এখনো করোনা ফুরিয়ে যায়নি। ঠিকমতো সব দেশে, সবার কাছে সমানভাবে করোনার টিকা না পৌঁছালে পরিস্থিতি আবারও ভয়াবহ হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
তিনি বলেন, ‘এই মহামারী লাখ লাখ মানুষের স্বাস্থ্য ও জীবন ঝুঁকিতে ফেলেছে। এখন পর্যন্ত ৪৬ কোটির বেশি মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬০ লাখ। এছাড়াও অসংখ্য মানুষ মানসিক সমস্যায় ভুগছেন।’
এসময় দ্রুত ব্যবস্থা নেওয়া ও টিকা আবিষ্কার করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন গুতেরেস। সেই সাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মহামারী শেষ হয়ে গেছে এমন ভাবলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে।’
তার দাবি, করোনা টিকা বিতরণ এখনো ‘কলঙ্কজনকভাবে অসম’ পর্যায়ে আছে। প্রতি মাসে মাত্র দেড়শ’ কোটি ডোজ টিকা উৎপাদন করা যাচ্ছে। এখনও প্রথম ডোজ টিকা নেওয়ার অপেক্ষায় আছেন প্রায় তিনশ’ কোটি মানুষ।
গুতেরেস আরও বলেন, টিকা সরবরাহের ক্ষেত্রে ধনী দেশগুলো অগ্রাধিকার পাওয়ায় দারিদ্র্য দেশগুলো পিছিয়ে পড়েছে। এতে বৈষম্য বাড়ছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.