জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মতলববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন ভোগে নয়; ত্যাগেই সুখ; ত্যাগেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহীম (আঃ) স্বীয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কোরবানীর মাধ্যমে সেই ত্যাগেই হোক আমাদের ঈদুল আযহার শপথ।
আমরা সবাই হিংসা-বিদ্বেস অহংকার ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হবো এবং আনন্দ ভাগাভাগি করে নেবো। আমাদের আশে-পাশে যারা অসহায় দরিদ্র আছেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাড়াই।
তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে। যেহেতু এই ঈদের অন্য নাম হচ্ছে কুরবানির ঈদ। তাই তিনি সঠিক নিয়তে সঠিক পন্থায় কুরবানি করার জন্য সবার প্রতি আকুল আবেদন রেখে- আত্মীত স্বজন, পাড়া প্রতিবেশী, ফকির, মিসকিনদের প্রতি সুদৃষ্টি রাখার জন্য সবিনয় অনুরোধ জানান।
ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। সবার জীবন মঙ্গলময় হোক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
শুভেচ্ছান্তে-
জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.