়ে ওঠবে একটি বৈষম্যহীন বর্ণিল বিশ্ব।




বিশ্বে করোনায় আরও ৯৬২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৯৬২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৪৯। এ সময় সুস্থ্য হয়েছেন ৮২ হাজার ৯৫২ জন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের সোমবার ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জনে। আর মারা যান ৬৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭২২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৩৭৮ জন এবং মারা গেছেন ২৮৪ জন।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৯৯ জন এবং মারা গেছেন ৩০ জন। ব্রাজিলে মারা গেছেন ৮১ জন। ফ্রান্সে ৮০, দক্ষিণ কোরিয়ায় ৩৫, রাশিয়ায় ৪০, কানাডায় ৪৪, হংকংয়ে ৫০, চিলিতে ৩২ জন মারা গেছেন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩১ হাজার ৮৯৭ জনের। এ সময় সুস্থ্য হয়েছেন ৬৪ কোটি ৩০ লাখ ২১ হাজার ৯৫৩ জন।




আমি মিস্টার ইন্ডিয়া ২ বানাবো : বনি কাপুর

বলিউডের চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের ক্যারিয়ারের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল ছবি ‘মিস্টার ইন্ডিয়া’। ছবিতে অভিনয় করেছিলেন তার প্রয়াত স্ত্রী শ্রীদেবী ও ভাই অনিল কাপুর। ছবির গান, সংলাপ ও চরিত্র এখনো বলিউডপ্রেমীদের পছন্দের শীর্ষে রয়েছে।

বেশ কয়েক বছর ধরেই ‘মিস্টার ইন্ডিয়া’র সিক্যুয়েল নিয়ে কথাবার্তা চলছে। প্রায় শোনা যায়, সিক্যুয়েল তৈরির কাজ শুরু হবে। শেষ পর্যন্ত তার অগ্রগতির খবর পাওয়া যায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের আশার বাণী শুনিয়েছেন মিস্টার ইন্ডিয়ার অন্যতম প্রযোজক বনি কাপুর। তিনি জানিয়েছেন, ‘আমি মিস্টার ইন্ডিয়া ২ বানাবো। আমি যদি খুব শীঘ্রই সেই কাজে হাত লাগাই তাহলে অবাক হবেন না। ওয়ান্টেড, নো এন্ট্রি ও মিস্টার ইন্ডিয়ার মতো ছবিগুলির সিক্যুয়েলের চাহিদা রয়েছে’।

এ বছর থুনিভু নামে একটি দক্ষিণী ছবিও প্রযোজনা করেছেন বনি কাপুর। তিনি আরও বলেছেন, ‘এমন মানুষও আছেন যারা চাইছেন ‘হাম পাঁচ’ও আবার নতুন করে তৈরি হোক। আমার কিছু ছবি ইতিমধ্যেই নতুন করে তৈরি হয়ে গেছে। যেমন ‘ও সাত দিন’, বা ‘পোঙ্গা পণ্ডিত’। আমাদের পুরানো সময়ের থেকে কিছু চলচ্চিত্র আছে যেগুলি আবার একটি নতুন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, উন্নত প্রযোজনাসহ’।




“নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মাউশির সিদ্ধান্ত”

ক্যাম্পাস প্রতিবেদক : নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পরেই মূলত বিষয়ভিত্তিক প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা ভুল-ভ্রান্তির কারণে প্রায় সাড়ে ৭ লাখ শিক্ষক প্রশিক্ষণের বাইরে থেকে যাচ্ছেন। বিবিধ সমালোচনার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ খবর হলো প্রশিক্ষণের বাইরে কোন শিক্ষক থাকবেন না। তাই প্রথম দপায় বাদ পড়া শিক্ষকরাও এখন প্রশিক্ষণের আওতায় আসছেন।

দেশে এখন সরকারি বেসরকারি মিলে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৮৯৮টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা ৬ লাখ ৫৭ হাজার ১৯৩ জন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৬ টি এবং শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার জন। অপর দিকে দেশে এখন বেসরকারি বা কিন্ডারগার্টেনের সংখ্যা ২৮ হাজার ১৯৩টি। এখানে শিক্ষকের সংখ্যা প্রায় ৫ লাখ। প্রথম পর্যায়ে প্রশিক্ষণের বাইরে থাকছেন ৭ লাখ ৪৩ হাজার প্রায়।

এ দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, নতুন শিক্ষা কার্যক্রমের উপর সব শিক্ষক প্রশিক্ষণ পাবেন। যদি কোনো শিক্ষক বাদ পড়ে যান তবে তাদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।




“নিম্নমানের কাগজে বিনামূল্যের বই, স্থায়ীত্ব নিয়ে শঙ্কা”

বি.পরিক্রমা রিপোর্ট : শিক্ষার্থীদের হাতে এ বছর যে বই তুলে দেওয়া হয়েছে সেগুলোর কাগজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী এক বছর এই বই শিক্ষার্থীদের হাতে টিকবে কি না তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ আসছে শিক্ষার্থীদের নতুন বইয়ের সেলাই খুলে যাচ্ছে। আবার বইয়ের ছবির মান ও রঙ এতোটাই অস্পষ্ট যে এগুলো ঠিকমতো বুঝতেও কষ্ট হয়। নিউজ প্রিন্টে বই ছাপানো হয়েছে বলে অভিযোগ করছেন সবাই। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি দাবি করছেন, ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়। রঙ কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয়। তিনি বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য ক্ষতিকর। আমরা কাগজের মান উন্নত করেছিলাম, কিন্তু এবার সেকেন্ডারি পাল্প ছাড়া দেশে কোনো পাল্প ছিল না। তাই সেকেন্ডারি পাল্পে বই ছাপাতে হয়েছে। তবে সেটিতে মান খারাপ হওয়ার সুযোগ নেই।

একজন অভিভাবক জানান, তিনি মেয়েকে নিয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংক হাইস্কুলে গিয়েছিলেন। তার মেয়ে ঐ স্কুলে ৭ম শ্রেণিতে পড়ে, কিন্তু বই বিতরণ উৎসবে সে কোন বই পায় নাই। তবে কোনো কোনো ক্লাসের শিক্ষার্থীদের হাতে ২-৩টি করে বই তুলে দেওয়া হয়েছে। অনেকে পুরনো বই পাচ্ছে। তবে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, বইয়ের কোনো সঙ্কট নেই। কোথাও নিম্নমানের বই পাওয়া গেলে মন্ত্রণালয়ের পরিদর্শন টিম যথাযথভাবে দায়িত্ব পালন করবে।