বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :
মজুরি কাঠামোর বাস্তবায়ন ও বিভিন্ন দাবি নিয়ে আজও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন গার্মেন্টসের শ্রমিকরা।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী, শেওড়াপাড়া এলাকার রাস্তায় অবস্থান নেন বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এ প্রসঙ্গে পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল হাসান প্রিন্স বলেন, সকাল থেকেই রাস্তায় অবস্থান নিয়েছে শ্রমিকরা। এদিন তারা কালশী, শেওড়াপাড়ার মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর ফলে শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে শ্রমিকদের অভিযোগ, সরকার নতুন বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মালিকপক্ষ তা মানছে না। এ কারণেই তারা রাস্তায় নেমে পঞ্চম দিনের মতো বিক্ষোভ অব্যহত রেখেছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.