ইরান থেকে জ্বালানি তেল আমদানিকারক দেশগুলোকে খুব শিগগিরিই আমদানি বন্ধ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
গেলো বছর কয়েকটি আমদানিকারক দেশের জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হলেও আবার তা পুনর্বহাল করা হচ্ছে বলেও জানায় যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিষেধাজ্ঞার শিথিলতা আর কার্যকর রাখতে চায় না যুক্তরাষ্ট্র। পরমাণু চুক্তি ইস্যুতে ২০১৫ সালে ইরানের জ্বালানি খাতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র। তবে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইতালি ও গ্রিসকে কিছু শর্ত সাপেক্ষে জ্বালানি তেল আমদানির অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এ ঘোষণার পর বিশ্ববাজারে ৩ শতাংশ বেড়েছে জ্বালানির দর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.